মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। পরে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হলে উত্তেজিত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পরে টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

শনিবার (০৯ মার্চ) সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনাবাজার এলাকায় শ্রমিকদের সাথে পুলিশের এ সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আসাদ জানান, নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে শনিবার সকাল থেকে মহাসড়কে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হলে দুর্ভোগে পড়ে যাত্রীরা। আমরা তাদের নানা ভাবে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে পারিনি। এক পর্যায়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়। আধ ঘণ্টা পর তারা ফের সংবদ্ধ হয়ে গাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারলে পুলিশ টিয়ার শেল ছুড়লে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯.৬৭ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার। কিন্তু মূল্যস্ফীতির পাগলা ঘোড়া কিছুতেই সামলানো সম্ভব হচ্ছে না। ফেব্রুয়ারিতে দেশের মূল্যস্ফীতি জানুয়ারি থেকে কিছুটা কমে ৯.৬৭ শতাংশে ঠেকেছে। জানুয়ারিতে এটি ছিল ৯.৮৬ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি ৯.৬৭ শতাংশ। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এই হালনাগাদ তথ্য জানা গেছে। মূল্যস্ফীতি ৯.৬৭ শতাংশের অর্থ হলো, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কোনো পণ্যের মূল্য ১০০ টাকা হলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তা ১০৯ টাকা ৬৭ পয়সায় কিনতে হয়েছে।

এ সময় দেশের খাদ্যের গড় মূল্যস্ফীতি ৯.৫৬ শতাংশ, যেখানে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯.৪২ শতাংশ। এদিকে শহরের তুলনায় গ্রামের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গ্রামের মূল্যস্ফীতি ৯.৪৮ শতাংশ, যেখানে শহরের মূল্যস্ফীতি ৯.৮৮ শতাংশ। উচ্চ মূল্যস্ফীতির কারণে বড় ধরনের অর্থসংকটের মধ্যে রয়েছে বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/////

ডিএসইতে পিই রেশিও কমেছে ৩ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৩ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১২.৯৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১২.৫৯ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩৯ পয়েন্ট বা ৩ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফুয়াং সিরামিকস; ২য় সেন্ট্রাল ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফুয়াং সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২০৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৬৫ লাখ টাকার।

মুন্নু ফেব্রিকস লিমিটেডের ৯৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আফতাব অটোসের ৮৯ কোটি ১৬ লাখ, ফরচুন সুজের ৮৯ কোটি, বিডি থাই এলুমিনিয়ামের ৮৭ কোটি ৩৭ লাখ, বেস্ট হোল্ডিংসের ৮৪ কোটি ৩৪ লাখ, ফুয়াং ফুডসের ৭৯ কোটি ৬৯ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সর ৭৫ কোটি ৭৬ লাখ ও বিএটিবিসির ৭২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

৫ দিনে ডিএসই’র মূলধন কমেছে ১২ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ১২ হাজার কোটি টাকা কমেছে। তবে এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ১৫.৫২ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫৩ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৮ কোটি টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৫.৫২ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৮১০ কোটি ১১ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৮৭৭ কোটি ৯ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৭.৫৮ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪১.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১১২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩২.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০৯৪ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২৩.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৩৫ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪১১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৯টির, কমেছে ৩২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার ও ইউনিটের দর। আর ১০টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১১,৮৯৬ কোটি টাকা অর্থ্যাৎ ১.৫৬ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বিজিএমইএর ভোটগ্রহণ আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে ভোট শুরু হয়েছে।

বিজিএমইএর পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম মিলিয়ে মোট ২১ জন দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ী রয়েছেন।

আজ শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। উত্তরায় সংগঠনের নিজস্ব ভবনে চলছে ঢাকা অঞ্চলের ভোট গ্রহণ। আর চট্টগ্রাম অঞ্চলের ভোট চলছে খুলশীর স্থানীয় অফিসে।

সংগঠনটির পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদের ব্যানারে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন সেহা ডিজাইনের চেয়ারম্যান ও বিজিএমইএর বতর্মান কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম মান্নান কচি। ফোরামের নেতৃত্ব দিচ্ছেন সুরমা গার্মেন্টসের পরিচালক ফয়সাল সামাদ। তিনি বর্তমান কমিটির পরিচালক ও গত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/////