শেয়ারবাজার মধ্যস্থতাকারীদের ১০০ কোটি টাকা ঋণ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে বিনিয়োগকারী-বান্ধব বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে পরামর্শক্রমে সিএমএসএফ বিধিমালা ২০২১ এর ধারা ৫ (১৫) অনুযায়ী শেয়ারবাজারের স্থিতিশীলতা এবং উন্নয়নে “ক্যাপিটাল মার্কেট মধ্যস্থতাকারীদের” ১০০ কোটি টাকার ঋণ বিতরনের সিদ্বান্ত নিয়েছে।

সিএমএসএফ বোর্ড অব গভর্নরস মনে করে, ক্যাপিটাল মার্কেট মধ্যস্থতাকারীদের ক্ষমতায়নের মাধ্যমে শেয়ারবাজারকে শক্তিশালী ও স্থিতিশীল রাখায় ভুমিকা রাখবে এবং এই উদ্যোগটি একটি স্থিতিস্থাপক আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বাজারের গতিশীলতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে।

আজ বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) অনুষ্ঠিত একটি জরুরী বোর্ড অফ গভর্নর সভায়, বোর্ড নিয়মিত দায়িত্ব হিসেবে ১০০ কোটি টাকার ঋণ তহবিল বিতরণ অনুমোদন করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে বাজার মধ্যস্থতাকারীরা সিএমএসএফ নীতিমালা এবং বিএসইসি নির্দেশনা অনুসারে সিএমএসএফ মনোনীত ব্যাঙ্কের মাধ্যমে এই ঋণ গ্রহণ করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম///

গাড়ি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে শীর্ষে বিওয়াইডি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে বিশ্বের শীর্ষ কোম্পানির তকমা হারাল বিলিয়নেয়ার ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। এই প্রথম চীনা কোম্পানি বিওয়াইডি টেসলার চেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী সরকারি সহায়তার কারণে এই খাতে দ্রুত অবস্থান তৈরি করেছে বিওয়াইডি। গত মঙ্গলবার প্রকাশিত কম্পানির তথ্যানুযায়ী, ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের টেসলা রেকর্ড চার লাখ ৮৪ হাজার ৫০৭টি গাড়ি বিক্রি করে, যা আগের প্রান্তিকের চেয়ে ১১ শতাংশ বেশি।

এই সাফল্যের পরও নিজের অবস্থান ধরে রাখতে পারেনি প্রতিষ্ঠানটি। কারণ ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে বিওয়াইডি বিক্রি করে পাঁচ লাখ ২৬ হাজার ৪০৯টি গাড়ি। এমনকি গাড়ি উৎপাদনেও বিওয়াইডির চেয়ে পিছিয়েছে টেসলা। ক্রেতা টানতে এরই মধ্যে বেশ কয়েকবার গাড়ির দাম কমিয়েছে টেসলা।

তবুও শীর্ষস্থান ধরে রাখতে পারেনি। বৈদ্যুতিক যানবাহন শিল্পের অগ্রদূত টেসলা এখন যেসব চ্যালেঞ্জের মুখে রয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে বিওয়াইডির মাইলফলক অর্জন। বৈদ্যুতিক গাড়ির বাজার যে কতটা প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে বিওয়াইডির এই উত্থানে তার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে।

পরবর্তী সময়ে এটি প্লাগ-ইন হাইব্রিড ও অল-ইলেকট্রিক যান উৎপাদন শুরু করে। সেনজেনভিত্তিক প্রতিষ্ঠানটি চীন ও ইউরোপে দামে প্রতিযোগিতা করেছে টেসলার সঙ্গে। গ্লোবালডাটার এমডি নিল স্যান্ডার্স বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিওয়াইডি চীন সরকারের কাছ থেকে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে অনেক শক্তিশালী সহযোগিতা পেয়েছে।’ তবে বার্ষিক হিসাবে এখনো এগিয়ে রয়েছে টেসলা। প্রতিষ্ঠানটি ২০২৩ সালে ১৮ লাখ গাড়ি ক্রেতাদের সরবরাহ করেছে, যা আগের বছরের চেয়ে ৩৮ শতাংশ বেশি।

সূত্র : এএফপি

স্টকমার্কেটবিডি.কম////

শুক্র-শনিবার তফসিলি ব্যাংক খোলা থাকবে : বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্বাচনী ব্যয় পরিশোধ করতে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ও শনিবার (৬ ফেব্রুয়ারি) তফসিলি ব্যাংক খোলা থাক‌বে। বৃহস্প‌তিবার এ বিষয় নি‌র্দেশনা দি‌য়ে‌ছে বাংলা‌দেশ ব্যাং‌কের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন।

এর আগে, বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনী ব্যয় পরিশোধ করতে ভোটের আগের দুই দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রে‌ক্ষি‌তে ব্যাংক খোলা রাখ‌ার নি‌র্দেশ দি‌য়েছে বাংলা‌দেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও কর্তৃপক্ষের ভোটকেন্দ্র ও ভোট গ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয়ের লক্ষ্যে ব্যাংক থে‌কে নগদ অর্থ উত্তোলনের সুবিধার্থে সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী ৫ ও ৬ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে।

তবে, যেসব কর্মকর্তা ও কর্মচারীকে ভোট গ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব প্রদান করা হয়েছে, তাদের ব্যাংকিং কাজে নিয়োজিত না করতে নির্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/

৯ শতাংশ মূল্যস্ফীতি গ্রহণযোগ্য নয়: আতিউর রহমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেছেন, দেশে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের বেশি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ বৃহস্পতিবার ‘বছর শুরুর ভাবনা: বাংলাদেশের অর্থনীতি কোন দিকে?’ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিউর রহমান বলেন, ‘এটি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে।’ গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ের চেয়ারপারসন আতিউর রহমান বলেন, মূল্যস্ফীতি কমাতে কঠোর মুদ্রানীতি একমাত্র সঠিক উদ্যোগ নয়, অন্যান্য উদ্যোগও প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় বাড়ছে, এতে মূল্যস্ফীতি বেশি হচ্ছে। তাই বাজারভিত্তিক বিনিময় হার চালুতে সরকারের উদ্যোগ নিতে হবে।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৯ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম///

তিন দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকায় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিঅ্যান্ডএফের সভাপতি বলেন, বুড়িমারী শুল্ক স্টেশন ও স্থলবন্দর এবং ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮ জানুয়ারি বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়ী কার্যক্রম চালু করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৬ থেকে ৭ জানুয়ারি ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখবে সে দেশের ব্যবসায়ীরা।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স; ২য় বিডি থাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্লস রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬২ লাখ টাকা।

অলিম্পিক এক্সেসরিজের ১২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইয়াকিন পলিমারের ১০ কোটি ৮৪ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৫১ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৯ কোটি ৩২ লাখ, এমারেল্ড ওয়েলের ৮ কোটি ৮২ লাখ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭ কোটি ৬১ লাখ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ৭ কোটি ২৭ লাখ ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ১৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

  1. সী পার্লস রিসোর্ট
  2. বিডি থাই এলুমিনিয়াম
  3. অলিম্পিক এক্সেসরিজ
  4. ইয়াকিন পলিমার
  5. ওরিয়ন ইনফিউশন
  6. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  7. এমারেল্ড ওয়েল
  8. স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
  9. খুলনা প্রিন্টিং
  10. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

দিনশেষে সূচকের সাথে বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৪৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৯২ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৩টির আর অপরিবর্তিত আছে ১৭৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, বিডি থাই এলুমিনিয়াম, অলিম্পিক এক্সেসরিজ, ইয়াকিন পলিমার, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, এমারেল্ড ওয়েল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫১০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ৪০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৪০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৩ কোটি ৮১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডিবিএইচ ও আরএন স্পিনিং।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ঋণের সুযোগ করে দিতে ছাড়ের মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক গ্রাহকের মান যাচাই করে করে ঋণ দেওয়া ও ঋণ নবায়নে ছাড়ের মেয়াদ আবার বাড়িয়েছে। ফলে কেউ আইন অনুযায়ী ঋণ পাওয়ার শর্ত পূরণ না করলেও তাঁকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। পাশাপাশি তাঁদের ঋণও নবায়ন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দেশব্যাপী ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ব্যাংকের ঋণগ্রহীতাদের বিদ্যমান আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ঋণ সুবিধা প্রদানসহ বিদ্যমান ঋণ নবায়ন অব্যাহত রাখার জন্য আগের নির্দেশনার সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো।’

২০২০ ও ২০২১ সালে করোনার ক্ষতিতে পড়ার কারণে রেটিংয়ের নম্বর কমিয়ে দেওয়া হয়। এরপর ২০২২ সালেও ব্যবসা অব্যাহত রাখার কারণ দেখিয়ে ছাড় দেওয়া হয়। এবার অবশ্য ব্যবসা গতিশীল রাখার যুক্তি দেখানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নানা কারণে গ্রাহকদের আর্থিক প্রতিবেদন খারাপ হয়ে পড়েছে। এতে অনেকেই ঋণ পাওয়ার যোগ্যতা হারিয়েছেন। তাঁদের ব্যবসা তো বন্ধ করে দেওয়া যায় না। এ কারণে বড় গ্রাহকদের চাপে বারবার এই ছাড় দেওয়া হচ্ছে। এভাবে ছাড় দিয়ে নিয়মের মধ্যে ঋণ বিতরণ করার সুযোগ দেওয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম////

কেটে নেওয়া গ্রাহকের টাকা ফেরত দিলো সোনালী ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত ১ জানুয়ারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির টাঙ্গাইলের বিভিন্ন শাখার বেশ কয়েকজন হিসাবধারীর অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অংকের টাকা কেটে নেওয়া হয়।

টাঙ্গাইলের কয়েকটি শাখায় অ্যাকাউন্টধারী গ্রাহকদের কেটে নেওয়া অর্থ ফেরত দিয়েছে সোনালী ব্যাংক।

গত ১ জানুয়ারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির টাঙ্গাইলের বিভিন্ন শাখার বেশ কয়েকজন হিসাবধারীর অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অংকের টাকা কেটে নেওয়া হয়। পরের দিন এ বিষয়ে একাধিক অভিযোগ জমা পরে ব্যাংকটিতে।

নাম প্রকাশ না করার শর্তে সোনালী ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা জানান, ব্যাংকের সফটওয়্যারে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা সমস্যাটির বিষয়ে জানার সঙ্গে সঙ্গে ওই দিনই এর সমাধান করে দিয়েছি। ফলে কেটে নেওয়া টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে ফিরে গেছে।’

স্টকমার্কেটবিডি.কম////