গাজীপুরে চলছে ইলেকট্রিক্যাল ব্যবসায়ীদের সম্মেলন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়ালটন কারখানায় চলছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবসায়ীদের সম্মেলন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে দুই দিনব্যাপী ওই সম্মেলনের প্রথম দিন ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবসায়ীরা অংশ নিয়েছিলেন।

রবিবার (১৪ মার্চ, ২০২১) সম্মেলনের দ্বিতীয় দিন ওয়ালটন গ্রুপের ‘সেইফ’ ব্র্যান্ডের ৪ শতাধিক ডিস্ট্রিবিউটর যোগ দেন।

উল্লেখ্য, সেইফ ওয়ালটন গ্রুপের একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের নামে ফ্যান, সুইচ-সকেট, এলইডি লাইট, ক্যাবলস, হার্ডওয়্যার অ্যান্ড এক্সেসরিজ ইত্যাদি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

‘সেইফ ডিস্ট্রিবিউটর সামিট ২০২১’ শীর্ষক ওই সম্মেলনে উপস্থিত আছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার, হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ওয়ালটন প্লাজা ট্রেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান, ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম ও আমিন খান প্রমুখ।

এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যবসায়ীরা ওয়ালটন কারখানায় আসতে থাকেন। তাদের আগমনে কারখানায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সম্মেলন উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও ফুল দিয়ে কারখানার বিভিন্ন স্থাপনা সাজানো হয়।

ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবসায়ীরা ওয়ালটনের অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেন। সে সময় তারা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ সমৃদ্ধ ফ্যান, সুইচ-সকেট, এলইডি লাইট, ক্যাবলস, হার্ডওয়্যার ও এক্সেসরিজ, লিফট ইত্যাদি পণ্যের উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন।

সম্মেলনে করোনা পরবর্তী ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যবসায়িক কলাকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে সেরা ব্যবসায়ীদের পুরস্কৃত করা হবে।

স্টকমার্কেটবিডি.কম,/

জামিন পেলেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান-এমডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতারণার মামলায় আদালতে জামিন পেয়েছেন ক্রাউন্ট সিমেন্ট কনক্রিট এবং বিল্ডিং প্রডাক্টস লিমিটেডের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ও ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু।

রবিবার আইনজীবী আব্দুর রহমানের মাধ্যমে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বাদী পক্ষে শাহাজাহান খানসহ আরও কয়েকজন আইনজীবী জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুচলেকায় ঢাকার মুখ্য মহানগর আদালতের বিচারক মোহাম্মাদ জসিম তাদের জামিনের আদেশ দেন।

গত ১১ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন গ্রামীণ বাংলা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ বশীর আহমেদ।

মামলার অন্য আসামিরা হলেন ক্রাউন সিমেন্টের সিনিয়র অফিসার মো. শরিফুল ইসলাম, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার এম ফেরদৌস আলম ও সিনিয়র এক্সিকিউটিভ মো. সুজন আলী। গত ১ মার্চ এই তিন আসামি আত্মসমর্পণ করে জামিন পান।

স্টকমার্কেটবিডি.কম/

প্লাস্টিক কাঁচামালের শুল্কহার ৫% করার প্রস্তাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্লাস্টিক পণ্য তৈরির বিভিন্ন কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্কহার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বিপিজিএমইএ।

রোববার সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব তুলেন বিপিজিএমইএ সভাপতি মো. জসীম উদ্দিন।

আসছে বাজেটে স্থানীয় শিল্পের জন্য সুরক্ষামূলক পদক্ষেপ চেয়ে তিনি বলেন, পাইপ, দরজা, চেয়ার, টেবিলসহ নানা ধরনের প্লাস্টিক পণ্যের চাহিদা দেশে-বিদেশে দিন দিন বাড়ছে। এ সুযোগে উৎপাদন খরচ কমাতে পারলে বিদেশে ব্যাপক রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে।

“কিন্তু এসব পণ্যের কাঁচামাল পিভিসি স্ট্যাবিলাইজার, স্টিয়ারিক এসিড, পলিথাইলিন ওয়াক্স এবং ট্রান্সফার পেপার সম্পূর্ণভাবে আমদানিনির্ভর। এসব কাঁচামালের আমদানি শুল্ক বিদ্যমান ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনলে রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।”

এছাড়া স্থানীয় শিল্প সুরক্ষায় প্লাস্টিক বক্স, স্ন্যাক্স বক্স ও ব্যাগ, ট্রে, টেবিল ও রান্নাঘরে ব্যবহার্য বিভিন্ন প্লাস্টিক পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্কসহ, অগ্রীম কর, সম্পূরর্ক শুল্ক আরো বাড়িয়ে আমদানি বন্ধের উদ্যোগ নেওয়ার প্রস্তাব জানানো হয়।

এদিন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মো. আব্দুল কাদের খানের নেতৃত্বে এক প্রতিনিধি দল জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন।

তৈরি পোশাক খাতের এই পশ্চাদসংযোগ শিল্প খাতকে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে বিধায় এর উৎসে কর শূন্য দশমিক ৫ শতাংশ থেকে শূন্য দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করে বিজিএপিএমইএ।

পোশাক শিল্প খাতের মতো এই খাতেও কর্পোরেট করহার ৩২ দশমিক ৫ শতাংশ থেকে ১২ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব রাখেন সংগঠনটির সভাপতি আব্দুল কাদের।

এ খাতের জন্য অভ্যন্তরীণ বাজার থেকে নগদে বা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে পণ্য ক্রয়ে আয়কর প্রত্যাহারেরও প্রস্তাব করে সংগঠনটি।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম বলেন, “দেশীয় শিল্পের সুরক্ষা দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিবান্ধব নীতি নিয়ে রাজস্ব আহরণ এনবিআরের দায়িত্ব। একদিকে রাজস্ব আহরণ, অন্যদিকে প্রবৃদ্ধি ধরে রাখা- এ দুইয়ের সমন্বয়ে স্থানীয় শিল্পের সুরক্ষায় সর্বোচ্চ যতটুকু সম্ভব আমরা করব।”

এনবিআর সদস্য আলমগীর হোসেন, সৈয়দ গোলাম কিবরিয়া ও মাসুদ সাদিক প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/

এসকে সুর ও শাহ আলমের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক মো. শাহ আলম ব্যাংকে কত টাকা লেনদেন করেছেন, সেই তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। পাশাপাশি এসব হিসাবে কত টাকা জমা আছে, তা–ও জানতে চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আলোচিত প্রশান্ত কুমার হালদারের আর্থিক প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ায় কারণে আলোচনায় আছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান এই দুই কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বিএফআইইউ এই তথ্য চেয়েছে।

চিঠিতে সুর চৌধুরী ও তাঁর স্ত্রী সুপর্না সুর চৌধুরী এবং শাহ আলম ও তাঁর দুই স্ত্রী শাহীন আক্তার শেলী এবং নাসরিন বেগমের নাম উল্লেখ রয়েছে। এঁদের সবার হিসাব খোলার ফরম, যাবতীয় লেনদেন ও স্থিতি কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল থেকেও সুর চৌধুরী ও শাহ আমলের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি দেওয়া হয়। মূলত পি কে হালদারের নিয়ন্ত্রণাধীন ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশিদুল ইসলামের আদালতে দেওয়া জবানবন্দিতে এই দুজনের ঘুষ নেওয়ার বিষয়টি উঠে আসে। এ ছাড়া পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীও তাঁদের সুবিধা দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

স্টকমার্কেটবিডি.কম/

সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ও তাঁর পরিবারের দুই সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর ফলে এসব হিসাব থেকে আর কোনো টাকা উত্তোলন করা যাবে না। সম্প্রতি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেয়।

এস এম আমজাদ হোসেনের পাশাপাশি পরিবারের অন্য দুই সদস্য হলেন স্ত্রী বেগম সুফিয়া আমজাদ ও মেয়ে তাজরি আমজাদ। এর আগে তাঁদের নামে থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য এসব হিসাব স্থগিত করা হলো। একই সঙ্গে তিন দিনের মধ্যে হিসাবের স্থিতি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, একজন কর্মচারীর নামে; ভাই, ভাতিজা, ভাতিজির মালিকানা দেখিয়ে; এমনকি জামানত ছাড়াও ঋণ নেন তিনি। যুক্তরাষ্ট্র ও ভারতে এসব অর্থের একাংশ পাচার করা হয়।

এর আগে গত ৫ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে চিঠি দেয় দুদক। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, দুদক গোপন সূত্রে জানতে পেরেছে, এস এম আমজাদ হোসেন ব্যাংকের শেয়ারসহ অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির চেষ্টা করছেন। এসব অর্থ অবৈধ প্রক্রিয়ায় দেশের বাইরে পাচারের চেষ্টাও করছেন তিনি, যা অর্থ পাচার আইনে অপরাধ।

দুদক সূত্রগুলো জানায়, একজন কর্মচারীর নামে; ভাই, ভাতিজা, ভাতিজির মালিকানা দেখিয়ে; এমনকি জামানত ছাড়াও ঋণ নেন তিনি। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতে এসব অর্থের একাংশ পাচার হয়েছে। ঋণের বড় অংশই রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের।

স্টকমার্কেটবিডি.কম/

বিদেশি বিনিয়োগ টানতে প্রস্তুতির উপদেশ সুইডেনের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীতের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিদেশি বিনিয়োগ টানতে প্রস্তুতি নেওয়ার উপদেশ দিয়েছেন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী পার ওলসন ফ্রিড।

রবিবার (১৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক লেকচার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলার ধারণা: সুইডিশ মডেল ও আগামী দিনের বৈশ্বিক চ্যালেঞ্জ’ শীর্ষক এ লেকচারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী পার ওলসন ফ্রিড। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পার ওলসন ফ্রিড বলেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীতের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিদেশি বিনিয়োগ টানতে প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে সুইডিশ বিনিয়োগে ক্লিন এনার্জি খাত ও সোশ্যাল ডায়ালগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ড. মোমেন বাংলাদেশি পণ্য ইউরোপের বাজারে আরও সহজে প্রবেশের ক্ষেত্রে সুইডেনের সহযোগিতা চান। বিশেষ করে সুইডেনের বাজারে পোশাক শিল্প পণ্য ও ফুটওয়্যার খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান।

রোহিঙ্গা সমস্যা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ ১১ লাখেরও বেশি মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিয়েছে। আমরা মানবিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছি। এখন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

সীমান্তে ‘মেগা ড্যাম’ তৈরির ঘোষণা চীনের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারত ও চীন সম্পর্কের মাঝে আবারও উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়তে চলেছে। ভারতীয় মিডিয়া দাবি করেছে, ব্রহ্মপুত্র নদের উপরে ‘মেগা ড্যাম’ তৈরি করে জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাকে এবার বাস্তবরূপ দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এটি বাস্তবায়ন হলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়বে ভারত বলে আশঙ্কা করা হচ্ছে।

নয়াদিল্লী প্রথম থেকেই বেইজিং-র এই কাজে নানাভাবে বাঁধা দিয়ে আসছে। কিন্তু এরপরও চীনের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্গত করে সোমবার তিব্বতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই কাজ দ্রুতই শুরু করার বিষয়েও জানানো হয়েছে। চীনের এই জলবিদ্যুৎ পরিকল্পনাকে বাস্তবায়িত করা নিয়ে ভারতের সঙ্গে ফের বিবাদের সৃষ্টি হবে।

বিষয়টি নিয়ে বারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছিলেন, ‘ব্রহ্মপুত্র নদসহ চীন থেকে আগত নদীগুলোর বিষয়ে কূটনৈতিক স্তরে বহুবার বেইজিং-র সঙ্গে আলোচনা হয়েছে। ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ প্রকল্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন না হওয়ার, এমনকি ভারতের কোন ক্ষতি না হওয়ার আশ্বাস দিলেও, চীনের কার্যকলাপের উপর কড়া নজর রাখতে হবে ভারতকে’। সূত্র : জি নিউজ ও ডেইলি হ্যান্ট।

স্টকমার্কেটবিডি.কম/

বাজেট প্রণয়নকালে সঠিক প্রকল্প ব্যয় নির্ধারণের সুপারিশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজেট প্রণয়নকালে সঠিকভাবে প্রকল্পের ব্যয় ও মেয়াদ নির্ধারণের সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রকল্প বাস্তবায়নকালে ব্যয় ও মেয়াদ বৃদ্ধি এড়াতে এই সুপারিশ করা হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, নুরুন্নবী চৌধুরী, এ এম নাঈমুর রহমান ও সালমা চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে পূর্বে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা হয়। আলোচনা শেষে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ও যান্ত্রিক সরঞ্জাম পরিদফতরের শূন্য পদে নিয়োগ ও পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ড্রেজিং কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প স্থলে ড্রেজার স্থানান্তরের জটিলতা ও রাবার ড্যাম নির্মাণ কাজের দরপত্র সিডিউল ক্রয় করলেও কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানই দরপত্র দাখিল না করায় আগামী ২০২২ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়। একইসঙ্গে মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের অতিরিক্ত মেয়াদকালের মধ্যে প্রকল্প সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ ব্যাংকের সাথে কাল বৈঠকে বসবে বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার ও মুদ্রাবাজার উন্নয়নে আগামীকাল সোমবার (১৫ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ওইদিন বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিএসইসির কার্যালয়ে আসবে। তাদের সঙ্গে বিএসইসির শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করবেন।

বৈঠকে শেয়ারবাজার ও মুদ্রাবাজারের উন্নয়নে উভয় নিয়ন্ত্রক সংস্থা কোন কোন দিক নিয়ে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে সেসব দিক নিয়ে সমন্বয় করে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ৩২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৪ লাখ ১৯ হাজার ৪২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৬২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সামিট পাওয়ার ২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, বেক্সিমকো ফার্মা, ডিবিএইচ, ফার কেমিক্যাল, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি ফিন্যান্স, ইফাদ অটোস,আইএফআইসি ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, কোহিনুর কেমিক্যাল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রীড, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিং শাইন টেক্সটাইল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স, এস.এস স্টিল, ওয়ালটন হাইটেক ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসআর