চার্টার্ড লাইফ-এর মৃত্যু বীমা দাবী চেক হস্তান্তর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর সুমন বড়ুয়া এজেন্সী এর সম্মানীত বীমা গ্রাহক জনাব ইব্রাহিম খলিল মিলন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। চার্টার্ড লাইফ জনাব ইব্রাহিম খলিল মিলন এর মৃত্যুতে মৃত্যু দাবীবাবদ ১টি পলিসির অনুকূলে মোট বোনাসসহ ১,৪০,৫১১/- ( এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশত এগারো) টাকার চেক গ্রাহকের মনোনীত স্ত্রী সালমা বেগম এর হাতে তুলে দেন।

চেক হস্তান্তর করেন কোম্পানীর চট্টগ্রাম সেলস এর প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ এমদাদুল হক জাহেদ। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র সেলস ম্যানেজার জনাব মোঃ শহিদুল্লাহসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ দ্রুততার সঙ্গেতার সম্মানীত সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সব সময় অঙ্গিকারাবদ্ধ।

স্টকমার্কেটবিডি.কম///

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভারত-পাকিস্তানকে ছাড়িয়েছি: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শনৈ শনৈ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাংক, আইএমএফ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বলেছে, ২০১৮ সালেই আমরা ভারতকে ছাড়িয়ে গেছি; ২০১৬ সালে ছাড়িয়েছি পাকিস্তানকে। যারা মন্দ বলছে, তাদের কথা মানব নাকি পণ্ডিতদের কথা শুনব?

সুনামগঞ্জে রবিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায় মানুষের জীবনমানের উন্নতি হচ্ছে। প্রতিদিন ঢাকা-সৈয়দপুর রুটে বিমান চলে ১৮টি। এ ছাড়া ঢাকা-কক্সবাজার ও ঢাকা-সিলেট রুটে ১৬টি করে বিমান চলে। অথচ এসব বিমানে আসন খালি পাওয়া যায় না। ট্রেনে, বাসে, বাজারে ভিড়। মানুষ কাজ করছে। বিএনপি নেতাদের অপপ্রচার বিশ্বাস করব নাকি চোখের সামনে যা দেখছি সেটি বিশ্বাস করব?

বিএনপির আহ্বানে ভোটকেন্দ্রে ভোটার কম আসতে পারে কিনা– গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, তারা (বিরোধী দল) তাদের কাজ করছে। আমরা (সরকার) আমাদের কাজ করছি। গ্রামের লোকজনের সঙ্গেই আছি আমরা। তবে কোথাও নাশকতা ঘটানোর চেষ্টা হলে প্রশাসন দেখবে। সূত্র : সমকাল

স্টকমার্কেটবিডি.কম////

৫ মাসে কৃষি ঋণ বিতরণ সাড়ে ১৪ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নানা অস্থিরতার মাঝেও কৃষি ঋণ বিতরণ বেড়েছে। জুলাই-নভেম্বর মাসে পাঁচ মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছে ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।

যা আগের বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৫৪৭ কোটি টাকা বেড়ছে। আগের বছর একই সময়ে বিতরণ হয়েছিল ১২ হাজার ৮৭১ কোটি ১১ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

চলতি বছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩৫ হাজার কোটি টাকা। আর ৫ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রা রয়েছে ১৪ হাজার ৫৮৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ন্যূনতম ২ শতাংশ কৃষি ঋণ বিতরণ করতে হয়। কোনো ব্যাংক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই ব্যাংককে জরিমানা গুনতে হয়।

পাঁচ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিতরণ করেছে ৫ হাজার ৯৩০ কোটি ৫৩ লাখ টাকা। বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ৮৫৪ কোটি ৭৭ লাখ টাকা। এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে ৯ হাজার ২০৫ কোটি ২২ লাখ টাকা।

পাঁচ মাসে সর্বোচ্চ কৃষি ঋণ বিতরণকারী ব্যাংকগুলো হলো—কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম///

ভিসিপিয়াব এর ৩য় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ভিসিপিয়াব) এর ৩য় বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে অনলাইনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সভার সভাপতিত্ব করেন ভিসিপিয়াব এর প্রেসিডেন্ট এবং সিলিকন ভ্যালিভিত্তিক প্রতিষ্ঠান পেগাসাস টেক ভেঞ্চার্স এর পার্টনার মোঃ শামীম আহসান।

উক্ত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থিত ছিলেন ভিসিপিয়াব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া ইউ আহমেদ; ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন) আসিফ মাহমুদ; ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) শফিক-উল-আজম ও কার্যনির্বাহী পরিষদ এর অন্যান্য সদস্য এবং সাধারণ সদস্যরা।

উক্ত সভায়, সদস্যরা বাংলাদেশে ভিসি এবং পিই শিল্পের বর্তমান অবস্থা, উদীয়মান প্রেক্ষাপট ও চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ ব্যবসায় প্রবৃদ্ধির কৌশল সহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। নীতিগত পরামর্শ, বিনিয়োগকারী শিক্ষা, এবং উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের উন্নয়নের প্রশিক্ষণসহ দেশে ভিসি এবং পিই বিনিয়োগের জন্য একটি শক্তিশালী এবং সহায়ক ইকোসিস্টেম গড়ে তোলার জন্য ভিসিপিয়াব নিরলসভাবে কাজ করে যাচ্ছে৷

ভিসিপিয়াব সভাপতি শামীম আহসান তার বক্তৃতায়, একটি সমৃদ্ধশালী ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইক্যুইটি ইকোসিস্টেম তৈরিতে মূল স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা এবং সমন্বয়ের প্রধান ভূমিকা তুলে ধরেন। তিনি আরোও বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টার লক্ষ্য নতুন নতুন উদ্ভাবন, সহযোগিতা, এবং টেকসই বৃদ্ধি। একসাথে আমরা একটি কর্মবান্ধব এবং প্রাণবন্ত পরিবেশ তৈরিতে কাজ করে করে যাচ্ছি, যা উদ্যোক্তাদের কাজে উদ্বুদ্ধ ও ক্ষমতায়ন করবে এবং একই সাথে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদে ফলপ্রসূভাবে সহায়তা করবে

ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ভিসিপিয়াব) একটি নেতৃস্থানীয় সংগঠন যা বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইক্যুইটি ইকোসিস্টেমের বৃদ্ধি এবং সহজতর করার জন্য নিবেদিত। সহযোগিতা এবং অ্যাডভোকেসির প্রতিশ্রুতি সহ, ভিসিপিয়াব দেশে একটি প্রাণবন্ত এবং টেকসই বিনিয়োগের ল্যান্ডস্কেপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্টকমার্কেটবিডি.কম///

এসবিএসি ব্যাংকের বসুন্ধরা শাখা নতুন ঠিকানায় উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের বসুন্ধরা মহিলা শাখার নাম পরিবর্তনকরত: ‘বসুন্ধরাশাখা’, ঢাকার কার্যক্রম প্রগতি সরণির র‌্যাকস্ বিজনেস সেন্টারে রবিবার ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আজীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া, মোঃ আবদুল মতিন ও একেএম রাশেদুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বসুন্ধরা শাখার ব্যবস্থাপক সায়েক আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান ও ইভিপি মোঃ আব্দুল মান্নান, মানবসম্পদ বিভাগের প্রধান ও ইভিপি ফয়সাল আহমেদ, ভবন মালিক কাজী আবুসাঈদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

ইপিজেডে প্যাসিফিক জিন্সের সাড়ে ৫ কোটি ডলার বিনিয়োগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেড। এই পোশাক কারখানায় তারা ৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে।

গত ২১ ডিসেম্বর ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রতিষ্ঠানটিতে ৭ হাজার ৯৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে বেপজার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি বছরে ১ কোটি ২৫ লাখ পিস লেডিস টপ, ১ কোটি ২৫ লাখ পিস নারী/পুরুষের ফরমাল ও ক্যাজুয়াল ড্রেস, ৩১ লাখ পিস ছেলে/মেয়ের ক্যাজুয়াল ড্রেস তৈরি করবে।

স্টকমার্কেটবিডি.কম///

বড়দিন উপলক্ষে সোমবার শেয়ারবাজার বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বড়দিন বা খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আগামীকাল সোমবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, বড়দিন উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরের দিনের ২৬ ডিসেম্বর মঙ্গলবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আফতাব অটোসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আফতাব অটোসমোবাইলস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২৮ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানী তেজগাঁয়ে অবস্থিত কোম্পানিটির প্রধান অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে সী পার্লস রিসোর্ট; ২য় বিডি থাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্লস রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ১৮ লাখ টাকা।

ওরিয়ন ইনফিউশনের ২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজের ১৭ কোটি ৮২ লাখ, সেন্ট্রাল ফার্মার ১৪ কোটি ২৩ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১২ কোটি ৭৩ লাখ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ১০ কোটি ২৫ লাখ, প্যাসিফিক ডেনিমসের ৯ কোটি ৩৩ লাখ, এশিয়ান টাইগার গ্রাথ ফান্ডের ৮ কোটি ৭৭ লাখ ও ইভেন্সি টেক্সটাইলের ৬ কোটি ৭২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. সী পার্লস রিসোর্ট
  2. বিডি থাই এলুমিনিয়াম
  3. ওরিয়ন ইনফিউশন
  4. অলিম্পিক এক্সেসরিজ
  5. সেন্ট্রাল ফার্মা
  6. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  7. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং
  8. প্যাসিফিক ডেনিমস
  9. এশিয়ান টাইগার গ্রাথ ফান্ড
  10. ইভেন্সি টেক্সটাইল।