ডরিন পাওয়ারের আইপিও কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার

DOREEN-POWERনিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) কার্যক্রমের উপর হাইকোর্টের দেওয়া ৬ মাসের স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন চেম্বার জজ।

রবিবার চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের স্থগিতাদেশের ওপর ৪ সপ্তাহের স্থগিতাদেশ দেন। নতুন কোন আদেশ না হলে এ সময়ের মধ্যে আইপিও আবেদন গ্রহণ করতে পারবে ডরিন পাওয়ার।

কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আফরোজ আলম বলেন, ৪ সপ্তাহের জন্যিএ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে এখন আইপিও কার্যক্রম পরিচালনায় আপাতত কোন বাধা নেই। তবে আইনগত জটিলতা নিরসনে ৪ সপ্তাহ পরে একটি শুনানি অনুষ্ঠিত হবে।

কবে নাগাদ ফের আইপিও আবেদন শুরু হবে জানতে চইলে তিনি বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিদ্ধান্ত জানাবে।’

৯ ফেব্রুয়ারি বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ডরিন পাওয়ারের আইপিও সংক্রান্ত সব ধরনের কার্যক্রমের ওপর ৬ মাসের স্থগিতাদেশ জারি করেন। গত ৪ ফেব্রুয়ারি এস কে এনামুল কবীরসহ কয়েকজন বিনিয়োগকারী ডরিন পাওয়ারের আইপিও স্থগিতাদেশ চেয়ে করা রিটের প্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়।

উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটির আইপিওতে ৮ চাঁদা সংগ্রহ শুরু হয়। তবে এ সংগ্রহের দুইদিনের মাথায় তা স্থগিত হয়ে যায়।

ডরিন পাওয়ার কোম্পানিটিকে শেয়ারপ্রতি ২৯ টাকা মূল্যে ২ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৫৮ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি)।

স্টকমার্কেটবিডি.কম/এলকে