২০১৭-১৮ সালে পণ্য ও সেবা রফতানি প্রবৃদ্ধি ৫.৮১ শতাংশ

epbস্টকমার্কেটবিডি ডেস্ক :

পণ্য ও সেবা রফতানি থেকে ২০১৭-১৮ অর্থ-বছরে আয় হয়েছে তিন হাজার ৬৬৬ কোটি ৮১ লাখ মার্কিন ডলার। যা গত অর্থ-বছরের তুলনায় ৫ দশমিক ৮১ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থ-বছরে রফতানি আয় ছিল তিন হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ ডলার। তবে রফতানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা পিছিয়ে আছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, গত অর্থ-বছরের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭৫০ কোটি ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৩ হাজার ৬৬৬ কোটি ৮১ লাখ ডলার। তবে বরাবরের মতো প্রধান রফতানি পণ্য পোশাক খাতের আয় ধারাবাহিকভাবে ভালো হওয়ায় রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের রফতানি খাত মূলত পোশাক নির্ভর। রফতানিতে পোশাক খাতের অবদান দিন দিন বাড়ছে। তবে রফতানি আয় আরো বাড়াতে প্রচলিত বাজার ছাড়াও নতুন বাজারের সম্ভাবনা কাজে লাগানো এবং পোশাকের পাশাপাশি পণ্য বহুমূখীকরণ বিশেষ করে বেশি মূল্য সংযোজন হয় এমন পণ্য রফতানির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ রফতানিকারক সমিতির (ইএবি) সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে পোশাক খাত রফতানিতে ভাল করছে। তিনি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্য রফতানি বাড়াতে বৈচিত্র্যপূর্ণ শিল্প পণ্যের ক্ষেত্রে সরকারের নীতি সহায়তা ও প্রনোদনা দেওয়ার সুপারিশ করেন।

এদিকে ইপিবির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক খাতের রফতানি আয় ও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার তুলনায় দুই-ই বেড়েছে। তিন হাজার ১৬ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি আয় হয়েছে তিন হাজার ৬১ কোটি ৪৭ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭৬ শতাংশ এবং লক্ষ্যমাত্রার তুলনায় ১ দশমিক ৫১ শতাংশ বেশি রফতানি হয়েছে।

বিগত ২০১৬-১৭ অর্থবছরে তৈরি পোশাক পণ্যের রফতানি আয় ছিল দুই হাজার ৮১৪ কোটি ৯৮ লাখ ডলার।

নিট পণ্যের (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক) রফতানি আয়ে উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি লক্ষ্যমাত্রাও অতিক্রম করতে সক্ষম হয়েছে।এক হাজার ৫১০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি আয় দাঁড়িযেছে এক হাজার ৫১৮ কোটি ৮৫ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৪০ শতাংশ। লক্ষ্যমাত্রার তুলনায় শুন্য দশমিক ৫৯ শতাংশ বেশি রফতানি আয় হয়েছে।

অন্যদিকে, ২০১৬-১৭ অর্থবছরে নিট পণ্যের রফতানি আয় ছিল এক হাজার ৩৭৫ কোটি ৭২ লাখ ডলার।

আলোচ্য সময়ে ওভেন পণ্যেও (শার্ট, প্যান্ট জাতীয় পোশাক) রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১৮ শতাংশ। এক হাজার ৫০৬ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে ওভেন পণ্য রফতানি হয়েছে এক হাজার ৫৪২ কোটি ৬২ লাখ ডলারের। গত ২০১৬-১৭ অর্থবছরে এর পরিমাণ ছিল এক হাজার ৪৩৯ কোটি ২৫ লাখ ডলার।

সদ্য বিদায়ী অর্থবছরে কৃষিজাত পণ্যের রফতানি আয়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।এই খাতে রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ কোটি ৩৭ লাখ ডলার,যার প্রবৃদ্ধি ২১ দশমিক শুন্য ৭৯ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রফতানিতে উল্লেখ করার মত প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫৬ শতাংশ। এই সময়ে এ খাত থেকে ১০২ কোটি ৫৫ লাখ ডলারের রফতানি আয় এসেছে। বেডশীট, কিচেন টয়লেট লাইনস্সহ হোম টেক্সটাইল পন্য রফতানি থেকে আয় হয়েছে ৮৭ কোটি ৮৬ লাখ ডলার। এতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ১৫ শতাংশ।

এ ছাড়া প্রাথমিক পণ্য, হিমায়িত মাছ, রাসায়নিক পণ্য সিমেন্ট, সল্ট, স্টোন, ইমারত তৈরির সরঞ্জাম ও সিরামিকের রফতানি আয় বেড়েছে। তবে চামড়া ও চামড়জাত পণ্যের রফতানি কমেছে।

২০১৬-১৭ অর্থ-বছরে চামড়া ও চামড়জাত পণ্যের রফতানি ছিল ১২৩ কোটি ৪০ লাখ ডলার, এবারে এর পরিমাণ দাঁড়িয়েছে ১০৮ কোটি ৫৫ লাখ ডলার।- বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

বিশ্বব্যাপী ‘সুকুক’ বন্ড জনপ্রিয় হলেও বাংলাদেশে উল্টো

bibmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বব্যাপী ইসলামিক বন্ড ‘সুকুক’ জনপ্রিয় হলেও বাংলাদেশে বিষয়টি উল্টো। শুধু তা-ই নয়, আটটি পূর্ণ ইসলামিক ব্যাংক এবং ১৭টি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডো থাকার পরও সুকুক এখনও চালুই হয়নি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বুধবার (৪ জুলাই) রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘প্রডাক্ট ডাইভারসিফিকেশন অব ইসলামিক ব্যাংকস: প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক জাতীয় সেমিনারে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এটি উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. আলমগীর।

প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে ইসলামিক বন্ড সুকুক চালু হয়নি; অন্যদিকে ভিন্ন নামে ইসলামিক বন্ড চালু থাকলেও তাতে আগ্রহ দেখাচ্ছেন না গ্রাহকরা।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বে ইসলামিক বন্ড সুকুক সবচেয়ে জনপ্রিয় সৌদি আরবে। সুকুকের মোট শেয়ারের প্রায় ৩৯ শতাংশই তাদের দখলে। দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়া। দেশটির উন্নয়নে বড় ভূমিকা রেখেছে সুকুক বন্ড।

২০১৮ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী, সুকুকের প্রায় ৩৩ শতাংশ মালয়েশিয়ার শেয়ার। এর পরে রয়েছে ইন্দোনেশিয়া, কাতার, ওমান, তুরস্ক, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, হংকং, নাইজেরিয়া, ব্রুনেই ও জর্ডান।

বাংলাদেশের অবস্থান ১৪ নম্বরে। মাত্র দশমিক শূন্য পাঁচ শতাংশ ইসলামিক বন্ডের শেয়ার আছে বাংলাদেশের। আবার বৃহৎ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইসলামিক ব্যাকিংয়ের অধিকাংশ পরিমাপকে পেছনের সারিতে রয়েছে বাংলাদেশ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান। এতে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী। অনুষ্ঠানে আরো ছিলেন – পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল-আলম এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. হায়দার আলী মিঞা প্রমূখ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডেল্টা লাইফের চেয়ারম্যান হিসেবে মনজুরুর রহমান পুনঃনির্বাচিত

MONZURUR RAHMANস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে মনজুরুর রহমান পুনঃনির্বাচিত হয়েছেন।

সম্প্রতি পরিচালনা বোর্ড সর্বসম্মতিক্রমে মনজুরুর রহমানকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেছেন।

মনজুরুর রহমান বিমাটির একজন উদ্যোক্তা পরিচালক। তিনি প্রায় অর্ধশতাব্দি ধরে ব্যাংক, বীমা ও চা ব্যবসায়ের সাথে জড়িত।

তিনি পূবালী ব্যাংকের পূর্বতন ইষ্টার্ণ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন।

বর্তমানে তিনি উক্ত ব্যাংকের পরিচালনা বোর্ডের একজন সদস্য এবং Risk Committee এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের একজন স্বতন্ত্র পরিচালক।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইসলামী ইন্স্যুরেন্সের এজিএমের ভেন্যু নির্ধারণ

Islami-Insu-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আগামী ১৪ জুলাই রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বিমাটির ১৮তম এজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) অন্যান্য বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

চীনা মোবাইল আমদানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

mobileস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অজুহাত তুলে চীনের মোবাইল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকারের জন্য বেইজিংয়ের করা একটি আবেদন বাতিল করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মার্কিন বাণিজ্যে মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডেভিড রেডল বলেছেন, চীনা মোবাইল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। চীনা কোম্পানিগুলোর সঙ্গে আলাপ করেও এটা সমাধান করা যায়নি। ফলে চীনের মোবাইলগুলো নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন কৌশল নিতে হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আন্তর্জাতিক চাহিদা মেটাতে তেল উত্তোলন বাড়াবে সৌদি আরব

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা পূরণের জন্য প্রতিদিন বাড়তি ২০ লাখ ব্যারেল তেল উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার সৌদি মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। ওই বৈঠকে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে তেল সরবরাহ ও চাহিদার ক্ষেত্রে যে কোনো পরিবর্তনের মুখে ভারসাম্য ধরে রাখার জন্য সৌদি আরব তার অব্যবহৃত সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে। ভবিষ্যত পদক্ষেপের বিষয়ে রিয়াদ তেল উৎপাদানকারী দেশগুলোর সঙ্গে সমন্বয় করবে।

ইরান ও ভেনিজুয়েলার তেলের শূন্যতা পূরণের জন্য সৌদি আরব তেল উত্তোলনের মাত্রা বাড়াতে রাজি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার কয়েকদিন পর দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো।

ট্রাম্প এক টুইট বার্তায় দাবি করেছিলেন, তার আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরব ২০ লাখ ব্যারেল বাড়তি তেল উত্তোলন করতে রাজি হয়েছে। সৌদি আরব বর্তমানে বিশ্বে প্রতিদিন সবচেয়ে বেশি এক কোটি ব্যারেল তেল উত্তোলন করে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন যে, ইরানকে তারা কোনো তেল বিক্রি করতে দেবে না। এতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। এ অবস্থায় তেলের দাম ঠিক রাখতে সৌদি আরবকে তেল উত্তোলন বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। সে চাপের কাছে দৃশ্যত নতিস্বীকার করেছে রিয়াদ।

স্টকমার্কেটবিডি.কম/বি

পোশাক খাতে দেশের রফতানি আয় ৮২ শতাংশ : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মোট রফতানি আয়ের ৮২ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এটি দেশের অর্থনীতিতে আয়ের অন্যতম প্রধান খাত।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ এ খাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২০১৫-১৮ মেয়াদে গৃহীত রফতানি-আমদানি নীতির ধারাবাহিকতায় ২০১৮-২১ মেয়াদের জন্য অনুরূপ নীতি প্রণয়নের পদক্ষেপ নেয়া হয়েছে।

বুধবার (৪ জুলাই) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতের লক্ষ্যমাত্রা নির্ধারণের পদক্ষেপসমূহ হচ্ছে, তৈরি পোশাক রফতানির বিদ্যমান বাজার সুসংহত ও সম্প্রসারণের লক্ষ্যে নতুন নতুন বাজার অনুসন্ধানের অংশ হিসেবে ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, চিলি এবং রাশিয়াসহ অপরাপর উন্নত দেশে বাণিজ্য প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্প স্থাপনে আর্থিক ও বিভিন্ন ধরনের উৎসাহ দেয়া হচ্ছে এবং বর্তমানে চাকরি নেই কিন্তু ভবিষ্যতে এ খাতে কাজ করতে যাচ্ছে এমন যুব শ্রেণি এবং এ খাতের দক্ষ মিড লেভেল ম্যানেজার সংকট দূর করতে প্রশিক্ষণ নীতিমালা ও মডিউল প্রণয়নের কাজ হাতে নেয়া হয়েছে।

সংসদ নেতা আরও বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করে পাঁচ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তাদের মজুরি ও ভাতা নির্ধারণের জন্য ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫’ গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে অন্যান্য শ্রমিকদের সঙ্গে পোশাক শিল্পের শ্রমিকদের বেতনও শিগগিরই পুনর্নির্ধারণ করা হবে।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বেসরকারি শিক্ষকরাও এর বাইরে নয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন পাচ্ছেন ১০০ ভাগ, স্কুল ও কলেজের শিক্ষকদের সঙ্গে মাদরাসা শিক্ষকদের বেতন ও মর্যাদার সমতা প্রতিষ্ঠা করা হয়েছে এবং শিক্ষা কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নের ২০১৫ সালের জুলাই থেকে এমপিও কার্যক্রমের বিকেন্দ্রীকরণ ও এবং অনলাইনভিত্তিক করা হয়েছে। এছাড়া এবতেদায়ি শিক্ষকদের বেতন প্রতি মাসে ৫০০ থেকে বাড়িয়ে এক হাজারে উন্নীত করা হয়েছে। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত দেশের মোট ১৪২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪০টি বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে।

আর যেসব উপজেলায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ নেই সেখানে একটি করে মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ সরকারিকরণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কার্যক্রমের আওতায় আরও ১৭৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৯৮টি কলেজ সরকারিকরণের কার্যক্রম চলছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. বসুন্ধরা পেপারস মিলস
  2. মুন্নু সিরামিকস
  3. ইউনাইটেড পাওয়ার
  4. লিগ্যাসী ফুটওয়্যার
  5. আরএসআরএম
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  8. প্রাইম টেক্সটাইল
  9. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  10. ড্রাগন সোয়েটার লিমিটেড।

দিনশেষে লেনদেনের সাথে বেড়েছে সূচক ও শেয়ার দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে। এদিনে সেখানে সবগুলো সূচক বেড়েছে। দিনশেষে সেখানে অধিকাংশ শেয়ারের দরই বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪১ কোটি ২২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৬২৭ কোটি ৮৮ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বসুন্ধরা পেপারস মিলস, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, লিগ্যাসী ফুটওয়্যার, আরএসআরএম, আলিফ ইন্ডাস্ট্রিজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ও ড্রাগন সোয়েটার লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭০.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৮৯৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৬৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন লেনদেন হয়েছে ৬৩ কোটি ৩২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও বসুন্ধরা পেপারস মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আমান কটন ফাইবার্সের লটারী বিজয়ীদের তালিকা প্রকাশ

Aman-Cotton-Fibrous-Ltdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাহিদার তুলনায় অতিরিক্ত আবেদন জমা পড়ায় শেয়ার বন্টনে লটারির আয়োজন করেছিল করেছিল আমান কটন ফাইবার্স লিমিটেড। লটারীতে বিজয়ীরা শুধু আইপিও শেয়ার পাবে ।

বুধবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, আইইবি মিলনায়তন, রমনা, ঢাকায় লটারির ড্র অনুষ্ঠিত হয়।

লটারীতে বিজয়ীদের তালিকা ও হাউজের কোড নম্বর দেখতে ক্লিক করুন………….

স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডার ও মার্চেন্ট ব্যাংকারদের তালিকা

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

ইলিজিবল ইনভেষ্টর

 

প্রসপেক্টাস সূত্রে জানা যায়, বুক বিল্ডিং প্রক্রিয়ায় প্রাথমিক গণ প্রস্তাবের মাধ্যমে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩টি সাধারণ শেয়ারের মাধ্যমে ৮০ কোটি টাকা উত্তোলন করবে আমান কটন ফাইবার্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/