উন্নয়ন মেলা শুরু ৪ অক্টোবর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

unnoun melaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সকল জেলা, উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ উন্নয়ন মেলা-২০১৮। আগামী ৪ থেকে শুরু হতে যাওয়া এ মেলা চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তথ্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজীবুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের সকল জেলা, উপজেলা পর্যায়ের এ মেলার উদ্বোধন ঘোষণা করবেন।

এ মেলায় ভবিষ্যত প্রজন্মকে উজ্জীবিত করতে নানা কর্মসূচি থাকবে। উন্নয়নের নেতৃত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার উপর নানা প্রদর্শনী হবে। এ মেলায় শিক্ষার্থীদের নিয়ে আসতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন মুখ্য সচিব।

এসময় এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, তথ্য সচিব এম এ মালেক ও ইআরডি সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

একমি ল্যাবের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

acmeeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৭৪ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৮৩.৩৯ টাকা।

আগামী ৬ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এ

 

বাণিজ্যিক ভিত্তিতে যাত্রা শুরু করলো জুটপলি ব্যাগ

1538495015_30স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যিক ভিত্তিতে পাট থেকে পলিথিন (জুটপলি) উৎপাদন কার্যক্রম শুরু করতে যুক্তরাজ্যের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)।

মঙ্গলবার সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এবং পাট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরীর উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজেএমসি’র পক্ষে বিজেএমসি’র সচিব একেএম তারেক এবং যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান ফুটামুরা কেমিক্যালের পক্ষে কোম্পানিটির জেনারেল ম্যানেজার প্রিমি কোউলহার্ড সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বিজিএমসি’র চেয়ারম্যান ড. মো. মাহামুদুল হাসান এবং পাট থেকে পলিথিন তৈরির উদ্ভাবক ড. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মির্জা আজম জানান, ‘আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে বাণিজ্যিকভাবে পাট থেকে পলিথিন উৎপাদন শুরু হবে। প্রথমদিকে স্বাভাবিক পলিথিনের তুলনায় এই পলিথিনের ব্যাগের দাম কিছুটা বেশি হবে। তবে উৎপাদন বাড়লে দামের সমন্বয় হয়ে যাবে।’

স্টকমার্কেটবিডি.কম/বি

আইএফসির বিনিয়োগ তালিকায় শীর্ষে ভারত ও ৯ম বাংলাদেশ

ifc-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের বহু দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নে বিনিয়োগ করে আসছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। সংস্থাটি বিশ্বের যেসব দেশে বিনিয়োগ করেছে সম্প্রতি এর একটি তালিকা প্রকাশ করেছে।

এতে সর্বাধিক বিনিয়োগকারী ১০টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী, বাংলাদেশের অবস্থান নবম। দেশের বিভিন্ন কোম্পানির মূলধন হিসেবে প্রায় এক হাজার ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বিশ্বজুড়ে ‘সফট উইন্ডো লোন’ হিসেবে পরিচিত বিশ্বব্যাংকের এই অঙ্গসংস্থাটি।

বিনিয়োগ করা কোম্পানির তালিকায় রয়েছে- বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক লিমিটেড, আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স, শিল্প গ্রুপ প্রাণ, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ, অনন্ত গ্রুপ, এসকোয়ারিজ গ্রুপ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড গ্রামীণফোন, রবি আজিয়াটা ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নাম।

বিশ্বের বিভিন্ন দেশে বৃহৎ বিনিয়োগ নিয়ে আইএফসি প্রকাশিত ওই প্রতিবেদনে বাংলাদেশ নয় নম্বরে থাকলেও প্রথমেই রয়েছে প্রতিবেশী ভারত। ভারতে আইএফসির বিনিয়োগের পরিমাণ ৫ হাজার ৬০২ মিলিয়ন মার্কিন ডলার। তালিকার ১০ নম্বরে রয়েছে কলম্বিয়া। দেশটিতে এক হাজার ১১১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে আইএফসি।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা তুরস্কে আইএফসি বিনিয়োগ করেছে ৪ হাহার ৪০৫ মিলিয়ন ডলার। তিন নম্বরে রয়েছে চীন। বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশে ৩ হাজার ২১১ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সংস্থাটি।

এরপর ধারাবাহিকভাবে রয়েছে ব্রাজিল (২ হাজার ৬৮৯ মিলিয়ন ডলার), নাইজেরিয়া (১ হাজার ৫৫৮ মিলিয়ন ডলার), পাকিস্তানে (১ হাজার ২৯৪ মিলিয়ন ডলার), মেক্সিকো (১ হাজার ২৯৩ মিলিয়ন ডলার) এবং ইন্দোনেশিয়া (১ হাজার ২৮০ মিলিয়ন ডলার)।

প্রতিবেদনে বলা হয়, আইএফসি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে নানা ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি উন্নয়নের সমস্যা সমাধানেও কাজ করছে। সংস্থাটি ঋণ দেওয়ার পাশাপাশি মূলধন সরবরাহ, যৌথ বিনিয়োগ, যন্ত্রপাতি কাঠামোতে অর্থায়ন ও নিশ্চিয়তাদানকারী হিসেবে কাজ করে যাচ্ছে।

আইএফসির দক্ষ কর্মী বাহিনীর মাধ্যমে নানা ধরনের পরামর্শ, নতুন নতুন বাজারের খুঁজে বের করা, সামাজিক, বাণিজ্যিক ও সরকারি কর্ম পরিবেশ উন্নয়নেও কাজ করছে আইএফসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব বিনিয়োগের বাইরেও নতুন করে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে আইএফসি। এর মধ্যে ৪৫ শতাংশ আর্থিক খাতে, ২৮ শতাংশ অবকাঠামো উন্নয়নে, ১৭ শতাংশ কৃষি ব্যবসা ও উৎপাদনে ও ১০ শতাংশ টেলি কমিউনিকেশন খাতে বিনিয়োগ করা হবে। চলতি বছরের জুন পর্যন্ত ৪২ কোটি ৬ লাখ ডলার বিনিয়োগও করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

২০১৮-১৯ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ: বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে মনে করছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এই প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার(২ অক্টোবর) বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসে এই প্রতিবেদন তুলে ধরেন বাংলাদেশে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

বাংলাদেশে বিশ্ব ব্যাংকের প্রধান জানান, বাংলাদেশ দ্রুত উন্নয়ন করছে। উন্নয়ন ধরে রাখতে সংস্কারমূলক পদক্ষেপ নিতে হবে। রফতানি ও রেমিটেন্সে প্রবৃদ্ধি যেন কমে না যায়, সেদিকে নজর রাখতে হবে। বিশ্বের ১০টি উদীয়মান দেশের মধ্যে বাংলাদেশ একটি। এজন্য শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়নে মনোযোগী হতে হবে।

প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং রফতানি ও রেমিটেন্সের ইতিবাচক ধারায় বছর শেষে এই ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।

প্রসঙ্গত, এই অর্থবছরের বাজেটে ৭ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর আগে সেপ্টেম্বরের শেষে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এবছর ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে।

জাহিদ হোসেন বলেন, ‘গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভালো প্রবৃদ্ধি অর্জন করছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা মনে করি। তবে আর্থিক খাতে বেশ কিছু সংস্কার করতে হবে। এর মধ্যে ব্যাংক খাতের বিশাল অঙ্কের খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মেগা প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।’ তিনি উল্লেখ করেন, ‘আমাদের জিডিপির পরিমাণ ৭ বা ৬ শতাংশ বড় কথা নয়, আমাদের গ্রোথ ধরে রাখতে হবে। মূল্যস্ফীতি কিছুটা নিম্নগামী, এটা ধরে রাখতে হবে।’

এদিকে, সরকারের গৃহীত বিভিন্ন মেগা প্রজেক্টের গুণগত মান ও খরচ নিয়ে প্রশ্ন আছে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক। ভবিষ্যতে এসব প্রকল্প থেকে কী ধরনের অর্থনৈতিক সুফল আসবে, তা নিয়ে চূড়ান্ত কোনও হিসাব এখনও করা হয়নি।

প্রতিবেদনে খেলাপি ঋণের কারণে আগামী বাজেটে চাপ আসবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। একইসঙ্গে বাজেটে চাপ মোকাবিলায় আর্থিক খাত সংস্কারের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের তথ্য মতে, বাংলাদেশে মূলধন ঘাটতি মোকাবিলায় ব্যাংক ঋণের সুদহার কমানো, সঞ্চয়পত্রের সুদহার কমানো ও রাজস্ব ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একইসঙ্গে রেমিটেন্স ধরে রাখতে হবে, যেটা গত কয়েক বছর কিছুটা কমে গেছে। এছাড়া রফতানি ও ব্যক্তি বিনিয়োগের ক্ষেত্রে যেসব বাধা আছে তা দূর করতে হবে।

বিশ্বব্যাংক বলছে, অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদ্যুৎ খাতে জোর দিতে হবে। এক হিসাবে বিশ্বব্যাংক জানায়, ২০১১-২০১৭ সাল পর্যন্ত ৪৭ শতাংশ মানুষ নতুন করে বিদ্যুতের আওতায় এসেছে। এ সময়ের মধ্যে বিদ্যুতের উৎপাদন বেড়েছে ৮০ শতাংশ। ২০৩০ সালের বিদ্যুতের চাহিদা মোকাবিলায় এখন থেকেই উৎপাদন দ্বিগুণ করতে হবে।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ঢাকায় সংস্থার আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান ছাড়াও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

জুলাই-সেপ্টেম্বর রেমিটেন্সে ১৪ শতাংশ প্রবৃদ্ধি

dolerস্টকমার্কেটবিডি ডেস্ক :

গত অর্থবছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও রেমিটেন্স প্রবাহ বাড়ছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে প্রবাসী আয়ে প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে বাংলাদেশ।

রেমিটেন্সে সুখবর নিয়ে শুরু অর্থবছর চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ৩৮৫ কোটি ৬৬ লাখ ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৭৩ শতাংশ বেশি।

আর সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে ১১২ কোটি ৭৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এই অংক গত বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে প্রায় ৩২ শতাংশ বেশি।

গত অর্থবছর ১৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হলেও রেমিটেন্স ১৫ বিলিয়ন ডলার ছাড়ায়নি, কারণ তার আগের বছর রেমিটেন্স অনেক কম এসেছিল।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্সে ভালো প্রবৃদ্ধি হলেও তা অগাস্টে থাকেনি। সেপ্টেম্বরে আবার ভালো প্রবৃদ্ধি হয়েছে।

তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, স্থানীয় বাজারে ডলারের তেজিভাব এবং হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে গত অর্থবছর রেমিটেন্স বাড়ে। খরা কাটিয়ে বাংলাদেশ ২০১৭-১৮ অর্থবছর শেষ করে ১৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে।

রেমিটেন্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও রয়েছে সন্তোষজনক অবস্থায়। মঙ্গলবার দিন শেষে রিজার্ভে ছিল ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পদে প্রথম নারী

ttttttস্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ পদে এই প্রথমবারের মতো কোনো নারীকে নিয়োগ দেয়া হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত ওই মার্কিন অর্থনীতিবিদের নাম গীতা গোপিনাথ। তিনি অর্থনীতিবিদ মরিস অবসফেল্ডের স্থলাভিষিক্ত হবেন।

গীতা গোপিনাথ বর্তমানে হার্ভাড ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। ‘বিনিময় হার’ নিয়ে কাজ করে সুনাম কুড়িয়েছেন গীতি।

গীতা গোপিনাথ বড় হয়েছেন ভারতে। পড়াশুনা করেছেন দিল্লি ইউনিভার্সিটি, দিল্লি স্কুল অব ইকোনোমিকস ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে। ২০০১ সালে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিইচডির করার পর শিকাগো ইউনিভার্সিটিতেও সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। ২০০৫ সালে গীতা গোপিনাথ হার্ভাডে যোগ দেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত ২, দগ্ধ ২০

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরা সবাই কারখানার শ্রমিক বলে জানা গেছে।

গাজীপুর দমকল বাহিনীর উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, কারখানার শ্রমিকেরা কাজ করছিলেন। এমন সময় ভেতরে হিট চেম্বারে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। হতাহত শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এ ছাড়া গুরুতর দগ্ধ আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

টঙ্গী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাসুদ বলেন, হাসপাতালে দুজনের মৃতদেহ আছে। দগ্ধ ১২ জন ভর্তি আছেন । বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। নিহত শ্রমিকদের প্রত্যেককের পরিবারকে মরদেহ সৎকারের জন্য ২০ হাজার টাকা অনুদান দেবে জেলা প্রশাসন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল টি কোম্পানির বাৎসরিক বোর্ড সভা আহবান

NTCস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় রাজধানীর মতিঝিলে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ইফাদ অটোস
  3. নূরানী ডায়িং
  4. খুলনা পাওয়ার
  5. ড্রাগন সোয়েটার স্পিনিং
  6. ভিএফএস থ্রেডস
  7. স্টাইণ ক্রাফট
  8. ইনটেক অনলাইন
  9. মুন্নু সিরামিকস
  10. বিবিএস ক্যাবলস লিমিটেড।