বিপিও সামিট ২০১৮’র আইটি পার্টনার ‘আমরা’

30716439_1493889327405303_3718539284232273920_nস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৃতীয় বার্ষিক বাংলাদেশ বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) শীর্ষক সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। এই সামিটের সমাপনী দিনে আইটি পার্টনার হিসাবে ক্রেষ্ট প্রদান করা হয় আমরা গ্রুপকে।

গত ১৫ ও ১৬ এপ্রিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে যৌথভাবে সামিটটির আয়োজন করে বাংলাদেশ এসোসিয়েশন অফ কল সেন্টার ও আউটসোর্সিং (বাককো)।

আমরা কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ অত্র অনুষ্ঠানের ‘এ আই এর অগ্রযাত্রা ও বি.পি.ও. (বিজনেস প্রসেস আউটসোর্সিং) উপর এর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্যানেলিস্ট এর ভূমিকা পালন করেন এবং আমরা কোম্পানিজ এর হয়ে পার্টনার ক্রেস্ট গ্রহণ করেন।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিত এই সম্মেলন তথ্যপ্রযুক্তি (আইটি) অংশীদার ছিলো ‘আমরা’। মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক সম্মানিত উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্মেলনটি উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন মাননীয় মন্ত্রী, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও তরুণেরা। পাশাপাশি উল্লেখেযোগ্য সংখ্যক প্রতিষ্ঠিত বিদেশী বিনিয়োগকারী এবং ব্যবসায়ীও এতে অংশ নেন।

বাংলাদেশে বি.পি.ও. শিল্পকে এগিয়ে নিতে সহায়ক এই সম্মেলনের গর্বিত আইটি পার্টনার হিসাবে থাকতে পেরে ‘আমরা’চিরকৃতজ্ঞ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

বিডি ফাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

bd-finaceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। যা গত বছরে ছিল ১.২০ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৪১ টাকা। যা গত বছরে একই সময় ছিল ১৫.৯৪ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১৭ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

স্বাস্থ্য ও নিরাপত্তায় পুরস্কার পাচ্ছে ১০ পোশাক কারখানা

garmentsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০১৮ দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রথমবারের মতো ১০টি পোশাক কারখানাকে ‘পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার’ দেবে।

আগামী ২৮ এপ্রিল রাজধানীর কৃষিবিদ ইনসটিটিউশন মিলনায়তনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুরস্কারের জন্য মনোনিত ১০টি কারখানাকে সম্মাননা স্মারক দেবেন।
পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার দেওয়ার লক্ষ্যে গঠিত জুরি বোর্ড ১০টি করাখানাকে সম্মাননা দেওয়ার জন্য মনোনীত করেছে।
কারখানাগুলো হলো ময়মনসিংহের ভালুকার স্কয়ার ফ্যাশন লিমিটেড, ধামরাইয়ের স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেড, গাজীপুর কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড, মানিকগঞ্জের সাটুরিয়ার তারাসিমা অ্যাপারেলস লিমিটেড, গাজীপুর টঙ্গীর ভিয়েলাটেক্স লিমিটেড, ধামরাইয়ের এ কে এইচ ইকো অ্যাপারেলস লিমিটেড, নিট কনর্সান লিমিটেড, নারায়ণগঞ্জের ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স লিমিটেড, টঙ্গীর হুপ লুন অ্যাপারেলস লিমিটেড এবং নারায়ণগঞ্জ রূপগঞ্জের ফকির ফ্যাশন লিমিটেডকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

২০১৬ সাল থেকে ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

বাজেটে ম্যানুফেকচারিং খাতে কর সুবিধা দেওয়া হবে : রাজস্ব বোর্ড

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশীয় শিল্প বিকাশে আগামী বাজেটে ম্যানুফেকচারিং খাতে কর সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।

তিনি বলেন, ‘এটা অত্যন্ত খুশির খবর যে অনেকেই শিল্প স্থাপনের দিকে আসতে চাইছেন। অতীতে কয়েকটি খাতে উৎপাদন পর্যায়ে সুবিধা দেওয়ায় উৎপাদন ও রফতানি বেড়েছে। আমরা আরো কিছু খাতে সুবিধা দিতে চাই-যাতে উৎপাদনের পাশাপাশি রফতানিও বাড়ে। এ জন্য এবার ম্যানুফোকচারিং ক্ষেত্রে সুবিধা দিয়ে বাজেট তৈরি করা হবে।’

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব সম্মেলনকক্ষে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যালস, কম্পিউটার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশীয় শিল্প সংক্ষণের ক্ষেত্রে এবার নজর দেওয়া হবে।যারা বিদেশ থেকে নিম্নমানের পণ্য এনে বাজার সয়লাব করে-তা বন্ধ করা দরকার। তবে পুরোপুরি আমদানি বন্ধ করা যাবে না। কর সুবিধার মাধ্যমে আমরা দেশীয় শিল্পের সুরক্ষা দিতে চাই।

করপোরেট করহার কমানোর ইঙ্গিত করে করে মোশাররফ হোসেন বলেন, ‘এবারের বাজেট আলোচনায় অনেকেই করপোরেট করহার কমানোর কথা বলছেন। তাদের দাবি-আমরা এক্ষেত্রে উদার হলে রাজস্ব আয় বাড়বে, পাশাপাশি কর ফাঁকিও কমে আসবে। এগুলোর একটা সমন্বয় আমরা করবো। এ নিয়ে আমরা কিছু চিন্তাভাবনা করেছি। সেভাবে এগিয়ে যাবো।’

চলতি অর্থবছর রাজস্ব আহরণে ৫০ হাজার কোটি টাকার ঘাটতি হবে-সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, রাজস্ব আহরণে এত ঘাটতি থাকবে না। এনবিআরের ২ লাখ ৪৮ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তাতে সংশোধন আনতে হবে ঠিক। বাজেটও প্রতিবছর সংশোধন করা হয়। তবে গত ৯ মাসের রাজস্ব আয়ের যে গতি,তাতে আমরা বলতে পারি এই চিন্তাশালার বক্তব্য অনুযায়ী ৫০ হাজার কোটি টাকার ঘাটতি থাকবে না। ঘাটতি যেটা থাকবে-সেটা এর তুলনায় কম।

বাংলাদেশ মোবাইল ফোন আমদানিকারক সমিতির সভাপতি মো. রুহল আলম আল মাহবুব বলেন,এখন আমাদের মোবাইল ফোন উৎপাদনমূখী হওয়ার সময় হয়েছে। এক্ষেত্রে মোবাইল ম্যানুফেকচারিংয়ের কাঁচামাল আমদানির ওপর বিভিন্ন পর্যায়ে ১ থেকে ১০ শতাংশ হারে বিদ্যমান শুল্ক প্রধান বাঁধা।এই শুল্ক প্রত্যাহার করতে হবে।

এর জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ম্যানুফেকচারিং খাতকে আমরা উৎসাহিত করছি। যারা যারা উৎপাদনমুখী হবে আমরা নীতিমালা করে তাদের সুবিধা দেবো।

ইন্টারনেট ব্যবহার সহজলভ্য করতে ভ্যাট আইনের প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে সব পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রতিষ্ঠানসমূহকে আগামী ৫ বছরের জন্য কর অব্যাহতি সার্টিফিকেট প্রদানের প্রস্তাব করেন।

প্রতিবছর এনবিআর থেকে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রতিষ্ঠানকে ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট নিতে হয়। ৫ বছরের জন্য একবারে দিয়ে দিলে তাদের ব্যবসা পরিচালনা সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।

প্রাক-বাজেট আলোচনায় ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যালস, কম্পিউটার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাতের ২৪টি সংগঠনটি অংশগ্রহণ করে।

চার মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

mutualfunds_421x236স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান রিলায়েন্স ওয়ান ও এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ও ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এনসিসিবিএল ফার্ষ্ট মিউচ্যুয়াল ফান্ড চারটির চলতি বছরের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রিলায়েন্স ওয়ান:
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী-মার্চ’১৮) ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় হয়েছে ২ পয়সা । গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় ছিল ২৫ পয়সা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইপিএস কমেছে।

চলতি বছরের প্রথম নয় মাসে (জুলাই ১৭-মার্চ ১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪৩ পয়সা। গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৬২ পয়সা।

৩১ মার্চ ২০১৮ সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৫৮ টাকা। যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ১৪.০৭ টাকা।

আর ৩১ মার্চ ২০১৮ সময়ে ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০.৯৮ টাকা, যা ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে ছিল ১১.৫৫ টাকা।

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের:
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী-মার্চ’১৮) ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় হয়েছে ৩৮ পয়সা । গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় ছিল ৫৫ পয়সা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইপিএস কমেছে।

চলতি বছরের প্রথম নয় মাসে (জুলাই ১৭-মার্চ ১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৮২ পয়সা। গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৯৫ পয়সা।

৩১ মার্চ ২০১৮ সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.২৩ টাকা। যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ১২.৯৬ টাকা।

আর ৩১ মার্চ ২০১৮ সময়ে ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩.৭২ টাকা, যা ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে ছিল ১৪.০২ টাকা।

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড:
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী-মার্চ’১৮) ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় হয়েছে ৭ পয়সা । গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় ছিল ১৮ পয়সা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইপিএস কমেছে।

চলতি বছরের প্রথম নয় মাসে (জুলাই ১৭-মার্চ ১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪৩ পয়সা। গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ১০ পয়সা।

৩১ মার্চ ২০১৮ সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.২৫ টাকা। যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ১১.৫০ টাকা।

আর ৩১ মার্চ ২০১৮ সময়ে ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০.৪৬ টাকা, যা ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে ছিল ১০.৫৩ টাকা।

এনসিসিবিএল ফার্ষ্ট মিউচ্যুয়াল ফান্ড:
প্রথম প্রান্তিকে (জানুয়ারী-মার্চ’১৮) ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় হয়েছে ৭ পয়সা । গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় ছিল ২৩ পয়সা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইপিএস কমেছে।

৩১ মার্চ ২০১৮ সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৪৯ টাকা। যা ২০১৭ সালের ৩০ ডিসেম্বর ছিল ১২.৮২ টাকা।

আর ৩১ মার্চ ২০১৮ সময়ে ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০.২৪ টাকা, যা ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরে ছিল ১১.১৭ টাকা।ডিসেম্বর

স্টকমার্কেটবিডি.কম/এমএম

অলিম্পিক এক্সেসরিজের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান

Olympic-Accessoriesস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর বিজয় নগরে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের বার্ষিক বোর্ড সভা ২৫ এপ্রিল

bgicস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৫ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গত বছরে প্রতিষ্ঠানটি ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইস্টার্ন হাউজিংয়ের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান

eastern-housing-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও সেবা খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

খুলনা প্রিন্টিংয়ের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ২৩ এপ্রিল

KPPL1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার এন্ড প্রিন্টিং খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

mutalস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী-মার্চ’১৮) ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় হয়েছে ৮ পয়সা । গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় ছিল ২৪ পয়সা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইপিএস কমেছে।

চলতি বছরের প্রথম নয় মাসে (জুলাই ১৭-মার্চ ১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪৩ পয়সা। গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ১৪ পয়সা।

৩১ মার্চ ২০১৮ সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৩৩ টাকা। যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ১১.৫৪ টাকা।

আর ৩১ মার্চ ২০১৮ সময়ে ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০.৪৮ টাকা, যা ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে ছিল ১০.৫৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম