আর্থিক খাতের দুই প্রতিষ্ঠানের নামে ৪৫০ কোটি টাকার বন্ড

bsecনিজস্ব প্রতিবেদক :

বন্ড ইস্যুর মাধ্যমে নন-ব্যাংকিং আর্থিক খাতের দুই প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস (আইএলএফএস) লিমিটেড এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডকে মোট ৪৫০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৬১২তম সভায় এ দুই কোম্পানিকে টায়ার-২ রেগুলেটরি ক্যাপিটাল এর শর্ত পূরণ করার অনুমতি দেয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইন্টারন্যাশনাল লিজিং ২০০ কোটি টাকার নন-কনভার্টেবল রিডেমেবল ফ্লোটিং কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে। এর মেয়াদ হবে সাত বছর। বন্ডটি সাত বছরে পুরোপুরি রিডেম্পশন হবে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী,কর্পোরেট সংস্থা এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডটি ক্রয় করতে পারবেন।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে টায়ার-২ রেগুলেটরি ক্যাপিটাল এর শর্ত পূরণ করবে। ইন্টারন্যাশনাল লিজিং এর উক্ত বন্ড এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করছে এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এদিকে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ২৫০ কোটি টাকার ফ্লোটিং কুপন বেয়ারিং নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এর মেয়াদ হবে সাত বছর। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী,কর্পোরেট সংস্থা এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডটি ক্রয় করতে পারবেন।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে টায়ার-২ রেগুলেটরি ক্যাপিটাল এর শর্ত পূরণ করবে। ইন্টারন্যাশনাল লিজিং এর উক্ত বন্ড এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএপিএম-আইবিবিএল ইসলামিক ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecনিজস্ব প্রতিবেদক :

সিএপিএম-আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার কমিশনের ৬১২তম সভায় এ ফান্ডটির অনুমোদন করা হয়। বিএসইসির নিবার্হী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৮০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা অংশ অর্থাৎ ইসলামী ব্যাংক দিবে ৫০ কোটি টাকা। এছাড়া বাকী ৩০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা ইসলামী ব্যাংক লিমিটেড, সম্পদ ব্যবস্থাপক সিএপিএম কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসই’র নতুন সিআরও শামসুর রহমান

samshur-স্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চীফ রেগুলেটরি অফিসার (সিআরও) হিসেবে মো: শামসুর রহমানকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএসইর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো: শামসুর রহমান,এফসিএমএ ২০১১ সাল থেকে সিএসইতে কাজ করে যাচ্ছেন। ডিজিএম এবং হেড অফ কর্পোরেট ফিন্যান্স ডিপার্টমেন্টে করেছেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি ভারপ্রাপ্ত সিআরও হিসেবে কাজ করে আসছেন।

মোহাম্মদ শামসুর রহমান হচ্ছেন দ্য ইন্সটিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) এর ফেলো মেম্বার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার গ্রাজুয়েশন এবং পোষ্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। সিএসইতে যোগদানের আগে তিনি ব্রাক ইন্টারন্যাশনালস এ হেড অব ইন্টার অডিট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা সিটি কলেজে অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিদ্যুতের দাম সাড়ে ১৪% বাড়ানোর প্রস্তাব পিডিবির

electicic-smbdবিশেষ প্রতিবেদক :

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিট সাড়ে ১৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

অপর দিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরী মূল্যায়ন কমিটি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের দাম ১০.৬৫ শতাংশ বা ৭২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে।

মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে টিসিবি মিলনায়তনে বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য আয়োজিত ধারাবাহিক গণশুনানির দ্বিতীয় দিনে এসব প্রস্তাব করা হয়।

শুনানির সভাপতিত্ব করছেন বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম। উপস্থিত রয়েছেন কমিশন সদস্য রহমান মুরশেদ, মাহমুদউল হক ভুইয়া, আব্দুল আজিজ খান ও মিজানুর রহমান।

গণশুনানিতে পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ এ প্রস্তাব দিয়ে বলেন, বর্তমানে ক্রয়-বিক্রয়ের মধ্যে ঘাটতি থাকায় প্রতি ইউনিটে ৩ শতাংশ হারে লোকসান দেওয়া হচ্ছে। শুধু ২০১৬-১৭ অর্থবছরে পাঁচশ ৩৮ কোটি ৫০ লাখ টাকা লোকসান হয়েছে। এ কারণে দাম বাড়ার প্রস্তাব করা হয়েছে।

অপর দিকে বিইআরসি গঠিত কারিগরী মূল্যায়ন কমিটি ১০.৬৫ বা ৭২ পয়সা বৃদ্ধির প্রস্তাব করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বোর্ড সভা বুধবার : আসতে পারে লভ্যাংশ

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়ার লিমিটেডের বোর্ড সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, ২৭ সেপ্টেম্বর বেলা চারটায় কোম্পানির বারিধারা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন ২০১৭ পর্যন্ত সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারে নাই।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিঙ্গারের শেয়ার বিক্রি করলেন বোল্ড বি.ভি.

singerস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের এক স্পন্সর শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বোল্ড বি.ভি. নামে কোম্পানিটির এই পরিচালক ৩০ লাখ শেয়ার বিক্রয় করলেন। প্রতিষ্ঠানটির হাতে সিঙ্গারের মোট ৪ কোটি ৪ লাখ ৭২ হাজার ৫১ টি শেয়ার ছিল।
এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রয় করেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয় বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভা ৪ অক্টোবর

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৪ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৬ সালের জুলাই হতে ২০১৭ সালের মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রকৌশল খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় চট্টগ্রামে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটি তিন প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

  1. শাহজালাল ব্যাংক
  2. আল আরাফাহ ব্যাংক
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. সামিট পাওয়ার
  5. বিবিএস ক্যাবলস
  6. ন্যাশনাল ব্যাংক
  7. উত্তরা ব্যাংক
  8. ইফাদ অটোস
  9. এক্সিম ব্যাংক
  10. রূপালী ব্যাংক।

ডিএসইতে সূচকের স্থিতিশীলতায় বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক প্রায় একই অবস্থানে স্থিতিশীল রয়েছে। এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিন শেষে ৭১৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল সোমবার ছিল ৬৬৬ কোটি ১৭ লাখ টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ১.৯৭ পয়েন্ট কমে পয়েন্টে অবস্থান করছে ৬১০৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.১৪ কমে ১৩৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৩.২৩ কমে ২১৮২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেনকৃত ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৮০ টির ও অপরিবর্তিত ছিল ৩৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– শাহজালাল ব্যাংক, আল আরাফাহ ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, বিবিএস ক্যাবলস, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, ইফাদ অটোস, এক্সিম ব্যাংক ও রূপালী ব্যাংক।

এদিকে, মঙ্গলবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪০ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৮ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৩৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয় ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল হাউজিং ও ন্যাশনাল ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মঙ্গলবার থেকে আবারও কমছে সোনার দাম

goldবিশেষ প্রতিবেদক :

এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আরও একদফা সোনার দাম কমানো হয়েছে। এ দফায় মানভেদে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৮৭৫ টাকা থেকে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত। এর ফলে এখন সোনার দাম ভরিতে আবারও ৪৮ হাজার টাকার নিচে নামছে। সোনার নতুন এই দাম মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। সোমবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম হবে ভরিপ্রতি ৪৭ হাজার ৮২২ টাকা। আর ২১ ক্যারেটের সোনার দাম হবে প্রতিভরি ৪৫ হাজার ৭২৩ টাকা। এছাড়া, ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ভরিপ্রতি ৪০ হাজার ২৪১ টাকায়।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর সোনার দাম কমায় বাজুস। ওই দাম অনুযায়ী, এখন প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৯৮৯ টাকা, ২১ ক্যারেট সোনা ৪৬ হাজার ৭৭৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৪১ হাজার ১১৬ টাকায় বিক্রি হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ