‘এখনই ব্রিকসের সদস্য হতে হবে, এমন চিন্তা আমাদের মাথায় ছিল না’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ব্রিকসে এখনই সদস্যপদ পেতে হবে, সে ধরনের কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না। সে রকম কোনো চেষ্টাও আমরা করিনি।’

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ভোরের কাগজ পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি শ্যামল দত্ত প্রশ্ন করেন, ‘ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ পাওয়ার বিষয়ে আমি জানতে চাই, যেহেতু এটা নিয়ে কিছু আলোচনা-সমালোচনা চলছে। আমরা কি আদৌ আবেদন করেছিলাম? বা আবেদন করার কোনো পদ্ধতি আছে কি না, বা আমরা কি চেয়েছিলাম কি না ব্রিকসের সদস্যপদ পাওয়ার জন্য।’

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘চাইলে পাব না, সে অবস্থাটা আর নেই। কিন্তু প্রত্যেক কাজের একটা পদ্ধতি আছে। একটা নিয়ম আছে। আমরা সেটা মেনেই চলি।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে যখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সাক্ষাৎ হলো, তিনি আমাকে বললেন যে ব্রিকস সম্মেলন করব। সে সময় তিনি জানালেন যে তারা কিছু সদস্য বাড়াবেন। আমাদের মতামত জানতে চাইলেন।’

‘আমি বললাম এটা খুবই ভালো হবে। ব্রিকস যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকেই এই পাঁচ দেশের সরকার প্রধানের সঙ্গে আমার ভালো যোগাযোগ ছিল এবং আছে। আমরা যখন শুনলাম ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে, আমাদের আগ্রহ সেটার দিকে বেশি ছিল। সেখানে আমরা যুক্ত হতে চেয়েছিলাম। এটা যখন থেকে তৈরি হয়, তখন থেকে আমাদের এটার প্রতি আগ্রহ ছিল,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘ব্রিকস থেকে প্রথম থেকেই আমাদের বলেছিল যে তারা ধাপে ধাপে সদস্য নেবে। তারা ভৌগোলিক অবস্থান বিবেচনা করে সদস্য নেবে এবং পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বাড়াবেন। কিন্তু ব্রিকসে এখনই সদস্যপদ পেতে হবে, সে ধরনের কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না। সে রকম কোনো চেষ্টাও আমরা করিনি।’

স্টকমার্কেটবিডি.কম////

নগদ লভ্যাংশ পাঠিয়েছে অগ্রণী ইন্সুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিও হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমাটির নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

দেশে আবারও নগদ ডলারের সংকট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে আবারও নগদ ডলারের সংকট দেখা দিয়েছে। বেশির ভাগ ব্যাংক ও মানি চেঞ্জারগুলোয় ডলার মিলছে না। ফলে নগদ ডলারের দাম আবারও বেড়ে গেছে। রাজধানীর খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১৭-১১৮ টাকার মধ্যে। যদিও বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, এখন নগদে প্রতি ডলারের দাম ১১২ টাকা ৫০ পয়সার মধ্যে থাকার কথা।

ব্যাংক ও মানি চেঞ্জারের কর্মকর্তারা বলছেন, গত জুলাই ও চলতি আগস্ট মাসে ডলার কেনার ব্যাপক চাহিদা ছিল। এ সময়ে অনেকে বিদেশে ভ্রমণের জন্য গেছেন। আবার শিক্ষার উদ্দেশে অনেকে বিদেশে গেছেন। তাঁদের প্রায় সবাই নগদ ডলার সঙ্গে করে নিয়েছেন। ফলে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

ইউনেসকোর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালে অন্তত ৪৯ হাজার ১৫১ জন বাংলাদেশি শিক্ষার্থী ৫৮টি দেশে পড়াশোনার জন্য বিদেশে গেছেন। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ২৪ হাজার ১১২ এবং ২০০৮ সালে ছিল ১৬ হাজার ৬০৯। ফলে গত ১৫ বছরে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা তিন গুণের মতো বেড়েছে।

১ আগস্ট থেকে ব্যাংকগুলো প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে ১০৯ টাকা ৫০ পয়সা ও রপ্তানি বিল নগদায়নে ১০৮ টাকা ৫০ পয়সা করে দাম দিচ্ছে। এ ছাড়া আমদানি পর্যায়ে ডলারের সর্বোচ্চ দাম ১০৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে। সরকারি খাতের ব্যাংকগুলো এখন নগদ ডলারের দাম ১০৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে, বেসরকারি খাতের ব্যাংকে যা ১১১ টাকা ৫০ পয়সা পর্যন্ত। মানি চেঞ্জারগুলো ডলারের দাম ব্যাংকের চেয়ে ১ টাকা বেশি রাখতে পারে।

তবে বাজারে ডলারের সরবরাহ নেই বলে জানান মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি এস এম জামান বলেন, ‘ডলারের সরবরাহ নেই, এ জন্য বিক্রিও করতে পারছি না। কিছুদিন আগে সরবরাহ পেয়েছিলাম, তখন ১১২ টাকা দামে বিক্রি করেছি।’

এদিকে ব্যাংকগুলোয়ও ডলারের সরবরাহ কমে গেছে। ফলে বিক্রিও হচ্ছে কম। ব্যাংক কর্মকর্তারা বলছেন, বিদেশফেরত নাগরিকেরাই সাধারণত ব্যাংকে নগদ ডলার সরবরাহের প্রধান মাধ্যম হিসেবে কাজ করেন। যেসব ব্যাংকের খুচরা গ্রাহক বেশি, তারা কিছু ডলার পাচ্ছে। মতিঝিল এলাকার ব্যাংকে নগদ ডলারের অন্যতম জোগানদাতা ছিল জনতা ব্যাংকের লোকাল অফিস। তবে সেখানে এখন ডলার পাওয়া যাচ্ছে না।

স্টকমার্কেটবিডি.কম////

আমাদের ঋণ নেওয়ার দরজা বেশি খুলেছে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা ব্রিকসের বারান্দায় আছি। একবারেই তো ঘরে ঢোকা সম্ভব নয়। ধীরে ধীরে আমরা এগোচ্ছি। হয়তো ব্রিকসের সদস্য হব শিগগির।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, এখন আমাদের ঋণ নেওয়ার দরজা আগের থেকে বেশি খুলেছে। এখন আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছি। সেখান থেকেও দরদাম করে আমরা ঋণ নিতে পারব।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, আমলাতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী খুশি। সবাই ভালো কাজ করছেন। পাশাপাশি মূল্যস্ফীতি কমানো ও প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, চলমান সব প্রকল্প উচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া যেখান থেকে কম সুদে ঋণ পাওয়া যাবে আমরা সেখান থেকে নেব।।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় এমারেল্ড অয়েল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৭ লাখ টাকা।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ১৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৪ কোটি ৭৩ লাখ, জেমিনী সী ফুডের ১৩ কোটি ৫৮ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ১১ কোটি ৪৬ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১০ কোটি ৫৩ লাখ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ১২ লাখ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৮৫ লাখ ও এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. ফু-ওয়াং ফুডস
  2. এমারেল্ড ওয়েল
  3. ইন্ট্রাকো রিফুয়েলিং
  4. রূপালি লাইফ ইন্সুরেন্স
  5. জেমিনী সী ফুড
  6. সোনালী পেপার
  7. ইষ্টার্ণ হাউজিং
  8. মিরাকল ইন্ডাস্ট্রিজ
  9. খান ব্রাদার্স ব্যাগ ইন্ডাস্ট্রিজ
  10. এসকে ট্রিমস।

ডিএসইতে লেনদেন ৪’শ কোটি টাকার ঘরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমে ৪’শ কোটি টাকার ঘরে নেমেছে । অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও  লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৯০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৪০ কোটি ৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৭টির আর দর অপরিবর্তিত আছে ১৬০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, এমারেল্ড ওয়েল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, রূপালি লাইফ ইন্সুরেন্স, জেমিনী সী ফুড, সোনালী পেপার এন্ড বোর্ড, ইষ্টার্ণ হাউজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও এসকে ট্রিমস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৩.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬০৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৬৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৯৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১০ কোটি ৭১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ হোলসিম বিডি ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

একনেকে ১৪ হাজার কোটি টাকার ২০ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ২০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৪৯ কোটি ৪ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৬১৯ কোটি ৩৮ লাখ টাকা।

মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার ও পরিকল্পনা কমিশনের সদস্যরা।

স্টকমার্কেটবিডি.কম////

ইন্টারনেট গতিতে ১৪৩ এর মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বব্যাপী মোবাইল ইন্টারনেট গতিতে ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম। ওকলো স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জুলাই মাসের ডাটা থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের মোবাইল ডাটা বিশ্লেষণ এবং ব্যবহারকারীদের ওপর পর্যবেক্ষণ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স ওকলো।

প্রতিষ্ঠানটির ২০২২ সালে প্রকাশিত ডাটাতে বাংলাদেশের অবস্থান ছিল ১২১ তম। তখন দেশের সংখ্যা ছিল ১৪১টি। প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে মধ্যম মানের ডাউনলোড স্পিড ১৭.১৮এমবিপিএস।

এ তালিকায় প্রথমে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মাঝারি ধরনের ডাউনলোড স্পিড হলো ২০৫.৭৭ এমবিপিএস। তালিকায় দ্বিতীয় কাতার, তৃতীয় কুয়েত, চতুর্থ উরোগুয়ে, পঞ্চম দক্ষিণ কোরিয়া, ৬ষ্ঠ নরওয়ে, সপ্তম ব্রুনেই।

চলতি বছরের জুলাইয়ের ডাটা অনুযায়ী মোবাইল ইন্টারনেটের গতিতে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৫৩তম। সেখানে ডাউনলোড স্পিড ৪৩.১৭ এমবিপিএস।

জরিপে সবচেয়ে কম ইন্টারনেট গতির দেশের মধ্যে আফগানিস্তান ও কিউবা অন্যতম।

স্টকমার্কেটবিডি.কম/////

জাপানে টয়োটার সব কারখানা বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বের অন্যতম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা প্রযুক্তিগত ত্রুটির কারণে জাপানে ১৪টি কারখানায় উৎপাদন সাময়িক বন্ধ রেখেছে।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল কারখানা বন্ধের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে এএফপিকে পাঠানো এক বিবৃতিতে টয়োটা জানিয়েছে, ‘আমরা মনে করি না সাইবার হামলার কারণে এই সমস্যা হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, প্রথমে ১৪টি প্ল্যান্টের মধ্যে ১২টি বন্ধের কথা বলা হলেও পরে সব প্ল্যান্ট বন্ধের কথা জানানো হয়। তবে পুনরায় কখন উৎপাদন শুরু করা হবে বা এই ত্রুটির জন্য কোম্পানির কত ক্ষতি হতে পারে এই বিষয়ে টয়োটার পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ধারণা করা হয়, সারা বিশ্বে টয়োটা যে পরিমাণ গাড়ি তৈরি করে তার এক তৃতীয়াংশ এই ১৪ কারখানায় তৈরি করা হয়।

এর আগে, গত বছর এক সাপ্লায়ার সাইবার হামলার শিকার হওয়ার পর টয়োটার কার্যক্রম ব্যাহত হয়। একদিনের ওই বিঘ্নের ফলে প্রায় ১৩ হাজার গাড়ি বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/////