কোরবানি ঈদে নিত্য প্রায়োজনীয় পণ্যের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

tofailনিজস্ব প্রতিবেদক :

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে নিত্য প্রায়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানাবে বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান তোফায়েল আহমেদ।

দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বাড়ার কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা সাময়িক, দাম দ্রুত কমে যাবে।’

চালের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, ‘চালের দাম কিন্তু কমেছে।’

এ সময় সাংবাদিকরা বলেন, ‘চালের দাম কেজিপ্রতি ১০ টাকা বাড়লেও কমেছে মাত্র এক টাকা।’

তখন বাণিজ্য সচিব সুভাশিষ বোস বলেন, ‘বাজারে চালের দাম কমেছে চার টাকা। তবে খুচরা বাজারে একেক ধরনের পণ্যের দাম একেক ধরনের। তাই সব মনিটরিং করা কষ্টসাধ্য।’
কোরবানিকে সামনে রেখে বাণিজ্যমন্ত্রণালয়ের ১৪টি মনিটরিং কমিটি মাঠে নামবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কমিটি সম্পর্কে আমি অবহিত না। তবে থাকলে নামানো যায় কিনা দেখা হবে।’

জাপানের নতুন রাষ্ট্রদূত সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, ‘তিনি নতুন এসেছেন। কাজ শুরু করেছেন। এটা তার প্রথম সাক্ষাৎ। জাপান আমাদের পুরাতন বন্ধু। তারা চাইলে সে দেশের ব্যবসায়ীদের জন্য একটি স্পেশাল ইকোনোমিক জোন দেওয়া হবে।’

জাপান তৈরি পোশাক খাতে বিনিয়োগ করতে পারবে কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা স্পেশাল ইকোনোমিক জোনে পোশাক খাতে বিনিয়োগ করতে পারবে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

অর্থনৈতিক স্থীতিশীলতায় সিএসআরের বিকল্প নেই : এম এ মান্নান

mannanনিজস্ব প্রতিবেদক :

দেশের সামগ্রিক অর্থনীতি স্থীতিশীলতায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআরের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের অডিটোরিয়ামে প্রোপেগেটিং সিএসআর প্রোগ্রামাস বাই কর্পোরেট ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআর এশিয়ার আবাসিক পরিচালক সুমাইয়া রশিদ। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) এর সভাপতি আবুল কাসেম খান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (এমসিসিআই) এর ভাইস প্রেসিডেন্ট গোলাম মাঈনউদ্দিন প্রমুখ।

এম এ মান্নান বলেন, গত দুই বছরে দেশের অর্থনীতিসহ সামগ্রিক খাতে পরিবর্তন এসেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অন্যতম হলো, কেউ অর্থনীতিতে পিছিয়ে থাকবে না। এসডিজি বাস্তবায়নে সিএসআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, দেশের বেসরকারি খাত অনেক দূর এগিয়েছে। সিএসআর কার্যক্রমে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, আর্থিক অন্তর্ভূক্তিমূলক কার্যক্রমকে টেকসই করতে সিএসআর কার্যক্রমে সরকার গুরুত্ব দিচ্ছে। এজন্য একটি নীতিমালা করা হচ্ছে। আমাদের বড় সমস্যা সরকারি ও বেসরকারি প্লাটফর্মের সমন্বয়ের অভাব। এটি দূর করতে হবে। সিএসআর কার্যক্রম বাড়াতে সবাইকে একটি প্লাটফর্মে আসতে হবে।

ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, কোম্পানিগুলোকে সিএসআর কার্যক্রমে আরো উন্নতি করতে হবে। কারন এটি প্রবৃদ্ধি অর্জনে উন্নয়ন সহাহক হিসেবে কাজ করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

১১ লাখ শেয়ার বিক্রয় করবেন বিমা পরিচালক

Asia-Pac-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক ১১ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

শাহজাহান মিয়া নামে বিমা প্রতিষ্ঠানের এই পরিচালকের হাতে থাকা ২২ লাখ শেয়ারের মধ্যে ১১ লাখ শেয়ার বিক্রয় করবেন।

এই উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে  বিমা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

১১টি মিউচ্যুয়াল ফান্ডের বার্ষিক ট্রাস্টি সভা ৯ আগস্ট

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি মিউচ্যুয়াল ফান্ডের বার্ষিক ট্রাস্টি সভা আগামী ৯ আগস্ট আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পিএফপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এবিবিএল শরীয়াহ ফান্ড,  এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই ট্রাস্টি সভাগুলোয় ফান্ডের চলতি বছরের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় চলতি বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এবিবি ফার্স্ট এমএফ : মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ২টা ৫০ মিনিটে রেস ম্যানেজমেন্ট পিসিএল, পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

ইবিএল এনআরবি এমএফ : মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ২টা ৪৫ মিনিটে রেস ম্যানেজমেন্ট পিসিএল, পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

পিএইচপি এমএফওয়ান : মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ২টা ৪০ মিনিটে রেস ম্যানেজমেন্ট পিসিএল, পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

পপুলার ওয়ান এমএফ  : মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ২টা ৩৫ মিনিটে রেস ম্যানেজমেন্ট পিসিএল, পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

ইবিএল ফার্স্ট এমএফ : মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ৩টায় রেস ম্যানেজমেন্ট পিসিএল, পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

ট্রাস্ট ওয়ান এমএফ : মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ৩টায় রেস ম্যানেজমেন্ট পিসিএল, পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

অাইএফঅাইসি ফার্স্ট এমএফ : মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ৩টায় পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এসইএমএল অাইবিবিএল এসএফ : মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ৪টায়  বনানী নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এক্সিম ফার্স্ট এমএফ : মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ৩টায় রেস ম্যানেজমেন্ট পিসিএল, পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

ওয়ান জনতা এমএফ : মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ৩টায় রেস ম্যানেজমেন্ট পিসিএল, পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এফবিএফআইএফ :

মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ৩টায় রেস ম্যানেজমেন্ট পিসিএল, পুরানা পল্টনে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. সিএন্ড এ টেক্সটাইলস
  3. সাইফ পাওয়ার
  4. তুংহাই নিটিং
  5. ফুয়াং ফুডস
  6. সিটি ব্যাংক
  7. বিবিএস ক্যাবলস
  8. অাইএফআইসি ব্যাংক
  9. মার্কেন্টাইল ব্যাংক
  10. ওয়ান ব্যাংক

ডিএসইতে ১২৩৮ ও সিএসইতে ৬৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন বেড়েছে। তবে কমেছে অন্য দুই সূচক ও শেয়ারদর। সেখানে ১২৩৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গতকালের মতো অাজও সূচক ৫৮৬০ পয়েন্ট অতিক্রম করে। যা সূচকটির যাত্রা শুরুর পর সর্বোচ্চ। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন বেড়েছে। সেখানে ৬৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তবে এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৩৮ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১ কোটি ৩৬ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার সেখানে ১২৩৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ১৪.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৯১ পয়েন্টে। সূচকটি যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩১ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৩২টির, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত থাকে ৪২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– লংকাবাংলা ফাইন্যান্স,  সিএন্ড এ টেক্সটাইলস, সাইফ পাওয়ার, তুংহাই নিটিং, ফুয়াং ফুডস, সিটি ব্যাংক, বিবিএস ক্যাবলস, অাইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ওয়ান ব্যাংক।

এদিকে, আজ বুধবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৯ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৬ কোটি ৬৫ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৬২ কোটি ৪৮ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৬.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল অারএকে সিরামিক ও বিবিএস ক্যাবলস ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ফারইস্ট ফাইন্যান্স উদ্দ্যোক্তার পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন

fareast-01স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

দেলোয়ার হোসেন রানা নামে কোম্পানিটির এই উদ্দ্যোক্তা ৯ লাখ শেয়ার বিক্রয় করেন। এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করেছেন।

তিনি ঘোষণা ৩০ কার্য দিবসের মধ্যে এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। গত ৩১ জুলাই তিনি এসব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

প্রধান সূচকের উত্থানে চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানে চলছে লেনদেন। তবে রয়েছে মূল্য সূচকের মিশ্র প্রবণতায়ও। প্রথম ২ ঘন্টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। তবে সিএসইতে মূল্য সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টা ৩৯ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৭ পয়েন্ট বেড়ে ৫৮৮৪ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ৩.৭৮ পয়েন্ট কমে ২১৩৩ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৪ বেড়ে ১৩১৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এসময় লেনদেন ৬৪৪ কোটি ৭৯ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত ছিল ৫২টির দর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭.৪৩ পয়েন্ট কমে ১৮ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ২৭ কোটি ৬৩লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১০৬টির, কমেছে ৭৩টির ও অপরিবর্তিত ছিল ৪৩টির দর।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সিটি ব্যাংক পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

citybank_logoস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি দি সিটি ব্যাংক লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

হোসেন খালেদ নামে কোম্পানিটির এই পরিচালক ১০ লাখ শেয়ার ক্রয় করেন। এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করেছেন।

তিনি ঘোষিত ৩০ কার্য দিবসের মধ্যে এসব শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। এর আগে তিনি ৩০ জুলাই শেয়ার ক্রয়ের আশা পোষণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

নোমিনী পরিচালকের ২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একট নোমিনী পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২ লাখ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে ব্যাংকটির নোমিনী পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী ।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.