পৌনে ২ ঘন্টায় ৯ কোম্পানির এজিএম : ক্ষুব্ধ বিনিয়োগকারীরা

agmনিজস্ব প্রতিবেদক :

শুরু হয়েছে ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভার (এজিএম) মৌসুম। আর তালিকায় রয়েছে ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলো। এসব কোম্পানি আগামী বৃহস্পতিবার পৌনে ২ ঘন্টার সময়সীমায় এজিএম করবে ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতের আটটিসহ মোট কোম্পানি। একইদিনে একই সময়ে একাধিক কোম্পানির এজিএম হওয়ায় ক্ষুব্ধ সাধারণ বিনিয়োগকারীরা।

ডিএসই সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া অর্থবছরের এজিএম কোম্পানিগুলো হলো -সোস্যাল ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রাইম ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।

সোস্যাল ইসলামী ব্যাংকের এজিএম আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর কুড়িল বিশ্ব রোডের (পূর্বাচল এক্সপেক্স হাইওয়ে) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে, যা এজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন করবেন।

ডাচ্-বাংলা ব্যাংকের এজিএম একইদিন একই সময়ে ঢাকা ক্যান্টনমেন্টের কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে, যা এজিএমে অনুমোদন করানোর কথা রয়েছে।

একইদিন বেলা ১১টায় এজিএম করবে মার্কেন্টাইল ব্যাংক। রাজধানীর বিজয় নগরে ফার হোটেল অ্যান্ড রিসোর্টে এজিএম হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও পাঁচ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

আর্থিক খাতের লংকাবাংলা ফাইন্যান্সের এজিএমও বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এজিএম অনুষ্ঠিত হবে তালিকাভুক্ত এ কোম্পানিটির। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে, যা এজিএমে অনুমোদন করার কথা রয়েছে।

এ খাতের আরেক কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সও একইদিন এজিএম করবে। এদিন সকাল ১০টায় রাজধানীর র‌্যাডিসন ব্ল– ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

একইদিনের প্রথমার্ধে বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি নিয়েছে আর্থিক খাতের প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। রাজধানীর মিরপুর-১৪-এ অবস্থিত পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

বিমা খাতের আরেক কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স বৃহস্পতিবার বেলা ১১টায় এজিএম করবে। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউশন অব অ্যান্ডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইএএম) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স বৃহস্পতিবার ১০টায় রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। বস্ত্র খাতের আরএন স্পিনিং মিলস চার বছরের এজিএম একসঙ্গে করবে। এ কোম্পানিটির এজিএমও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় কুমিল্লার শালবন মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। আরএন স্পিনিং বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর গত তিন বছরের (২০১২, ২০১৩ ও ২০১৪) জন্য কোনো ধরনের ডিভিডেন্ড দেয়নি কোম্পানিটি।

এছাড়াও আইনি জটিলতা কাটিয়ে ওঠায় একই দিন আরএন স্পিনিং মিলস এজিএম করবে বলে ডিএসই সূত্রে জানা গেছে। ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের পাশাপাশি চার বছরের অর্থাৎ নবম, ১০ম, ১১তম ও ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে ১৫ মিনিট ব্যবধানে চারটি এজিএম শুরু হবে।

এ প্রসঙ্গে বিনিয়োগকারীদের সংগঠন শেয়ারবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী বলেন, কিছু কোম্পানি দালালদের মাধ্যমে এজিএম এজেন্ডা পাস করিয়ে নেয়। প্রকৃত বিনিয়োগকারীদের এজিএমে কথা বলতে দেওয়া হয় না। এমন পরিস্থিতিতে একইদিনে তিন থেকে চারটির বেশি এজিএম হলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কঠিন হয়ে পড়ে। একদিনে আট থেকে ১০টি কোম্পানি এজিএমের আয়োজন বিনিয়োগকারীদের সঙ্গে প্রহসন ছাড়া কিছুই না। বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে বিএসইসির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে এজিএমের প্রকৃত উদ্দেশ্য কখনোই পূরণ হবে না।

বিনিয়োগকারীরা জানান, বছরে একবার সুযোগ হয় কোম্পানির সঙ্গে সব বিষয়ে আলোচনা করার। কিন্তু একই সময় বিভিন্ন স্থানে এজিএম হওয়ায় এ সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে। ৩০ মার্চ একই দিনে এবং একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় সাত-আটটি কোম্পানির এজিএম। যার একটি বিজয়নগরে, আরেকটি কুড়িলে। আবার অন্য একটি কোম্পানির এজিএম মিরপুরে।

বিনিয়োগকারীদের এড়িয়ে দায়সারাভাবে এজিএম করতেই কোম্পানিগুলো এ ধরনের অপকৌশলে আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ সাধারণ বিনিয়োগকারীদের।

স্টকমার্কেটবিডি.কম/এমএ