রতনপুর স্টিলের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ

RSRMনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত শিল্প খাতের কোম্পানি রতনপুর স্টিল মিলস লিমিটেড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

আগামী ১২ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৯ সেপ্টেম্বর।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮.১৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৪.৬০ টাকা।

আগের বছর ২০১৬ সালে এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

সাউথইস্ট ব্যাংকের ২,২০০ কোটি টাকার রাইট আবেদনে সাড়া দেয়নি বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক :

মূলধন সক্ষমতা বৃদ্ধির জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় কোম্পানিটির রাইট আবেদনের বিষয়টি পর্যালোচনা করে এ নেয়। এর আগে গত ১৪ জুন কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর জন্য বিএসইসিতে আবেদন করেছিল।

ব্যাংকটির অনুমোদিত মুলধন দেড় হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন ৯১৬ কোটি ৯৫ লাখ টাকা। কোম্পানিটি ব্যাংকের মূলধন সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যাসেল টু এর শর্ত পূরণ করতে চায়।

জানা গেছে, কোম্পানিটি ১:২ অনুপাতে (২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট) শেয়ার ইস্যু করতে আবেদন করেছিল। ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২.৫০ টাকা প্রিমিয়াম মিলে সাড়ে ১২ টাকায় রাইট শেয়ার পাবে বিনিয়োগকারীরা।

বর্তমানে ব্যাংকটির আউটস্ট্যান্ডিং শেয়ারের সংথ্যা ৯১ কোটির উপরে। এহিসাবে ১৮৩ কোটি ৯০ লাখ রাইট শেয়ার হবে। ১২ টাকায় এর বাজারদর হতো ২,২০০ কোটি ৬৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

দেশে ক্ষুদ্র ঋণ বলতে কিছু নেই : অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

দেশের মানুষ এখন সঞ্চয়মুখী হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘১৯৮৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে মানুষের মধ্যে সঞ্চয়ের বৃত্ত (ইচ্ছা) তৈরি হয়েছে। মানুষ এখন সঞ্চয়মুখী হচ্ছে। এটি একটি সামাজিক পরিবর্তন।’

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ কক্ষে পল্লী সঞ্চয় ব্যাংকের রিয়েল টাইম ওর ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি দাস, ব্যাংকের ঊর্ধ্ব কর্মকর্তারা, অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ মামুন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান প্রমুখ।

অর্থমন্ত্রী বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পটিতে দেশের সব মানুষকে অন্তর্ভুক্ত করা যায়নি। আশা করি ২০২১ সালের আগেই দেশের সব মানুষ এ প্রকল্পের আওতাভুক্ত হবে। তখন আর প্রকল্পটির প্রয়োজন হবে না। তখন সবাই পল্লী সঞ্চয় ব্যাংকের আওতাভুক্ত হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে ক্ষুদ্র ঋণ বলতে কিছু নেই। মানুষ এখন গ্রুপভিত্তিক ঋণ নিচ্ছে। এ ঋণ নিয়ে কৃষি ব্যবসা করছে। পল্লী সঞ্চয় ব্যাংকের ৪৮৫ শাখা এক সঙ্গে অনলাইনের অন্তর্ভুক্ত হওয়া তথ্য প্রযুক্তির একটি বড় সুফল। বাংলাদেশের আরও কোনও ব্যাংকের এতো সংখ্যক শাখা এক সঙ্গে অনলাইনের আওতায় আসেনি।’

স্টকমার্কেটবিডি.কম/

রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

dividendনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ড ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ট্রাস্টি সভায় ২০১৬ সালের জুলাই থেকে ৩০ জুন ২০১৭ সাল পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে মিউচ্যুয়াল ফান্ডটি।

আর আগামী ১৮ সেপ্টেম্বর আগষ্ট ফান্ডটি রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ফুওয়াং ফুডের ঋণমান প্রকাশ

fuwanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফুওয়াং ফুড লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে সিআরএবি। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঋণমান অনুযায়ী, ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির ইনটিটি রেটিং (সারবিলেন্স) ‘বিবিবি২’ এর সাথে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

গত ১৩ আগস্ট ঋণমান তৈরির সময় পর্যন্ত হিসাব নিরীক্ষিত, ব্যাংক দায়বদ্ধতার অবস্থা এবং হালনাগাদ অন্যান্য প্রাসঙ্গিক আর্থিক উপাত্ত বিবেচনায় নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ঈদে বাংলাদেশ বিমানের বিশেষ ছাড়

bimanবিশেষ প্রতিবেদক :

ঈদুল আজহা উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অভ্যন্তরীণ রুটের ভাড়ার ওপর মূল্যহ্রাস ঘোষণা করেছে। এই অফার আগামী শনিবার থেকে শুরু হয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঈদের এই অফার হিসেবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের রাজশাহী-ঢাকা, সৈয়দপুর-ঢাকা, যশোর-ঢাকা, বরিশাল-ঢাকা রুটে ২০০০ টাকা এবং চট্টগ্রাম-ঢাকা ২৫০০ টাকা ও সিলেট-ঢাকা ২৩০০ টাকা সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে। ফিরতি যাতায়াতের ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ হবে।

এ ছাড়া আগামী ৩ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর, ঢাকা-যশোর এবং ঢাকা-বরিশাল রুটে ২০০০ টাকা এবং ঢাকা-চট্টগ্রাম ২৫০০ টাকা ও ঢাকা-সিলেট রুটে ২৩০০ টাকা ভাড়া নির্ধারণ করেছে। এ ক্ষেত্রেও ফিরতি যাতায়াতের ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ হবে।

বিমানের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট এবং বিমান ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে।

বিমানের বিজ্ঞপ্তিতে ঈদুল আজহার অফারের বিষয়ে বিস্তারিত জানতে বিমানের ওয়েবসাইট-www.biman-airlines.com অথবা ফোন নম্বর ০২-৯৫৫৯৬২০ ও ৯৫৬০১৫১-৫৯ এক্সটেনশন-১৬১-তে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রিপাবলিক ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

Republic-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (আলফারের্টি)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে আলফারের্টি। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ  ‘এসটি-২’ এসেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

রিলায়েন্স ওয়ানের আয় ২৩ পয়সা বৃদ্ধি

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ার বাজারে তালিকাভূক্ত মিউচ্যুয়াল খাতের কোম্পানি রিলায়েন্স ওয়ান : দ্যা ফার্স্ট স্ক্রিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড নগদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, গত ৩১ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত এ আর্থিক প্রতিবেদনে ইউনিট প্রতি আয় (ইপিইউ) করেছে ৯২ পয়সা। আগের বছরের একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৬৯ পয়সা। সে হিসেবে ফান্ডটির আয় বেড়েছে ২৩ পয়সা।

এই বছরে ফান্ডটির বাজার মূল্যে সম্পদ (ন্যাভ) দাঁড়ায় প্রতি ইউনিট ১৪.০৭ টাকা। গত বছর একই সময় এ মূল্য ছিল প্রতি ইউনিট ১২.০৬ টাকা।

এই বছরে ফান্ডটির ক্রয়মূল্যে সম্পদ (ন্যাভ) দাঁড়ায় প্রতি ইউনিট ১১.৫৫ টাকা। গত বছর একই সময় এ মূল্য ছিল প্রতি ইউনিট ১১.৬৫ টাকা।

ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিইউ) হয়েছে ৮৯ পয়সা। যা আগের বছরে একই সময়ে ছিল ৭১ পয়সা।

ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.

ফার্স্ট ফাইন্যান্সের ঋণমান প্রকাশ

first-finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ওয়াশো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডব্লিউসিআরসিএল)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে ডব্লিউসিআরসিএল। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি৩’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ  ‘এসটি-২’ এসেছে।

২০১৬ সালের ৩১সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ওয়াশো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বার্ষিক বোর্ড সভা ৩১ আগস্ট

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৩১ আগস্ট আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ২০১৬-২০১৭ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রকৌশল খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় নিজস্ব প্রধান কার্যালয় স্ট্যান্ড রোড, চট্টগ্রাম-৪১০০এ অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ সালের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এ সভায় সমাপ্ত বছরে কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.