সাধারণ বীমার অনুমোদিত মূলধন হাজার কোটি করার প্রস্তাব

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাধারণ বীমা করপোরেশনের প্রস্তাবিত অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদে উত্থাপিত ‘বীমা করপোরেশন বিল-২০১৯’ পর্যালোচনা করে এই সুপারিশ করেছে কমিটি।

সোমবার (১ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিলটি নিয়ে আলোচনা করে অনুমোদিত মূলধন দুই গুণ বাড়িয়ে এক হাজার টাকা করার সুপারিশ করা হয়।
গত ৬ মার্চ বিলটি সংসদে উত্থাপন করা হলে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৩৮ সালের ইনসুরেন্স করপোরেশন অ্যাক্ট রহিত করে নতুন আইন করতে বিলটি সংসদে তোলা হয়। প্রস্তাবিত আইনের অধীনে জীবন বীমা ও সাধারণ বীমাকে আনা হয়েছে। এত দিন জীবন বীমা ও সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন ছিল ২০ কোটি টাকা করে।

প্রস্তাবিত আইনে জীবন বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ৩০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়। আর সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা প্রস্তাব করা হয়।

সংসদীয় কমিটি সাধারণ বীমা করপোরেশেনের অনুমোদিত মূলধন এক হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা করার প্রস্তাব করেছে।

কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাজী নাবিল আহমেদ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী এবং রানা মোহাম্মদ সোহেল অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/

ভ্যাট হার নির্ধারণ বিষয়ে ঐক্যমতে এনবিআর ও ব্যবসায়ীরা

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন ভ্যাট আইনে ভ্যাট হারের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীরা। ফলে আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, ভ্যাটের কয়েকটি স্তর হবে। এ বিষয়ে ভ্যাটদাতাদের ভয়ের কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট হার থাকলেও রেয়াত সুবিধার আওতায় অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।

সোমবার (০১ এপ্রিল) রাজধানীর আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনলাইনে রিটার্ন দাখিল সুবিধার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুদ্রানীতি) রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ভাইস চেয়ারম্যান গোলাম মাঈনুদ্দিন, ফেডারেশন অব বাংলাদেশ চেস্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, এনবিআর এর সদস্য সৈয়দ মুশফিকুর রহমান।

মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, জাতীয় রাজস্ব বোর্ড সরকার ও দেশের জনগণের জন্য কাজ করে। এনবিআর যে রাজস্ব আহরণ করে তা সরকারকে দেওয়া হয়, সরকার তা দেশ ও জনগণের মঙ্গলের জন্য ব্যবহার করে। যারা নিয়মিত ভ্যাট-ট্যাক্স দেয় তারা দেশের শ্রেষ্ঠ সন্তান। আর যারা দেয় না তারা সমাজে গ্রহণযোগ্য হয় না। তারা সবসময় ভয়ে থাকেন।

সঠিকভাবে সবাইকে ভ্যাট-ট্যাক্স দেওয়ার আহবান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের নন ফরমাল অর্থনীতিকে ফরমাল করতে হলে আমাদের অটোমেশনে আসতে হবে। পৃথিবীর অনেক দেশই অনলাইনে সব কাজ করে। আমরা এ দিক থেকে পিছিয়ে আছি।

তিনি বলেন, সরকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা পূরণ করতে না পারলে জাতীয় বাজেটে তার প্রভাব পড়ে। এজন্য আপনারা ভ্যাট-ট্যাক্স দেবেন। যাতে দেশের উন্নয়নে আপনারা অংশীদার থাকতে পারেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, কিছু প্রতিষ্ঠান আছে নকল কাগজপত্র দিয়ে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়। এটা রোধ করতে হবে। আমরা চাই সবার জন্য এক নিয়ম চালু করতে। ইনফরমাল ব্যবসা আমরা চাই না। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র থাক আমরা চাই না।

তিনি বলেন, ভ্যাট সংগ্রহে স্বচ্ছতা আনতে হবে। তাহলে রাজস্ব আয় বাড়বে। প্রত্যেক ব্যবসায়ীকে অটোমেশনের আওতায় আনতে হবে। আমাদের সবচেয়ে বেশি আয় হয় ভ্যাট ও ইনকাম ট্যাক্স থেকে। যারা বা যেসব প্রতিষ্ঠান নিয়মিত রাজস্ব দেয় তাদের এখন থেকে নিয়মিত রিটার্নও সাবমিট করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এমসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট গোলাম মাঈনুদ্দিন বলেন, ভ্যাট রাজস্ব আয়ে বিশেষ ভূমিকা রাখে। পৃথিবীব্যাপী অটোমেশন হয়। অটোমেশন গ্রহণ করতে আমরা প্রস্তুত। তবে তা সহজ সরল পন্থায় হতে হবে।

এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট ফজলে কবির ফাহিম বলেন, এফবিসিসিআই ও এনবিআর’র দীর্ঘদিনের সম্পর্ক। বাংলাদেশকে ননফরমাল অর্থনীতি থেকে ফরমাল অর্থনীতিতে আনতে হবে। আমরা এনবিআরের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই অটোমেশনের সুবিধা ভোগ করতে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

আরডি ফুডের পরিচালকের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

rdfoodস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের দুই পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের সম্পন্ন করেছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফাকারুজ্জামান এক উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৯ লাখ শেয়ার বিক্রি করলেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৬৫ লাখ ১০ হাজার ৪০৬ টি শেয়ার রয়েছে।

অন্যদিকে কনক্রিট এন্ড স্টিলস টেকনোলজিস ও বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেড যথাক্রমে ২,৫০,০০০ ও ৬,৭৫,০০০ শেয়ার ক্রয় করেছেন।

ঘোষণার পর ৩০ এপ্রিলের মধ্যে উদ্যোক্তারা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে ক্রয়-বিক্রয় সম্পন্ন করলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেয়ারবাজারে জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না : নওফেল

noafelস্টকমার্কেটবিডি ডেস্ক :

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘সাধারণ মানুষ সর্বস্ব নিয়ে, ধার-দেনা করে শেয়ারবাজারে আসে। তাই জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। যারা এ অনিয়মের সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের ক্ষমতা বাড়াতে হবে। কেন্দ্রীয় ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিএসইসির আইনি সক্ষমতা বাড়ানো এখন বিনিয়োগকারীদের দাবি।’

শিক্ষা উপমন্ত্রী রবিবার সকালে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিনিয়োগকারী ও উদ্যোক্তা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করে।

নওফেল বলেন, ‘আমরা শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত করতে চাই। উদ্দেশ্য সঠিক না হলে শেয়ারবাজার এগোবে না। ফড়িয়া ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পুঁজি সংগ্রহকারী চাই না। দক্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পুঁজি সংগ্রহকারী চাই।’ তিনি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সকলকে জেনে বুঝে বিনিয়োগ করার পরামর্শ দেন।

বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএসইসির কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, খন্দকার কামালুজ্জামান প্রমুখ।

শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক পুঁজিবাজারের বিনিয়োগকারী সেমিনারে অংশ নেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

হেইডেলবার্গ সিমেন্টের বাৎসরিক বোর্ড সভা ৯ এপ্রিল

heidelberg-cementস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হেইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৯ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা পৌনে ২ টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির নিজস্ব কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. বিএটিবিসি
  3. গ্রামীনফোন লিমিটেড
  4. ব্র্যাক ব্যাংক
  5. মুন্নু সিরামিকস
  6. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  7. সিঙ্গার বিডি
  8. আলিফ ইন্ডাস্ট্রিজ
  9. জেএমআই সিরিঞ্জ
  10. ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

ডিএসইতে ৪২৩ ও সিএসইতে ১৬ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকেরও উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৬১ কোটি ৫৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৭১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৬টির। আর দর অপরিবর্তিত আছে ৫৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, বিএটিবিসি, গ্রামীনফোন লিমিটেড, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিকস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সিঙ্গার বিডি, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৮২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৫ কোটি ২৬ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল গ্রামীনফোন লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নতুন চেয়ারম্যান শামীম চৌধুরীকে সিএসইতে অনুমোদন

CSE-Final-Logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ শামীম চৌধুরীকে পর্ষদের চেয়ারম্যান হিসেবে চূড়ান্ত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ।

এদিকে স্বতন্ত্র পরিচালক হিসেবে ব্যবসায়ী এসএম আবু তৈয়বের নিয়োগ অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মোহাম্মদ শামীম চৌধুরী প্রায় তিন যুগ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ২০১৩ সালে অবসরে যান। সামরিক নেতৃত্বের পাশাপাশি তিনি মানবসম্পদ উন্নয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক প্রকল্প সম্পাদনে দক্ষতা দেখিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা হালনাগাদকরণ প্রকল্প, দরিদ্র মানুষের আবাসন, সন্ত্রাস দমনসহ অনেক প্রকল্পে তিনি নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন।

স্বদ্য দায়িত্বপ্রাপ্ত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় মেজর জেনারেল (অব.) মোহাম্মদ শামিম চৌধুরীকে।

আবদুল মোমেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সিএসইর চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নির্বাচিত হন। সিএসইর চেয়ারম্যানের দায়িত্বে থেকেই গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন।

সিএসইর পর্ষদ তার পদত্যাগ পত্র গ্রহণ করে মেজর জেনারেল (অব.) মোহাম্মদ শামিম চৌধুরীকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অনুমোদন করেছেন। ডিমিচুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ এর বিধান অনুয়ায়ী এ অনুমোদন করা হয়েছে বলে সিএসই থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ম্যারিকো বিডির অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

maricoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য অর্ন্তবর্তীকালীন ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই অর্ন্তবর্তীকালীন ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫১.৫৫ টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৮.৯৩ টাকা।

অর্ন্তবর্তীকালীন লভ্যাংশের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২২ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

এসিআই লিমিটেডের ১,৫০,০০০ শেয়ার ক্রয়ের ঘোষণা

aciস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি এসিআই লিমিটেডের একজন পরিচালক ১,৫০,০০০ শেয়ার ক্রয় ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আনিস ঊদ দৌলা নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ১,৫০,০০০ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ এপ্রিলের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি