বাংলাদেশ পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল সম্পর্কে কমিটির সিদ্ধান্ত

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

‘বাংলাদেশ পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল’ ২০১৯ পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, রণজিৎ কুমার রায়, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদ্যাপনের সম্ভাব্য বিভিন্ন কর্মসূচী তুলে ধরা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়লের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।৷ সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

গাজীপুরে রবিন প্রিন্টিংয়ের কারখানায় আগুন, আহত ২

210339Agun_kalerkantho_picস্টকমার্কেটবিডি ডেস্ক :

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় রবিন প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় মেশিনের রাবার রোলালের সংঘর্ষে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার সহকারি অপারেটর শাকিল (৩৩) ও ইলেকট্রিশিয়ান গিয়াস উদ্দিন (৩৪) আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বলেন ওই কারখানায় ইতোপূর্বে আরো বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী থানার ওসি কামাল হোসেন, পরিদর্শক সুব্রত কুমার পোদ্দারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

জানা যায়, আজ সকাল সাড়ে আটটার সময় কারখানার ভেতরে প্রিন্টিং মেশিনের প্রথমে একটি ইউনিটে আগুন ধরে। পরে আগুনের লেলিহান শিখা অন্য ইউনিটে ছড়িয়ে পড়ে।

এতে এক এক করে তিনটি ইউনিটের যন্ত্রাংশ ভস্মিভূত হয়ে বেশ কয়েক লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম বলেন, মেশিনে আগুন লাগলে অফিসের নিজস্ব ফায়ারকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। তেমন একটা ক্ষয় ক্ষতি হয়নি। এ ব্যাপারে ফায়ার টঙ্গী সার্ভিসের কর্মকর্তা কবিরুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে কারখানায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন এবং কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করেন। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. গ্রামীনফোন লিমিটেড
  2. ন্যশনাল টিউবস
  3. সামিট পাওয়ার
  4. ভিএফএস থ্রেডস
  5. ফরচুন সুজ
  6. প্রিমিয়ার ব্যাংক
  7. ব্র্যাক ব্যাংক
  8. রেনেটা ফার্মাসিটিউক্যালস
  9. স্কয়ার ফার্মা
  10. ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

শেয়ারবাজারে আসছে ২৫-৩০ হাজার কোটি টাকা

bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক থেকে শেয়ারবাজারে সাময়িক তারল্য সুবিধা প্রদান সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে; যা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে। তবে শেয়ারবাজারের এই তারল্য সুবিধা গ্রহণে ব্যাংককে ৯টি শর্ত পরিপালন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই তারল্য সুবিধা নিয়ে ব্যাংকগুলো সীমার মধ্যেই শেয়ারবাজারে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ বাড়ানোর সুযোগ পাবে। বর্তমানে একটি বাদে প্রায় সব ব্যাংকেরই শেয়ারবাজারে বিনিয়োগ নির্ধারিত সীমার নিচে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত আগস্ট শেষে ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য রয়েছে প্রায় ৯২ হাজার কোটি টাকা, তবে প্রায় ৮৫ শতাংশই ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ হিসেবে আছে। এই ট্রেজারি বিল ও বন্ডে রাখা বিনিয়োগের একটি অংশ বিকল্পভাবে শেয়ারবাজারে আনার লক্ষ্যে এই সুযোগ সৃষ্টি করল বাংলাদেশ ব্যাংক।

কয়েক মাস ধরে শেয়ারবাজারে মন্দাবস্থা চলছে। আর এই অবস্থায় পর্যাপ্ত অর্থ না থাকায় বাজারে সক্রিয় হতে পারেনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

তারা বলছে, ব্যাংক নিজে এবং সহযোগী প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার মাধ্যমে ব্যাংক খাত থেকে শেয়ারবাজারে ২৫-৩০ হাজার কোটি টাকার জোগান আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে শেয়ারবাজারে ৩০টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও পর্যাপ্ত আমানত না আসায় সংকটে রয়েছে বেশির ভাগ ব্যাংক।

শেয়ারবাজারসংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে দীর্ঘদিন ধরে চলা তারল্য সংকট কাটার পাশাপাশি পুঁজিবাজারে গতিশীলতা বাড়বে। সহযোগী প্রতিষ্ঠান বিনিয়োগে ব্যাংক থেকে ঋণ পাবে, আবার ব্যাংকের মুনাফাও বাড়বে।

তারল্য সুবিধা গ্রহণে ৯ শর্ত : শেয়ারবাজার গতিশীল করতে তারল্য সরবরাহ নিশ্চিতকরণে ৯টি শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কম্পানি আইন অনুযায়ী, তারল্য সুবিধা গ্রহণেচ্ছু ব্যাংকের একক (Solo) ও সমন্বিত (Consolidated)) উভয় ভিত্তিতে বিবেচ্য মূলধন সর্বোচ্চ সীমার কম হতে হবে। সোলো ভিত্তিতে বিবেচ্য মূলধন উপাদানের ২৫ শতাংশ এবং সমন্বিত ভিত্তিতে বিবেচ্য মূলধন উপাদানের ৫০ শতাংশ কম হতে হবে। তারল্য সুবিধা গ্রহণের পরও বর্ণিত বিনিয়োগসীমা পরিপালন করতে হবে।

এই সুবিধায় পাওয়া অর্থ ব্যাংক নিজস্ব পোর্টফোলিওতে সরাসরি বিনিয়োগ অথবা সাবসিডিয়ারি কম্পানিকে বিনিয়োগের জন্য ঋণ দিতে পারবে। এই তারল্য বিনিয়োগের জন্য ব্যাংক ও সাবসিডিয়ারিকে পৃথক বিও হিসাব খুলতে হবে।

তারল্য সুবিধা গ্রহণের অর্থের পরিমাণ উল্লেখপূর্বক ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন ও সদ্য খোলা বিও হিসাবের প্রমাণপত্রসহ মহাব্যবস্থাপক, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে। প্রদানযোগ্য তারল্য সুবিধার পরিমাণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এজিএম ১৪ নভেম্বর

CSE-Final-Logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ নভেম্বর  আহবান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম  স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, সিএসইর পরিচালকরা সম্প্রতি এক বোর্ড সভায় এজিএমটির দিন নির্ধারণ করেছে।

বন্দরনগরী চট্টগ্রামে মুজিব  রোডে অবস্থিত সিএসই মিলনায়তনে  সেদিন বেলা ৪ টায় এজিএমটি অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ অক্টোবর ।

গত বছরে সিএসই শেয়ারহোল্ডাদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সামিট পাওয়ারের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

SUMMIT_POWERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি  খাতের জেএমআই সামিট পাওয়ার  লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি  সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় গত  ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭৮ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩২.৪০ টাকা।

আগামী ২৪ নভেম্বর  কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এ