রাজনৈতিক সংকটেও ইতিবাচক মিসরের শেয়ারবাজার

egyptস্টকমার্কেট ডেস্ক :

গত ১৮ মাসে আগে দেশটিতে মুসলিম ব্রাদারহুডকে হটিয়ে ক্ষমতায় আসে সামরিক সরকার। চরম রাজনৈতিক সংকটের পরও মিসরের এমএসসিআই সূচক ২০১৩ সালের মাঝামাঝি সময় থেকে বেড়েছে প্রায় দ্বিগুণ। আর এটাকে দেশটির একটি ইতিবাচক দিক হিসাবে নিয়েছে গনমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।

সূত্রটির দাবি, বিগত ২০১৪ সালে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য ছিল মিসর। গত বছর এখানে বিনিয়োগকৃত অর্থ যেমন ফেরত এসেছে, তেমনি যোগ হয়েছে বাড়তি মুনাফা। এ সময় শেয়ারের দাম বেড়েছে ৩০ শতাংশেরও বেশি।

প্রতিবেদনে আরো বলা হয়েছ, উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ছিল সবচেয়ে ভালো অবস্থানে। এখানে সার্বিক রিটার্ন বেড়েছে ১৪ দশমিক ৫ শতাংশ। তবে ভালো ছিল না ইউরোপের অবস্থা।বছরজুড়ে ইউরোপের বিনিয়োগকারীদের কেবল হতাশই করেছে শেয়ারবাজার।

জার্মানি ও ফ্রান্স সার্বিক রিটার্ন হারিয়েছে ৯ দশমিক ৩ ও ৯ দশমিক ১ শতাংশ। বছর শেষে যুক্তরাজ্যের রিটার্ন ছিল মাইনাস ৫ দশমিক ৮ শতাংশ ও ইতালির মাইনাস ৮ দশমিক ৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

মিলাদুন্নবী উপলক্ষে রবিবার শেয়ারবাজার বন্ধ

dseস্টকমার্কেট ডেস্ক :

দেশের দুই শেয়ারবাজারে আগামীকাল রবিবার মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ‘ঈদ-ই মিলাদুন্নবী’ উপলক্ষে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ‘ঈদ-ই মিলাদুন্নবী’ উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এজন্য ৪ জানুয়ারি দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান ৪ জানুয়ারি ‘ঈদ-ই মিলাদুন্নবী’ উদযাপনের কথা জানান।

এই ১২ রবিউল আউয়াল আজকের এই দিনে মহানবী হয়রত মুহম্মদ (স) এর জন্ম ও মৃত্যু দিবস হিসেবে পালন করেন মসুলমানরা। এই হিসাবে আগামী ৪ জানুয়ারি ১২ রবিউল আউয়াল সাধারণ ছুটি নির্ধারিত আছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ডিএসইতে বেড়েছে পিই রেশিও

peস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৪৫ পয়েন্ট বা ২ দশমিক ৫৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ১ পয়েন্ট। যা আগের সপ্তাহে ছিল ১৭ দশমিক ৫৬ পয়েন্ট।

বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে বেশিরভাগ শেয়ারের দর বাড়ার কারণে পিই রেশিও বেড়ে গেছে। তবে পিই রেশিও ১৫ ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন তারা।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯ দশমিক ৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৬ দশমিক ৭ পয়েন্ট, সিরামিক খাতের ৩৩ দশমিক ৭ পয়েন্টে, প্রকৌশল খাতের ২২ দশমিক ৮ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩৩ দশমিক ৯ পয়েন্ট।

জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৭ পয়েন্ট, তথ্য ও প্রযুক্তি খাতের ২৪ দশমিক ৮ পয়েন্টে, পাট খাতের ৯০ দশমিক ৮ পয়েন্ট, বিবিধ খাতের ৩৯ দশমিক ৮ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮ দশমিক ৪ পয়ন্টে, এনবিএফআই খাতের ২০ দশমিক ৫ পয়েন্টে।

এছাড়া কাগজ খাতের ৮ দশমিক ৫ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৭ দশমিক ১ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৪১ দশমিক ২ পয়েন্ট, চামড়া খাতের ২০ দশমিক ২ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ৩৩ দশমিক ৮ পয়েন্ট, বস্ত্র খাতের ১২ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৪ দশমিক ৯ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/

টানা ৬ দিন বন্ধের কবলে জাপান শেয়ারবাজার

japanস্টকমার্কেট ডেস্ক :

নতুন বছরে লেনদেনের মুখ দেখেনি জাপানের টোকিও শেয়ারবাজার। নববর্ষ উপলক্ষে গত ৩১ ডিসেম্বর থেকে টানা তিন দিন বন্ধ রয়েছেবাজার। আগামী আরও তিন দিন লেনদেন বন্ধ থাকবে বলে রয়টার্স সূত্রে জানা যায়।

অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০১৪ থেকে শুরু হয়ে ৫ জানুয়ারি ২০১৫ (৬দিন) পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের শেয়ার লেনদেন। আগামী ৬ জানুয়ারি মঙ্গলবার থেকে আবারো স্বাভাবিক লেনদেন শুরু হবে বাজারে। এর আগে গত ৩০ ডিসেম্বর সূচকের কিছুটা নিম্নগামিতায় শেষ হয় বিদায়ী বছরের লেনদেন।

বছরের শেষ দিনটি ভালো না গেলেও পুরো বছরটি বেশ ভালোই গেছে জাপান শেয়ারবাজারের জন্য। এবছর সার্বিক সুচক বেড়েছে ৭.১ শতাংশ ।

স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর/

নতুন বছরে চাঙ্গা ভারতের শেয়ারবাজার

sensexস্টকমার্কেট ডেস্ক :

শুক্রবারে চাঙ্গা ছিল ভারতের শেয়ারবাজার৷ সেনসেক্স ৩৮০.৩৬ পয়েন্ট বেড়ে উঠেছে ২৭,৮৮৭.৯০ পয়েন্টে যা গত তিন সপ্তাহে সর্বোচ্চ। অন্যদিকে এদিন নিফটি ১১১.৪৫ পয়েন্ট উঠে অবস্থান করছে ৮৩৯৫.৪৫ পয়েন্টে।

মূলধনী পণ্য, ব্যাংক, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারের দাম বাড়তে দেখা গিয়েছে। তাছাড়া দেশটি বিমান জ্বালানির দাম ১২.৫ শতাংশ কমানোয় বেড়েছে বিমান পরিবহণ সংস্থার শেয়ারের দামও।

ব্রোকারদের মতে, সরকার অর্থনৈতিক সংস্কারের দিকে ঝোঁকায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশাপাশি আর্থিক সংস্থার শেয়ার কেনার প্রবণতা বেড়েছে। নতুন বছরেও শেয়ার বাজারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা।

কোটাক সিকিউরিটিজ-এর সিইও কমলেশ রাও বলেন, ভারতের বাজার এই মুহূর্তে অত্যন্ত লাভজনক। আর, সেই কারণেই লগ্নিকারীদের এই বাজার অন্যতম পছন্দের। আগামী বছরেও এই প্রবণতা চলবে বলেই আমার আশা।

সূত্র-হিন্দুস্থান টাইমস

স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর/

বাজার মূলধন বেড়েছে ৫,৬৯১ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৬৯১ কোটি টাকা বা ০.৭৬ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছিল ৩২৯ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৩৮৮ টাকা বা ০.১০ শতাংশ।

সপ্তাহের প্রথম কার্যদিবস বাজার মূলধন ছিল ৩ লাখ ২৩ হাজার ৬৬৫ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৭৯৭ টাকা এবং শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৩ লাখ ২৯ হাজার ৩৫৬ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৯৫৫ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ১৫৬ কোটি টাকা, সোমবার ১৮৯ কোটি টাকা, মঙ্গলবার ২৬৫ কোটি টাকা ও বুধবার লেনদেন হয়নি এবং বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২২৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৮২.৫৪ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৩.৭৪ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৬.১৫ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৭.৫৮ শতাংশ। আগের সপ্তাহে সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছিল ৮২.৭৯ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৩.২৫ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৭.৩৬ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৬.৬৯ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় এ সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর/

গেইনারের শীর্ষে আলহাজ্জ টেক্সটাইল

alhazনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহজুড়ে দর বাড়ায় সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে এসেছে আলহাজ্জ টেক্সটাইল। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ শেয়ারের দর বেড়েছে ২৪.১৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে এ কোম্পানির ২ কোটি ৩১ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ১০.০৫ শতাংশ বা ৯.৪ টাকা বেড়ে সর্বশেষ ১০২.৯ টাকায় লেনদেন হয়েছে। গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসে এ শেয়ারের দর বেড়েছে ২১.৯ টাকা বা ২৭.০৩ শতাংশ।

এ দিকে, অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণে গত ১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে এ কোম্পানিকে নোটিশ দেওয়া হয়। নোটিশে কি কারণে দর বাড়ছে তা জানতে চাওয়া হয়। জবাবে কোনো মূল্য সংবদেনশীল তথ্য নেই বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর/

সপ্তাহ শেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

high indexনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে গত সপ্তাহে মূল্য সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় এ সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে।

সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স বেড়েছে ২.৪৫ শতাংশ বা ১১৭ পয়েন্ট। আগের সপ্তাহ শেষে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছিল ০.৬৮ শতাংশ বা ৩২ পয়েন্ট।

সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স কমেছে ২২ পয়েন্ট, সোমবার বেড়েছে ১২ পয়েন্ট, মঙ্গলবার বেড়েছে ৫০ পয়েন্ট, বুধবার শেয়ারবাজারে লেনদেন হয়নি এবং বৃহস্পতিবার বেড়েছে ৭৬ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে ৬.৬৬ শতাংশ বা ৫৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৯৫০ টাকা। আগের সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছিল ৫.৮৫ শতাংশ বা ৫৫ কোটি ৯০ লাখ ১০ হাজার ৮৮ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩৯ কোটি ২৭ লাখ ৭৭ হাজার ৬২ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা আগের সপ্তাহে ছিল ৮৯৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ১২ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

গত সপ্তাহের প্রতি কার্যদিবস ডিএসইতে দৈনিক গড় শেয়ার লেনদেন কমেছে ৬.৬৬ শতাংশ বা ১৪ কোটি ৯৬ লাখ টাকা। যা আগের সপ্তাহে ছিল ৫.৮৫ শতাংশ বা ১৩ কোটি ৯৭ লাখ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ১৫৬ কোটি টাকা, সোমবার ১৮৯ কোটি টাকা, মঙ্গলবার ২৬৫ কোটি টাকা ও বুধবার লেনদেন হয়নি এবং বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২২৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ৫৮টির, দর অপরিবর্তিত রয়েছে ২৪টির এবং লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার।

সপ্তাহ শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক বেড়েছে ১.৬২ শতাংশ বা ১৪৬ পয়েন্ট। আগের সপ্তাহ শেষে সিএসইর সাধারণ মূল্যসূচক কমেছিল ০.৯১ শতাংশ বা ৮৩ পয়েন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর/