৭ জানুয়ারি ব্যাংক বন্ধ থাকবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ৭ জানুয়ারি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ৭ জানুয়ারি রোববার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ ডিসেম্বরের প্রজ্ঞাপন মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলি ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/////

এনার্জিপ্যাকের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি- এর ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৩০ ডিসেম্বর (শনিবার) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে/বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মেনে বার্ষিক সভা ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী জনাব রবিউল আলম-এর সভাপতিত্বে সভায় (এজিএম) স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নুরুল আমিন এবং মিকাইল শিপারসহ বোর্ডের অন্যান্য পরিচালকগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির প্রতিনিধি পরিচালক মাজেদা খাতুন।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালকও সিইও হুমায়ুন রশীদ বলেন, “আমি বিশ্বাস করি দেশ আগামীতে আরও এগিয়ে যাবে, সাথে এনার্জিপ্যাকও আরও বেশি শক্তিশালী হবে।কারণ আমরা আগামীতে কী হবে তার ওপর নির্ভর করে আমাদের ব্যবসায়িক কৌশল এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা সর্বদা প্রবৃদ্ধি অর্জন করেছি এবং সম্মানিত শেয়ারহোল্ডাররা পাশে থাকলে আমরা ভবিষ্যতেও অনেক বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো।”

উক্ত বার্ষিক সাধারণ সভায় সাধারণ শেয়ারহোল্ডারগণের জন্য ৫শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সিএসইর নতুন এমডি সাইফুর রহমান মজুমদার এফসিএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোঃ সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ আজ ০১ জানুয়ারী, ২০২৪ তারিখে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন । সিএসইতে যোগদানের আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) ছিলেন । তিনি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবেও দায়িত্ব পালন করেন । এর আগেও জনাব রহমান সিএসই-র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৬-২০১৯ মেয়াদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন । একজন দক্ষ পেশাদার হিসেবে তিনি গত ২৭ বছর ধরে বেসরকারি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন । শেয়ারবাজার, আর্থিক ব্যবস্থাপনা, রপ্তানি ও উৎপাদন ব্যবস্থাপনা, এইচআর ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা পরামর্শ ইত্যাদি বিষয়ে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে । তিনি বেসরকারি খাতের কর্পোরেট সংস্থায় বিভিন্ন পদ, যেমন- কোম্পানি সচিব, অর্থ নিয়ন্ত্রক, অর্থ পরিচালক, নির্বাহী পরিচালক, সিইও, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অত্যন্ত আন্তরিকতা, সততা এবং সুনামের সাথে কাজ করেছেন ।

জনাব এস.আর. মজুমদার একজন প্রখ্যাত/ সুপরিচিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট । তিনি বাংলাদেশ আইসিএবি এবং আইসিএমএবি উভয় শীর্ষ অ্যাকাউন্টিং সংস্থার একজন ফেলো সদস্য । তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান), এম.কম (হিসাব বিজ্ঞান ) ডিগ্রি অর্জন করেন । চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি কোর্স সম্পাদনের সময় জনাব সাইফুর রহমান মজুমদার বাংলাদেশের অন্যতম প্রধান অডিট এবং পরামর্শদাতা সংস্থা কেপিএমজি রহমান রহমান হকের সাথে কাজ করেছেন ।

এখানে উল্লেখ্য যে, জনাব রহমানের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান ছাড়াও পেশাগত ও বাণিজ্য সংস্থায় নেতৃত্বের ভূমিকা পালনের ট্রেক রেকর্ড রয়েছে । তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক ভাইস প্রেসিডেন্ট । তিনি ২০১৬-১৮ মেয়াদে আইসিএবি-এর কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি আইসিএবি-এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাবেক চেয়ারম্যান এবং আইসিএমএবি চট্টগ্রাম শাখা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান । তিনি বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) এর সাবেক পরিচালক । আইসিএবি, আইসিএমএবি, সাফা, বিএসইসি এবং স্টক এক্সচেঞ্জ আয়োজিত বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে দেশের পেশাগত উন্নয়নে তাঁর অসামান্য অবদান রয়েছে । তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জ (ডব্লিউএফই) এবং সাউথ এশিয়ান ফেডারেশন অফ এক্সচেঞ্জ (এসএএফই) দ্বারা আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বক্তা হিসেবে অংশগ্রহণ করেন ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লভ্যাংশ কম দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে ৫ কোম্পানি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৫টি কোম্পানি লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল ২ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

কোম্পানিগুলো হলো : সালভো কেমিক্যাল, এস এস স্টিল, ভিএফএস থ্রেডস, ফরচুন সুজ, কুইন সাউথ টেক্সটাইল ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।

জানা গেছে, এই কোম্পানিগুলো সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করে। এজন্য এসব কোম্পানিকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে।

এর আগে কোম্পানিগুলেো লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ডিএসইতে লেনদেনের শীর্ষে বিডি থাই; ২য় খুলনা প্রিন্টিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৯ লাখ টাকা।

সী পার্লস রিসোর্ট এন্ড স্পার ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজের ১৩ কোটি ৩১ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১২ কোটি ৭৩ লাখ, ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের ১২ কোটি ৪৪ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১১ কোটি ৩৮ লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯ কোটি ৯৪ লাখ, প্রাইম ফার্ষ্ট আইসিবি মি. ফান্ডের ৯ কোটি ৮৫ লাখ ও ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৮৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. বিডি থাই এলুমিনিয়াম
  2. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং
  3. সী পার্লস রিসোর্ট এন্ড স্পা
  4. অলিম্পিক এক্সেসরিজ
  5. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  6. ইষ্টার্ণ ইন্স্যুরেন্স
  7. সেন্ট্রাল ইন্স্যুরেন্স
  8. এক্সপ্রেস ইন্স্যুরেন্স
  9. প্রাইম ফার্ষ্ট আইসিবি মি. ফান্ড
  10. ওরিয়ন ইনফিউশন।

বছরের প্রথম দিন সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বছরের প্রথম সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৪২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৭৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৬০ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত আছে ১৬৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিডি থাই এলুমিনিয়াম, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, অলিম্পিক এক্সেসরিজ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫০৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৫৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৩১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ হোলসিম ও বিডি থাই এলুমিনিয়াম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

কক্সবাজারে দুই দশকের মধ্যে পর্যটক সর্বনিম্ন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চ পড়ে আছে নীরব নিথর। সৈকতের অন্য পয়েন্টে বা হোটেল মোটেলেও দেখা যায়নি তেমন আউটডোর-ইনডোর আয়োজন।

পুরো সৈকতজুড়ে দেখা গেছে মাত্র কয়েক হাজার পর্যটক। এমনই নিষ্প্রাণভাবে বিদায় জানানো হল বছরের শেষ সূর্যকে।

করোনাকালীন সময় ছাড়া গত দুই দশকে এবারের থার্টি ফার্স্টে সবচেয়ে কম পর্যটক এসেছে বলছেন সংশ্লিষ্টরা।

ইংরেজি পুরোনো বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরকে বরণ করতে প্রতি বছর ৩১ ডিসেম্বরের কয়েকদিন আগে থেকেই দেশের প্রধান অবকাশযাপন কেন্দ্র কক্সবাজারে উপচে পড়ত লাখো পর্যটক।

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আতঙ্কজনক পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম এবং কক্সবাজারে আউটডোর-ইনডোর কোনো ধরনের সাংস্কৃতিক আয়োজন না থাকায় এবার পর্যটকদের সাড়া নেই বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

হোটেল মালিকরা বলছেন, প্রতি বছর দুই ঈদ এবং থার্টি ফার্স্ট এর ছুটিতে দেশের প্রধান অবকাশযাপন কেন্দ্র কক্সবাজারে সর্বোচ্চ সংখ্যক পর্যটকের আগমন ঘটে। এ সময় হোটেল-মোটেলে শতভাগ রুম বুকিং থাকে। কক্ষ না পেয়ে অনেকেই রাত কাটান খোলা আকাশের নিচে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। থার্টি ফার্স্টের ছুটিতে পর্যটকদের সাড়া নেই কক্সবাজারে।

হোটেলগুলোর বেশির ভাগ কক্ষই ফাঁকা। এমন পরিস্থিতি গত দুই দশকেও দেখা যায়নি বলে জানান জেলা প্রশাসনের সৈকত কর্মী বেলাল হোসেন।

তিনি বলেন, এবারের থার্টি ফার্স্টের ছুটিতে কক্সবাজারে খুব কম পর্যটক এসেছেন। রোববার সৈকতে সাধারণ ছুটির দিনের চেয়েও কম পর্যটক দেখা গেছে। অথচ এ সময়ে দায়িত্ব পালনে আমাদের হিমশিম খেতে হতো।

সাগরপাড়ের তিন তারকা হোটেল সী-ক্রাউনের মহাব্যবস্থাপক ইকবাল মহসিন জানান, তাদের হোটেল কক্ষ আছে শতাধিক। রোববার মাত্র ৫৫টি কক্ষ বুকিং হয়েছে। আর ১ জানুয়ারির অবস্থা আরও নাজুক।

বাংলাদেশ ট্যুরিজম সার্ভিস অ্যাসোসিয়েশন, কক্সবাজারের সাধারণ সম্পাদক ও হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, থার্টি ফার্স্টের ছুটিতে কক্সবাজারের হোটেলগুলোর বেশির ভাগ কক্ষ এখনও খালি। কিছু হোটেলে মাত্র ২০ থেকে ২৫ ভাগ কক্ষ বুকিং হয়েছে। এমন পরিস্থিতি গত দুই যুগেও দেখা যায়নি বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ ট্যুরিজম সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, এবারের থার্টি ফার্স্টের ছুটিতে কক্সবাজারের হোটেলগুলোতে তেমন বুকিং নেই। যা আছে তাও এক জানুয়ারি থেকে খালি হয়ে যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/////

এনার্জিপ্যাক পাওয়ারের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৪’।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ ক্রেডিট রেটিংএজেন্সি লিমিটেড (বিডিআরএএল)।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে বিডিআরএএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি