সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানি বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি ২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানি ১৪.৪৬ শতাংশ বেড়েছে। গত মাসে পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ৩.৬১ বিলিয়ন মার্কিন ডলারে। গত ২০২২-২৩ অর্থবছরের একই মাসে এর পরিমাণ ৩.১৬ বিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) গতকাল শনিবার ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশের রপ্তানির পরিসংখ্যান প্রকাশ করে।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গত কয়েক মাসে অর্ডার হ্রাস পাচ্ছিল, এর মধ্যে একক মাসে এই প্রবৃদ্ধি সত্যিই অসাধারণ। যেহেতু আমরা পণ্য এবং বাজার বৈচিত্র্যকরণ, প্রযুক্তি আপগ্রেডেশন এবং উদ্ভাবনসহ প্রবৃদ্ধির নতুন সুযোগগুলো অন্বেষণ করছি, তাই তাঁর সুফল পেতে শুরু করেছি।

এদিকে ইপিবির তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক বা জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় ১১.৬১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.০৭ শতাংশ বেশি।

আলোচ্য সময়ে নিটওয়্যার খাত থেকে রপ্তানি হয়েছে ৬.৭৬ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক থেকে রপ্তানি এসেছে ৪.৮৫ বিলিয়ন ডলার।

নিট এবং ওভেন উভয় খাত থেকে রপ্তানি আয় যথাক্রমে ১৯.৭ শতাংশ এবং ৪.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম///

ফ্রিল্যান্সারের আয় থেকে কর না কাটার নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফ্রিল্যান্সারদের বিদেশি আয় বা রেমিট্যান্সের বিপরীতে কোনো ধরনের উৎসে কর না কাটার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে অথোরাইজড ডিলার ব্যাংকগুলোয় পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ কর্তৃক ২৭ সেপ্টেম্বর জারিকৃত এফই সার্কুলার লেটার (নং-১৪) স্পষ্টীকরণের লক্ষ্যে জানানো যাচ্ছে, আয়কর আইন, ২০২৩’র ১২৪ ধারার (২) এবং ষষ্ঠ তফসিলের অংশ ২ এর দফা ২১ অনুযায়ী আইটি ফ্রিল্যান্সিং খাত হতে কোনো উৎসে কর কাটা যাবে না। ’

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের এক নির্দেশনায় ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং বাবদ পাওয়া রেমিট্যান্সের ওপর উৎসে কর আদায় করতে বলা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আকতার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম। আর নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন মোঃ নুরুল আকতার।

সম্প্রতি অনুষ্ঠিত বিমাটির পরিচালনা বোর্ডের ৭৪ তম সভায় নতুন চেয়ারম্যান ও নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন বিমাটি পরিচালনা বোর্ড।

বিমাটির নতুন চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জিপিএইচ ইস্পাত, এমআই-সিমেন্ট, ক্রাউন পাওয়ার জেনারেশনসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা (চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক)। আর ভাইস চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার হলেন বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ এবং এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ।

স্টকমার্কেটবিডি.কম////

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭৯ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৭৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগের মাসে এটি ১৪৪ টাকা বেড়েছিল।

ঘোষিত নতুন দর আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। অক্টোবরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৬৩ টাকা। সেপ্টেম্বরে এই দাম ছিল ১ হাজার ২৮৪ টাকা। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালি রান্নার কাজে।

আজ বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দর জানানো হয়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে সব জায়গায় কার্যকর হতে দেখা যায় না।

বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এই দর ঘোষণা করেন।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে রিপাবলিক ইন্সুরেন্স; ২য় ফু-ওয়াং ফুডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ টাকা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ১৫ কোটি ২৮ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৩ কোটি ৮৫ লাখ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৮০ লাখ, জেমিনী সী ফুডের ১১ কোটি ৬৭ লাখ, প্রভাতী ইন্সুরেন্সের ১১ কোটি ১৫ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ১১ কোটি ২ লাখ ও ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. রিপাবলিক ইন্সুরেন্স
  2. ফু-ওয়াং ফুডস
  3. বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স
  4. সোনালী পেপার
  5. সি পার্ল বিচ রিসোর্ট
  6. খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ
  7. জেমিনী সী ফুড
  8. প্রভাতী ইন্সুরেন্স
  9. লাফার্জহোলসিম বাংলাদেশ
  10. এমারেল্ড অয়েল।

দিনশেষে সূচকের মিশ্র অবস্হায় কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্তা দেখা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৩১ কোটি ৯৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৮টির আর দর অপরিবর্তিত আছে ১৩৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – রিপাবলিক ইন্সুরেন্স, ফু-ওয়াং ফুডস, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, প্রভাতী ইন্সুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫.৫৬পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৬৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৩৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১২ কোটি ১০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক ও ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ই-জেনারেশনের ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের এক প্লেসমেন্ট শেয়ারহোল্ডার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ই জেনারেশন সলুওশন নামে কোম্পানিটির এক শেয়ারহোল্ডার ২০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন। ই-জেনারেশন লিমিটেডের এমডি শামীম আহসান ই জেনারেশন সলুওশন লিমিটেডের চেয়ারম্যান।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম////

ন্যাশনাল ব্যাংকের এজিএমের দিন নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকি খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২১ ডিসেম্বর সকাল ১১:৩০ টায় এই বার্ষিক সাধারণ সভাটি (এজিএম) আহবান করা হয়েছে।

উল্লেখ্য যে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এজিএমটি হাইকোর্টের নির্দেশে স্থগিত করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম///

জেমিনী সী ফুডের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও সহযোগী খাতের কোম্পানি জেমিনী সী ফুড লিমিটেডের নাম পরিবর্তন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হবে জেমিনী সী ফুড পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের বিষয়টি ইতিমধ্যে অনুমোদন দিয়েছে ডিএসই।

আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে ।

স্টকমার্কেটবিডি.কম/রাজু