মাত্র ২ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুই দিনের ব্যবধানে ফের সোনার দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনায় ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত সোমবার (৫ আগস্ট) প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়িয়েছিল সোনা ব্যবসায়ীদের সংগঠন বাজুস। মঙ্গলবার (৬ আগস্ট) থেকে তা কার্যকরও হয়েছিল।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা। এর আগে গত ২৪ জুলাই থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ৫৩ হাজার ৩৬২ টাকায়। গত মঙ্গলবার থেকে যা বাড়িয়ে করা হয়েছিল ৫৪ হাজার ৫২৯ টাকা।

২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। রুপার দাম বেড়েছে ভরিতে ২৩৩ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনার দাম।
বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৭৭৫ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা; প্রতি ভরি ২১ ক্যারেট ৫৩ হাজার ৩৬২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪৮ হাজার ৩৪৭ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ১৬৬ টাকা। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে (২৭ হাজার ৫৮৫ টাকা)।

এ ছাড়া ২৩ ক্যারেট প্লাটিনাম আগের দামে বিক্রি হবে (ভরিপ্রতি ৬৫ হাজার ২৬ টাকা)।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শেয়ারবাজার নিয়ে বিক্ষোভকারীদের শায়েস্তা করবে ডিএসই

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত মঙ্গলবার মোটামুটি দীর্ঘ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে আছে নিজেদের সাফাই, ভাবমূর্তির দোহাই আর অন্যের দোষারোপ। অর্থাৎ তাদের সবাই ভালো। সুতরাং, সমালোচনা করা মানেই দেশের ভাবমূর্তি নষ্ট। অতএব, ভাবমূর্তির খাতিরে চুপ থাকতে হবে। তারপরও চুপ না থাকলে শেয়ারবাজার নিয়ে বিক্ষোভকারীদের শায়েস্তা করার কথাও বলেছে ডিএসই।

শুরুতে সংবাদ বিজ্ঞপ্তির কিছু অংশ তুলে ধরে যাক। ডিএসই বলেছে, যে কেউ ইচ্ছা করলেই শেয়ারবাজারকে প্রভাবিত করতে পারবে না, বাংলাদেশের শেয়ারবাজার বিশ্বের উন্নত স্টক এক্সচেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে এবং সবই করা হচ্ছে শেয়ারবাজার তথা বিনিয়োগকারীদের স্বার্থে৷ বাংলাদেশের শেয়ারবাজার সম্বন্ধে যাদের কিছু ধারণা আছে, এই সংবাদ বিজ্ঞপ্তির বিশ্বাসযোগ্যতা কতটা, তারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। তারপরও এ নিয়ে খানিকটা আলোচনা করা প্রয়োজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই শেয়ারবাজারের সম্প্রতি পতনকে বলেছে ‘কিছুটা বাজার সংশোধন’। তবে তাদের আপত্তি হচ্ছে ‘সংশোধন’ বুঝতে না পারা। বিনিয়োগকারীরা কেবল যে সংশোধন বোঝেনি তা নয়, উল্টো ‘স্বল্পসংখ্যক বিনিয়োগকারী ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন৷ এ বিক্ষোভের ফলে দেশ ও বিদেশে আমাদের শেয়ারবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে’—এ হচ্ছে ডিএসইর বক্তব্য। তাহলে কী করণীয়—ডিএসই সে উপায়ও বাতলে দিয়েছে।

ডিএসইর মতে প্রথম উপায় হচ্ছে, ‘বিনিয়োগকারীদের অত্যন্ত ধৈর্য বজায় রাখা,’ এবং ‘কোনোরূপ অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না করা’। এই আহ্বানে যদি কাজ না হয়, তাহলে বিকল্প উপায় হিসেবে ডিএসই ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছে শেয়ারবাজারের মতো স্পর্শকাতর অর্থনৈতিক প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার প্রতি বিশেষ দৃষ্টি রাখা’। কেননা, ‘বিশ্বের অন্যান্য দেশের স্টক এক্সচেঞ্জে এর চেয়েও বেশি উত্থান-পতন হয়৷ সেখানে কখনো ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন অথবা বিক্ষোভ প্রদর্শন করা হয় না।’

এ অবস্থায় ‘যে কেউ ইচ্ছা করলেই দেশের শেয়ারবাজারকে প্রভাবিত করতে পারবে না’—বিজ্ঞপ্তিতে ডিএসইর এই বক্তব্য কতজন বিশ্বাস করেন, এ নিয়ে তাঁরা একটি জরিপ করে দেখতে পারেন। ‘সবই করা হচ্ছে শেয়ারবাজার তথা বিনিয়োগকারীদের স্বার্থে’—জরিপে এই প্রসঙ্গও তারা আনতে পারে। তাহলেই বিশ্বাসযোগ্যতার বিষয়টি প্রমাণিত হবে।

‘বাজার থেকে হাজার হাজার কোটি টাকা মূলধন উধাও ও পাচার’—গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের সংবাদ নিয়েও আপত্তি ডিএসইর। অবশ্যই সংবাদমাধ্যমের আরও সতর্ক হওয়া দরকার। অবশ্যই অর্থনীতির শাস্ত্র অনুযায়ী বাজারের সিকিউরিটিজের মূল্য ওঠা-নামার সঙ্গে বাজার মূলধন বাড়ে বা কমে, এর সঙ্গে টাকা উধাও বা পাচার হওয়ার কোনো সম্পর্ক নেই৷ তবে এখন পর্যন্ত দুবার দেশের সাধারণ বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হয়েছে। এর মধ্যে একবার জনগণের করের টাকায় ক্ষতিপূরণও দিতে হয়েছে। বড় দুই কেলেঙ্কারি থেকে বলা যায়, এ দেশে কারসাজি করে টাকা উধাও করা হয়। এমনকি এখনো এই কারসাজি চলে। সেটা বন্ধ করার মতো সাহস নিয়ন্ত্রক সংস্থা দেখাতে না পারলে বিনিয়োগকারীদের আস্থা কখনো ফিরে আসবে না। আর সত্যিকার অর্থে বাজারের ওপর আস্থা ফিরলে তবেই উত্থান-পতনকে স্বাভাবিক বলে ধরে নেবে বিনিয়োগকারীরা। তখন আর বিক্ষোভের প্রয়োজন হবে না, ভাবমূর্তির সংকটও হবে না। আগে এ কাজ করে দেখান।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ব্র্যাক ব্যাংকের পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

bracস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের একজন নমিনেটেড পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কায়সার কবির নামে এই নমিনেটেড পরিচালক প্রতিষ্ঠানটির ১,৫৮,১২৫ শেয়ার বিক্রয় করবেন। তার হাতের সব শেয়ার তিনি বিক্রি করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. খুলনা পাওয়ার
  3. জেএমআই সিরিঞ্জ
  4. গ্রামীনফোন লিমিটেড
  5. ফরচুন সুজ
  6. বাংলাদেশ শিপিং করপোরেশন
  7. মুন্নু সিরামিকস
  8. বঙ্গোজ ইন্ডাস্ট্রিজ
  9. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  10. স্কয়ার ফার্মা লিমিটেড ।

শেয়ারবাজারে লেনদেন কমলেও বেড়েছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকের উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৪৯ কোটি ৪ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২২ পয়েন্ট বেড়েঅবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে। আর ডিএসই সূচক ২.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৯২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৩৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২২৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৩টির। আর দর অপরিবর্তিত আছে ৬১টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, গ্রামীনফোন লিমিটেড, ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু সিরামিকস, বঙ্গোজ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও স্কয়ার ফার্মা লিমিটেড ।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮৯৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৭ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৮ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ও ডরিন পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পিপলস লিজিংয়ের কর্মকর্তাদের গোল্ডেন হ্যান্ডশেক দাবি

peoplesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন করেছেন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তারা। এ সময় তাঁরা চাকরি থেকে ছাঁটাই বন্ধ, গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে সুযোগ-সুবিধা পরিশোধসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার প্রতিষ্ঠানটির অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশ নেন। এরপর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, ২০১৪ সালেও পিপলস লিজিং শেয়ারধারীদের বোনাস দিয়েছিল। ২০১৬ থেকে প্রতিষ্ঠানটিতে ১ হাজার ৩০০ কোটি টাকা নতুন আমানত আনা হয়েছে। পিপলস লিজিংয়ে যা অনিয়ম হয়েছে, এর কোনোটাই বাংলাদেশ ব্যাংকের অগোচরে ঘটেনি। কারণ প্রতিবছরই কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছিল।

কর্মকর্তাদের পক্ষে লিখিত বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারুন উর রশীদ ও ব্যবস্থাপক মালিক মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন কর্মকর্তা ইসমত আরা, জামাল উদ্দিনসহ আরও অনেকে।

স্টকমার্কেটবিডি.কম/

ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের ২০% লভ্যাংশ ঘোষণা

farest lifeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

আগামী ২৯ সেপ্টেম্বর বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ