২০৩০ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৬তম অর্থনীতির দেশ

1538681581_43স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ব অর্থনীতির আকার বিবেচনায় বাংলাদেশের বর্তমান অবস্থান ৪২তম। তবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নিরিখে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের গবেষণা সেল এইচএসবিসি গ্লোবাল রিসার্চ এমন পূর্বাভাস দিয়েছে।

‘দ্য ওয়ার্ল্ড ইন ২০৩০: আওয়ার লংটার্ম প্রজেকশন ফর ৭৫ কান্ট্রিজ’ শিরোনামের এ গবেষণা প্রতিবেদনে ৭৫টি দেশের অর্থনীতি নিয়ে আলোচনা ও তাদের ভবিষ্যত সম্পর্কে পূর্বাভাস দেয়া হয়। এইচএসবিসির গবেষনণা অনুসারে, আগামী ১২ বছরের মধ্যে ১৬ ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

বলা হয়, বাংলাদেশের পরেই থাকবে ফিলিপাইন, পাকিস্তান, ভিয়েতনাম ও মালয়েশিয়া। ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে গড়ে ৭.১ শতাংশ প্রবৃদ্ধি হবে।

চলতি বছরের জন্য ৭.৮ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে বাংলাদেশ সরকার। যদিও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতে, বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭.৫ শতাংশ। আর বিশ্বব্যাংকের হিসেবে প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিএসইসির উদ্যোগে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ৭ অক্টোবর

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতি বছরের মতো এবারও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে এ বছরের ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৮’।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁও বিএসইসি ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র সাইফুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৮ উদযাপন করা হবে। ওইদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজন উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

সাইফুর রহমান বলেন, শিক্ষা কার্যক্রমের উদ্দেশ্য এবং বিনিয়োগ শিক্ষার প্রসারের মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষাবলয় ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। এই আশাবাদকে সামনে রেখে সারাবিশ্বের সঙ্গে আমরাও পালন করছি ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৮’। এই সপ্তাহটি আনুষ্ঠানিকভাবে পালনের বিভিন্ন পর্যায়ে বরাবরের মতোই আমরা সরকারের সব মহলের আন্তরিক সহযোগিতা পেয়েছি।

তিনি আরও বলেন, আশা করছি সবার সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে আমরা সফলভাবে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৮ আয়োজন করতে সক্ষম হব। এর ফলে আমরা আমাদের দেশ ও শেয়ারবাজার সম্পর্কে দেশবাসীসহ বিশ্ববাসীকে অবগত করতে সক্ষম হব।

সংবাদ সম্মেলনে বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুব আলম ও নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশকে তেল দিয়ে পাট নিতে চায় ইরান

PM-Iran-Envoyস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ থেকে পাট নিতে আগ্রহ প্রকাশ করেছে ইরান; বিনিময়ে তারা দিতে চেয়েছে জ্বালানি তেল।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে ইরানের বিদায়ী রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনাভি তাদের আগ্রহের কথা জানান।

সকালে গণভবনে এই বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান।

রাষ্ট্রদূত পণ্য বিনিময় বাণিজ্যের উপর জোর দিয়েছেন জানিয়ে ইহসানুল করিম বলেন, “ইরান পাট নিতে চায়। তার বিনিময়ে অপরিশোধিত তেল দিতে চায়।”

বাংলাদেশের পাটের সুনাম বিশ্বজোড়া ছিল; তাতে ছেদ ঘটলেও পাটের সুদিন ফেরানোর চেষ্টায় রয়েছে সরকার। অন্যদিকে ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ। বিশ্বের অপরিশোধিত তেলের বাজারের ৪ দশমিক ৮ শতাংশ তাদের দখলে।

যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞায় থাকা ইরানের রাষ্ট্রদূত দেহনাভি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর কথাও বলেন।

ইহসানুল করিম বলেন, রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে ইরানের রাষ্ট্রদূত মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পক্ষে মত দেন।

রোহিঙ্গাদের জন্য ইরানের তহবিল সংগ্রহের কথাও বলেন দেহনাভি।

বাংলাদেশে শরণার্থী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় আসে।

প্রধানমন্ত্রী এসময় বলেন, ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যায়।

সাক্ষাকালে মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন। সূত্র : বিডি নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/বি

এমজেএল বিডির বাৎসরিক বোর্ড সভা ১৪ অক্টোবর

mjl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি এমজেএল বিডি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বছরে ২ শতাংশ প্রবৃদ্ধি বাড়াতে পারলে দেশে হতদরিদ্র থাকবে না: অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের অবকাঠামো ঘাটতি আছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অবকাঠামো উন্নয়নে গ্রিন অবকাঠামো উন্নয়ন দরকার। তবে অবকাঠামো ঘাটতি শুধু বাংলাদেশে নয় এমন ঘাটতি সারাবিশ্বেই আছে। দেশে বর্তমানে এক কোটির বেশি হতদরিদ্র জনগোষ্ঠী। প্রতি বছর ২ শতাংশ প্রবৃদ্ধি বাড়াতে পারলে দেশে হতদরিদ্র থাকবে না।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন।

দেশ আজ উন্নয়নের রোল মডেল জানিয়ে অর্থমন্ত্রী আরো বলেন, অবকাঠামো ও শিল্প কারখানার উন্নয়নে দেশের উৎপাদন আগের তুলনায় বেড়েছে। আর এ উৎপাদনকে এগিয়ে নিচ্ছে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ উৎপাদনের হার। আগামী ২০২৪ সালে বাংলাদেশ ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।

মন্ত্রী বলেন, বিশ্ব জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশ দায়ী নয়, তবু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। আমরা এ ক্ষতিপূরণ আদায়ে কাজ করছি।

স্টকমার্কেটবিডি.কম/এ

বাংলাদেশ ব্যাংককে ব্যাংকগুলো বছরে ২৬৩টি রিপোর্ট দেয় : বিআইবিএম

bibmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে বছরে ২৬৩টি রিপোর্ট দিতে হয়। কিন্তু এসব ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংককে পাঠানো রিপোর্টের সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই। ব্যাংকগুলো নিজেদের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংককে অসত্য তথ্য দেয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম)-এর এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার(৪ অক্টোবর) রাজধানীর বিআইবিএম অডিটোরিয়ামে ‘কস্টস ফর কমপ্ল্যায়েন্স উইথ রেগুলেশনস ইন ব্যাংকস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

গোলটেবিল বৈঠকে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম। চার সদস্যের একটি প্রতিনিধি দল এই গবেষণা সম্পন্ন করেন। গবেষণা দলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিআইবিএমের অনুষদ সদস্য মো. আব্দুল কাইউম; বিআইবিএমের সহযোগী অধ্যাপক অতুল চন্দ্র পণ্ডিত ও বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক রূপরতন পাইন।

প্রতিবেদনে বলা হয়েছে, ৯১ শতাংশ ব্যাংকারের ধারণা কমপ্ল্যায়েন্স পরিপালন করলে ব্যাংকের ঝুঁকি কমে আসে। ব্যাংক খাতকে রক্ষা করতে হলে কেন্দ্রীয় ব্যাংককে অসত্য তথ্য দেওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। একইসঙ্গে রিপোর্টের সংখ্যা কমিয়ে সমন্বয় সাধন করতে হবে।

ব্যাংকের কমপ্ল্যায়েন্স পরিপালনের চাপ ও ব্যয় বাড়ছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের কমপ্ল্যায়েন্স পরিপালনে বর্তমানে ১৫টি আইন বা অধ্যাদেশ, ৪৬টি গাইডলাইন, ১০টি রেগুলেশন, ৪৭৮টি প্রজ্ঞাপন আছে। সরকারি-বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা পরিপালনে বছরে গড়ে ২৬৩টি রিপোর্ট দিতে হচ্ছে ব্যাংকগুলোকে। একইসঙ্গে এ খাতে খরচও বাড়াতে হচ্ছে ব্যাংকগুলোকে।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী। তিনি অধিকতর দক্ষতার সঙ্গে ব্যাংকগুলোকে কমপ্ল্যায়েন্স পরিপালনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের অধ্যাপক ও পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং পরামর্শ) ড. প্রশান্ত কুমার ব্যানার্জী। তিনি গোলটেবিল বৈঠকের বিষয়টির ওপর সূচনা বক্তব্য দেন।

স্টকমার্কেটবিডি.কম/এ

তিতাস গ্যাসের এমডিসহ ৫ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

titas-gasস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিতাসের গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মসিউর রহমানসহ ৫ কর্মকর্তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. ফরিদ আহমেদ পাটোয়ারী সই করা চিঠি বিশেষ পুলিশ সুপার (ইমেগ্রশন) স্পেশাল ব্রাঞ্চ বরাবর পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেন

নিষেধাজ্ঞা প্রাপ্ত তিতাসের অন্য কর্মকর্তারা হলেন—তিতাসের গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপ-মহাব্যবস্থাপক এস এম আবদুল ওয়াদুদ, আবিডি-নারায়ণগঞ্জ শাখার মহা-ব্যবস্থাপক শফিকুর রহমান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী।

মিটার টেম্পারিং ও মিটার বাইপাস করে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করছে। দুদক ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে দুদক অভিযোগটি অনুসন্ধান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ

7e6ccf5bd9da49eec8f8e4772b2261ff-5bb5b7f862deaস্টকমার্কেটবিডি ডেস্ক :

রোহিঙ্গা নিপীড়নের জেরে মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মিয়ানমারের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য ব্লক ইউরোপে দেশটির শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা তুলে নেওয়া হতে পারে।

ইইউয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার বিষয়টি ইউরোপীয় কমিশনে আলোচনার পর্যায়ে রয়েছে। মিয়ানমারের লাভজনক বস্ত্রশিল্পও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এতে খাতটির হাজারো শ্রমিকের চাকরি ঝুঁকির মধ্যে পড়তে পারে।

খুব শিগগির মিয়ানমারের ওপর ইইউয়ের এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। ইইউ মিয়ানমারকে চাপ দিয়ে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নৃতাত্ত্বিক নিধনযজ্ঞ বন্ধ করতে চায়।

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না, এ ব্যাপারে ইইউ ছয় মাসের একটি মূল্যায়ন প্রক্রিয়া চালু করতে পারে। মিয়ানমার যদি মানবিক ও গণতান্ত্রিক লক্ষ্যগুলো পূরণ করে, তাহলে ইইউয়ের সিদ্ধান্তে বদল আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিভিন্ন যুক্তি দেখিয়ে অনেক উদ্যোক্তা শেয়ারবাজারে আসতে চায় না : বিএসইসি

saifur-sm-20181004162016স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অনেক উদ্যোক্তা শেয়ারবাজারে আসতে চায় না। তিনি বিভিন্ন ধরণের যুক্তি দেখায় বলে দাবি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান।

তিনি বলেন, যারা গুজবভিত্তিক ও বড় বিনিয়োগকারীদের অনুসরণ করে তাদের মুনাফা অনিশ্চিত এবং বিনিয়োগ ঝুঁকিতে পড়ে।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিএসইসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাইফুর রহমান বলেন, শেয়ারবাজারে রুলস, রেগুলেশন, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনস (সিজিজি) পরিপালনে অতিরিক্ত পাঁচজন স্টাফ দরকার হয় বলে অনেক তালিকাভুক্ত কোম্পানির দাবি। যেটাকে যুক্তি দেখিয়ে অনেক উদ্যোক্তা শেয়ারবাজারে আসতে চায় না। কিন্তু শেয়ারবাজারে আসার মাধ্যমে একটি কোম্পানির যে পরিমাণ ভ্যালুয়েশন তৈরি হয়, সেটা পৃথিবীর অন্য কোথাও সম্ভব নয়। বিষয়টি হয়তো উদ্যোক্তারা এখন বুঝতে পারছে না। ভবিষ্যতে বুঝবেন। আর রুলস, রেগুলেশন, সিজিজি পরিপালনে একটি কোম্পানির শৃঙ্খলা বজায় থাকে।

তিনি বলেন, শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আনুপাতিক হার বেশি। যাদের এককভাবে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং প্রবণতা নেই। এরা সাধারণত গুজবভিত্তিক ও বড় বিনিয়োগকারীদের অনুসরণ করে। এতে তাদের বিনিয়োগ থেকে মুনাফা করা অনিশ্চিত হয়ে পড়ে। এমনকি তাদের বিনিয়োগের অর্থ ঝুঁকিতে পড়ে।

তিনি বলেন, শেয়ারে ঝুঁকির পরিমাণ বোঝানোর জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে যোগ্যতা অনুযায়ী ‘এ’ ‘বি’ ‘এন’ ও ‘জেড’ ক্যাটাগরিতে সাজানো হয়েছে। এরমধ্যে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলেও বিনিয়োগকারীদের এ ক্যাটাগারিতেই আগ্রহ বেশি। এ ছাড়া ‘এ’ ক্যাটাগরিভুক্ত তুলনামূলক দুর্বল কোম্পানিতে তাদের আগ্রহ বেশি।

এক প্রশ্নের জবাব তিনি বলেন, বিএসইসি একটি সিস্টেমের মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণ করে। চাইলেই প্রতিদিন শেয়ার দর বৃদ্ধি নিয়ে ব্যবস্থা নেয়া যায় না। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। আর শেয়ারবাজারে একটি গ্রুপ থাকে, যারা টার্গেট করে কোম্পানিতে বিনিয়োগ করে বলে যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বলেন, গুজবে বিনিয়োগ করলেই মুনাফা হবে এমনটি ভাবা ঠিক না। বিশ্বের কোথাও গুজবের বিনিয়োগে মুনাফা করা সম্ভব নয়। এ জাতীয় বিনিয়োগের একটি লেনদেনে মুনাফা করা গেলেও দিন শেষে লোকসান হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আইসিবি ইসলামিক ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রতিবেদন

icbi bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যাংকটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৫ পয়সা।

এই বছরে জানুয়ারি-সেপ্টেম্বর এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪২।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.২৮ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০সেপ্টেম্বর পর্যন্ত ন্যাভ ছিল ১৫.৫৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম