ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ জুলাই থেকে ৩ আগস্ট) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৪৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০২ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহের শুরুতে (২৩ থেকে ২৭ জুলাই) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৪২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৪ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ কমেছিল।

স্টকমার্কেটবিডি.কম/////

চলতি বছর ২ হাজার ৭০০ টন আম রপ্তানি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরে এখন পর্যন্ত ২ হাজার ৭০০ টন আম রপ্তানি হয়েছে, যা গত বছরের তুলনায় ১ হাজার টন বেশি। গত বছর মোট ১ হাজার ৭৫৭ টন আম রপ্তানি হয়েছিল।

শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গতবছর ২৮টি দেশে আম রপ্তানি হয়েছিল, এ বছর ৩৪টি দেশে আম রপ্তানি হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে ১ হাজার ২৫৬ টন, ইতালিতে ২৯৬ টন, সৌদি আরবে ২৬০ টন, সংযুক্ত আরব আমিরাতে ১৩৭ টন, কাতারে ১১১ টন, সিঙ্গাপুরে ৫৫ টন, সুইজারল্যান্ডে ১৪ টন, জার্মানিতে ৭০ টন, ফ্রান্সে ৮৫ টন, সুইডেনে ৬৫ টন, কুয়েতে ২১৮ টন ও কানাডায় ৪০ টন আম রপ্তানি হয়েছে।

দেশে বছরে প্রায় ২৫ লাখ টন আম উৎপাদিত হয়। কিন্তু, উৎপাদনের তুলনায় রপ্তানির পরিমাণ অনেক কম। ২০১৭-১৮ সালে মাত্র ২৩২ টন, ২০১৮-১৯ সালে ৩১০ টন, ২০১৯-২০ সালে ২৮৩ টন, ২০২০-২১ সালে ১৬৩২ টন, ২০২১-২২ সালে ১৭৫৭ টন আম রপ্তানি হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম///

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় সি পার্ল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৪০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার লেনদেন হয়েছে ১০৮ কোটি ৭৭ লাখ টাকার।

জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ১০৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯২ কোটি ২১ লাখ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৮২ কোটি ৮৩ লাখ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৭৯ কোটি ২৫ লাখ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৭০ কোটি ৪৭ লাখ, মেট্রো স্পিনিংয়ের ৬৪ কোটি ৬৯ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ৬১ কোটি ১১ লাখ ও ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ৫৯ কোটি ৯১ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

৫ দিনে মূলধন বেড়েছে সাড়ে ১৭ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ১৭ হাজার কোটি টাকা কমেছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৮.৯৯ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৬৩ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৫৬ কোটি টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮.৯৯ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৫৯২ কোটি ৭৭ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ৩৩ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৮.৯৯ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৫২ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির শেয়ার ও ইউনিটের দর। আর ১৫টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৮৯৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮১ হাজার ৩৭০ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১৭ হাজার ৪৭২ কোটি টাকা বা ২.২৯ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

এফবিসিসিআই নির্বাচনের ভোট পুনর্গণনার দাবি তিন প্রার্থীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের একাংশের ভোট এবং তারপর সমঝোতার ভিত্তিতে সভাপতি ও সাত সহসভাপতি নির্বাচিত হওয়ার রেশ না কাটতেই ভোট কারচুপির অভিযোগ তুললেন তিন প্রার্থী। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের এই তিন প্রার্থী গতকাল বৃহস্পতিবার ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে নির্বাচন আপিল বোর্ডের কাছে পুনরায় ভোট গণনার জন্য আপিল করেছেন।

তিন প্রার্থী হলেন বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুতকারক সমিতির প্রতিনিধি মো. মাহবুব হাফিজ ও বাংলাদেশ মিষ্টি উৎপাদক সমিতির প্রতিনিধি মো. মারুফ আহমেদ।

এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, ভোট পুনর্গণনায় আপিল করা মো. মোস্তফা আল মাহমুদের প্রাপ্ত ভোট ৮০৫। প্রতিদ্বন্দ্বিতা করা ৪৯ প্রার্থীর মধ্যে তাঁর অবস্থান ২৪তম। মোস্তফা আল মাহমুদের চেয়ে মাত্র ৮ ভোট বেশি পেয়ে ২৩তম পরিচালক পদে বিজয়ী হয়েছেন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থী হারুনুর রশীদ। তিনি কাঠ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে ভোট পুনর্গণনার আপিল করা অপর দুই প্রার্থীর মধ্যে মো. মাহবুব হাফিজের প্রাপ্ত ভোট ৭৯৯ ও মো. মারুফ আহমেদের ভোট ৭৭৫। তাঁরা যথাক্রমে ২৫ ও ২৬তম বিজয়ী হয়েছেন।

ভোট পুনর্গণনার জন্য আপিল করা অপর দুই প্রার্থী মো. মাহবুব হাফিজ ও মো. মারুফ আহমেদের আবেদনের অভিযোগ প্রায় একই রকম। তাঁরা অভিযোগ করেছেন, গভীর রাতে ভোট গণনার সময় সুকৌশলে কয়েকটি টেবিলে তাঁদের নামে ভোটের জায়গায় অন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি নজরে এলেও মৌখিক প্রতিবাদ কেউ গ্রাহ্য করেননি; বরং তাড়াহুড়া করে গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম///

সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশের দাম কমাল ইউনিলিভার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাজারে যখন নিত্যব্যবহার্য পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের, তখন ভোক্তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর নিয়ে এসেছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। প্রতিষ্ঠানটি ক্রেতাদের কথা ভেবে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে। দাম কমিয়েছে সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশের মতো নিত্যব্যবহার্য গৃহস্থালি সামগ্রীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে ইউনিলিভারের উদ্যোগটি তাই ব্যতিক্রমী নজির স্থাপন করেছে।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বা ইউবিএলের পক্ষ থেকে বলা হয়েছে, গৃহস্থালি পণ্য তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের দাম বিশ্ববাজারে কমে যাওয়ায় দেশে তারা পণ্যের দাম কমিয়েছে। বিশ্ববাজারে কাঁচামালের দাম কমায় যতটুকু সুফল কোম্পানিটি পেয়েছে, পণ্যের দাম কমিয়ে ততটুকু সুবিধা ভোক্তাদের দেওয়া হচ্ছে।

ইউবিএল সূত্রে জানা গেছে, সাবান, শ্যাম্পু ও হ্যান্ডওয়াশের দাম সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর মধ্যে ১৫০ গ্রাম ওজনের লাক্স সাবানের দাম ১০ টাকা কমিয়ে করা হয়েছে ৭০ টাকা। একই ওজনের লাইফবয় সাবানের দামও ১০ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া লাক্স সাবানের ১০০ গ্রামের প্যাকেটে ওজনে ২৫ গ্রাম বেশি দেওয়া হচ্ছে। তাতে ১০০ গ্রামের লাক্সের প্যাকেটের প্রকৃত দাম পড়ছে ৪৮ টাকা।

এ ছাড়া প্রধান প্রধান শ্যাম্পুর দাম বোতলপ্রতি ২৫ শতাংশ কমানো হয়েছে। ইউবিএলের পক্ষ থেকে জানানো হয়, ক্লিয়ার কুল স্পোর্ট মেনথল ৮০ মিলিলিটারের শ্যাম্পুর দাম ৩০ টাকা কমিয়ে ৯০ টাকা করা হয়েছে। এর বাইরে সানসিল্ক ব্ল্যাক, ক্লিয়ার কমপ্লিট অ্যাকটিভ কেয়ার ও ডাভ ইনটেনসিভ রিপেয়ার ৮০ মিলিলিটারের শ্যাম্পুর দামও ৩০ টাকা করে কমানো হয়েছে।

সাবান-শ্যাম্পুর পাশাপাশি দাম কমেছে হ্যান্ডওয়াশেরও। ইউনিলিভারের জনপ্রিয় ব্র্যান্ড লাইফবয়ের ২০০ মিলিলিটারের হ্যান্ডওয়াশের দাম ২৫ টাকা কমিয়ে ৮০ টাকা করা হয়েছে। এ ছাড়া লাইফবয় হ্যান্ডওয়াশ রিফিল প্যাকে ১০ শতাংশ বেশি দেওয়া হচ্ছে। এতে ১৭০ গ্রামের রিফিলে একজন ক্রেতা পাচ্ছেন ১৮৭ গ্রাম। এর বাইরে ক্রেতাদের সুবিধার্থে নতুন কিছু ছোট প্যাকও বাজারে এনেছে ইউবিএল। সুত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম///

দেশের ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান আগামী ১৫ আগস্ট সাইবার হামলার শিকার হতে পারে বলে সতর্কতা জারি করেছে সরকার।

বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-জিওভি সিআইআরটি) শুক্রবার এ সতর্কতা জারি করেছে।

ধর্মভিত্তিক আন্ডারগ্রাউন্ড হ্যাকার গ্রুপ এ হামলার হুমকি দিয়েছে বলে রেসপন্স টিম জানিয়েছে।

সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

এসব প্রতিষ্ঠানকে ছোট বা মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকানোর জন্য পূর্বপ্রস্তুতি নিতে বলা হয়েছে।

বিজিডি ই-জিওভি সিআইআরটি’র প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সতর্ক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ আগস্ট একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে, আইন প্রয়োগকারী সংস্থা এবং ব্যাংকগুলোতে সাইবার হামলার হুমকি দিয়েছে।

গত ৩ জুলাই একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের পরিবহন সেবায় ১ ঘণ্টা হামলার হুমকি দিয়েছিল এবং এসব সেবার ওয়েবসাইট প্রকৃতই হামলার শিকার হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম///