“রিজার্ভ থেকে সরাসরি ঋণ প্রদান উচিত হবে না”

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কোনো খাতেই সরাসরি ঋণ দেওয়া মোটেই উচিত হবে না। সরকারের উন্নয়ন প্রকল্পেও রিজার্ভ থেকে ঋণ দিতে আপত্তি করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড-আইএমএফ)। সংস্থাটির মতে, রিজার্ভ থেকে ঋণ দিলে বাজারে মুদ্রা সরবরাহ বেড়ে যাবে। এতে একদিকে মূল্যস্ফীতির হারে চাপ পড়বে, অন্যদিকে আর্থিক খাতে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। সার্বিক অর্থনৈতিক সূচকগুলো বিবেচনায় নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ রিজার্ভ থেকে সরাসরি ঋণ দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি।

এমন মন্তব্য করা হয়েছে আইএমএফ-এর এক প্রতিবেদনে। এটি সম্প্রতি অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে সংস্থাটি। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংকও রিজার্ভ থেকে সরাসরি ঋণ দেওয়ার পক্ষে নয়। বাজারে বৈদেশিক মুদ্রার জোগান বাড়াতে রিজার্ভের অর্থে বিভিন্ন তহবিল সৃষ্টি করে তা থেকে চাহিদা মেটানো হচ্ছে। কোনো ব্যাংকের বড় এলসির দেনা শোধ করতে হলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রার জোগান দেওয়া হচ্ছে। ফলে বাজারে বৈদেশিক মুদ্রার অভাবে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে-এমন কোনো ঘটনা ঘটছে না। ফলে রিজার্ভ থেকে ঋণ দেওয়ার যুক্তিসংগত কোনো কারণ নেই।

সূত্র জানায়, রিজার্ভ থেকে ঋণ দেওয়ার বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসায় বিষয়টি নিয়ে আইএমএফ তাদের মতামত অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে জানিয়েছে।

এদিকে রিজার্ভের অর্থ থেকে সরকারের উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়ার বিষয়ে একটি সমীক্ষা করতে গত মাসের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটি বিষয়টি নিয়ে এখন কাজ করছে। কমিটি আইএমএফের প্রতিবেদনটিও পর্যালোচনা করছে।

আইএমএফের প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থনীতির আকার অনুযায়ী রিজার্ভের পরিমাণ যথেষ্ট। কিন্তু অতিরিক্ত নয়। রিজার্ভ থেকে ঋণ দিলে সেগুলো ফিরে না এলে খেলাপি হওয়ার প্রবণতা বেড়ে যাবে। দেশে এমনিতেই ঋণখেলাপির পরিমাণ বেশি। রিজার্ভ থেকে নেওয়া ঋণও কোনো কারণে খেলাপি হয়ে গেলে সরকারের প্রচ্ছন্ন দায়ের পরিমাণ বেড়ে যাবে, যা সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে চাপে ফেলবে। কেননা রিজার্ভ থেকে ঋণ নিলে সরকারকে গ্যারান্টি দিতে হবে। কোনো কারণে এই ঋণ খেলাপি হলে এর দায় সরকারকে বহন করতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, আইএমএফ-এর সদস্য দেশ হিসাবে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিপ্রকৃতি তারা পর্যালোচনা করে। এর আলোকে তারা ওই প্রতিবেদন দিয়েছে।

চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত দেশে মুদ্রা বা টাকা সরবরাহের হার বেড়েছে সাড়ে ১৩ শতাংশ। গত ডিসেম্বর পর্যন্ত এটি বাড়ার কথা ১৪ শতাংশ। লক্ষ্যমাত্রার চেয়ে এই হার শূন্য দশমিক ৫ শতাংশ কম। রিজার্ভ থেকে ঋণ দিলে এই হার অনেক বেড়ে যাবে।

স্টকমার্কেটবিডি.কম/

আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে মামলা বিচারের জন্য প্রস্তুত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মানি লন্ডারিং আইনে করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে।

রবিবার (৭ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্বর সিদ্দিক মামলার ‘চার্জশিটটি দেখিলাম’ বলে তাতে স্বাক্ষর করেন। এরপর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে দিলদারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

২০১৭ সালের ১২ আগস্ট দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পাঁচটি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা বিভাগ। চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা জব্দের ঘটনায় এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়।

এর মধ্যে গুলশান থানায় দুটি, ধানমন্ডি থানায় একটি, উত্তরা থানায় একটি ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ইন্টারনেটের গতিতে উগান্ডারও পেছনে বাংলাদেশ!

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আফ্রিকার দরিদ্র দেশ উগান্ডা। কিন্তু ইন্টারনেট গতির দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে।মোবাইল ইন্টারনেট গতিতে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৬ নম্বরে। উগান্ডা, সোমালিয়া, সুদান, জাম্বিয়া, ইথিওপিয়ার মতো দেশও মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে!

ইন্টারনেট গতি মাপার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকলার এক প্রতিবেদনে আরও জানা গেছে, ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে বাংলাদেশ ১৭৫টি দেশের মধ্যে ৯৬ নম্বরে অবস্থান করছে। সর্বশেষ জানুয়ারি মাসের প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গতি সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের গড় ডাউনলোড স্পিড ১০.৫৭ এমবিপিএস এবং আপলোডের গতি ৭.১৯ এমবিপিএস। প্রতিবেশী দেশ সবগুলোই বাংলাদেশের উপরে। শুধু আফগানিস্তান ১৪০ নম্বরে।
একটি দেশে মোবাইল ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কেমন, সেটি নির্ধারণে ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করে ওকলা।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড গতি ৩৩.৫৪ এমবিপিএস এবং আপলোডের গতি ৩৩.৯৬ এমবিপিএস। ব্রডব্যান্ডের গতিতে অবশ্য শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ বেশ ভালো অবস্থানেই আছে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ২৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৯ লাখ ৬৫ হাজার ১৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ২৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এস.এস স্টিল লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সামিট পাওয়ার ৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ডাচ-বাংলা ব্যাংক ৪ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, ডিবিএইচ, ড্রাগন সোয়েটার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, জিবিবি পাওয়ার, গ্রামীণফোন, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, কোহিনুর কেমিক্যাল, কেপিসিএল, মালেক স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল পলিমার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি, এসকে ট্রিমস, সোনারগাঁও টেক্সটাইল ও স্ট্যাইল ক্রাফট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বিএটিবিসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১১৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১৯ লাখ ৪৬ হাজার ২৭৯টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জ হোলসিম বিডি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭৪ কোটি ৮৮ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট পাওয়ার লিমিটেড ৬৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রবি আজিয়াটা, বেক্সিমকো লিমিটেড, জেবিবি পাওয়ার, বেক্সিমকো ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

১.বিএটিবিসি
২. লাফার্জ হোলসিম বিডি
৩.সামিট পাওয়ার
৪.রবি আজিয়াটা
৫.বেক্সিমকো লিমিটেড
৬.জেবিবি পাওয়ার
৭.বেক্সিমকো ফার্মা
৮.লংকা বাংলা ফাইন্যান্স
৯.ওরিয়ন ফার্মা
১০.বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

দিনশেষে সূচকের ব্যাপক উত্থান; বেড়েছে লেনদেনও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৫৮৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৫৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭০৭ কোটি ৫৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৩টির। আর দর অপরিবর্তিত আছে ১০০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বিএটিবিসি, লাফার্জ হোলসিম বিডি, সামিট পাওয়ার, রবি আজিয়াটা, বেক্সিমকো লিমিটেড, জেবিবি পাওয়ার, বেক্সিমকো ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২২৪.০৮ বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২০০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৮৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ২২ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৭৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডাচ বাংলা ব্যাংক ও বিএটিবিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

রেকর্ড ডেটের পর মাইডাস ফাইন্যান্সিংয়ের লেনদেন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ৮ মার্চ , সোমবার। আজ রবিববার রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে বুধবার ও বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এমবি ফার্মার ব্যবসা গুটিয়ে ফেলার গুঞ্জন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনা মহামারীর আগে থেকেই বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবার। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্বত্বাধিকারী তারা। এজন্য তারা দেশী-বিদেশি ক্রেতার সঙ্গে যোগাযোগও করেছেন। কিন্তু ক্রেতাদের প্রস্তাবিত দাম তাদের প্রত্যাশার সঙ্গে মেলেনি। ফলে নতুন ক্রেতার কাছে বিক্রির প্রস্তাব ও দরকষাকষির প্রক্রিয়া চলমান রয়েছে। সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় করপোরেট গ্রুপের কাছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এমবি ফার্মাসিউটিক্যালস বিক্রির প্রস্তাব দিয়েছেন ‘মোহাম্মদ ভাই’ পরিবারের সদস্যরা। একটি ব্যাংক ও বেশ কয়েকটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের পক্ষ হয়ে ক্রেতাদের কাছে শেয়ারগুলো বিক্রির জন্য দেনদরবার করছে। শিল্প গ্রুপটির সঙ্গে যুক্ত একাধিক পক্ষসহ বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান বাজার মূলধন ৩ হাজার ৩৬২ কোটি টাকা। আর ১০২ কোটি টাকা বাজার মূলধন আছে এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। দুটি কোম্পানিরই সিংহভাগ শেয়ারের মালিকানা মোহাম্মদ ভাই পরিবারের। এর মধ্যে শুধু আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন শেয়ারের বর্তমান বাজারমূল্য ৫৫০ কোটি টাকার বেশি।

আজিজ মোহাম্মদ ভাই পরিবারের সঙ্গে যুক্ত একাধিক সূত্রের ভাষ্যমতে, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ‘মোহাম্মদ ভাই’ পরিবারের ব্যবসা রয়েছে। দেশে শেয়ারবাজার কেলেঙ্কারি, হত্যাকাণ্ড, মাদক বাণিজ্যসহ নানা বিতর্কে জড়িয়ে ভাবমূর্তি সংকটে পড়েছে পরিবারটি। এ অবস্থায় বাংলাদেশে থাকা কোম্পানিসহ অন্যান্য সম্পদ বিক্রি করে এ পরিবারের সদস্যরা থাইল্যান্ডে স্থায়ী নিবাস গড়তে চাইছেন। করোনা সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি ঘোষণা হয় গত বছরের ২৬ মার্চ। এর একদিন আগে ‘মোহাম্মদ ভাই’ পরিবারের সব সদস্য একসঙ্গে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন।

এ বিষয়ে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানি সচিব নাজিমউদ্দীন গণমাধ্যমকে জানান, যুক্তরাজ্যভিত্তিক ক্যাডবেরির অলিম্পিকের শেয়ার কিনে নেয়ার গুঞ্জন আমাদের কানেও এসেছে। এ বিষয়ে কোম্পানির পর্ষদের কাছে আমরা জানতে চেয়েছিলাম। কিন্তু তারা এটিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন। এ মুহূর্তে কোম্পানি বিক্রির কোনো তথ্য আমাদের কাছে নেই। সম্প্রতি পরিবারের একজন সদস্য দেশে এসেছেন। তিনি মাঝেমধ্যে কোম্পানিতে আসছেন।

দেশের শিল্পাঙ্গনের পাশাপাশি চলচ্চিত্র জগতেও বিপুল আলোচিত এক চরিত্র আজিজ মোহাম্মদ ভাই। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মতো সফল ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে যেমন তিনি প্রশংসিত হয়েছেন, তেমনি চলচ্চিত্র অঙ্গনের নানা ঘটনায় বিতর্কিতও হয়েছেন। চিত্রনায়ক সালমান শাহ ও সোহেল চৌধুরীর মৃত্যুকে ঘিরে এখনো আলোচনায় আসে আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম। পাশাপাশি ১৯৯৬ সালে শেয়ারবাজারের কেলেঙ্কারিতেও তার নাম জড়িয়েছে।

আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন। তার চাচা মুবারক আলী রয়েছেন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে। মুবারক আলীর ছেলে মুনীর আলীও অলিম্পিকের পর্ষদ পরিচালক। একই দায়িত্বে রয়েছেন মুবারক আলীর দৌহিত্র তানভীর আলীও। দীর্ঘদিন ধরে দেশে না থাকলেও এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই নিজেই। তার স্ত্রী নওরীন আজিজ মোহাম্মদ ভাই কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া কোম্পানিটির পর্ষদে পরিচালক হিসেবে রয়েছেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ ভাইয়ের দুই মেয়ে নুরজাহান হুদা ও সাকিনা মিরালি। এর বাইরে ম্যান্টিকোর ইঞ্জিনিয়ারিং, ম্যান্টিকোর টেকনোলজি, এমকো হোল্ডিং, বেঙ্গল পেট্রোলিয়াম ও অক্সাস এন্টারপ্রাইজের পর্ষদেও তারা পরিচালক হিসেবে রয়েছেন। আজিজ মোহাম্মদ ভাইয়ের অবর্তমানে তার স্ত্রী নওরীন আজিজ মোহাম্মদ ভাই সব ব্যবসার দেখভাল করেন বলে জানা গেছে। সূত্র : বনিক বার্তা

স্টকমার্কেটবিডি.কম/

৩ কোম্পানির লেনদেন বন্ধ সোমবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ৮ মার্চ সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি, রবি আজিয়াটা ও বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।

এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ৯ মার্চ থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/