শাহজিবাজারের ইপিএস বাড়লেও ন্যাভ কমেছে

sahjibazerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩০ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.২০ টাকা। এ হিসাবে এই ৩ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪.২৫ টাকা, যা গত ৩০ জুন ছিল ৩২.৯৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

নাহী এ্যালুমিনামের ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ বেড়েছে

naheeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহী এ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৪ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৬৮ টাকা। এ হিসাবে এই ৩ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৭২ টাকা, যা গত ৩০ জুন ছিল ১৪.৭৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

রহিমা ফুডের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

rahimaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পােরেশন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯.০৬ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১১.৮০ টাকা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

৫ দিনে ডিএসই বাজার মূলধন হারিয়েছে ১৯৪৬ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন হারিয়েছে। এ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে .৫১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৩,১৬৮ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮১,২২২ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১৯৪৬ কোটি টাকা বা দশমিক ৫১ শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫৯৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে সেখানে ২ হাজার ৪১১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এ হিসেবে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭.৬৩ শতাংশ।

এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৬৪ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৫ দশমিক ৫৯ পয়েন্ট। আর ডিএসই৩০ সূচক বেড়েছে ৬ দশমিক ২৬ পয়েন্ট।

এ সপ্তাহে ডিএসইতে মোট ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৬২টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দর।

অন্যদিকে মোট লেনদেনের ৭৫.৮৭ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৫ দশমিক ২৭ শতাংশ বি ক্যাটাগরির, ১৫ দশমিক ১৮ শতাংশ এন এবং ৫ দশমিক ৫৮ শতাংশ ছিল জেড ক্যাটাগরিরর কোম্পানির দখলে ছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১১ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে সিএসইতে মোট ২৮৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, দর কমেছে ১২৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড