শেয়ারবাজার ও বন্ডে সাকিবের বিনিয়োগ সাড়ে ৪৩ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে তাঁর বিনিয়োগ আছে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। এর বিপরীতে সাকিবের ঋণ আছে ৩৩ কোটি টাকার বেশি।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সাকিবের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামায় সাকিব তাঁর পেশা লিখেছেন ক্রিকেটার। তাঁর শিক্ষাগত যোগ্যতার ঘরে লেখা আছে—বিবিএ। বছরে তাঁর আয় ৫ কোটি ৩২ লাখ টাকা। প্রায় ২৩ লাখ টাকা তিনি আয় করেন ব্যাংক আমানত থেকে।

হলফনামায় লেখা তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, অস্থাবর সম্পদ হিসেবে সাকিব ব্যাংকে জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকা। এ ছাড়া ২৪ হাজার ২৬১ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা থাকার তথ্যও সাকিব দিয়েছেন। বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে সাকিবের ৪৩ কোটি ৬৩ লাখ টাকা বিনিয়োগ আছে। সোনা আছে ২৫ ভরি। তিনি আসবাবপত্র ও ইলেকট্রনিকসামগ্রী দেখিয়েছেন ১৩ লাখ টাকার।

হলফনামা দেখে আরও জানা যায়, জামানতের বিপরীতে সাকিবের ঋণ দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ টাকা। আর ইস্টার্ণ ব্যাংকের কাছে ঋণের অঙ্ক ১ কোটি ৫০ লাখ টাকা। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম///

নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৯.৪৯ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম কমায় নভেম্বরে মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৯ শতাংশে নেমে এসেছে।

অক্টোবরে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বেড়ে ৯ দশমিক ৯৩ শতাংশ হয়েছিল।

এছাড়া নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৭৬ শতাংশ হয়েছে, অক্টোবরে যা ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ।

নভেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কমে ৮ দশমিক ১৬ শতাংশ হয়েছে, অক্টোবরে যা ছিল ৮ দশমিক ৩০ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম////

এডিএন টেলিকমের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তথ্য-প্রযুক্তি ও টেলি যোগাযোগ খাতে দেশের অন্যতম শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৪ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ আলোচ্য সভায় সভাপতিত্ব করেন।

সভায় কোম্পানীর পরিচালক জনাব মোঃ মইনুল ইসলাম, জনাব মোঃ মাহফুজ আলী সোহেল, জনাব ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক জনাব খন্দকার আতিক-ই-রবমানী ও জনাব মোঃ মারুফ, ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরী হিলটন, বোর্ডের সম্মানিত উপদেষ্টা মহোদয় জনাব মোঃ জিয়াউল হক খন্দকার ও জনাব শাহরিয়ার আকবর চৌধুরী এবং কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন কোম্পানির সচিব জনাব মোঃ মনির হোসেন, এফসিএস এবং স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরী হিলটন।

এজিএম-এ কোম্পানীর২০২২-২৩ অর্থ বছরের কার্যক্রম এবং নিরীক্ষত আর্থিক প্রতিবেদনেরউপর বিশদ আলোচনা হয়। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের বিǹিন্নমন্তব্য, মতামত ও প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানীর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্সিয়াল অফিসার।

এছাড়াও সম্মানিত শেয়ারহোল্ডারগন ২০২২-২৩ অর্থ বছরে কোম্পানীর ব্যবসা ও আর্থিক ফলাফলে সন্তোস প্রকাশ করেন এবং কোম্পানীর বোর্ড, চেয়ারম্যান সহ সকল স্তরের কর্মকতা কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষত হিসাব,১৫%নগদ লভ্যাংশ প্রদান ও ঢাকা মাদানি এভিনিউতে ১০০ ফিট রাস্তার সংলগ্ন জমি ক্রয় সংক্রান্তসহ অন্যান্য গুরুত্বপূর্ন সুপারিশকৃত বিষয় শেয়ারহোল্ডারগন কর্তৃক অনুমোদিত হয়।

সবশেষে এডিএন টেলিকম লিমিটেড-এর সকল সম্মানিত শেয়ারহোল্ডারও স্টেকহোল্ডারগণকে আন্তরিক ধ্যনবাদ জানিয়েও ভবিষ্যৎতে কোম্পানিরআরোসার্বিক উন্নতি কামনা করে সভার পরিসমাপ্তি ঘোষনা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

৭ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ৫ ডিসেম্বর, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং সিরামিকস, স্ট্যান্ডার্ড সিরামিকস, মুন্নু সিরমিকস, ইনটেক, ড্রাগন সোয়েটার, ফার্মা এইডস, সোনালী আঁশ ও এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৬ ডিসেম্বর, বুধবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম////

নভেম্বরে বিও হিসাব বেড়েছে ৪ হাজারের বেশি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য সমাপ্ত নভেম্বর মাসেও শেয়ারবাজারে বিনিয়োগকারী বেড়েছে। নভেম্বর মাসে পুঁজিবাজারে ৪ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নভেম্বর মাসের শেষ দিন শেয়ারবাজারে বিও হিসাব ছিল ১৭ লাখ ৬৫ হাজার ৬২৪টি। আর অক্টোবর মাসের শেষ দিন বিও হিসাব ১৭ লাখ ৬১ হাজার ৪৬টিতে দাঁড়ায়। অর্থাৎ নভেম্বর মাসে ৪ হাজার ৫৭৮টি বিও হিসাব বেড়েছে।

নভেম্বর মাসে পুরুষদের বিও ৩ হাজার ৩৯৮টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ২১ হাজার ১৯৯টিতে। অক্টোবর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ১৭ হাজার ৮০১টিতে।

আর নভেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৯৮০টি বেড়ে চার ৪ লাখ ২৭ হাজার ৪৫৫টিতে দাঁড়িয়েছে। অক্টোবর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ২৬ হাজার ৪৭৫টিতে।

নভেম্বর মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ২০০টি। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৯৭০টিতে। আর অক্টোবর মাসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৭০টিতে।

স্টকমার্কেটবিডি.কম////

নভেম্বরে রপ্তানি কমেছে ৬.০৫ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাকের রপ্তানি কমায় চলতি বছরের নভেম্বরে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ০৫ শতাংশ কমেছে।

আজ সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে রপ্তানি আয় এসেছে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, গত বছরের নভেম্বরে যা ছিল ৫ দশমিক ০৯ বিলিয়ন ডলার।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে খুলনা প্রিন্টিং; ২য় সেন্ট্রাল ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সেন্ট্রাল ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৩ লাখ টাকা।

জেনেক্স ইনফোসিসের ১৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আফতাব অটোসের ১৮ কোটি ৫ লাখ, ইয়াকিন পলিমারের ১৫ কোটি ৯৭ লাখ, প্যাসিফিক ডেনিমসের ১৪ কোটি ৮১ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৩৫ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির ১১ কোটি ২ লাখ, ফুয়াং ফুডসের ১০ কোটি ৪১ লাখ ও মুন্নু সিরামিকসের ১০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. খুলনা প্রিন্টিং
  2. সেন্ট্রাল ফার্মা
  3. জেনেক্স ইনফোসিস
  4. আফতাব অটোস
  5. ইয়াকিন পলিমার
  6. প্যাসিফিক ডেনিমস
  7. এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ
  8. বিএসসি
  9. ফুয়াং ফুডস
  10. মুন্নু সিরামিকস।

দিনশেষে বেড়েছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সবগুলো সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৪৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১১৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯১ কোটি ৭৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৯ কোটি ১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৯টির আর দর অপরিবর্তিত আছে ১৬৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সেন্ট্রাল ফার্মা, জেনেক্স ইনফোসিস, আফতাব অটোস, ইয়াকিন পলিমার, প্যাসিফিক ডেনিমস,  এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি, ফুয়াং ফুডস ও মুন্নু সিরামিকস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩০.৫৬ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫১১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বৈদেশিক ঋণ বেড়েছে ৩৯ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য আরও দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে দেশে এফডিআই এসেছিল ৩৪৪ কোটি ডলার। গত অর্থবছরে এসেছে ৩২৫ কোটি ডলার। আলোচ্য সময়ে এফডিআই কমেছে ৫ দশমিক ৫২ শতাংশ।

গতকাল রবিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক গবেষণা প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। বৈদেশিক ঋণ ও বিনিয়োগে গত জুন পর্যন্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মোট এফডিআইয়ের মধ্যে মাত্র ৮০ কোটি ডলার এসেছে বিদেশ থেকে পুঁজি হিসাবে। বাকি অর্থ দেশে কার্যরত বিদেশি কোম্পানিগুলোর মুনাফা থেকে পুনরায় বিনিয়োগ ও এক কোম্পানি থেকে অন্য কোম্পানির ঋণ।

দেশে ক্রিয়াশীল বিদেশি কোম্পানিগুলোর অর্জিত মুনাফা থেকে পুনরায় বিনিয়োগ হিসাবে এফডিআই এসেছে ২৩৭ কোটি ডলার।
মাত্র ৮ কোটি ডলার এসেছে এক কোম্পানি থেকে অন্য কোম্পানির ঋণ হিসাবে। গত অর্থবছরে সবচেয়ে বেশি নিট পুঁজি এসেছে যুক্তরাষ্ট্র থেকে ২৬ কোটি ডলার। সব মিলে এসেছে ২৯ কোটি ডলার।

২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্র বিনিয়োগ এসেছিল ৬২ কোটি ডলার। আলোচ্য এক বছরের ব্যবধানে দেশটি থেকে বিনিয়োগ কমেছে।
বিদেশে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের স্থিতি গত বছরের জুনে ছিল ৪০ কোটি ডলার, চলতি বছরের জুনে তা সামান্য কমে ৩৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। আলোচ্য সময়ে বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের স্থিতি কমেছে ২ কোটি ডলার।

স্টকমার্কেটবিডি.কম/////