‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে বিজনেস সামিটের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

স্টকমার্কেটবিডি.কম///

ইউনিভার কনজিউমারের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড গত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার (৯ মার্চ) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০.৬৪ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৩৯.৬০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এ

রমজানে নতুন করে দ্রব্যমূল্য বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘রমজানে নতুন করে দ্রব্যমূল্যে বাড়বে না। বাজার মনিটরিংয়ের জন্য র‍্যাব, পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবেন।’

শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর পুলিশ লাইন অডিটোরিয়ামে রোটারী ক্লাব অফ উত্তরা আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রমজান মাস আসার আগেই সবাই একসঙ্গে বাজারে হুমড়ি খেয়ে পড়বেন না। কারণ পণ্য সরবারের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করেন, সবকিছু একবারে কিনে জমিয়ে রাখবেন, তাহলে চাপ পড়ে যায়। সব কিছু পর্যাপ্ত মজুদ আছে, তাই দাম বাড়ার কোনও কারণ নেই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, রোটারী ক্লাব অব উত্তরার সভাপতি সামছুল করিম রুকু ও প্রেসিডেন্ট খন্দকার আবিদ হোসেন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম///

সপ্তাহে ডিএসইর পিই রেশিও ০.৫৬ শতাংশ বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৯ মার্চ) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৫৬ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১৪.৪০ পয়েন্টেই অবস্থান করছে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৮ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহের শুরুতে (২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১৪.৩২ পয়েন্টেই অবস্থান করছে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও অপরিবর্তিত ছিল।

স্টকমার্কেটবিডি.কম/////

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৫৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১২৭ কোটি ৩৪ লাখ টাকার।

সী পার্লস স্পা এন্ড রিসোর্টের ১১৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইষ্টার্ণ হাউজিংয়ের ১১০ কোটি ৫৯ লাখ, এডিএন টেলিকমের ১০৫ কোটি ৩৬ লাখ, শাইন পুকুর সিরামিক্সের ৮৩ কোটি ৪ লাখ, জেমিনী সী ফুডসের ৭৫ কোটি ৬৮৮ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭৫ কোটি ৮১ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ৭৩ কোটি ৩৯ লাখ ও আমরা নেটওয়ার্কের ৬৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে আড়াই হাজার কোটি টাকা  

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় আড়াই হাজার কোটি টাকা বেড়েছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৪৪.১০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৮৪ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৯৩ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪৪.১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৬৪৬ কোটি ২৪ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৫৮ কোটি ৭৮ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৮০.১২ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১০.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২২৬ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৫.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৫টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৫টির শেয়ার ও ইউনিটের দর। আর ১৭টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৫ হাজার ৫৯১ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ১১৫ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২৪৭৬ কোটি টাকা বা ০.৩২ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///