‘বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক’

bbনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে জিডিপির ৮ শতাংশ প্রবৃদ্ধি দরকার। সেজন্য দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। তাই বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ ব্যাংক সে পরিবেশ নিশ্চিতে কাজ করে যাচ্ছে।’

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সদস্যদের ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফজলে কবীর বলেন, ‘অর্থনৈতিক রিপোর্টারদের আরও অনুসন্ধানী ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। প্রতিযোগিতার কারণে তাদের হাত দিয়ে যেন ভুল কোনও তথ্য প্রকাশিত না হয়। ঠিক সংবাদ সবার প্রথমে দেওয়ার জন্য প্রতিযোগিতা থাকা চাই। তবে কোনও সত্য ঘটনা যেন চাপা পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।’

বৈদেশিক মুদ্রানীতি ও বিনিয়োগ বিষয়ক ওরিয়েন্টশন কোর্সটির আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুলতান আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সভাপতি সাইফ ইসলাম দিলাল। আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় ও মুনাফা বেড়েছে

global-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের অর্ধবার্ষিকীতে প্রিমিয়াম আয় বেড়েছে। সোমবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দুই প্রান্তিকে (জানুয়ারি, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের প্রথম ৬ মাসে ১৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৭২ টাকার প্রিমিয়াম আয় হয়েছে। গত বছর ২০১৬ সালের ৩১ জুন পর্যন্ত যা ছিল ১২ কোটি ৭২ লাখ ১৮ হাজার ৯০৯ টাকা ।

এই সময় বিমাটির কর পূর্ববর্তী মুনাফা এসেছে ২ কোটি ৫১ লাখ ৯ হাজার ৪৪৬ টাকা। যা গত বছর ২০১৬ সালের অর্ধ-বার্ষিকীতে ছিল ৩ কোটি ৬৯ লাখ ৮ হাজার ৩২৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

national life-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

আগামী ২৬ সেপ্টেম্বর বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৮ আগষ্ট।

আগের বছর এই বিমা শেয়ারহোল্ডারদেরকে ২০১৫ সালে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/

ভ্যানগার্ড এএমএলবিডির ২য় প্রান্তিকের ট্রাস্টি সভা ২৩ জুলাই

vanguardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি ভ্যানগার্ড এএমএল বিডি ওয়ানের দ্বিতীয় প্রান্তিকের ট্রাস্টি সভা আগামী ২৩ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই ট্রাস্টি সভায় ফান্ডটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

মিউচ্যুয়াল ফান্ড খাতের খাতের প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা এদিন বেলা ২টা ৩৫ মিনিটে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

পিপলস লিজিংয়ের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৫ জুলাই

peoplesস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

ফারইস্ট ফাইন্যান্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৪ জুলাই

farestস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন-ব্যাংকিং আর্থিক খাতের খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা

Reliance-Insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন তিনটায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা ২৪ জুলাই

united-finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন-ব্যাংকিং আর্থিক খাতের খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

প্রভাতী ইস্যুরেন্সের বোনাস শেয়ার বিতরণ

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। মঙ্গলবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির বোনাস শেয়ার ১৭ জুলাই শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে প্রভাতী ইস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ও ৬ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২৩ মে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ইমাম বাটনের দর বাড়ার কারণ নেই

imamস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৯ জুন শেয়ার দর ছিল ১৭.৪০ টাকা। আজ ১৮ জুলাই সর্বশেষ তা ১৯.৭ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.