রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা ৮ মার্চ থেকে কার্যকর

uberস্টকমার্কেটবিডি ডেস্ক :

উবার, পাঠাওসহ অন্যান্য মোবাইল ফোন অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সার্ভিস পরিচালনার নীতিমালা বৃহস্পতিবার (৮ মার্চ) থেকে কার্যকর হচ্ছে। রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৭ কার্যকরের তারিখ ঘোষণা করে সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৭ এর গেজেট জারি করা হয়। গত ১৫ জানুয়ারি রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা অনুমোদন দেয় মন্ত্রিসভা।

রাজধানীতে গণপরিবহন সংকটের মধ্যে গতবছর প্রথম কার্যক্রম শুরু করে রাইডশেয়ারিং সার্ভিস উবার। এরপর দ্রুত এ জাতীয় সেবা সম্প্রসারিত হতে থাকে। কিন্তু এ ধরনের সেবার জন্য কোন নীতিমালা না থাকায় প্রশ্ন উঠে।

এই প্রেক্ষাপটে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা করে সড়ক পরিবহন ও সেতু বিভাগ। নীতিমালা অনুযায়ী রাইডশেয়ারিং সার্ভিস পরিচালনার জন্য বিআরটিএ’র কাছ থেকে রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির সনদ নিতে হবে। মোটরযানের মালিককেও এই সার্টিফিকেট নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ঋণমান ‘এ’ ও ‘এসটি-৩’

purabi-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬৭ সালের ৩১ ডিসেম্বরের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আর ২০১৭ সালের ৫ মার্চ পর্যন্ত আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্জিনধারীদের তথ্য চায় বাংলাদেশ শিপিং

bsc-300x150স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় কোম্পানিটি।

আগামী ১৫ মার্চের মধ্যে এই তালিকা secy@bsc.gov.bd ঠিকানায় কোম্পানির নিকট পাঠাতে সকল ব্রোকার হাউজ ও ডিপিদের বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই

  1. মুন্নু সিরামিক্স
  2. সিভিও পেট্রোক্যামিকেলস
  3. ইবনে সিনা
  4. ন্যাশনাল টিউবস
  5. বিবিএস ক্যাবলস
  6. নাহি এ্যালুমিনাম
  7. গ্রামীনফোন
  8. এ্যাপেক্স ফুডস
  9. স্কয়ার ফার্মা
  10. আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ওয়েষ্টার্ণ মেরিনের ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এমো: সাইফুল ইসলাম নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৩০ লাখ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ১ কোটি ৮৭ লাখের বেশি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২৬ কোটি টাকা। এদিন লেনদেনের সাথে বেড়েছে সব সূচক। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৫৫ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৯০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৩৮৯ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৬টির। আর দর অপরিবর্তিত আছে ৫০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিক্স, সিভিও পেট্রোক্যামিকেলস, ইবনে সিনা, ন্যাশনাল টিউবস, বিবিএস ক্যাবলস, নাহি এ্যালুমিনাম, গ্রামীনফোন, এ্যাপেক্স ফুডস, স্কয়ার ফার্মা ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৯০৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৭২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৩০ কোটি ৩২ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পপুলার লাইফ ও গ্রামীন ফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ভিশন-২০২১ বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গী হতে চায় ভিয়েতনাম

11e96ba86e29bc840cab02895045f655-5a9ce219e09b2স্টকমার্কেট প্রতিবেদক :

ভিশন-২০২১ বাস্তবায়নে বাংলাদেশের অংশীদার হতে চায় ভিয়েতনাম। বাংলাদেশে এ জন্য বিভিন্ন খাতে বিনিয়োগের পরিকল্পনা করছে দেশটি।

বাংলাদেশে সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং মঙ্গলবার (৬ মার্চ) হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস ফোরাম’র আলোচনা সভায় এসব কথা বলেন।

বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই), ভিয়েতনামের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশে ভিয়েতনামের দূতাবাস যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করেছে। ভিয়েতনামের প্রেসিডেন্ট এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনদিনের সফরে আসা ভিয়েতনামের প্রেসিডেন্ট এ অনুষ্ঠানে সে দেশের ১০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভিয়েতনামকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।

এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ২০১৬-১৭ অর্থবছরে ৬৬ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভিয়েতনামে রফতানি করেছে। ভিয়েতনাম থেকে আমদানি করেছে ৪১২ দশমিক ২০ মিলিয়ন ডলারের পণ্য। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিশাল সম্ভাবনা রয়েছে।

এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম এবং সহ-সভাপতি মো. মুনতাকিম সভায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ ও ভিয়েতনামের ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনাপর্বে ভিয়েতনামের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী গুয়েন চি ডাং এবং শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী চাও কুয়োক হাং অংশ নেবেন।

আলোচনাপর্বে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম বক্তব্য রাখবেন। এ পর্বে দুই দেশের ব্যবসায়ী নেতারাও আলোচনায় অংশ নেবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

৯৬ সালে আমরা পাটকলগুলো খুলে দিতে শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেট প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে দেশের পাটকলগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেয়। ৯৬ সালে আমরা যখন ক্ষমতায় এলাম বন্ধ পাটকলগুলো খুলে দিতে শুরু করলাম। এরপর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আদমজী জুট মিল বন্ধ করে দিলো। যেখানে ২৫ হাজার শ্রমিক কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস’র উদ্বোধন অনুষ্ঠানে মঙ্গলবার (০৬ মার্চ) সকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার পরপরই সব বন্ধ কলকারখানা খুলে দিয়ে তা জাতীয়করণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধবিধ্বস্ত দেশটাকে যখনই জাতির পিতা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই তাকে হত্যা করা হয়।

অন্যান্য শিল্পের মতো পাটশিল্পও প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার পরিহিত শাড়ি, ব্যবহৃত জুতা ও সঙ্গে থাকা ব্যাগটি পাটের বলে জানান।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ডিএসই থেকে রাজস্ব আয় কমেছে ৩৫ শতাংশ

taxস্টকমার্কেট প্রতিবেদক :

গত ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় বাড়লেও দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে তা কমে গেছে। জানুয়ারিতে দেশের প্রধান শেয়ারবাজারটি থেকে সাড়ে ১৮ কোটি টাকা রাজস্ব আদায় হলেও ফেব্রুয়ারিতে এসেছে ১২ কোটি টাকা। এ হিসাবে আগের মাসের তুলনায় গত মাসে আয় কমেছে সাড়ে ৬ কোটি টাকা, শতাংশের হিসাবে যা ৩৫ শতাংশ।

জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে দরপতন অব্যাহত থাকায় বিনিয়োগকারী ও উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি কমেছে। সে কারণেই কমেছে রাজস্ব আয়।

যদিও ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে সাড়ে ৫ কোটি টাকার রাজস্ব আয় বেশি ছিলো।

ব্রোকারেজ হাউজ সংশ্লিষ্টরা বলছেন, আস্থা ও তারল্য সংকটের বাজারে বিনিয়োগকারীদের লেনদেন কমেছে। ফলে জানুয়ারিতে দৈনিক লেনদেন হওয়া ৫৬০ কোটি টাকা থেকে ফেব্রুয়ারিতে নেমে এসেছে ৪০৪ কোটি টাকায়। পাশাপাশি ডিএসইর প্রধান সূচকও ২৩৪ পয়েন্ট কমে ৬ হাজার পয়েন্টের নিচে অবস্থান করছে।

ডিএসইর তথ্য মতে, ফেব্রুয়ারিতে ডিএসইতে ১৯ কার্যদিবসে ৭ হাজার ৬৭৯ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। উদ্যোক্তা-পরিচালক ও বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি বাবদ এই টাকা লেনদেন হয়েছে। আর এর থেকে সরকারের রাজস্ব আয় দাঁড়ায় ১২ কোটি টাকা।

জানুয়ারিতে ডিএসইতে ২৩ কার্যদিবসে লেনদেন হয় ১০ হাজার ৭২ কোটি ১৬ লাখ টাকার। দৈনিক গড়ে লেনদেন হয় ৪৩৭ কোটি ৯২ লাখ টাকা। সেখান থেকে সরকারের মোট ১৮ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮৩০ টাকা রাজস্ব আয় হয়। যা ছিল ডিসেম্বর মাসের তুলনায় ৫ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ১৯২ টাকা বেশি।

ফেব্রুয়ারিতে দুই প্রকার রাজস্ব আয়ের মধ্যে ডিএসইর আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩ বিবিবি ধারা অনুযায়ী ব্রোকারেজ কোম্পানি থেকে উৎসেকর হিসেবে ৭ কোটি ৭০ লাখ টাকার আয় হয়। একই খাত থেকে জানুয়ারি মাসে ১০ কোটি ৭ লাখ ১১ হাজার ৯৮৭ টাকা আয় হয় সরকারের।

অপরদিকে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩ এম ধারা অনুযায়ী ফেব্রুয়ারিতে স্পন্সর ও প্লেসমেন্ট সিকিউরিটিজ বিক্রি বাবদ আয় হয় ৪ কোটি ৩০ লাখ টাকা। অথচ জানুয়ারি মাসে এই অংক ছিলো ৮ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ৮৪৩ টাকা।

গত বছর ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় হয়েছিলো ৩৪৩ কোটি ২১ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

দুর্নীতির বিরুদ্ধে ব্যাংকিং খাতের ওপর দুদকের কড়া নজর

dudokস্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্যাংকিং খাতের ওপর কড়া নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারই অংশ হিসেবে দুর্নীতির অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ শীর্ষস্থানীয় ১৬ ব্যাংকারকে তলব করা হয়েছে। আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের কাছে সোপর্দ করতে অনুসন্ধান ও তদন্তের কাজ করছেন কমিশনের একদল দক্ষ, চৌকস কর্মকর্তা।

দুদকের এক পরিচালক বলেন, জনগণের অর্জিত অর্থ আমানত হিসেবে ব্যাংকে রাখা হয়। সেই ব্যাংকের ভেতরের ও বাইরের সংগঠিত দুর্নীতিবাজ একটি চক্র যোগসাজশে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে সে অর্থ নিজেদের ইচ্ছামতো লুটেপুটে নিচ্ছে। এ অবস্থা চলতে পারে না। দেশের অর্থনীতির রক্ত সঞ্চালনের সংবেদনশীল এ খাতকে রক্ষা করতে দুদকের যা যা করণীয় আছে তা করা হবে।

দুদক সূত্র জানায়, বেসিক, এবি, এনআরবিসি, ফারমার্স ব্যাংকে সংঘটিত দুর্নীতি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সংশ্নিষ্টদের দুর্নীতির যথেষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। দুর্নীতির অভিযোগ সম্পর্কে বক্তব্য জানার জন্য এরই মধ্যে শীর্ষ পর্যায়ের ১৬ ব্যাংকারকে তলব করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে ১৪ মার্চ পর্যন্ত তাদের পর্যায়ক্রমে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর মধ্যে আগামী ৮ মার্চ তৃতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলোচিত শেখ আবদুল হাই বাচ্চুকে। এর আগে তাকে দু’বার জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে ৫৬ মামলায় প্রায় আড়াই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তদন্ত কর্মকর্তা মো. সামছুল আলম ৪৯ নম্বর মামলায় তাকে তলব করেছেন। এ মামলায় তার বিরুদ্ধে ঋণের নামে ৪৯ কোটি ৯৯ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এবি ব্যাংক বিদেশে ব্যবসার নামে পাচার করে এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা (২০ মিলিয়ন মার্কিন ডলার) আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত পর্যায়ে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। মামলাটি তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।

এর মধ্যে আগামী ১১ মার্চ ডাকা হয়েছে সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, সাবেক এমডি মো. ফজলুর রহমান, শামীম আহমেদ চৌধুরী ও ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেজারি শাখার প্রধান আবু হেনা মোস্তফা কামালকে। আগামী ১৩ মার্চ ডাকা হয়েছে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল আজিম, হেড অব করপোরেট মোহাম্মদ মাহফুজ উল ইসলাম ও হেড অব অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মোহাম্মদ লোকমানকে। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি