ইউসিবিএলের শেয়ার প্রতি আয় বৃদ্ধি

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৭ টাকা। যা আগের বছরের একই সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ১.৯৩ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
.
ডিএসই সূত্রে জানা গেছে, চলমান বছরে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।

শেষ ৩ মাসে (এপ্রিল,১৫ – জুন,১৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৯৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

এবি ব্যাংকের ৬ মাসের ইপিএস

ab-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ১.৩৫ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
.
ডিএসই সূত্রে জানা গেছে, চলমান বছরে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে।

শেষ ৩ মাসে (এপ্রিল,১৫ – জুন,১৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৪ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৬৬ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

পূবালী ব্যাংকের ইপিএস ১.৪২ টাকা

pubaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। যা আগের বছরের তুলনায় কম। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ১.৮৬ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, চলমান বছরে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।

শেষ ৩ মাসে (এপ্রিল,১৫ – জুন,১৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ১ টাকা ২৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

পিপলস লিজিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

plfs-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এণ্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ১৫ টাকা। গতকাল ২৮ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১৭.৮০ টাকায়। এসময় ২৬ জুলাই এক কার্য দিবস শেয়ারটির দর কমলেও বাকি দিন দর বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় সিএসই। এ সময় জাহিন পিপলস লিজিং এণ্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি