বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৩শ ৪৫ কোটি ডলার

dollarস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক বছরের ব্যবধানে কমেছে ৩২ কোটি ডলার। তবে চলতি অর্থবছরের প্রথম চারদিনে রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৩শ ৪৫ কোটি ডলারে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ৩শ ১৭ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৩শ ১৭ কোটি ডলারে। ২০১৬-১৭ অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ৩শ ৪৯ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রিজার্ভ কমেছে ৩২ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও আমদানি ব্যয় বেড়েছে অস্বাভাবিকভাবে। এ কারণে রিজার্ভ বৃদ্ধির গতি থেমে ছিল। আবার কোনো কোনো সময় রিজার্ভ নিম্মমুখী হয়েছে। তবে গত দুই বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের মধ্যেই স্থিতিশীল রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

এডিবি সোলার প্যানেলের জন্য ৪৫.৪ মিলিয়ন ডলার ঋণ দেবে

adbস্টকমার্কেটবিডি ডেস্ক :

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে সেচ কার্যের উন্নয়নে ৪৫.৪ মিলিয়ন মার্কিন ডলার লোন সহায়তা দেবে। এর মধ্যে বিদ্যুৎ ব্যবস্থার দক্ষতা উন্নয়ন প্রকল্পে ঋণ হিসেবে ২০ মিলিয়ন মাকির্ন ডলার এবং সেচ কাজের জন্য সুপার অফ-গ্রিড সোলার ফটোভোল্টাইক (এসপিভি) পাম্পিংয়ে মঞ্জুরি সহায়তা হিসেবে ২০ মিলিয়ন মাকির্ন ডলার দেয়া হবে।

এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কৌশলগত জলবায়ু তহবিলের অধিন নিম্ন-আয়ের দেশসমূহ কর্মসূচিতে নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধি করতে ২২.৪৪ মিলিয়ন ডলার মঞ্জুরি এবং এডিবি পরিচালিত ক্লিন এনার্জি ফাইন্যান্সিং পাটনারশীপ ফ্যাসিলিটির অধিন সহায়তা ভিত্তিক ক্লিন এনার্জি ফান্ড থেকে ৩ মিলিয়ন ডলার দেয়া হবে।

এডিবি’র সিনিয়র জ্বালানি বিশেষজ্ঞ আইমিং ঝু বলেন, বাংলাদেশের পল্লী এলাকার দরিদ্র্য চাষীদের জন্য সেচ কাজে ব্যবহারের জন্য উচ্চ মূল্যের ডিজেল খরচ সক্ষমতার মধ্যে পড়ে না এবং টেকসইও নয়। পল্লীর যে সকল এলাকায় গ্রীড বিদ্যুৎ পযার্প্ত নয়, সেখানে সেচ কাজে বিকল্প হিসেবে সোলার প্যানেল ব্যবহার হয়ে থাকে। প্রকল্পটি জ্বালানি চাহিদা মেটাতে সহায়তা করবে। জনগণের জীবন মান উন্নয়ন করবে। সেচ কাজ এবং অন্যান্য কৃষি কাজে ডিজেলের ব্যবহার হ্রাস করবে।

দেশে উৎপাদিত মোট বিদ্যুতের ৪.৫৮ শতাংশ সেচ কাজে ব্যবহার হয়। চাষিরা উচ্চমূল্যে গ্রীড বিদ্যুৎ ব্যবহার করতে বাধ্য হয়। দেশে ১১.০৬ মিলিয়ন চাষি সেচ কাজের জন্য পাম্প চালাতে বিদ্যুৎ ব্যবহার করে। এতে প্রতি বছরে এক মিলিয়ন টন ডিজেলের প্রয়োজন হয়। এডিবি’র এই অর্থ যে সকল এলাকায় বিদ্যুৎ নেই, সেখানে কমপক্ষে ২০০০ এসপিভি পাম্প স্থাপনে সহায়ক হবে।
প্রকল্প এলাকায় জনসচেতনতা সৃষ্টি করতে কর্মশালাসহ ব্যাপক প্রচারণা চালানো হবে। ডিজেল পাম্পের স্থলে এসপিভি পাম্প স্থাপন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বৈদ্যুতিক ফ্যান তৈরি করবে এটলাস বাংলাদেশ

amu.smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড বৈদ্যুতিক ফ্যান তৈরি করবে। এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড (সরকারি) ‘মিল্লাত’ ফ্যানের অনুরূপ নিজস্ব ব্র্যান্ডের বৈদ্যুতিক ফ্যান তৈরির লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি খুব শিগগিরই একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত কারখানায় পণ্য বৈচিত্রতকরণ উদ্যোগের অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) আওতাধীন প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডের ‘থ্রি-এস’ (সেলস্, সার্ভিসিং এবং স্পেয়ারস) সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় এ সেন্টার উদ্বোধন করেন।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্। এতে এটলাস বাংলাদেশ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আ ন ম কামরুল ইসলাম বক্তব্য রাখেন।

এটলাসের নিজস্ব ব্র্যান্ডে ফ্যান তৈরির প্রকল্প বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে বলেও তিনি উল্লেখ করেন।
আমির হোসেন আমু বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য ও সেবার মান বেসরকারিখাতের সাথে ভারসাম্যপূর্ণ করতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে।

তিনি এটলাসের ‘থ্রি-এস’ সেন্টারের সেবার মান অক্ষুণœ রেখে একে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কমকর্তা-কর্মচারীদের পরামর্শ দেন।

পরে মন্ত্রী এটলাস বাংলাদেশ লিমিটেডের থ্রি-এস সেন্টার উদ্বোধন করেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশের পোশাক বিশ্বের সেরা : নেদারল্যান্ড রাষ্ট্রদূত

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকায় নেদারল্যান্ড দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত লিয়নি কিউলিনিয়ার বলেছেন, বাংলাদেশের পোশাক বিশ্বের সেরা। এখানকার শ্রমিকরাও অনেক পরিশ্রমী। বৃহস্পতিবার (৫ জুলাই) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনে আয়োজিত তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে লিয়নি কিউলিনিয়ার এ কথা বলেন।

লিয়নি বলেন, ‘আশা করি, ইউরোপীয় ইউনিয়নের সব দেশের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বাড়িয়ে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে পারলে এ দেশ পোশাক শিল্পের নেতৃত্বে প্রথম কাতারে যেতে পারবে।’

এ সময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি এসএম মান্নান কচিসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

সিদ্দিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্পকে এগিয়ে নিতে লিয়নি কিউলিনিয়ারের অসামান্য অবদান রয়েছে। বিজিএমইএ মনে করে, তিনি নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে এসেছিলেন। কিন্তু ফিরছেন বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার দূত হিসেবে।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে যখন তিনি (লিয়নি কিউলিনিয়ার) বাংলাদেশে এসেছিলেন, পোশাক খাত তখন অত্যন্ত কঠিন সময় পার করছিল। এ সময় তিনি তার বলিষ্ঠ নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমে বিভিন্ন ষ্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় সাধন করেন।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রতিবেশীর চেয়ে দূরবর্তী দেশ থেকে বেশি আমদানির সমালোচনায় মন্ত্রী

mannanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতিবেশী রাষ্ট্রের চেয়ে দূরবর্তী দেশ থেকে বেশি আমদানির সমালোচনা করেছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মাদ আব্দুল মান্নান। তিনি বলেন, ‘এটি লজ্জার বিষয় যে, আমরা নেপালের চেয়ে সোমালিয়া থেকে বেশি আমদানি করি।’

বৃহস্পতিবার ঢাকায় ‘বেল্ট ও রোড উদ্যোগ’ ও ‘বিবিআইএন’-এর গুরুত্ব সম্পর্কিত দুই দিনব্যাপী এক আঞ্চলিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কেন নিজেদের মধ্যে বাণিজ্য করি না? আমাদের মধ্যে অবিশ্বাস ও ভয় আছে। এগুলো আমাদের দূর করতে হবে। কারণ, এর ফলে অতীতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।’

ভারতের অশুল্ক বাধা বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে এগুলো দূর করার জন্য আলোচনা করছি। শুধু ঘোষণা দিলেই হবে না, কাস্টমস, অশুল্ক বাধা, আমলাতান্ত্রিক জটিলতা দূর করার জন্য আমাদের দৃঢ় পদক্ষেপ নিতে হবে।’

চীনের বেল্ট ও রোড উদ্যোগ প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, এটি আমাদের জন্য ভালো হবে।’ তিনি বলেন, ‘ব্যবসা শুরুর প্রথম দিন থেকেই কেউ লাভ আশা করে না, বরং বছর শেষে ব্যালেন্স শিট মিলিয়ে দেখে, কে কত পেলো।’

মোহাম্মাদ আব্দুল মান্নান বলেন, ‘চীন আমাদের থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে ও আমাদের কৌশল হচ্ছে আমরা বৃহৎ পরিসরে জিনিসটি দেখছি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি।’

চীনের কাছ থেকে বাংলাদেশ অতিরিক্ত ঋণ নেওয়া প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যদি না চাই, তবে কেউ আমাকে টাকা দিতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের সরকার ঋণ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। আমরা তখনই ঋণ নেই, যখন প্রয়োজন হয়।’

কোনও পক্ষের নাম উল্লেখ না করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘নাম বলতে চাই না, এমন একটি জায়গা থেকে ঋণ নেওয়ার পরিবর্তে আমি এআইআইবি (এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক) বা ভারত সরকারের কাছ থেকে ঋণ নিতে বেশি পছন্দ করবো।’

অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশ যদি ক্রমাগত অর্থনৈতিকভাবে কার্যকরী নয়, এমন প্রকল্পের জন্য ঋণ নিতে থাকে, তবে এটি ঋণগ্রস্ত দেশ হয়ে পড়বে।’ তিনি বলেন, ‘আমরা যদি পাঁচ বিলিয়ন ডলার খরচ করে পদ্মার ওপর রেল লাইন বানাই, তবে এটি শ্বেত হস্তিতে পরিণত হবে।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বৃহৎ শিল্প খাতে ১৮.৩১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে : শিল্পমন্ত্রী

amuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত অর্থবছরে বৃহৎ শিল্প খাতে ১৮ দশমিক ৩১ শতাংশ এবং ক্ষুদ্র শিল্প খাতে ১৪ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ তথ্য জানান।

তিনি জানান, চলতি অর্থবছরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) মাধ্যমে ৪২টি নতুন শিল্প প্রতিষ্ঠান চালু করা সম্ভব হয়েছে এবং বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কয়েকটি শিল্প প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সংস্কার ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি) লিঃ, ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ (সিসিসিএল), কর্ণফুলী পেপার মিল লিঃ (কেপিএম), নর্থ-বেঙ্গল পেপার মিল লিঃ (এনবিপিএম), খুলনা নিউজপ্রিন্ট মিলস লিঃ (কেএনএম) ও উজালা ম্যাচ ফ্যাক্টরী লিঃ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশ বর্তমানে বিশ্বে ৩২তম অর্থনৈতিক শক্তি : তোফায়েল

tofailস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের মধ্যদিয়ে দেশে অতিদরিদ্র মানুষের সংখ্যা ৩ শতাংশের নীচে নেমে আসবে। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বে ৩২তম অর্থনৈতিক শক্তি। এসডিজি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ২৮তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে।

তোফায়েল আহমেদ আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলনের প্লিনারী সেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাংলাদেশ প্লানিং কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট তিনদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসডিজি অর্জনের টার্গেট বাস্তবায়নে অ্যাকশন প্ল্যান তৈরী করে পরিকল্পিত ও সফল ভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন,যথাসময়ে এমডিজি অর্জন করায় জাতিসংঘ বাংলাদেশকে পুরষ্কৃত করেছে। জাতিসংঘ টেকসই উন্নয়ন অর্জনের জন্য ১৭টি গোলস, ১৬৯ টি টার্গেট এবং ২৪১টি ইন্ডিকেটর নির্ধারণ করে দেয়।

বাংলাদেশ ২০১৫ সালে এসডিজি অর্জনে কাজ শুরু করে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন,প্রথম মেয়াদের কাজ এ বছরের ৩০ জুন শেষ হয়েছে। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মধ্য মেয়াদের কাজ এবং ২০২০ থেকে ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদের কাজ চলবে বলে তিনি উল্লেখ করেন।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বে ৩২তম অর্থনৈতিক শক্তি। এসডিজি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ২৮তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২টি লক্ষ্য নির্ধারণ করে সংগ্রাম করেছিলেন। একটি বাঙালি জাতির মুক্তি অর্থাৎ দেশের স্বাধীনতা, অপরটি অর্থনৈতিক মুক্তি অর্থাৎ দেশকে সোনার বাংলায় পরিণত করা। তিনি বলেন,‘বঙ্গবন্ধু আমাদের দেশ স্বাধীন করে দিয়েছেন। আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা বিনির্মাণে কঠোরভাবে কাজ করছেন, সঠিক পথে এগিয়ে যাচ্ছেন।’

তোফায়েল আহমেদ জানান,বাংলাদেশে দরিদ্র মানুষের হার ২৪ দশমিক ৮ ভাগে এবং হতদরিদ্র মানুষের হার ১১ দশমিক ৯ ভাগে নেমে এসেছে। এসডিজি অর্জনের মধ্যদিয়ে অতিদরিদ্র মানুষের সংখ্যা ৩ শতাংশের নীচে নেমে আসবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান ও প্লানিং কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশনের সিনিয়র সচিব ড. সামছুল আলম।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রাইম ব্যাংকের উদ্দ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

primeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিসেস খুশী আকতার নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৪০,০৫৬ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৪,৪০,৬১৭টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ম্যারিকো বিডির ১ম প্রান্তিকের বোর্ড সভা ১৮ জুলাই

maricoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ম্যারিকো বিডি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৮ জুলাই আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় রাজধানী গুলশানস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

বোর্ড সভাশেষে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এসকোয়ার নিট কম্পোজিটের বিডিং ৯-১২ জুলাই

squireস্টকমার্কেটবিডি ডেস্ক :

সদ্য আইপিও অনুমোদন পাওয়া কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের বিডিং আগামী ৯ জুলাই হতে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আগামী ৯ জুলাই সোমবার বিকাল ৫ টা হতে এই বিডিং শুরু হবে। যা ১২ জুলাই বিকাল ৫ টায় শেষ হবে। এসময়ের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলো বিডিংয়ে শেয়ারের দর প্রস্তাব করতে পারবে।

কোম্পানিটি মোট শেয়ার ২০ শতাংশ শেয়ার এসব প্রতিষ্ঠানকে দিবে। এ জন্য বিডিং ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

বিডিং ফি বিডিং চলাকালীন সময়ে আইএফআইসি ব্যাংকে জমা দিতে হবে।

বিডিংয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৬ হতে ১৮ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড