দক্ষ শ্রমিক ছাড়া বিদেশে কোনো বাজার নেই : প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, ‘বিদেশে যাওয়ার মানুষগুলোকে নিয়ে আমি কাজ করি। এরা দেশের রেমিট্যান্সযোদ্ধা। এদের দক্ষ করে গড়ে তোলা আমার মন্ত্রণালয়ের কাজ। দক্ষতা উন্নয়ন করে বিদেশে পাঠাতে না পারলে কোনো দেশেই অদক্ষ শ্রমিকের বাজার নেই।’

রবিবার (১১ জুন) সকাল ১১টায় রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানেব প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ইমরান আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বিদেশগামী জনশক্তিগুলোকে দক্ষতায় রূপান্তরিত করার লক্ষ্যে দেশব্যাপী জেলা শহরসহ উপজেলা পর্যায়ে ৪০টি টিটিসি ও একটি আইএমটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই কেন্দ্রগুলোতে ১৮ বছর বয়সের ছেলেমেয়েরা নিয়মিত প্রশিক্ষণ শেষে দক্ষতায় উন্নতি করে বিদেশের বাজারে তারা সুনামের সঙ্গে কাজ করে দেশের রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে।’

মন্ত্রী বলেন, ‘২০০৮ সাল থেকে ডিজিটাল বাংলাদেশকে স্মাট বাংলাদেশে রপান্তরিত করার কাজ করছে সরকার। নিজেকে স্মাট করে গড়ে তুলতে পারলে দেশে-বিদেশে কাজের দক্ষতা হাসিল করতে পারলে জাতি হিসেবে আমরা সবাই লাভবান হব। যার কারণে কারিগরি শিক্ষা মানুষের দোরগোড়াই পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশের মতো রাণীনগর উপজেলাতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।’

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, প্রকল্প পরিচালক মো. সাইফুল হক চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ দুলু নওগাঁর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানূর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম///

যুক্তরাষ্ট্র-সৌদি দ্বন্দ্বের মূলে জ্বালানি তেল উৎপাদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাশিয়ার ইউক্রেন হামলার পর থেকেই দেশটির বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এক ধরনের অর্থনৈতিক যুদ্ধে রূপ নেয়। রাশিয়ার আয়ের সবচেয়ে বড় উৎস জ্বালানি তেল ও গ্যাস। তাই যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর লক্ষ্যবস্তু হয় দেশটির তেল-গ্যাস রপ্তানি বন্ধ করা বা ব্যাপকভাবে কমিয়ে দিয়ে দেশটিকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। কিন্তু আমেরিকা ও ইউরোপের সেই লক্ষ্যে বাগড়া দেয় সৌদি নেতৃত্বাধীন তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস।

ওপেক প্লাস দেশগুলো গত বছর জ্বালানি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর পরিণতি ভোগ করার হুমকি দেন। এর বিপরীতে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানও অপ্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রশাসনিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন। সম্প্রতি ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের নথি থেকে এই প্রতিবেদন করেছে ওয়াশিংটন পোস্ট। ফাঁস হওয়া এসব গোপন নথি এখন বিভিন্ন মার্কিন মেসেজিং অ্যাপে ঘুরে বেড়াচ্ছে।

মূলত, যুক্তরাষ্ট্র চেয়েছিল ওপেক দেশগুলো উৎপাদন বাড়িয়ে বাজারে রাশিয়ার তেলের বিকল্প ব্যবস্থা করবে। কিন্তু তা না করে সৌদি নেতৃত্বাধীন দেশগুলো উল্টো তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়। এতে বিশ্ববাজারে একদিকে দাম বাড়তে থাকে, অন্যদিকে রাশিয়ার তেলের চাহিদাও আরো বেড়ে যায়।

স্টকমার্কেটবিডি.কম/////

দেশে ই-সিগারেটের ব্যবসা করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতোমধ্যে ই-সিগারেট নিষিদ্ধ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। দেশে ই-সিগারেটের ব্যবসা করতে দেওয়া হবে না-এ বিষয়ে শক্ত অবস্থানে আছি।

রবিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে স্বাস্থ্যসেবা বিভাগের ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে খাদ্য ফলন বৃদ্ধি পেয়েছে, বর্তমানে খাদ্য উৎপাদন ৪ কোটি টন। কৃষক পর্যায়ে তামাক উৎপাদন কমেছে। যদি আরও কমে তাহলে আমাদের যেটুকু খাদ্য আমদানি করতে হয়, সেটুকুও লাগবে না। তাই এ বছর আমাদের প্রতিপাদ্য-‘তামাক নয়, খাদ্য ফলান’।

জাহিদ মালেক বলেন, এ বছর তামাকের ওপরে ট্যাক্স বাড়বে। তবে আমাদের লক্ষ্য তামাক থেকে ট্যাক্স আহরণ নয় বরং কৃষি উৎপাদন বাড়িয়ে সে খাত থেকে কর আদায়।

তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাকের কারণে ১ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়, মৃত ব্যক্তির পরিবারের অর্থনীতির ওপরে অন্ধকার নেমে আসে। সার্বিকভাবে স্বাস্থ্যসেবায় ক্ষতি হচ্ছে। অসংক্রামক ব্যাধি ক্যানসার, কিডনি ফেইলিয়ার-এগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। তামাকজনিত কারণে এসব বেশি হয়ে থাকে।

সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, সরকার ৩০ হাজার শয্যা থেকে বৃদ্ধি করে ৬০ হাজার শয্যা করেছে হাসপাতালগুলোতে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, রেলসচিব ড. হুমায়ুন কবির।

স্টকমার্কেটবিডি.কম/////

৯ দিনে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জুন মাসে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) গতি বেড়েছে। চলতি জুন মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬ হাজার ২৪৫ কোটি টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, চলতি মাসের প্রথম ৯ দিনে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার বা ৬ হাজার ২৪৫ কোটি টাকার প্রবাসী আয় এসেছে দেশে। মাসটিতে প্রতিদিন আসছে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার বা ৬৯৪ কোটি টাকা। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রায় দুই বিলিয়নের কাছাকাছি (১৯০ কোটি ডলারের বেশি) চলে যাবে। এর আগে সব শেষ মে মাসের পুরো সময়ে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার এসেছিল। সে হিসাবে এখন পর্যন্ত চলতি মাসে রেমিট্যান্সের প্রবাহ ভালো।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, সামনে যেহেতু কোরবানি ঈদ, তাই ঈদ কেন্দ্র করে মাসের বাকি সময়ে আরও বেশি রেমিট্যান্স আসবে।

জুন মাসের প্রথম ৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/////

নিরাপদ খাদ্য নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে : খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে বহুমুখী সমস্যা রয়েছে। সেগুলো মোকাবিলার জন্য আমাদের বিস্তৃত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রবিবার ‘আইএফসি ১০ম আন্তর্জাতিক নিরাপদ খাদ্য ফোরাম’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে যৌথভাবে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে এসে আমাদের সংবিধান উপহার দেন। যেখানে তিনি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকারের ওপর গুরুত্ব দিয়েছেন। খাদ্য মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হচ্ছে সব নাগরিকের খাদ্যের চাহিদা পূরণের ব্যবস্থা করা। এছাড়া জনগণের পুষ্টি, উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব হিসেবে গণ্য করা হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধান সমন্বয়কের ভূমিকায় কাজ করে যাচ্ছে। তবে এটা শুধু একটি কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় দিয়ে করা সম্ভব নয়। এটি অংশীদারিত্বমূলক কার্যক্রম। যেখানে কার্যকর নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সৃষ্টিতে সবাইকে একটি প্ল্যাটফর্মে কাজ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/////

 

ইভ্যালির রাসেলের জামিন বহাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের জামিন বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চাওয়া রাষ্ট্রপক্ষের আবেদনে রবিবার কোনো আদেশ দেননি (নো অর্ডার) বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত।

গত ৬ জুন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রাসেলকে জামিন দেন। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়।সে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ, যাতে কোনো আদেশ দেননি আদালত।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আইনজীবী আহসানুল করিম “বেশ কয়েকটি শর্তে মামলা নিষ্পত্তি পর‌্যন্ত রাসেলকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

শর্তের মধ্যে আছেন, মামলার বিচারকাজকে কোনোভাবেই প্রভাবিত করবেন না, প্রতিমাসে সংশ্লিষ্ট থানায় হাজিরা দেবেন, কোনো ফৌজদারী কর্মকাণ্ড করবেন না ইত্যাদি।”
তবে আন্য মমালায় জামিন না পাওয়ায় মোহাম্মদ রাসেলের শিগগিরই কারা মুক্তি মিলছে না বলেও জানিয়েছিলেন এই আইনজীবী।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে মেঘনা লাইফ; ২য় নাভানা ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫৫ কোটি ৬৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ২৪ লাখ।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৩৯ কোটি ২৬ লাখ, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩৪ কোটি ২৫ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ৩৩ কোটি ৫২ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২৬ কোটি ৪৩ লাখ, রংপুর ডেইরী এন্ড ফুডের ২৫ কোটি ৫৩ লাখ, মুন্নু সিরামিকের ১৯ কোটি ৮৪ লাখ ও অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ১৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

  1. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  2. নাভানা ফার্মা
  3. ফারইস্ট ইসলামী ইন্সুরেন্স
  4. সোনালী লাইফ ইন্স্যুরেন্স
  5. ট্রাষ্ট ইসলামী লাইফ
  6. সি পার্ল বিচ রিসোর্ট
  7. ইন্ট্রাকো রিফুয়েলিং
  8. রংপুর ডেইরী
  9. মুন্নু সিরামিক
  10. অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

প্রথম দিবসে সূচকের পতন ও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৪১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৩০ কোটি ৬১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৬৩ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৪টির আর দর অপরিবর্তিত আছে ১৭৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মেঘনা লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, রংপুর ডেইরী এন্ড ফুড, মুন্নু সিরামিক ও অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৪২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৫৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২১ কোটি ৬২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

এসিআই ফর্মূলেশনের নতুন সিএস মোস্তাফিজুর রহমান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি এসিআই ফর্মূলেশন লিমিটেডের নতুন ভারপ্রাপ্ত কোম্পানি সচিব হিসাবে (সিএস) নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস হিসাবে মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। একসাথে আগের ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়ামূল হক দায়িত্ব থেকে সরে যাবেন।

এখন থেকে এসিআই ফর্মূলেশন লিমিটেডের নতুন এসিআই ফর্মূলেশন কোম্পানি সচিব হিসাবে দ্বায়িত্বপ্রাপ্ত হবেন।

স্টকমার্কেটবিডি.কম/এ