পিছিয়ে পড়া উপজেলা থেকে কর্মীদের বিদেশে পাঠানো হবে : মুন্নুজান

perlaস্টকমার্কেটবিডি ডেস্ক :

সরকার অভিবাসনে পিছিয়ে পড়া জেলাসমূহের প্রত্যেক উপজেলা থেকে প্রতি বছর গড়ে ১ হাজার কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে।

মঙ্গলবার সংসদে সরকারি দলের আনোয়ারুল আবেদীন খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদের পক্ষে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এ কথা জানান।

তিনি বলেন, ‘অভিবাসনে পিছিয়ে পড়া জেলাসমূহকে আরো উৎসাহিত করার জন্য বর্তমান সরকার প্রত্যেক উপজেলা থেকে প্রতি বছর গড়ে ১ হাজার কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে।’

বাংলাদেশ থেকে বিশ্বের ১৬৮টি দেশে কর্মী পাঠানো হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিদেশগামী কর্মীদের ডাটাবেজে সকল তথ্য সন্নিবেশন করা হয় । ভবিষ্যতে বিদেশ ফেরত কর্মীদের জন্য পৃথক ডাটাবেইজ প্রস্তুতের পরিকল্পনা সরকারের রয়েছে। বিদেশ ফেরত কর্মীদের ডাটাবেজ তৈরির পর বিদেশে কর্মরত কর্মীদের উপজেলা ভিত্তিক তথ্য প্রদান সম্ভব হবে।

তিনি বলেন, বিদেশে গমনের ক্ষেত্রে দেশের সকল জেলা থেকে বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে কোন কোটা অনুসরণ করা হয় না ।সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

শিল্প মন্ত্রণালয়ের অধীনে শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : শিল্প প্রতিমন্ত্রী

Industries-State-Minister-স্টকমার্কেটবিডি ডেস্ক :

শিল্প মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রথম শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আগামী দিনের দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের চাহিদা পূরণে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আজ রাজধানীর মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘বিজ্ঞান-বই-পাখি-কারুমেলা আর ফুল-পিঠা আছে সাথে, জুড়ি মেলা ভার’ শীর্ষক চারদিন ব্যাপি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ তৈরিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, কোচিং ব্যবস্থা বন্ধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবে সরকারের উদ্যোগ সফল হবে যদি অভিভাবকরা কোচিং নির্ভরতার মানসিকতা থেকে মুক্ত হতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, কোচিংয়ে নয়, ক্লাসেই ছাত্রছাত্রীদের মমতা দিয়ে পড়াতে হবে। কোন ধরনের চাপ প্রয়োগ করা যাবেনা। অতিরিক্ত চাপ প্রয়োগ করে শিক্ষার্থীদের মেধা বিকাশ করা সম্ভব নয়। মেধার পরিপূর্ণ বিকাশে শিশুদের হাতে সৃজনশীল বই তুলে দিতে হবে। সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ আরও প্রসারিত করতে হবে।

ছাত্রছাত্রীরা যাতে মাদকাসক্তি ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সবসময় সতর্ক থাকার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান কামাল আহমেদ মজুমদার।

ঢাকার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারি মেলা শেষ হবে। এতে বিজ্ঞানমেলা, বইমেলা, পাখিমেলা, চারু ও কারুমেলা, পুস্পমেলা, পিঠামেলা, অলিম্পিয়াড ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

সরকারের নিবিড় তদারকিতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারের নিবিড় তদারকিতে চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়ানোর চেষ্টা করেছিল। তবে তা রোধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কুষ্টিয়া-৪ আসনের সেলিম আলতাফ জর্জের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা-৩ আসনের অসীম কুমার উকিলের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা এখনও পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম—টিকফা (TICFA) কাউন্সিল চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

উত্তরা ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিন কোটি টাকা আত্মসাতের মামলায় উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক মো. রোকোনুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

চার্জশিটভুক্ত অন্য দুই আসামি হলেন উত্তরা ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার সাবেক হেড ক্যাশিয়ার মুক্তার হোসেন ও দ্বিতীয় কর্মকর্তা নিজামউদ্দিন।

২০১৪ সালের ১৬ মে আন্তঃব্যাংকিং রেমিট্যান্সের তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

বাংলাদেশে উৎপাদিত ভুট্টা বিশ্বমানের : মার্কিন রাষ্ট্রদূত

165111_bangladesh_pratidin_Jhenidahস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কার্ল রবার্ট মিলার বলেন, বাংলাদেশে উৎপাদিত ভুট্টা বিশ্বমানের। আমেরিকা ও বাংলাদেশের পার্টনারশিপের মাধ্যমে বিশ্বমানের এই ভুট্টার উৎপাদন আরো বাড়াতে হবে।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামে কৃষকদের ভুট্টা ক্ষেত পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

এসময় তিনি আরো বলেন, আমেরিকা ও বাংলাদেশের জোরদার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যার প্রধান মাধ্যম হচ্ছে কৃষি।

মতবিনিময় কালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমেরিকা কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষির উন্নয়ন করছে। আর বাংলাদেশের কৃষকরাও যথেষ্ট পরিশ্রমী। তারাও তাদের শ্রম দিয়ে কৃষির আরো উন্নয়ন ঘটাবে ভবিষ্যতে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাথে আরো সহযোগিতায় এগিয়ে আসবে আমেরিকা। এতে করে দেশে কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। চাষিরা ফসলের ভালো দাম পেয়ে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে। সূত্র : বিডিপ্রতিদিন

এ সময় ইউএসএআইডি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেইনা সালাহী, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

সিঙ্গেল ডিজিট ঋণ সুবিধার কথা রাখছে না ব্যাংকগুলো : এফবিসিসিআই

fbcciস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিঙ্গেল ডিজিটে ব্যাংক ঋণ সুবিধা দেওয়ার কথা থাকলেও অধিকাংশ ব্যাংক কথা রাখেনি বলে অভিযোগ করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দীন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ফেডারেশন ভবনে কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টদের সঙ্গে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, সব ব্যাংক মালিক ওয়াদা করেছিলেন যে তারা এক অঙ্ক সুদহারে ব্যাংক ঋণ দেবেন। অথচ কিছু ব্যাংক ছাড়া বাকিরা কথা রাখেননি। এটা নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের সঙ্গে বসবো। আমরা আবারও অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জানাবো।

তিনি বলেন, দেশের জিডিপি গ্রোথের ৭০ শতাংশে অবদান রাখেন ব্যবসায়ীরা। অথচ ব্যবসায়ীরা যখন কার্ভাডভ্যান নিয়ে চট্টগ্রাম বন্দরে যান সেখানে একটি তালা লাগানো হয় কার্ভাডভ্যানগুলোতে। এজন্য অস্থায়ী একাট তালার দাম রাখা হয় ৬শ টাকা, প্রতি ঘণ্টায় আলাদাভাবে আরও চার্জ দেওয়া লাগে। এ ভোগান্তির শেষ হয়নি এখনও। আমরা এ নিয়ে বহুবার তৎকালীন অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, কোনো কাজ হয়নি।

এনবিআর কর্মকর্তারা কারণে-অকারণে হয়রানি করে কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টদের এমন অভিযোগের জবাবে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, কোনো ব্যবসায়ী অকারণে হয়রানির শিকার হন এটা আমরা চাই না। নির্ধারিত কর বা ট্যাক্স দেওয়ার পরও কেনো হয়রানি হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) এনবিআরের সঙ্গে আমাদের আলোচনা আছে। সেখানে এসব সমস্যা নিয়ে কথা বলা হবে।

এসময় এফবিসিসিআইর পরিচালকরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

শর্ত পরিপালন হলে দ্রুত আইপিও অনুমোদন দেওয়া হবে : খায়রুল হোসেন

Khairulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের স্বার্থে ভালো ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে। এজন্য তালিকাভুক্তির ক্ষেত্রে যতপ্রতিবন্ধকতা আছে, তা কাটিয়ে দ্রুত অর্থসংগ্রহের ব্যবস্থা করতে হবে। এজন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) সবাইকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১২ফেব্রুয়ারি) রাজধানীর ফারস হোটেলে একটি অনলাইন পত্রিকা ও ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘দীর্ঘমেয়াদী অর্থায়নে শেয়ারবাজারের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবিএ’র সভাপতি শাকিল রিজভী।

সেমিনারে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন বলেন, শর্ত পরিপালন হলে দ্রুত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়া হবে। এর আগে দ্রুত শর্ত পরিপালনের কারনে এক-দেড়মাসের মধ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়ার রেকর্ড আছে। আবার শর্ত পরিপালনে ব্যর্থতার কারনে অনেক কোম্পানির আইপিও বাতিলও করা হয়েছে।

তিনি বলেন, এখনো প্রত্যেকটি কোম্পানির আইপিওতে কয়েকগুণ আবেদন জমা পড়ে। কিন্তু তারপরেও আইপিও’র সংখ্যা বাড়াতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ কম। এছাড়া আইপিও বেশি দিতে গেলেই নানা জায়গা থেকে অভিযোগ আসে। যা আইপিও কম দেওয়ার একটি কারণ। যাতে সুযোগ থাকলেও ২০১৭ সালে তুলনামূলক কম আইপিও অনুমোদন দেওয়া হয়।

তিনি আরও বলেন, সব কোম্পানিরই শেয়ারবাজারে আসার অধিকার রয়েছে। কিন্তু শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে কোন কোম্পানি খারাপ করলেই নানা ধরনের সমালোচনা করা হয়। অথচ আইন পরিপালন করেনি এমন একটি কোম্পানিকেও আইপিও দেওয়া হয়নি।

সেমিনারের প্রধান বক্তা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, শেয়ারবাজারের স্বার্থে আলাপ-আলোচনার মাধ্যমে ভালো ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে। এক্ষেত্রে ভালো কোম্পানিকে যোগ্যতা অনুযায়ি প্রিমিয়াম দিতে ইহবে। এনিয়ে সমালোচনার সুযোগ নেই।

মির্জ্জা আজিজ বলেন, বুকবিল্ডিং পদ্ধতিতে যোগ্যতা অনুযায়ি অনেক কোম্পানির যথার্থ দর নির্ধারন হচ্ছে না। এটা দুঃখজনক। এমতাবস্থায় বিষয়টি নিয়ে বিএসইসির ভাবার দরকার আছে।

সেমিনারে আরে উপস্থিত ছিলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) সাবেক সভাপতি মো: ছায়েদুর রহমান, ক্যাপিটাল মার্কেট জানালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল। আর অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওমেরা ফুয়েলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিজনেস আওয়ার টোয়েন্টিফোরডটকমের প্রধান উপদেষ্টা আক্তার হোসেন সান্নামাত।

স্টকমার্কেটবিডি.কম/

বুড়িগঙ্গা তীরে বিআইডব্লিওটিএ’র অবৈধ্য মিল কারখানা উচ্ছেদ

yyyyস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চারদিন বিরতির পর ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারও অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিওটিএ। তৃতীয় ধাপের এ অভিযান চলবে বিকাল ৩টা পর্যন্ত।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে কামরাঙ্গীরচরের লোহারপুল ব্যাটারিঘাট এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

এ বিষয়ে গণমাধ্যমকে বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানের শুরুতে ৩০টি টিনের ঘর ভেঙে দেওয়া হয়েছে। আগের দুই দফায় ছয় দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা তীরের ১২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে ১০৭টি পাকা ভবন, ১২১টি আধাপাকা স্থাপনা, ৮০টি স মিল, ৮টি কারখানা এবং ৮৮৩টি টিনের ঘর ও টংঘর ছিল।

ঢাকা নদী বন্দরের আওতাধীন এলাকায় ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন জানিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

পাঁচ দিনের সফরে ইতালি যাচ্ছেন অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পাঁচ দিনের সফরে আজ (মঙ্গলবার) সকালে ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি রোমে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) এর গভনির্ং কাউন্সিলের ৪২তম অধিবেশনে যোগ দেবেন।

ইফাদ গভর্নিং কাউন্সিলের ৪২তম অধিবেশনের এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘রুর‌্যাল ইনোভেশন এন্ড ইন্টারপ্রিনিায়ারশিপ’।

অর্থ মন্ত্রণালয়েরর এক কর্মকর্তা জানান, পাঁচ দিনের সফর শেষে অর্থমন্ত্রী ১৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন ।

ইফাদ গ্রামীণ এলাকা ও দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা এবং সম্ভাবনাগুলোর উন্নতির জন্য নতুনত্ব ও উদ্যোক্তার শর্ত তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূত্র : বাসস
স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশকে আরও অর্ধ কোটি টাকা সহায়তা দেবে ভিয়েতনাম

134142vietnaaaস্টকমার্কেটবিডি ডেস্ক :

মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা) সহায়তার ঘোষণা দিয়েছে ভিয়েতনাম।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ডব্লিউএফপি’র প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান বলেছেন, কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা মানুষদের সহায়তায় এগিয়ে আসায় ভিয়েতনামের কাছে কৃতজ্ঞ আমরা।

তিনি বলেন, এটা খুব সামান্য পরিমাণ সহায়তা হলেও আশা করি এভাবে সংকটময় পরিস্থিতি মোকাবিলায় আমরা এগিয়ে যেতে পারব।

সূত্র : টাইমস নাউ
স্টকমার্কেটবিডি.কম/বি