বিএসইসির চেয়ারম্যান পুনর্নিয়োগর প্রজ্ঞাপন জারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা-৫(৬) অনুযায়ী, আগামী ২০২৪ সালের ১৭ মে থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ দেওয়া হলো। তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে চুক্তির আলোকে নির্ধারিত হবে।

গত ৩১ মার্চ শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরও এক মেয়াদে পুনর্নিয়োগ দেওয়ার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। এরপর ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তাতে স্বাক্ষর করেন।

৪ এপ্রিল প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজ অর্থ মন্ত্রণালয় শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগের প্রজ্ঞাপন জারি করল।

স্টকমার্কেটবিডি.কম////

পদ্মা সেতুতে ১৫শ কোটি টাকা টোল আদায়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতু ১৫শ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে। সেতু চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে।

২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতু।
দেশের বৃহত্তম এই সেতুর উভয় প্রান্ত দিয়ে এ পর্যন্ত যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি। এরমধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৫৬ লাখ ১ হাজার ২৩২টি। আর জাজিরা প্রান্ত থেকে যানবাহন পারাপার হয়েছে ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি।

স্টকমার্কেটবিডি.কম////

ই-জেনারেশনের ১০ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের এমডি ১০ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে কোম্পানিটির এমডি শামীম আহসান ১০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রয় করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সাইফ পাওয়ারটেকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ২’। আর স্বল্প মেয়াদি ঋণমান নির্ধারণ করা হয়েছে ‘এসটি ৩’।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্ত আর চলতি বছরের ব্যাংক ঋণের তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং: ২য় স্থানে লাভেলো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে লাভেলো আইসক্রিম লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৬৫ লাখ টাকা।

এশিয়াটিক ল্যাবরেটরিজের ২৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইটি কনসালটেন্টসের ২৪ কোটি ১৫ লাখ, ওরিয়ন ইনফিউশনের ২১ কোটি ২৮ লাখ, গোল্ডেন সনের ২০ কোটি ৬ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৭৩ লাখ, কহিনুর কেমিক্যালসের ১২ কোটি ৫২ লাখ, বিচ হ্যাচারির ১২ কোটি ৫২ লাখ ও সেন্ট্রাল ফার্মার ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. মালেক স্পিনিং
  2. লাভেলো আইসক্রিম
  3. এশিয়াটিক ল্যাবরেটরিজ
  4. আইটি কনসালটেন্টস
  5. ওরিয়ন ইনফিউশন
  6. গোল্ডেন সন
  7. আলিফ ইন্ডাস্ট্রিজ
  8. কহিনুর কেমিক্যালস
  9. বিচ হ্যাচারি
  10. সেন্ট্রাল ফার্মা।

দিনশেষে বড় উত্থানে সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৭.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬১৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৬.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৯৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৯৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫১১ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩০০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫২টির আর অপরিবর্তিত আছে ৪৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মালেক স্পিনিং, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আইটি কনসালটেন্টস, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, আলিফ ইন্ডাস্ট্রিজ, কহিনুর কেমিক্যালস, বিচ হ্যাচারি ও সেন্ট্রাল ফার্মা।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৮৩.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৯৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৭১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ১৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল ও লাভেলো আইসক্রিম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি