অনিয়মের কারণে ৩ কোম্পানির পরিচালকদের আর্থিক জরিমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

বিভিন্ন অনিয়মের কারণে শেয়ারবাজারের ৩ কোম্পানির পরিচালনা বোর্ডের স্বতন্ত্র পরিচালক ব্যতিত প্রত্যেক পরিচালককে  জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১ কোম্পানিকে সতর্কপত্র ইস্যু ও ২ নিরীক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮তম নিয়মিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হল- বেঙ্গল ফাইন সিরামিকস, ফু-ওয়াং ফুড, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, এ. মতিন অ্যান্ড কোং ও শফিক বসাক অ্যান্ড কোং।

এরমধ্যে বেঙ্গল ফাইন সিরামিকস ও ফু-ওয়াং ফুডের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১ লাখ টাকা করে ও প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর রিপাবলিক ইন্স্যুরেন্সকে সতর্কপত্র ইস্যু করা হবে। এ ছাড়া নিরীক্ষক এ. মতিন অ্যান্ড কোং ও শফিক বসাক অ্যান্ড কোং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশকে (আইসিএবি) অবহিত করা হবে।

বেঙ্গল ফাইন সিরামিকস : কোম্পানিটি ২০১৩-১৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে দাখিলে ব্যর্থ হয়েছে। এতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ এর লঙ্ঘন করেছে কোম্পানিটি। এছাড়া কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর ২০১৪ সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর ২০১৪ সময়ে সমাপ্ত অর্ধবার্ষিক এবং ৩১ মার্চ ২০১৫ সময়ে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন দাখিলেও ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১৩ লঙ্ঘন করেছে কোম্পানিটি। এতে কোম্পানিটির পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

ফু-ওয়াংফুড : অধীনস্থ কোম্পানি থাকা সত্ত্বেও ২০১৩-১৪ অর্থবছর সমন্বিত আর্থিক প্রতিবেদন তৈরি না করেনি। এতে কোম্পানিটি বাংলাদেশ হিসাব মান (বিএএস)-২৭ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর রুলস ১২ (২) ভঙ্গ করেছে। এ ছাড়া সাবসিডিয়ারি কোম্পানিতে অগ্রিম হিসাবে প্রদত্ত ২ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা ৩০ জুন ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিররণীতে দেখালেও প্রয়োজনীয় তথ্য দাখিল করতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। আবার ওয়ার্ক ইন প্রোগ্রেস হিসাবে ৩০ জুন ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিররণীতে ২ কোটি ১৪ লাখ ২২ হাজার ১৪০ টাকা এবং ৩০ জুন ২০১৩ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিররণীতে ৩ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৯২২ টাকা ক্যাশ ফ্লোতে বিবরণীতে দেখালেও তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। এতে কোম্পানিটির পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পোশাক কারখানার উন্নয়ন হলেও পণ্যের দাম বাড়েনি: বাণিজ্যমন্ত্রী

tofailনিজস্ব প্রতিবেদক :

ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশের অধিকাংশ পোশাক কারখানার উন্নয়ন করা হলেও সে অনুযায়ী পণ্যের দাম বাড়েনি বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ইইউ’র সঙ্গে বাংলাদেশের তৃতীয় বিজনেস ক্লাইমেট ডায়ালগ অনুষ্ঠিত হয়। ডায়ালগ শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন, ‘রানা প্লাজা ধসের পর আমাদের দেশের অনেক কারখানা উন্নয়ন করা হয়েছে। সেজন্য আমাদের বিনিয়োগকারীদের অনেক টাকা ব্যায় করতে হয়েছে। ইতোমধ্যে দেশের ২৭০টি কারখানা গ্রিণ করা হয়েছে। কিন্তু আমাদের পণ্যের দাম সে অনুযায়ী বাড়ায়নি ক্রেতারা। আজকের এ মিটিংয়ে বাংলাদেশি পণ্যে দাম বাড়াতে ইইউ’র ব্যবসায়ীদের অনুরোধ করেছি। ইইউ প্রতিনিধিরা তাদের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবে বলে তারা জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বেক্সিটের পর পাউন্ড ও ইউরোর দাম কমেছে। তবে বাংলাদেশি টাকার অবস্থান ছিল মজবুদ। ফলে এ বিষয়টি বিবেচনা করে হলেও আমাদের পণ্যের দাম বাড়ানো প্রয়োজন।’

তৃতীয় বিজনেস ক্লাইমেট ডায়ালগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য সচিব সুভাশিষ বোস, এনবিআর’র চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নিয়ন কর্তৃপক্ষের (বিডা) আমিনুল ইসলাম। এছাড়া ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। আরও উপস্থিত ছিলেন- স্পেনের, ব্রিটেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতরা।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০১৮ সালের মে মাসে শেষ হচ্ছে ইইউ’র ক্রেতাদের জোট অ্যাকর্ডের মেয়াদ। আজ ইইউ’র পক্ষ থেকে অ্যাকর্ডের মেয়াদ ২০২১ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে আমরা অ্যাকর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি। তাদের জানিয়েছি, মেয়াদ শেষ হলেই চুক্তির মেয়ার বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথম বৈঠকে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সমস্যা সমাধানে ৫টি কমিটি করা হয়। সেই কমিটিগুলোতে বিডা, এনবিআর ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ১০টি সমস্যা চিহ্নিত করেছে। সমস্যাগুলোর অধিকাংশ ইতোমধ্য সমাধান করা হয়েছে বলে ইইউ প্রতিনিধি দলকে জানানো হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

আল-আরাফাহ ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে

al-arafaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল-আরাফাহ ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় বেড়ে দাঁড়িয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৭ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১.২০ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.১৪ টাকা ।

২০১৭ সালের জুনে ব্যাংকটির কন্সোলিডেটেড এনওসিএফপিএস হয়েছে ২.৫৬ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৯.৬১ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ১৮.৯২ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৭.৮১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ফিক্সড প্রাইজ পদ্ধতিতে আইপিও অনুমোদন পেল নাহি অ্যালুমিনাম কম্পোজিট প্যানেল

Nahiনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ফিক্সড প্রাইজ পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে নাহি অ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেড।

বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।

সূত্রটি জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, নতুন মেশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে।

৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩৩ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৭৮ পয়সা।

আর ৯ মাসে অর্থাৎ ৩১ মার্চ, ২০১৭ শেষে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৮৪ পয়সা। এসময় এনএভি হয় ১৪ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

দ্বিতীয় প্রান্তিকে লাভ থেকে লোকসানে লার্ফাজ সুরমা

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লার্ফাজ সুরমা লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয়ের (ইপিএস) পরিবর্তে লোকসান হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড লোকসান হয়েছে ০.০৭ পয়সা । আগের বছর একই সময়ে আয় ছিল ৩৮ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ১৯ পয়সা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৮১ পয়সা ।

বিমাটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ১৭ পয়সা।  যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৫৮ পয়সা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) কমে দাঁড়িয়েছে হয়েছে ১৩.০৫ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১৩.১৬ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

পিপলস ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকে ইপিএস কমেছে

peoples-Insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রায় কমেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় কমে দাঁড়িয়েছে ৫৩ পয়সা । আগের বছর একই সময়ে যা ছিল ৬৪ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১.১১ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.০৫ টাকা ।

বিমাটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস হয়েছে ১.৪৭ টাকা।  যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.৭৭ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ২৪.২৩  টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ২২.৯১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকে ইপিএস কমেছে

Green-Delta-Insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কন্সোলিডেটেড আয় কমে দাঁড়িয়েছে ৩৪ পয়সা । আগের বছর একই সময়ে যা ছিল ৩৬ পয়সা।

২০১৭ সালের জুনে অর্ধবার্ষিকীতে ব্যাংকটির কন্সোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১.২৩ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ১.০৩টাকা ।

বিমাটির ২০১৭ সালের জুন পর্যন্ত এনওসিএফপিএস হয়েছে ১২ পয়সা।  যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ঋণাত্মক ৪.০.২ টাকা।

২০১৭ সালের জুনে কোম্পানিটির প্রতি শেয়ারে কন্সোলিডেটেড সম্পদের মূল্য (ন্যাভ) বেড়ে দাঁড়িয়েছে হয়েছে ৭৬.৫৫ টাকা। যা গত ২০১৬ সালের একই সময়ে ছিল ৭৩.৬২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

  1. মার্কেন্টাইল ব্যাংক
  2. গ্রামীনফোন
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. আইডিএলসি ফাইন্যান্স
  5. প্রিমিয়ার ব্যাংক
  6. জাহিন স্পিনিং
  7. সিটি ব্যাংক
  8. আইএফআইসি
  9. ফরচুন সুজ
  10. কেয়া কসমেটিকস।

শেষদিনে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন। ডিএসইতে মোট ৭১২ কোটি টাকার লেনদেন হয়েছে। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন। সিএসইতে ৫১ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭১২ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭৪ কোটি টাকা বেশি। গতকাল বুধবার সেখানে ৬৩৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ৯.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২৯ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১১৩টির, কমেছে ১৬৬টির আর অপরিবর্তিত থাকে ৫১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে – মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীনফোন, লংকাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, জাহিন স্পিনিং, সিটি ব্যাংক, আইএফআইসি, ফরচুন সুজ ও কেয়া কসমেটিকস।

এদিকে, আজ বৃহস্পতিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫১ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১৩ কোটি ৮০ টাকা বেশি। গতকাল বুধবার এই লেনদেন ৩৮ কোটি ২ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও সামিট পাওয়ার কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ফনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আহবান

phonexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স এন্ড এনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় দিলকুশায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.