ডিএসইতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ২০.৭৬ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ১২ হাজার ৮৪১ কোটি টাকা বা ৩.২২ শতাংশ। তবে এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৪০৫ কোটি ৩৮ লাখ বা ২০.৭৬ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৯৮,৩৪২ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৫.৫০১ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১২ হাজার ৮৪১ কোটি টাকা বা ৩.২২ শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২৩৫৭ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৯৫২ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪০৫ কোটি ৩৮ লাখ বা ২০.৭৬ শতাংশ বেশি।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১৩.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১০.৫১ পয়েন্ট কমে দাড়িয়েছে ২০১৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৭.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৫৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে তিন খাতে

weekly-returnস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ৩ খাতে। অন্যদিকে দর কমেছে ১৭ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বিবিধ খাতে। এ খাতে দর বেড়েছে ১৩.৬৯ শতাংশ। এছাড়া ট্যানারী খাতে ০.৪০ শতাংশ এবং বস্ত্র খাতে ০.৪১ শতাংশ দর বেড়েছে।

এ দিগে, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিমেন্ট খাতে। এই খাতে ৩.৬৮ শতাংশ দর কমেছে। এরপরেই টেলিযোগাযোগ খাতে দর কমেছে ৩.৪০ শতাংশ।

এ ছাড়া অন্যান্য খাতের মধ্যে ব্যাংক খাতে ০.১৭ শতাংশ, সিরামিক খাতে ০.৫৮ শতাংশ, প্রকৌশল খাতে ১.৫১ শতাংশ, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ১.৮৮ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ০.৩৫ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৮৫ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ১.০৯ শতাংশ, আইটি খাতে ২.৩৫ শতাংশ, জুট খাতে ২.৩৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৮৪ শতাংশ, আর্থিক খাতে ০.৭৬ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ১.৭৬ শতাংশ, ফার্মাসিটিক্যাল খাতে ০.৮০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৩২ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ২.১০ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আজ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা পেশ

(JPEG Image, 311 × 162 pixels)স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বরাবরের মত এবছরও বাংলাদেশ অর্থনীতি সমিতি বাজেট প্রস্তবনা পেশ করবে। আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৮-১৯’ শীর্ষক বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হবে।

ঢাকায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি ড. আবুল বারকাত। অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ জানান, শনিবার ঢআজ জাতীয় প্রেসক্লাব ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, দিনাজপুর, নড়াইল, নোয়াখালী, চাঁদপুর, যশোর এবং ময়মনসিংহে একই সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট প্রস্তাাবনা উপস্থাপন করা হবে। সূত্র: বাসস।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

বাংলাদেশি বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগ-সুবিধা দেওয়ার আহ্বান

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আরও উন্নয়নে ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়। একইসঙ্গে তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগে বিশেষ করে যৌথ উদ্যোগের সুবিধা দিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এতে উভয় দেশ লাভবান হবে।

শুক্রবার সন্ধ্যায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলের ম্যান্ডারিং কক্ষে কলকাতার ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

শেখ হাসিনা বাংলাদেশে নদী খননে ভারতীয় ব্যবসায়ীদের সমর্থন কামনা করে বলেন, এতে আঞ্চলিক যোগাযোগ জোরদার হবে। পরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের গভর্নর কেশরী নাথ ত্রিপাঠির দেওয়া ভোজসভায় যোগ দেন। কলকাতার রাজভবনে এ ভোজসভা অনুষ্ঠিত হয়।

এর আগে দুই দিনের সরকারি সফরে শুক্রবার সকালে কলকাতা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি এই সফরে গেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ২৫ মিনিটে কলকাতায় নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে কলকাতা থেকে ১৮০ কিলোমিটার উত্তরে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে যান। বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক সবুজ কলি সেন শান্তিনিকেতনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং ভারতের প্রধানমন্ত্রী পরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সূত্র: বাসস।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

ডিএসইতে পিই কমেছে ০.১২ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.৮৫ পয়েন্টে। যা সপ্তাহ শেষে কমে ১৪.৭৩ পয়েন্টে দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.১২ পয়েন্ট বা ০.৮১ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.৩ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৯ পয়েন্টে, ঔষুধ ও রসায়ন খাতের ১৯.৬ পয়েন্টে, প্রকৌশলী খাতের ১৮.৩ পয়েন্টে, বীমা খাতের ১১.৫ পয়েন্টে, বস্ত্র খাতের ২০.৫ পয়েন্টে, বিবিধ খাতের ২৪.৩ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৮.২ পয়েন্টে, চামড়া খাতের ১৭.৬ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৫.২ পয়েন্টে, জ্বালানী ও শক্তি খাতের ১২.৫ পয়েন্টে, এনবিএফআই খাতের ১৫.৮ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের – ২১.৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ২১.৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩০ পয়েন্টে, সিরামিক্স খাতের ১৯.৫ পয়েন্টে এবং পাট খাতে – ৩৩.২ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন

intracoস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক ও বিএসআরএম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লেনদেনের শীর্ষে প্রথম স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২ কোটি ৩৭ লাখ ৮৯ হাজার ৭৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১১৭ কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.৩১ শতাংশ।

লেনদেনের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৫ লাখ ৮১ হাজার ৭২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭৭ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৫৭ শতাংশ।

লেনদেনের শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৬৬ লাখ ৩৯ হাজার ৯০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭৬ কোটি ৪ লাখ ৩২ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩.৫১ শতাংশ।

এ ছাড়া লেনদেনের শীর্ষে রয়েছে, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, লিগাছি ফুটওয়্যার, এ্যাডভেন্ট ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল, গ্রামীন ফোন ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম