এনআরবিসি ব্যাংকের প্লানেট ম্যাগাজিনের মোড়ক  উন্মোচন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
এনআরবিসি ব্যাংকের এক দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত  প্লানেট ম্যাগাজিনের  বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোড়ক উন্মোচন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক, বীর মুক্তিযোদ্ধা ও এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা ড. নুরুন নবী। এসময় ব্যাংকের  চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, পরিচালক  এএম সাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, ব্যাংকের ডিএমডিবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত  ছিলেন।

অনুষ্ঠানে ড. নুরুন নবী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গণমানুষের অর্থনৈতিক স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ব্যতিক্রমী সেবা দিয়ে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে ব্যাংকটি। আবার প্রথাগত কার্যক্রমের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতির বিকাশে কাজ করছে এনআরবিসি ব্যাংক। প্রবন্ধ, কবিতা, গল্প ইত্যাদি  বিষয় নিয়ে প্রকাশিত প্লানেট ম্যাগাজিন এনআরবিসি ব্যাংকের ব্যতিক্রমী কর্মকা-ের একটি উদাহরণ।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক গণমানুষের সেবায় কাজ করছে। প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। দেশ ও মানুষের উন্নয়নের নানা দিক এই ম্যাগাজিনের লেখাগুলোতে উঠে এসেছে। ব্যাংকিং সেবার পাশাপাশি  শিক্ষা, খেলাধুলা, শিল্পসাহিত্যের উন্নয়নে কাজ করছে এনআরবিসি ব্যাংক। ভবিষ্যতে প্লানেট ম্যাগাজিনকে গবেষণাধর্মী প্রবন্ধ ও সৃজনশীল সাহিত্যের সন্নিবেশ ঘটিয়ে শিল্প-সাহিত্যের অনন্য দলিলে রুপান্তরিত করা হবে।

উল্লেখ্য, প্লানেট এনআরবিসি ব্যাংকের ত্রৈমাসিক ম্যাগাজিন। এবারের বিশেষ সংখ্যায় এনআরবিসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি অন্য ব্যাংকের শীর্ষ নির্বাহী, গণমাধ্যম কর্মী ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের মূল্যবান লেখা রয়েছে। ব্যাংকের কমিউনিকেশন ডিভিশন ম্যাগাজিনটি প্রকাশ করেছে এবং সম্পাদক হিসেবে রয়েছেন ডিভিশনের প্রধান মো. হারুন-অর-রশিদ।

স্টকমার্কেটবিডি.কম////

নাভানা ফার্মার লেনদেন বন্ধ বুধবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ৫ জুলাই, বুধবার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/////

মূল্যস্ফীতি ১২ বছরের মধ্যে সর্বোচ্চ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কেন্দ্রীয় ব্যাংকের মতে, জ্বালানি তেল ও গ্যাসের ঊর্ধ্বমুখী দামের সমন্বয়ও মূল্যস্ফীতি বাড়াতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। দেশে-বিদেশে অর্থনৈতিক সংকট অব্যাহত থাকায় এবং পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়ায় সদ্যবিদায়ী অর্থবছরে দেশে গড় মূল্যস্ফীতি সরকারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

যুদ্ধ শুরুর পর ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় ডলারের বিপরীতে টাকার দুর্বল মান এবং জ্বালানি সংকট অব্যাহত থাকায় সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা প্রথমে ৬ দশমিক ৫ শতাংশ এবং পরে ৭ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছিল। জাতীয় পরিসংখ্যান সংস্থাটির তথ্যে বলা হয়েছে, ২০২০-২৩ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৬ মাস ধরে ৯ শতাংশের বেশি ছিল। মূল্যস্ফীতি গত ৫ মাসে ৮ শতাংশ ও ১ মাসে ৭ শতাংশের বেশি ছিল। গত জুনে সাধারণ মূল্যস্ফীতি ১ মাস আগের তুলনায় ২০ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়ায়। এটি মে মাসে ১১ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৯৪ শতাংশ থেকে নেমে আসে।

বিদায়ী অর্থবছরের শেষ মাসে খাদ্যমূল্যস্ফীতি ৪৯ বেসিস পয়েন্ট বেড়ে ৯ দশমিক ৭৩ শতাংশে দাঁড়ায়, যা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের ক্রমাগত ভোগান্তির কথাই তুলে ধরে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৩৬ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬ শতাংশে। শেষ পর্যন্ত খাদ্যমূল্যস্ফীতি ছিল গড়ে ৮ দশমিক ৭১ শতাংশ, যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৯ শতাংশে, যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা ভোক্তা মূল্য বৃদ্ধির জন্য সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অপর্যাপ্ত উদ্যোগকে দায়ী করেছেন।

স্টমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস ; ২য় খান ব্রাদাস্‌

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪১ কোটি ৮৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৮ লাখ।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জে এম আই হসপিটাল রিকুইসিটের ২০ কোটি ২৫ লাখ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিের ১৬ কোটি ৫৯ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৫ কোটি ৮৯ লাখ, মারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৭৯ লাখ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১২ কোটি ৭৬ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ১২ কোটি ৩৩ লাখ ও জেমিনী সী ফুড লিমিটেডের ৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. ফু-ওয়াং ফুডস
  2. খান ব্রাদার্স
  3. সি পার্ল বিচ রিসোর্ট
  4. জেএমআই হসপিটাল
  5. ফু-ওয়াং সিরামিক
  6. রূপালি লাইফ ইন্সুরেন্স
  7. এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ
  8. মেঘনা লাইফ ইন্সুরেন্স
  9. নাভানা ফার্মা
  10. জেমিনী সী ফুড লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৩৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬০০ কোটি ২৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৭৯ কোটি ৭৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২০টির আর দর অপরিবর্তিত আছে ১৮১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, জেএমআই হসপিটাল রিকুইসিট, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি, রূপালি লাইফ ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস ও জেমিনী সী ফুড লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২১.২৮পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭২৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৭০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফু-ওয়াং ফুডস ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

জাপানে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, জাপানে অধ্যাপক, গবেষক ও প্রকৌশলীদের মতো পেশাজীবী হিসেবে বাংলাদেশিদের কাজ করার সুযোগ আছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে জনসংখ্যা সংকটের পরিপ্রেক্ষিতে দক্ষ শ্রমিকের কাজের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। এশিয়ার এই সমৃদ্ধ দেশটিতে চাকরি ও সম্মানজনক আয়ের সুযোগ নিতে পারেন বাংলাদেশের দক্ষ শ্রমিকরাও।

জাপানের ‘টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং’ ও ‘নির্দিষ্ট দক্ষ কর্মী’ স্কিমের আওতায় বাংলাদেশিদের নিয়োগের বিষয়ে ২০১৮ ও ২০১৯ সালে ঢাকা ও টোকিও পৃথক সমঝোতা স্মারক (এমওসি) সই করে। তবে অভিবাসী শ্রমিক নেওয়া অন্যান্য দেশের তুলনায় পূর্ব এশিয়ার ধনী দেশগুলোয় বাংলাদেশি শ্রমিকের সংখ্যা খুবই কম। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুসারে, ১৯৯৯ সাল থেকে চলতি বছরের মে মাসের মধ্যে বাংলাদেশ ৩ হাজার ৩০ কর্মী জাপানে পাঠিয়েছে। চলতি বছরের প্রথম ৫ মাসে ২৯০ শ্রমিক জাপানে গেছেন। বিএমইটির তথ্য জানায়, গত বছর ৫০৮ শ্রমিক সেখানে গিয়েছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তালিকায় বলা হয়েছে, বিএমইটি ও রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) পাশাপাশি প্রায় ৭০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সি জাপানে কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘বর্তমানে জাপানে নির্মাণ, শিল্প, কৃষিসহ বেশ কয়েকটি খাতে চাকরির সুযোগ আছে।’

তার মতে, জাপানে কর্মী পাঠানোর প্রক্রিয়া উপসাগরীয় দেশগুলোর শ্রমবাজারের তুলনায় আলাদা। কারণ, প্রবাসী শ্রমিকদের অন্যান্য যোগ্যতার সঙ্গে জাপানি ভাষায় দক্ষতা থাকতে হয়। তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় দক্ষতা ও ভাষা শেখানোর প্রস্তুতি নিয়ে প্রতি বছর কয়েক হাজার শ্রমিককে জাপানে পাঠানো সম্ভব।’

স্টকমার্কেটবিডি.কম///

আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির ৩০ জুন, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:৪০টায় রাজধানীর কাওরান বাজারে ব্যাংকটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ রাজু

ঈদের ছুটির পর গ্রাহক বাড়তে শুরু করেছে ব্যাংকে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদে টানা চার দিন পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রোববার (২ জুলাই) খুলেছে সরকারি সব অফিস-আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। প্রথম দুই দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে তেমন ভিড় দেখা যায়নি। তবে তৃতীয় দিন মঙ্গলবার (৪ জুলাই) রাজধানী ঢাকার ব্যাংকগুলোতে কিছুটা বেড়েছে গ্রাহক সংখ্যা। যদিও তা অন্যান্য দিনের তুলনায় খুবই কম। এদিকে, সড়কগুলো সকাল থেকে অনেকটাই ফাঁকা ছিল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটি শেষে ব্যাংক লেনদেন হচ্ছে আগের সময়সূচি অনুযায়ী। অর্থাৎ ব্যাংকে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর অফিসের কার্যক্রম চলছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানীর মতিঝিল, গুলিস্থান, পল্টন, ফকিরাপুলসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ব্যাংকগুলোতে সাধারণ গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম। তবে ঈদের পর প্রথম ও দ্বিতীয় দিনের তুলনায় গ্রাহক উপস্থিতি কিছুটা বেড়েছে। কর্মকর্তারা পরিচিত অনেক গ্রাহকের সঙ্গে লেনদেনের পাশাপাশি কুশলাদি বিনিময় করছেন।

ব্যবসায়ী আসাদ নূর রূপালী ব্যাংকে এসেছেন টাকা তুলতে। তিনি বলেন, আমার লেদার কর্মচারীদের বেতন দিতে হবে যেটা ঈদের আগে দেওয়া হয়নি। টাকা জমা দিতে এসেছেন ওয়াহিদ নামে এক গ্রাহক। তিনি বলেন, ঈদের আগে কোরবানিসহ কেনাকাটার জন্য বেশ কিছু টাকা উঠানো হয়েছিল। এর বেশিরভাগ টাকা আর প্রয়োজন পড়েনি তাই জমা দিতে এসেছি। খুচরো টাকার প্রয়োজন হলেতো কার্ডের মাধ্যমে উঠাতে পারবো। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদুল আজহার ছুটি শেষে অনেক মানুষ এখনও ঢাকায় ফেরেননি। এ কারণে ব্যাংকিং কার্যক্রমেও এর প্রভাব পড়েছে। সোনালী ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আজ গ্রাহক গত দুই দিনের তুলনায় বেশি রয়েছে। আগামীকাল থেকে আরও বেশি গ্রাহক আসবে বলে ধারণা করছি। কারণ এরই মধ্যে ঈদের ছুটি শেষ হয়েছে, মানুষ ঢাকামুখী হচ্ছেন। ঈদের আগে টাকা তোলার পরিমাণ বেশি ছিল। এখন টাকা জমা-তোলা দুটোই চলছে।

স্টকমার্কেটবিডি.কম////

ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদী ঋণমান এসেছে ‘এএ-’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি