সাউথ বাংলা ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা রবিবার ১০ সেপ্টেম্বর, ২০২৩ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আজীম, মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া, মোঃ আবদুল মতিন ও একেএম রাশেদুলহক চৌধুরীসহ ব্যাংকের বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

সৌদির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশিরা : সৌদি যুবরাজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

২ কোটি ৮০ লাখ বাংলাদেশি তাদের কঠোর ও যথাযথ পরিশ্রম দিয়ে সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বৈঠকে প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। যুবরাজ সালমান তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।’

বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন সৌদি যুবরাজ।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দরসহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কৃতজ্ঞতার সঙ্গে জানান, প্রায় ২ কোটি ৮০ লাখ বাংলাদেশি তাদের কঠোর এবং যথাযথ পরিশ্রম দিয়ে তার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যুবরাজ সালমান ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে সমর্থন করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবে বেশ কয়েকটি সামাজিক সংস্কার শুরু ও অর্জন করা এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য সৌদি যুবরাজকে অভিনন্দন জানান।

স্টকমার্কেটবিডি.কম///

এবার পদত্যাগ করলেন সাউথ বাংলা ব্যাংকের এমডি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এবার পদত্যাগ করেছেন সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমান। গত সপ্তাহ শেষে তিনি ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে একটি সূত্র। গত বছরের ডিসেম্বরে তিনি ব্যাংকটির এমডি হিসেবে যোগ দেন এবং বর্তমান পদে তাঁর মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এখন পরিচালনা বোর্ড পদত্যাগপত্র গ্রহণ করলেই তাঁর পদত্যাগ কার্যকর হবে।

এ বিষয়ে বক্তব্যের জন্য হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। আর এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন বলেন, ‘এমডির পদত্যাগসংক্রান্ত কোনো তথ্য আমি পাইনি। আমার জানামতে এমন কিছু ঘটেনি। ৩ সেপ্টেম্বরে পর্ষদ সভা ছিল, সেখানে এমডি যোগ দিয়েছিলেন। কিছু ঘটলে সামনের পর্ষদের সভায় তা জানা যাবে।’

এর আগে গত সপ্তাহে পদত্যাগ করেন পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান। গত ২৬ জুলাই পদত্যাগ করেন ব্যাংক এশিয়ার এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। এ ছাড়া চলতি বছরের ১৮ জানুয়ারি বেসরকারি ন্যাশনাল ব্যাংকের এমডি পদ থেকে পদত্যাগ করেন মো. মেহমুদ হোসেন। পরে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে তিনি আবার ন্যাশনাল ব্যাংকে ফেরেন। ফলে চলতি বছর তিনজন এমডি পদত্যাগ করলেন।

এসবিএসি ব্যাংক সূত্র জানায়, ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার মেয়াদ ছিল ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। তবে তার আগেই গত মাসে ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। এর মধ্যে একজন পরিচালকের প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া নিয়ে পরিচালকদের মধ্যে বিভক্তি দেখা দেয়। এর জেরে নতুন চেয়ারম্যানের সঙ্গে এমডির সম্পর্কের অবনতি হয়। এ কারণে তিনি পদত্যাগপত্র জমা দেন।

২০১৩ সালে যাত্রা শুরুর পর দীর্ঘসময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন লকপুর গ্রুপের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম///

মার্কেন্টাইল ব্যাংকের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির নতুন নাম হবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

সূত্রটি জানায়, ব্যাংকটির নাম পরিবর্তনের পাশাপাশি মেমোরেনডামও পরিবর্তন করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

আগামীকাল সোমবার থেকে ব্যাংকটির এই নতুন নাম কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

কারা আলুর দাম বাড়াচ্ছে সরকার চাইলে তথ্য দেবো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেছেন, মুনাফালোভী একটি চক্র আলু মজুত করে দাম বৃদ্ধি করছে। এখানে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কোনো দায় নেই। তবে কারা সিন্ডিকেট করে আলুর দাম বাড়াচ্ছে সরকার চাইলে সেসব তথ্য আমরা দেবো।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সম্মেলন কক্ষে আলুর সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

তিনি বলেন, কোল্ড স্টোরেজ শেড থেকে আলু বের হয় ১৮ টাকা কেজি দরে। পরে পরিবহন, আড়ত ও খুচরা বিক্রেতাদের খরচসহ সব মিলিয়ে এ আলু ভোক্তাপর্যায়ে সর্বোচ্চ ৩৬ টাকার বেশি হওয়া উচিত নয়।

বাবু বলেন, আমরা মনে করি মূল্যবৃদ্ধির কারণ হিসেবে যারা আলু সংরক্ষণ করেছে তারা মনে করছে আলুর মজুত কম রয়েছে। সে জন্য তারা আলুর দাম বৃদ্ধি করে। ৯ সেপ্টেম্বর সদস্যদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আলু গত বছরের তুলনায় কম সংরক্ষিত রয়েছে। তবে সদস্যদের প্রাপ্ত তথ্য অনুযায়ী যে আলু সংরক্ষিত আছে তা দ্বারা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পর্যাপ্ত আলু থাকবে।

কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, কারা আলুর দাম বৃদ্ধি করছে, কারা সিন্ডিকেট করে আলু মজুত করছে তাদের তথ্য আমরা বিভিন্ন সংস্থাকে দিয়েছি। বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। এখন আলুর দাম নিয়ন্ত্রণে সরকারকেই ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, হিমাগার মালিকদের যে একতরফা দোষারোপ করা হচ্ছে এটা সঠিক নয়, কাঙ্ক্ষিত নয় এবং তথ্যবহুল নয়। সরকার আলু মজুতের যে তথ্য দিচ্ছে তা সঠিক নয়। কারণ প্র্যাকটিক্যালি আমরা দেখছি কোল্ড স্টোরেজের ২০ শতাংশ খালি রয়েছে।

তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা আলু স্লো ছাড়ছে। এটা ওপেন মার্কেট মার্কেট দাম বাড়ছে। কেন দাম বাড়ছে সেটা সরকারের সংস্থাগুলোকে আমরা বলেছি। এ দাম কীভাবে নিয়ন্ত্রণ করবে সেটা সরকারকে ভেবে চিনতে করতে হবে। মোবাইল কোর্ট বা হয়রানিমূলকভাবে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব না।

স্টকমার্কেটবিডি.কম///

মোংলায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২৯,৬৩০ মেট্রিক টন কয়লা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ২৯ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ।

রবিবার সকাল সাড়ে ৯টায় মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় নোঙর করে ওই বাণিজ্যিক জাহাজটি। ইতোমধ্যে জাহাজের কয়লা খালাস শুরু হয়েছে।

এর আগে ১৫ আগস্ট ইন্দোনেশিয়া থেকে ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি। পরে চট্টগ্রাম বন্দরে ২৪ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে। অবশিষ্ট ২৯ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক বলেন, সকালে নোঙর করা জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে লাইটার জাহাজে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে।

গত ২৮ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল পানামা পতাকাবাহী আরেক বাণিজ্যিক জাহাজ।

স্টকমার্কেটবিডি.কম///

  1. ফু-ওয়াং ফুডস
  2. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  3. রূপালি লাইফ ইন্সুরেন্স
  4. সি পার্ল বিচ রিসোর্ট
  5. প্যারামাউন্ট ইন্সুরেন্স
  6. রূপালী ইন্সুরেন্স
  7. ইষ্টার্ণ হাউজিং
  8. ক্রিস্টাল ইন্সুরেন্স
  9. ইস্টার্ন ইন্সুরেন্স
  10. ইয়াকিন পলিমার।

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় মেঘনা লাইফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৬ লাখ টাকা।

রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৬ কোটি ১৩ লাখ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ১৫ কোটি ২১ লাখ, রূপালী ইন্সুরেন্সের ১৩ কোটি ৯২ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১২ কোটি ৭৬ লাখ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১২ কোটি ৩৯ লাখ, ইস্টার্ন ইন্সুরেন্স ১১ কোটি ৯৩ লাখ ও ইয়াকিন পলিমার লিমিটেডের ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে 

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৮৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২৮. পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৫ কোটি  ৯৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭০০ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩১টির আর দর অপরিবর্তিত আছে ১৩৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, মেঘনা লাইফ ইন্সুরেন্স, রূপালি লাইফ ইন্সুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, প্যারামাউন্ট ইন্সুরেন্স, রূপালী ইন্সুরেন্স, ইষ্টার্ণ হাউজিং, ক্রিস্টাল ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স ও ইয়াকিন পলিমার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৬.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৯৬পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৭৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৫ লাখ টাকা।গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি রেকর্ড ১২ দশমিক ৫৪ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে গত আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ ১২ দশমিক ৫৪ শতাংশে পৌঁছেছে। এর আগের মাসে এই খাতে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক ৭৬ শতাংশ। আজ রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছে।

এ ছাড়াও, গত আগস্টে দেশে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক ৯২ শতাংশ। গত জুলাইয়ে এই হার ছিল নয় দশমিক ৬৯ শতাংশ। বিবিএসের তথ্য অনুসারে, গত আগস্টে দেশে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল সাত দশমিক ৯৫ শতাংশ। জুলাইয়ে তা ছিল নয় দশমিক ৪৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম///