শেয়ারবাজারে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : ডিএসই

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ গণমাধ্যম শেয়ারবাজারের উন্নয়ন ও বিকাশে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণভূমিকা রেখেছে৷ এক প্রেস রিলিজে এসব মন্তব্য করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বৃহস্পতিবার ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান স্বাক্ষরিত এই পত্রে জানানাে হয়, গণমাধ্যমই পারে সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতন করতে৷ কিন্ত ইদানিংকালে বিএসইসির সংগে ডিএসইর বা বাজার সংশ্লিষ্টদেরদ্বন্দ্ব” এধরনের সংবাদ পরিবেশিত হচ্ছে৷ এ ধরনের নেতিবাচক প্রচারে শেয়ারবাজার সম্পর্কে দেশ-বিদেশে একধরনের বিরূপ প্রভাব পড়ে৷এ উদীয়মান শেয়ারবাজারের ভাবমুর্তি ক্ষুন্ন হোক তা আমাদের কারোরই কাম্য নয়৷

ডিএসইর দাবি, সাম্প্রতিকসময়ে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু পত্র পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টাল-এ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে ও বাজার সংশ্লিষ্টদের দ্বন্দ্ব সংক্রান্ত বিভিন্ন সংবাদ পরিবেশিত হচ্ছে৷ যা ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে৷ এসব প্রতিবেদনে যে সব তথ্য উপস্থাপন করা হয়, তা প্রকৃত অর্থে সঠিক নয়৷ বর্তমান কমিশন দায়িত্বগ্রহণের পর থেকে দীর্ঘমেয়াদে একটি গতিশীল শেয়ারবাজার গড়ে তুলতে ব্যাপক সংস্কারমূলক কাজসহ প্রয়োজনীয় আইন-কানুন প্রণয়ন করেছে এবং করে যাচ্ছে৷ একই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জও সব ধরনের প্রযুক্তিগত উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে৷ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ঢাকা স্টকএক্সচেঞ্জ লিঃ এর সম্মিলিত কর্ম প্রচেষ্টায় সকল কর্মকান্ডই সংগঠিত হচ্ছে৷ সুতরাং এখানে দ্বন্দ্ব হওয়ার কোন অবকাশ নেই৷ এধরনের সংবাদ পরিবেশনের মাধ্যমেবিনিয়োগকারীদের তথা শেয়ারবাজার সংশ্লিষ্টদের কাছে একটি ভুল বার্তাযাচ্ছে৷ যা মোটেই কাম্য নয়৷

ডিএসই জানায়, শেয়ারবাজার ও দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এধরনের সংবাদ পরিবেশন করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত না করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিনীত অনুরোধ জানাচ্ছে৷ ঢাকা স্টক এক্সচেঞ্জ আশা করে, শেয়ারবাজার তথা বিনিয়োগকারীদের স্বার্থে বিগত দিনের মতো সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে শেয়ারবাজার সংশ্লিষ্ট সকলকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করবে৷

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

122747garments-labour-processionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘ ৪ ঘণ্টা পর আবারও চলছে যান।

বৃহস্পতিবার সকাল থেকে সাতরাস্তা মোড়ে অবস্থান নেন তারা।

সাতরাস্তা মোড়ে সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল একটি গার্মেন্টের শ্রমিকরা। পরে রাস্তা থেকে ক্রাইম ডিভিশন ও ট্রাফিক পুলিশ গার্মেন্ট শ্রমিকদের সরিয়ে দেয়। এতে দুপুর পৌনে ১টা থেকে রাস্তায় যান চলাচল ফের শুরু হয়েছে।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। তাদের বকেয়া বেতন প্রদান ও অবৈধভাবে ছাঁটাই বন্ধ না হলে বিক্ষোভ অব্যহত থাকবে বলে জানান তারা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

বিমানের নতুন এমডি-সিইও মোকাব্বির হোসেন

Bimanস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। সূত্র : বাংলানিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/জেড

গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স পরিচালকের শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

green deltaস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

খুরশিদা চৌধুরি নামে বিমা কোম্পানির এ পরিচালক ৫৫ লাখ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক হতে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

রিং সাইন টেক্সটাইলের আইপিও আবেদনের লটারি ১ অক্টোবর

Ring-shine-696x372স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনকারী বস্ত্র খাতের কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেড আইপিও আবেদনের লটারি আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এই লটারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১লা অক্টোবর সকাল ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রিং সাইনের আইপিও আবেদনের লটারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আবেদনের প্রেক্ষিতে কোম্পানির আইপিও আবেদন গত ২৫ আগস্ট থেকে শুরু হয়েছে। আর এটা চলে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকায় রিং সাইন টেক্সটাইল লিমিটেড যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির ভারিত গড়হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা এবং পুনমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৭ পয়সা।

উল্লেখ্য, ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম এডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

পিপলস ইন্স্যুরেন্সের ১ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

peoplesস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জাফর আহমেদ পাটোয়ারি নামে বিমা কোম্পানির এ পরিচালক ১ লাখ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক হতে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার ছেলেকে দিবে বাবা

progoti-insuস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালকরা শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির পরিচালক আলতাফ হোসেন ৫ লাখ ৫৮ হাজার তার ছেলে সাঈদ মোহাম্মদ জনের কাছে হস্থান্তর করবে। তার নিকট বিমাটির ১৯ লাখ ৮৩০টি শেয়ার রয়েছে।

উপহার স্বরুপ এসব শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে হস্তান্তর সম্পন্ন করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এ

এনসিসি ব্যাংকের ১.৮৩ কোটি শেয়ার কন্যাকে দিবে বাবা

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালকরা শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকটির পরিচালক ইয়াকুব আলী ১ কোটি ৮৩ লাখের বেশি শেয়ার তার কন্যা তানজিনা আলীর কাছে হস্থান্তর করবে। তার নিকট ব্যাংকটির ১,৮৫,৪৯,৮৩৭টি শেয়ার রয়েছে।

উপহার স্বরুপ এসব শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে হস্তান্তর সম্পন্ন করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. জেএমআই সিরিঞ্জ
  2. ন্যাশনাল টিউবস
  3. মুন্নু সিরামিকস
  4. মুন্নু স্টাফলার্স
  5. স্টাইল ক্রাফট
  6. লিগ্যাসী ফুটওয়ার
  7. বীকন ফার্মা
  8. ওয়াটা কেমিক্যালস
  9. সিলকো ফার্মাসিটিউক্যালস
  10. ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

সূচক স্থিতিশীল থাকলেও কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকগুলো স্থিতিশীল রয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ১০ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫০২ কোটি ৪২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৩৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ১.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৩৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৭টির। আর দর অপরিবর্তিত আছে ৫৯টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল টিউবস, মুন্নু সিরামিকস, মুন্নু স্টাফলার্স, স্টাইল ক্রাফট, লিগ্যাসী ফুটওয়ার, বীকন ফার্মা, ওয়াটা কেমিক্যালস, সিলকো ফার্মাসিটিউক্যালস ও ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৮৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৪০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৭ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও লিগ্যাসী ফুটওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড