আর্থিক খাতের উন্নয়ন প্রচারে ব্যাংকের এমডিরা

abbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আর্থিক খাতের উন্নয়ন প্রচার করতে মাঠে নেমেছেন সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি)। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সংলাপে ব্যাংক খাতের ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাটের তথ্য দেওয়ার তিন দিন পরই মাঠে নামলেন তাঁরা। এই প্রচারে গত ১০ বছরের উন্নয়ন তুলে ধরা হচ্ছে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। এতে সরকারি-বেসরকারি খাতের ৩০টির বেশি ব্যাংকের এমডি উপস্থিত ছিলেন। উন্নয়ন প্রচার নিয়ে এভাবে এমডিদের সংবাদ সম্মেলনে আসার ঘটনা এর আগে ঘটেনি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। তবে আয়োজকদের বক্তব্য, সিপিডির সংলাপের প্রতিক্রিয়া জানাতে তাঁরা এই সংবাদ সম্মেলন ডাকেননি—এটা কাকতাল হতে পারে।

সংবাদ সম্মেলনে এবিবি চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান ১০ বছরের বিভিন্ন আর্থিক সূচকের উন্নতির চিত্র তুলে ধরে বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। এতে বড় অবদান রাখছে দেশের ব্যাংক খাত। আপনারা এর ভালো দিকগুলো তুলে ধরবেন। জনগণের কাছে ব্যাংক খাত নিয়ে শুধু খারাপ খবরই যায়।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

অলটেক্স ইন্ডাস্ট্রিজের কোনো সংবেদনশীল তথ্য নেই

altexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্র জানা গেছে, গত ২ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৭.৭০ টাকা এবং ১১ ডিসেম্বর এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকার বেশি।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংককে অনুমোদন অন্য দুটিকে ‘না’

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অনুমোদন পেল আরেকটি ব্যাংক। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংককে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার রাতে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বেঙ্গল ব্যাংকের কার্যক্রম শুরু করলে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৬০।

পর্ষদে তিনটি ব্যাংকের আবেদনের বিষয়ে এজেন্ডা থাকলেও বাকি দুটি ব্যাংকের শেয়ারহোল্ডার পরিবর্তন ও করসংক্রান্ত জটিলতার কারণে ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক দুটি হলো—পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

অবশেষে জামিন পেলেন হুয়াওয়ের সিএফও

155816mengস্টকমার্কেটবিডি ডেস্ক :

সম্প্রতি চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়াংঝুকে আটক করে কানাডার সরকার। জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

মঙ্গলবার কানাডার ভ্যাংকুভার আদালত এই জামিন মঞ্জুর করে।

মেং ওয়াংঝুকে প্রায় ৭৫ লাখ ডলারের বিনিময়ে জামিন দেওয়া হয়েছে। জামিনের বিষয়ে তৃতীয় দিনের শুনানিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, মেং এবং তার স্বামী জামিনের জন্য সত্তর লাখ ডলার নগদ জমা দেবেন। বাকি ত্রিশ লাখ ডলার তার পরিচিতজনদের কাছ থেকে নেয়া হবে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

স্টকমার্কেটবিডি.কম/এম

অস্ত্রের বাজারে প্রথম যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় রাশিয়া

yyyস্টকমার্কেটবিডি ডেস্ক :

অস্ত্র বিক্রিতে রাশিয়া এবার যুক্তরাজ্যকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তবে বরাবরের মতো প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের অবস্থান এখন তৃতীয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) নতুন এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। খবর সিএনএন’র।

এতে বলা হয়, ২০১৭ সালে সারা বিশ্বে যে পরিমাণ অস্ত্র বিক্রি হয়েছে, এর প্রায় ১০ শতাংশ করেছে রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান। অস্ত্র বিক্রির শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে রাশিয়ার প্রতিষ্ঠান ১০টি।

দেশটি তিন হাজার ৭৭০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে রাশিয়ার অস্ত্র বিক্রি ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে অস্ত্র বিক্রির একক বাজার এখনো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই আছে। মোট অস্ত্র বিক্রির ৫৭ শতাংশ করেছে মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠান। ৯ শতাংশ অস্ত্র বিক্রি করেছে যুক্তরাজ্য। তবে এই প্রতিবেদনে চীনের প্রতিষ্ঠানগুলোর কোনো তথ্য নেই।

এসআইপিআরআইয়ের সিনিয়র গবেষক সিমন উইজেমেন এক বিবৃতিতে বলেছেন, ২০১১ সাল থেকে রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর অস্ত্র বিক্রি বাড়ছে।

এর মাধ্যমে স্পষ্ট হয়, রাশিয়ার সামরিকবাহিনী আধুনিকায়নে যথেষ্ট তৎপর। রাশিয়ার বাজারে নিজেদের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কোনো প্রতিযোগিতার মুখে পড়তে হয় না; বরং প্রতিষ্ঠানগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছ থেকে পূর্ণ সহায়তা পেয়ে থাকে। কারণ পুতিন তার দেশের সামরিকবাহিনীর আধুনিকায়নে অর্থ বরাদ্দ বাড়িয়েছেন। সামরিক শক্তি প্রদর্শনে পুতিন বরাবরই আগ্রহী। সূত্র : বিডিপ্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/এম

আনলিমা ইয়ার্নের মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই

Anlima-Yarn-Dyeing-Limited_company_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্র জানা গেছে, গত ৪ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৩০.৯০ টাকা এবং ১২ ডিসেম্বর এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকার বেশি।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে আনলিমা ইয়ার্ন লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. জেএমআই সিরিঞ্জ
  2. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  3. স্কয়ার ফার্মা
  4. এসকে ট্রিমস
  5. ভিএফএস থ্রেডস
  6. আলহাজ টেক্সটাইল
  7. ওয়াটা কেমিক্যালস
  8. সোনালী আঁশ
  9. অ্যাডভেন্ট ফার্মা
  10. এমএল ডায়িং লিমিটেড।

ডিএসইতে ৪৮৭ ও সিএসইতে ১৬ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৪৮৭ কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের পতন ছিল। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৮৩ কোটি ৪৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৮টির। আর দর অপরিবর্তিত আছে ৩৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেএমআই সিরিঞ্জ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, ভিএফএস থ্রেডস, আলহাজ টেক্সটাইল, ওয়াটা কেমিক্যালস, সোনালী আঁশ, অ্যাডভেন্ট ফার্মা ও এমএল ডায়িং লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৫৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

অনিবার্য কারণে বিচ হ্যাচারির এজিএম স্থগিত

BEATCH-SMBDস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড পরিচালনা বোর্ড আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, কোম্পানিটির আসন্ন ২৩তম এজিএমটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। যা আগামী ২৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল।

কোম্পানিটির এজিএমের নতুন ভ্যানু, তারিখ ও সময় পরিবর্তিতে জানানাে হবে।

এর আগে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে এই এজিএমটি আহবান করা হয়। গত ২০১৭ সালে কোম্পানিটি প্রস্থাবিত নো ডেভিডেন্ট লভ্যাংশের অনুমোদন নিতে এই এজিএমটি আহবান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ন্যাশনাল ব্যাংকের ফ্লোর স্পেস বিক্রয়ের ঘোষণা

nbl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড চট্টগ্রামের একটি ফ্লোর বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামে এসকে মুজিব রোডের একটি ভবনে ২য়, ৪র্থ. ৫ম ও ৬ষ্ঠ তলায় অবস্থিত ৩৩,৭৮০ স্কয়ার ফুটের ফ্লোরের দাম পড়বে প্রতি স্কয়ারফুট ৬২ কোটি টাকা।

এই ফ্লোরটি বিক্রির সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন স্বাপেক্ষে এই ফ্লোরটি বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম