বীমা খাতের দুই প্রকল্পে বিশ্ব ব্যাংক ৫১৫ মিলিয়ন ডলার দেবে

worldস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্ব ব্যাংক বিদ্যুৎ সঞ্চালন ও বীমা খাতের দুটি প্রকল্পে ৫১৫ মিলিয়ন ডলার দেবে।

আজ মঙ্গলবার বিকেলে শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হবে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বাসসকে একথা জানান।

তিনি বলেন, ইআরডি’র অতিরিক্ত সচিব মাহমুদা বেগম ও বাংলাদেশ, ভূটান ও নেপালে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এই চুক্তিতে স্বাক্ষর করবেন।

বিশ্ব ব্যাংক মোট অর্থের মধ্যে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে ৪৫০ মিলিয়ন ডলার দেবে।

প্রকল্পটি বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও বৃহত্তর চট্টগ্রামের অংশসহ উত্তরাঞ্চলে বাস্তবায়িত হবে। এ প্রকল্পে নতুন ২ লাখ ৭৫ হাজার বাড়ি ও কৃষির জন্য ১৬ হাজার সংযোগ দেয়া হবে। এতে ১৩টি নতুন সাব-স্টেশন স্থাপিত ও বিদ্যমান একটি পুনর্বাসিত হবে। এছাড়া ২৯০ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ ও ১৫৭ কিলোমিটারের পুনর্বাসিত হবে।
২০১৮ সালের ২৯ মার্চ বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

আর্থিক প্রতিবেদন দিতে বিলম্ব করায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সকে সতর্ক

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আর্থিক প্রতিবেদন জমা দিতে বিলম্ব করায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডকে সতর্ক করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ।

মঙ্গলবার (১০ এপ্রিল) বিএসইসির ৬৪০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানির ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং ৩১ মার্চ ২০১৬ সালের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দেয়নি।

যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস, ১৯৮৭ এর রুল ১২, সাব রুলস(৩এ) ও কমিশনের কোটিফিকেশন নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৮৩/এডিমন/০৩-৩১ সেপ্টেম্বর ২৭, ২০০৯ লঙ্ঘন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

সাড়ে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৫ হাজার ৬৮৩ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।

মঙ্গলবার (১০ এপ্রিল) রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, মোট ব্যয়ের মধ্যে প্রকল্প সাহায্য ৮ হাজার ৭৪০ কোটি টাকা। বাকি ব্যয় সরকারি খাত থেকে মেটানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

জালিয়াতির ঘটনায় ফারমার্স ব্যাংকের চিশতিসহ গ্রেফতার ৪

farmarsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ (বাবুল চিশতি) চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ এপ্রিল) দুদকের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এর আগে সকালে রাজধানীর গুলশান থানায় মামলা করে দুদক। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ১৬০ কোটি আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

চিশতি ছাড়া গ্রেফতার অন্য তিনজন হলেন-চিশতির ছেলে রাশেদুল হক চিশতি, ব্যাংকের এসভিপি জিয়াউদ্দিন আহমেদ এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে নিজেদের ২৫টি হিসাবে ব্যাংকিং নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ১৬০ কোটি টাকা হস্তান্তর করেছেন।

এর আগে গত ৩ এপ্রিল ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক ও তার স্ত্রীসহ ১৭ জনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

রংপুর ফাউন্ড্রির ঋণমান ‘এএ’ ও ‘এসটি-৩’

rangpur-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রংপুর ফাউন্ড্রি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ৩১ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ভ্যাট নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের আয়কর দিতে হবে : অর্থমন্ত্রী

mohitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ করা হবে না, তবে মালিকদের ইনকাম ট্যাক্স (আয় কর) দিতে হবে।

মঙ্গলবার (১০ এপ্রিল) সচিবালয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠান শেষে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, আমি কালকে যেটা বলেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর ইনকাম ট্যাক্স, এটা ভ্যাট হবে না।

সোমবার (০৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট আরোপের কথা জানান।

ওই সময় অর্থমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট মেইনটেইন করবো। বাট উই শুড কালেক্টেড ফ্রম ওনারশিপ দ্য ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় ছাত্রদের কাছ থেকে কিভাবে কি করবে জানিনা, আমরা তাদের কাছ থেকে আদায় করবো।

অর্থমন্ত্রীর ওই বক্তব্যের পর মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ওই বক্তব্য সংশোধন করে অর্থমন্ত্রী বলেন, আমি বোধ হয় কাল অন্যরকম করে বলে ফেলিছিলাম। আমরা ভ্যাট ইমপোজ করেছিলাম, সেটা অ্যাক্টিভেট করিনি। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান দেয় না (আয় কর), তারা যে চার্জ করে সেটা থেকে আর দেয় না (আয় কর)। যে ফাঁক-ফোকর সেখানে ইনকাম ট্যাক্স হবে।

‘(বেসরকারি বিশ্ববিদ্যালয়) মালিকদের ইনকাম ট্যাক্স আরোপ হবে, যারা লাভ করবে।’

 

স্টকমার্কেটবিডি.কম/এমএম

যমুনা ব্যাংকের বোর্ড সভা স্থগিত

jamuna -smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, যমুনা ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আজ ১০ এপ্রিল বেলা ৩ টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত বোর্ড সভা স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পাশাপাশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা ও বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য জানিয়ে দেওয়ার কথা ছিল।

প্রতিষ্ঠানটির পরবর্তী নোটিসের মাধ্যমে নতুন বোর্ড সভার তারিখ সময় ও স্থান জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিরাকলের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক কর্পোরেট পরিচালক মোট ১১ লাখ ১৭ হাজার ৫০০টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কেয়া ইর্যান মিলস লিমিটেড নামে এক কর্পোরেট পরিচালক কোম্পানিটির যথাক্রমে ৩লাখ, ১লাখ ২০হাজার, ১লাখ ৩০হাজার, ১লাখ ২০হাজার, ১লাখ ৩০হাজার, ১লাখ ৪৭হাজার ৫০০টি ও ১লাখ ৭০হাজারটি শেয়ার মোট ১১ লাখ ১৭ হাজার ৫০০টি শেয়ার বেচলেন।

এই কর্পোরেট পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শাহাজিবাজার পাওয়ারের তিন উদ্দ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

sahjibazerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের কোম্পানি শাহাজিবাজার পাওয়ার কেম্পানি লিমিটেডের তিনজন উদ্দ্যোক্তা পরিচালক মোট ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রেজিনা আলম নামে এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানির ৫ লাখ শেয়ার ও আকবর হায়দার নামে আরেক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানির ৫ লাখ শেয়ার এবং ফিরোজ আলম নামে আরো এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানির ১০ লাখ শেয়ার মোট ২০ লাখ শেয়ার বিক্রি করবেন এই তিন উদ্দ্যোক্তা পরিচালক। ঘোষনার পর তাদের হাতে কোম্পানিটির যথা ক্রমে ৫৫,২৫,৫০৭টি ও ৫৫,২৫,৫০৭টি এবং ১,৩৯,২৩,৩১৭টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই তিন উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

নর্দার্ণ জুটের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ১৬ এপ্রিল

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃর্তীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৬ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর তেজগাঁও কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম