নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে লেনদেনের পরিমাণ ১০৬৪ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন সেখানে আগের দিনের চেয়ে লেনদেন ও মূল্য সূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৬৬ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৬৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সোমবার সেখানে ৭৪১ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়।
এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৯৭ পয়েন্টে।
এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯ টির, কমেছে ১০০ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
এইদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হলো – বিবিএস, লাফার্জ সুরমা, একটিভ ফাইনস, এ্যাপোলো ইস্পাত, রতনপুর স্টিলস, ইফাদ অটোস, এএফসি এগ্রো, এমজেএলবিডি, বিডি থাই ও সাপোর্ট লিমিটেড।
এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সোমবার সেখানে ৪৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা ও বিবিএস লিমিটেড।
এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ০৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫ টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।
স্টকমার্কেটবিডি.কম/এসএম