এয়ার সার্ভিস চুক্তি দ্রুত নবায়ন করা দরকার : কাতারের রাষ্ট্রদূত

2018-03-05_6_226279স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ও কাতারের মধ্যে এয়ার সার্ভিস চুক্তি (এএসএ) নবায়নের উদ্যোগ জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি আজ দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের সাথে সাক্ষাতকালে এ কথা বলেন।

দু’দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ এবং কাতারে জনশক্তি প্রেরণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এরফলে উভয় দেশের নাগরিকদের যাতায়াতও ব্যাপক হারে বেড়েছে। এ অবস্থা বিবেচনা করে দু’দেশের মধ্যে জরুরি ভিত্তিতে এএসএ (এয়ার সার্ভিস এগ্রিমেন্ট) নবায়ন করা উচিৎ বলে তিনি মনে করেন।

একেএম শাহজাহান কামাল দ্রুত এএসএ নবায়নে এ সংক্রান্ত একটি সভা আহ্বানের আশ্বাস প্রদান করেন।

মন্ত্রী এভিয়েশন সেক্টরসহ অন্যান্য সেক্টরে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানালে রাষ্ট্রদূত এ ব্যাপারে আনুষ্ঠানিক পত্র দিতে অনুরোধ জানান।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম জিয়াউল হক ও মন্ত্রীর একান্ত সচিব মফিজুল ইসলাম পাটওয়ারী এ সময় উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

এ্যাপেক্স স্পিনিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

apex spi-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এ্যাপেক্স স্পিনিং লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে এ্যাপেক্স স্পিনিং লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিসিএস ইকোনোমিক ও অ্যাডমিন ক্যাডারদের সাথে অর্থমন্ত্রীর সাক্ষাৎ

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে বিসিএস ইকোনোমিক ও বিসিএস অ্যাডমিন ক্যাডার অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারেনি।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত স্বাধীনতার শত্রু, জামায়াত দেশের শত্রু। তাদের এখনই দেশ থেকে বের করে দেওয়া উচিত।’

সিলেটে জাফর ইকবালের ওপর হামলা কি প্রমাণ করে না দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। জঙ্গিরা যেখানেই ঘটনা ঘটিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। এখন তাদের বিচার হচ্ছে।’

স্টকমার্কেটবিডি.কম/এসটি

পাটের বিকাশে বাধা অর্থমন্ত্রী : পাট প্রতিমন্ত্রী

azamস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পাট নিয়ে অর্থমন্ত্রী নেতিবাচক মনোভাব পোষণ করেন। অর্থমন্ত্রীর এ নেতিবাচক মনোভাবের প্রভাব অর্থ মন্ত্রণালয়েও পড়েছে। ফলে পাটের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পাটের উন্নয়ন : গণমাধ্যমের ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।

মির্জা আজম বলেন, ‘আমার মনে হয় বিশ্বব্যাংকের কিছু প্রেতাত্মা এখনও অর্থ মন্ত্রণালয়ে বসে আছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরও পাটকে কৃষিজাত পণ্য হিসেবে অন্তর্ভুক্তির ফাইল এখনও অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলে আটকে আছে। অর্থমন্ত্রী পাটকে পছন্দ করেন না, যার কারণে তিনি এটাকে এখনও কৃষিপণ্যে অন্তর্ভুক্ত করছেন না।’

প্রতিমন্ত্রী বলেন, পাটের উন্নয়নে পরিকল্পনা কমিশন ও অর্থ মন্ত্রণালয় অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। পরিকল্পনা কমিশন ও অর্থ মন্ত্রণালয়ে পাটের কোনো ফাইল গেলেই এর গতিমন্থর হয়ে যায়। পরিকল্পনা কমিশনে একটি প্রকল্প তিনবার উঠার পরেও পাস হয়নি। অর্থ মন্ত্রণালয়ে এখনও পাটকে কৃষিপণ্যে অন্তর্ভুক্তির ফাইল আটকে আছে। অথচ আমার বস্ত্র মন্ত্রণালয়ে ফাইল গেলে তা ঠিকই পাস হয়ে আসে।

মির্জা আজম বলেন, পাট থেকে বর্তমানে চা তৈরি হচ্ছে, আর তা বিদেশেও রফতানি হচ্ছে। কয়েক বছর ধরেই পাটখড়ি থেকে তৈরি চারকোল বিদেশে রফতানি হচ্ছে। মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় রফতানি বন্ধ ছিল। তবে তা আবারো শুরু হয়েছে। পাটের বহুমুখীকরণের ফলে প্রতিনিয়তই এ খাতে উদ্যোক্তা বাড়ছে। আমরা আইনটি এমনভাবে করেছি পণ্যে ৫০ শতাংশ পাটের ব্যবহার থাকলেই তা কৃষিজাত পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হবে। এতে উদ্যোক্তারা পণ্য রফতানিতে নগদ ২০ শতাংশ অর্থ সহায়তা পাবে।

তিনি বলেন, চলতি বছরের মধ্যেই সরকার দেশে ভিসকস ফ্যাক্টরি স্থাপন করবে। পাট নিয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। সময় আসবে একসময় আমরা আর কোনো কাঁচাপাট রফতানি করব না। দেশেই সমস্ত পাট দিয়ে বহুমুখীকরণ পণ্য উৎপাদন করা হবে।

সভায় ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের (বিজিএমসি) চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান, পাট অধিদফতরের মহাপরিচালক মো. শামছুল আলম, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেপিডিসি) নির্বাহী পরিচালক বেগম রীনা পারভীন, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাঈখ সিরাজ, ইআরএফ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

 

পরিবহন ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

port-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাঁদাবাজির অভিযোগ তুলে চট্টগ্রাম বন্দরের অফডকে (কনটেইনার টার্মিনাল) বেসরকারি মালিকানাধীন ১৮টি কন্টেইনার ডিপোতে কাজ বন্ধ রেখেছে ট্রাক, কভার্ডভ্যান ও প্রাইম মুভার মালিক-শ্রমিকরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।

সোমবার সকাল থেকে মালামাল পরিবহন বন্ধ করে তারা বিক্ষোভ সমাবেশ করছেন।

পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, অফডক মালিকরা অন্যায়ভাবে এক হাজার টাকা করে তাদের কাছ থেকে আদায় করছে। কোনো ধরনের আলোচনা ছাড়া টাকা আদায় করায় সোমবার সকাল থেকে অফডকে গাড়ি প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক কভার্ডভ্যান মালিক সমিতি, চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বন্দর ট্রাক কভার্ডভ্যান মালিক ও কন্টেকটার অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলা ট্রাক কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নসহ অন্তত ১৫টি শ্রমিক সংগঠন এ আন্দোলনে যোগ দিয়েছে।

আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক কভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু বলেন, ‘গত ১ মার্চ থেকে বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে লোড-আনলোডের জন্য ট্রাক, কভার্ড ভ্যান, প্রাইম মুভার প্রবেশের সময় গেইট পাস ও পার্কিং বাবদ ১৫০ টাকা করে আদায় করা হচ্ছে। এ চাঁদাবাজি বন্ধের দাবিতে আমরা সকাল থেকে ডিপোতে মালামাল আনা নেয়া বন্ধ রেখেছি।’

তবে অফডক মালিকরা বলছেন, পার্কিং ও গেইট ফি ৫০ করে ১০০ টাকা আদায় করা হচ্ছে। এর বাইরে অন্য কোনো টাকা আদায় করা হয় না। এছাড়া পার্কিং ফি সব অফডকে নেয়া হয় না। যাদের পার্কিং আছে তারাই নিচ্ছেন।

বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোটস’র (বিকডা) সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার বলেন, ‘অফডক বন্ডেড এরিয়া। এখানে গাড়ি প্রবেশ করলে পাস দিতে হয়, রেজিস্টার মেইনটেইন করতে হয়। তাদের আমরা বিভিন্ন সুযোগ দিচ্ছি তাই ৫০ টাকা করে আদায় করা হয়। এছাড়া যাদের পার্কিং আছে তারা ৫০ টাকা নিচ্ছেন। যাদের নেই তারা কেবল গেইট ফি নিচ্ছেন।’

এর আগে গত শনিবার (৩ মার্চ) কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই প্রাইম মুভার ট্রেইলর শ্রমিকরা প্রায় ৫ ঘণ্টা কাজ বন্ধ রাখে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

আর্গন ডেনিমসের ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

Argon-denims-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ কে গওহর রাব্বানী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১৫ লাখ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৮৪,২০,১৩৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ইবনে সিনা
  2. মুন্নু সিরামিক্স
  3. ন্যাশনাল টিউবস
  4. জেমিনি সী ফুডস
  5. ইউনিক হোটেল
  6. আনোয়ার গ্যালভানাইজিং
  7. নাহি এ্যালুমিনাম
  8. আলিফ ইন্ডাস্ট্রিজ
  9. লংকা বাংলা ফাইন্যান্স
  10. ইফাদ অটোস লিমিটেড।

ডিএসই ও সিএসইতে সূচকের পতনে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৯ কোটি টাকা। এদিন লেনদেন বাড়লেও সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২০.০৪ পয়েন্ট কমে অবস্থান করে ২১৫২ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৬৩ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৯টির। আর দর অপরিবর্তিত আছে ৩৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইবনে সিনা, মুন্নু সিরামিক্স, ন্যাশনাল টিউবস, জেমিনি সী ফুডস, ইউনিক হোটেল, আনোয়ার গ্যালভানাইজিং, নাহি এ্যালুমিনাম, আলিফ ইন্ডাস্ট্রিজ, লংকা বাংলা ফাইন্যান্স ও ইফাদ অটোস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৪.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৮৮৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৪৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৬ কোটি ৩০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৭০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীন ফোন ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

 

বাংলাদেশ-ভিয়েতনাম ৩টি সমঝোতা স্মারক সই

11e96ba86e29bc840cab02895045f655-5a9ce219e09b2স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ ও ভিয়েতনামে মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার (৫ মার্চ) সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দেই কোয়াং এ চুক্তি স্বাক্ষরে নেতৃত্ব দেন। স্মারক অনুসারে দুই দেশের মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প এবং সাংস্কৃতিক খাতে পারষ্পারিক সহযোগিতা বৃদ্ধি করা হবে।

সোমবার (৫ মার্চ ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দেই কোয়াংকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক শেষে আরেকটি দ্বিপক্ষীয় বৈঠকের পর এ সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার বিষয়ে ২০১২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি নবায়ন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প এবং সংস্কৃতি এ তিন বিষয়ে দুই দেশের তিনটি প্রতিনিধি দল সমঝোতা স্মারকে সই করেন।

উল্লেখ্য, ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দেই কোয়াং রবিবার তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিনি বাংলাদেশ সফরে এসেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিএপিএম আইবিবিএল ফান্ডের লেনদেন শুরু ৫ মার্চ

mutualfunds_421x236স্টকমার্কেটবিডি ডেস্ক :

লেনদেন শুরুর তারিখ নির্ধারণ করেছে মিউচ্যুয়াল ফান্ড খাতের সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্ধারিত তারিখ অনুযায়ী আগামীকাল ৫ মার্চ, সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে শুরু হবে এ ফান্ডটির ইউনিট লেনদেন।

জানা গেছে, ডিএসইতে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিভুক্ত। ফান্ডটির ট্রেডিং কোড হচ্ছে “CAPMIBBLMF” এবং কোম্পানি কোড হচ্ছে ১২২০২।

স্টকমার্কেটবিডি.কম/এমএম