কোনো বছরই মরিচের দাম এভাবে রেকর্ড করেনি : ভোক্তার ডিজি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, কাঁচা মরিচের মূল্য ১০ গুণ বাড়ার কোনো কারণ নেই। প্রতি বছর বর্ষার সময় মরিচের উৎপাদন কমে, দাম বাড়ে। তাই বলে কোনো বছরই মরিচের দাম এভাবে রেকর্ড করেনি। তার মানে বাজারে কোনোভাবে অদৃশ্য হাত কাজ করেছে।

সেটার ফলাফল কাঁচা মরিচের দাম এক হাজার টাকা হয়েছে। এর জন্য আমরা সবাই একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি। এটি কোনো সভ্যতার লক্ষণ নয়।

রবিবার চিনি, কাঁচামরিচ, আদা ও রসুনের মূল্য এবং সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সুপারশপ, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি বলেন, অভিযান ও ভারত থেকে আমদানি শুরুর পর কাঁচা মরিচের দাম কিছুটা স্বস্তির জায়গায় এসেছিল। ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে নেমেছিল। এখন কিন্তু আবার দাম বাড়তি।

মরিচের মূল্য বৃদ্ধির কয়েকটি যৌক্তিক কারণ রয়েছে। এর মধ্যে বৃষ্টি, কোরবানির ঈদের সময় পরিবহন সংকট, বর্ডার বন্ধ থাকা। কিন্তু এসব কারণ দিয়ে কোনোভাবেই কাঁচা মরিচের কেজি ৮০০-১০০০ টাকা হবে, সেটা মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, ভারতীয় কাঁচা মরিচের দাম তিন-চারদিন ধরে বাড়তি। এটা এর আগে বাড়তি ছিল না।

স্টকমার্কেটবিডি.কম///

ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের বড় অঙ্কের শেয়ারের হাতবদল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ রবিবারও বড় পরিমাণ শেয়ারের হাতবদল হয়েছে।

এদিন ডিএসইতে প্রায় ৮৫ কোটি টাকায় ২ কোটি ৬০ লাখ শেয়ারের হাতবদল হয়। ইসলামী ব্যাংকের বড় অঙ্কের এ লেনদেনের ওপর ভর করে আজ ডিএসইর ব্লক মার্কেটে প্রায় ১২৮ কোটি টাকার লেনদেন হয়। ব্লক মার্কেটের এ লেনদেনের কারণে ঢাকার বাজারে দিন শেষে লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এর আগে গত বুধবার ডিএসইর ‘ব্লক মার্কেটে’ ইসলামী ব্যাংকের ৬০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়, যা সংখ্যায় ছিল ১ কোটি ৮৫ লাখ। প্রতিটি শেয়ার ৩২ টাকা ৬০ পয়সায়, অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া ফ্লোর প্রাইসে হাতবদল হয়েছে। আজও ব্লক মার্কেটে হাতবদল হওয়া ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩২ টাকা ৬০ পয়সা।

সংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি ব্লক মার্কেটে হাতবদল হওয়া ইসলামী ব্যাংকের এসব শেয়ার ব্যাংকটির মালিকানায় থাকা চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে হাতবদল হয়েছে। ফলে এসব শেয়ারের হাতবদল বাজারের লেনদেন বাড়াতে সহায়তা করলেও শেয়ারের সুবিধাভোগীদের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি।

ডিএসইর হিসাবে, বুধবার ও আজ এই দুই কার্যদিবসে ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের ১৪৫ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। তবে ফ্লোর প্রাইসে আটকে থাকায় মূল বাজারে ব্যাংকটির শেয়ারের খুব বেশি লেনদেন হচ্ছে না। আজ ডিএসইর মূল বাজারে ইসলামী ব্যাংকের মাত্র পাঁচ হাজার শেয়ারের হাতবদল হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

নগদ লভ্যাংশ পাঠিয়েছে প্রাইম ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

চলতি সময়ে ব্যাংকটির সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম///

বিদ্যুৎ আমদানিতে সম্মত বাংলাদেশ-নেপাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে বাংলাদেশ ও নেপাল। রবিবার (৯ জুলাই) নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের একজন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে দ্য কাঠমুন্ডু পোস্ট।

কাঠমুন্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, বিদ্যুতের শুল্ক আরোপের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা না হলেও, চুক্তির মেয়াদ স্থির হয়েছে। এর ফলে বাংলাদেশে নেপালের বিদ্যুতের দীর্ঘ মেয়াদি বাজার নিশ্চিত হবে।

এনইএর ব্যবস্থাপনা পরিচালক কুল মান ঘিসিং বলেছেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ রফতানি চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছি। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের প্রস্তাব সামঞ্জস্যপূর্ণ।’

নেপাল ইলেকট্রিসিটি অথরিটির পাওয়ার ট্রেড ডিরেক্টর প্রবাল অধিকারীর মতে, এর আগে ঘাটতি মেটাতে নেপাল বিদ্যুৎ আমদানি করার জন্য বাংলাদেশকে একটি প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ তাতে সাড়া দিয়ে একটি পাঁচ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরের কথা জানায়। কিন্তু ঘিসিংয় জানান, ‘অবশেষে বাংলাদেশ ২৫ বছরের চুক্তিতে সম্মত হয়েছে।

নেপাল ও বাংলাদেশ হাই-ভোল্টেজ বহরমপুর-ভেড়ামারা ক্রস-বর্ডার ট্রান্সমিশন লিঙ্কের মাধ্যমে বিদ্যুৎ বাণিজ্যের অনুমতি দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি যাতে তারা ৫২.৪ মেগাওয়াট লিখু-৪ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করতে পারে সেজন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে।

স্টমার্কেটবিডি.কম///

জ্বালানি তেল উত্তোলন-পরিবহন বন্ধের আল্টিমেটাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২ সংগঠনের ৩ দফা দাবি। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ৩ দফা দাবি পূরণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে খুলনার নতুন রাস্তা এলাকায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন |  আগামী ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জ্বালানি তেল উত্তোলন ও বিতরণ বন্ধের ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন’ ও ‘বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন’। আজ রোববার দুপুরে খুলনার নতুন রাস্তা মোড়ে বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ৩ দফা দাবি পূরণের আল্টিমেটাম দেওয়া হয়।

দাবিগুলো হলো—জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংক লরির ইকোনমিক লাইফ ৫০ বছর নির্ধারণ; জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করণ ও জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হওয়ায় প্রতিশ্রুত সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।

বক্তারা বলেন, জ্বালানি তেল বিক্রির ওপর ডিলার্স কমিশন বৃদ্ধি ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবি। জ্বালানি তেলের মূল্যে যখন ৬০ টাকা ছিল তখন যে হারে কমিশন দেওয়া হতো, তেলের মূল্যে দ্বিগুণ হওয়ার পরও প্রায় একই হারে। কমিশন দেওয়া হচ্ছে তেল ব্যবসায়ীদের বিনিয়োগ দ্বিগুণ বেড়ে গেছে। সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে কর্মচারীর বেতন অনেকাংশ বৃদ্ধি করতে হয়েছে। সব লাইসেন্স ফি প্রায় দ্বিগুণ করা হয়েছে, বিদ্যুৎ ও ট্যাংক লরির যন্ত্রাংশের দামও দ্বিগুণ হয়েছে, বলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/////

ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ট্রাস্ট  ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির ৩০ জুন, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টায় রাজধানীর জাহাঙ্গীর গেটে ব্যাংকটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ রাজু

লেনদেনের শীর্ষে লুব-রেফ ; ২য় ফু-ওয়াং ফুডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে  লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫৩ কোটি ৯১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৯৭ লাখ।

জেনারেসন নেক্সট ফ্যাশানস্‌ লিমিটেড ২৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ২৪ কোটি ৪৩ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২৩ কোটি ২৮ লাখ, এডিএন টেলিকমের ২২ কোটি ৫৮ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ২০ কোটি ৫০ লাখ, অলিম্পিক এক্সেসরিসের ১৮ কোটি ৮৩ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১৬ কোটি ৫১ লাখ ও আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. লূব রেফ বিডি
  2. ফু-ওয়াং ফুডস
  3. জেনারেশন নেক্সট ফ্যাশন
  4. খান ব্রাদার্স
  5. ইন্ট্রাকো রিফুয়েলিং
  6. এডিএন টেলিকম
  7. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  8. অলিম্পিক এক্সেসরিস
  9. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্‌
  10. আলিফ ম্যানুফেকচারিং লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্থায় লেনদেন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৩৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৮৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯২১ কোটি ৪৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৯৯ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৫টির আর দর অপরিবর্তিত আছে ১৭৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লূব রেফ বিডি, ফু-ওয়াং ফুডস, জেনারেশন নেক্সট ফ্যাশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক এক্সেসরিস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্‌ ও আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৩১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৫৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২১ কোটি ২২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লূব রেফ বিডি ও জেনারেসন নেক্সট ফ্যাশানস্‌ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৪ ধাপ উন্নতি বাংলাদেশের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন। এই তালিকায় এবার ১৪ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২২ সালে ১৩৭তম এবং ২০২১ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১২০তম। হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতার ওপর প্রতিবছর বার্ষিক সূচক প্রকাশ করে, যেখানে সর্বোচ্চ অবস্থানে থাকা দেশগুলোকে চিহ্নিত করে। তাদের প্রতিবেদন অনুসারে ২০২৩ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। একটি দ্বীপশহর হওয়া সত্ত্বেও জনসংখ্যা মাত্র ৫.৫ মিলিয়ন, যার মাথাপিছু জিডিপি চীনের তুলনায় প্রায় সাত গুণ বেশি এবং ভারতের তুলনায় ৩০ গুণ বেশি।

২০২৩ সালে বিশ্বের ৫০টি বৃহৎ অর্থনীতির মধ্যে সেরা ২০টি দেশের র‌্যাংকিং করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////