রমজানে ব্যাংকে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান মাসের জন্য ব্যাংকের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রমজান মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

এতে আরও বলা হয়েছে, দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে হবে।

সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এ সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে। রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরবে।

স্টকমার্কেটবিডি.কম////

ব্লক মার্কেটে লেনদেন ৫১ কোটি টাকার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানির মোট ৫১ কোটি ৬১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ন্যাশনাল টি’র ২০ কোটি ০১ লাখ টাকা, দ্বিতীয় স্থানে ইস্টার্ন ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা ও তৃতীয় স্থানে উত্তরা ব্যাংকের ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এইচ. আর. টেক্সটাইলের ৪ কোটি ৭৫ লাখ ৭৪ হাজার টাকা এবং বেস্ট হোল্ডিংস লিমিটেডের ২ কোটি ৭৩ লাখ ২১ হাজার টাকা, বীচ হ্যাচারির ১ কোটি ৩০ লাখ ৫৭ হাজার টাকা, লিনডে বাংলাদেশের ৮৭ লাখ ৭০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮০ লাখ ৬৮ হাজার টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৬৮ লাখ ৪৪ হাজার টাকা এবং রবি আজিয়াটার ৫১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

গ্রামীণ ফোনের ঋণমান প্রকাশ 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম শিল্প খাতের কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ এসেছে ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে সিটি জেনারেল ইন্স্যুরেন্স; ২য় স্হানে বিএটিবিসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৯ কোটি ৯৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৯ লাখ ৫ হাজার টাকার।

৩৭ কোটি ৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল ফার্মা, লাভেলো আইসক্রিম, বেস্ট হোল্ডিংস, এডভেন্ট ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, ফরচুন সুজ এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

দিনশেষে লেনদেন বাড়লেও সূচকের পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, দর কমেছে ২৩২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩ টির।

ডিএসইতে ৮৪৩ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫০ কোটি ৫ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৯৩ কোটি ৬৭ লাখ টাকা ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৯৫ পয়েন্টে।

সিএসইতে ২৫৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮২ টির দর বেড়েছে, কমেছে ১৩৪ টির এবং ৩৯৮ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

এশিয়াটিক ল্যাবরেটরিজের লেনদেন শুরু 

এশিয়াটিক ল্যাবরেটরিজের লোগো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ASIATICLAB” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ১৮৪৯৮ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

খান ব্রাদার্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি-’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৪’।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম////

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১.৩ বিলিয়ন ডলারে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাঁচ দিনের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৭২৭ মিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং ব্যাংকগুলোর মধ্যে কারেন্সি সোয়াপ বা মুদ্রার অদলবদলের সুবাদে গতকাল সোমবার (৪ মার্চ) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১.৩ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি বিপিএম-৬ পদ্ধতিতে গ্রস রিজার্ভ ছিল ২০.৫৭ বিলিয়ন ডলার। তথ্যমতে, সোমবার (৪ মার্চ) মানি মার্কেট ১০০ মিলিয়ন ডলার সমমূল্যের মুদ্রা অদলবদল হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ফেব্রুয়ারি মাসে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এটিও গ্রস রিজার্ভ বাড়ার কারণ হতে পারে। তাছাড়া প্রতিনিয়ত ব্যাংকের সাথে কারেন্সি সোয়াপ হচ্ছে। এটাও একটা কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভের অর্থ যেখান থেকে আসে ও ব্যয় হয়, এই দুটোর মধ্যে ভারসাম্য নেই। ফলে রিজার্ভ ধরে রাখা যাচ্ছিল না। বাংলাদেশ ব্যাংক আমদানি নিয়ন্ত্রণ করায় বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে। তবে এভাবে ধরে রাখাটা কতদিন সম্ভব হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কারেন্সি সোয়াপের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তখন থেকেই পদ্ধতিটি রিজার্ভে অবদান রাখতে শুরু করেছে।

জানা গেছে, তারল্য চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাংকগুলোকে প্রায় ৬০০ মিলিয়ন ডলারের বিনিময়ে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সাড়ে ৬ হাজার কোটি টাকারও বেশি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত
কলকাতা: বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হচ্ছে ১৪ হাজার ৪০০ টন পেঁয়াজ।

দুই দেশ মিলিয়ে মোট ৬৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

সোমবার (০৪ মার্চ) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ অনুমতি দেওয়া হয়েছে।

রমজানের আগেই উভয় দেশে ধাপে ধাপে পেঁয়াজ পৌঁছাবে। সোমবার ডিজিএফটি’র তরফে আরও জানা যায়, ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড (এনসিইএল) নামের একটি সংস্থাকে উভয় দেশ পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করার বিষয়ে রূপরেখা দ্রুত তৈরি করবে এনসিইএল।

পাশাপাশি ভারতের বাজারে পেঁয়াজের দাম যাতে নাগালের বাইরে না চলে যায় সেদিকে খেয়াল রেখেই সুসংগঠিতভাবে পেঁয়াজ রপ্তানি করতে চায় কেন্দ্রীয় সরকার।

স্টকমার্কেটবিডি.কম///

রিজার্ভ চুরির মামলা চালানোর অনুমতি পেল কেন্দ্রীয় ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মামলা চালিয়ে নেওয়ার অনুমতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি নিউ ইয়র্কের একটি আদালত মামলা চালানোর অনুমতি দিয়েছেন। আদালতের ওই রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক পরবর্তী পদক্ষেপের বিষয়ে পর্যালোচনা করছে বলে জানানো হয়েছে।

সোমবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এসব জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বাংলাদেশ ব্যাংকে চুরির ঘটনায় আরসিবিসি যে শুরু থেকেই সম্পৃক্ত ছিল, তা প্রমাণের সুযোগকে বাংলাদেশ ব্যাংক স্বাগত জানায়। ফার্স্ট কোর্টের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংককে বিবাদীদের বিরুদ্ধে জালিয়াতিসহ অন্যান্য অভিযোগে নিউ ইয়র্কে অর্থাৎ যেখান থেকে অর্থ চুরি হয়েছিল, সেখানে মামলা পরিচালনার সুযোগ করে দিয়েছে। রায়টি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ উদ্ধারের প্রক্রিয়া আরো একধাপ এগিয়ে গেল।

স্টকমার্কেটবিডি.কম///