বিএবি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী

2018-04-03_8_622704স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)-এর নেতা ও তাদের পরিবার আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন।

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিএবি নেতৃবৃন্দ ও তাদের সহধর্মিনীরা আজ বিকেলে গণভবনের সবুজ চত্বরে এই অনুষ্ঠানে যোগ দেন। বিএবি ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রী বিকেল ৫টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছে বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান ও নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় এক্সিম ব্যাংকের শিল্পীরা বর্তমান সরকারের সাফল্য গাঁথা জারি গান পরিবেশন করে।

মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : বাসস
স্টকমার্কেটবিডি.কম/এমএম

আরএকে সিরামিক্সের ১ লাখ শেয়ার কেনা সম্পন্ন

RAK-CERAMIKস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক্স খাতের কোম্পানি আরএকে সিরামিক্স বাংলাদেশ লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এস.এ.কে একরামুজ্জামান নামে এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাউথইস্ট ব্যাংক মি: ফান্ডের ট্রাস্টি সভা ৯ এপ্রিল

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের ট্রাস্টি সভা আগামী ৯ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই ট্রাস্টি সভায় ফান্ডটি ২০১৭ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে ফান্ডটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ফান্ডটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শেয়ার কেলেঙ্কারি মামলায় ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৯৯৬ সালের আলোচিত শেয়ার কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা দুই মামলার দুটি কোম্পানির ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ আদেশের কপি হাতে পাওয়ার এক মাসের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

তবে আত্মসমর্পণের পর তদের জামিন বিবেচনা করতে বলেছেন হাইকোর্ট।

দুই মামলার মধ্যে এক মামলায় আসামি করা হয়েছে এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান হেমায়েত উদ্দিন আহমেদ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ সাদেক, ডিএসইর সদস্য সৈয়দ মাহবুব মুর্শেদ, ডিএসইর বর্তমান পরিচালক শরিফ আতাউর রহমান এবং সাবেক চেয়ারম্যান আহমেদ ইকবাল হাসানকে।

অপর মামলায় আসামি করা হয়েছিল সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেড, এম জি আজম চৌধুরী, শহীদুল্লাহ ও প্রফেসর মাহবুব আহমেদকে।

মঙ্গলবার (৩ এপ্রিল) বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে দুই কোম্পানি এবং আটজনের খালাসের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভান্ডারি, সহকারী অ্যাটর্নি জেনারেল স্বপন কুমার দাস ও সৈয়দা সাবিনা আহমদ মলি।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভান্ডারি সাংবাদিকদের বলেন, ‘শেয়ারবাজারের মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ গত ১ ফেব্রুয়ারি দুই কোম্পানি এবং তাদের আটজনকে খালাস দেন। গত ২৫ মার্চ ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আদালত আজ তা শুনানির জন্য গ্রহণ করেন। একইসঙ্গে মামলার আট আসামিকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।’

তিনি আরও বলেন, বিচারিক আদালত নথি এবং সাক্ষ্য-প্রমাণ যথাযথ বিচার বিশ্লেষণ করে এ রায় দেননি। তাই বিএসইসি আপিল করে বিচারিক আদালতের রায় বাতিল চেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ফারমার্স ব্যাংকের ১৭ জনের বিদেশ ভ্রমণে দুদকের নিষেধাজ্ঞা

farmarsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দি ফারমার্স ব্যাংক লিমিটেডের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক ও তার স্ত্রীসহ ১৭ জনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ এপ্রিল) এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

ওই ১৭ জন যেন দেশত্যাগ করতে না পারেন সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দুদকের উপ-পরিচালক সামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যানের পদ ছাড়তে বাধ্য হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতি। গত ১৯ ডিসেম্বর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম শামীমকেও অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি অর্জনে হবে নতুন রেকর্ড

gdpস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোট দেশজ উৎপাদনে নতুন রেকর্ড হতে যাচ্ছে এ বছর। এর পরিমাণ হবে ৭.৬৫ শতাংশ, যা এর আগের যেকোনও সময়ের চেয়ে বেশি।

আজ মঙ্গলবার (৩ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব থেকে এ তথ্য অবহিত করা হয়েছে প্রধানমন্ত্রীকে।

একনেকের বৈঠক শেষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল ব্রিফিংয়ে জানান, গত ১০ মাসের তথ্য পর্যালোচনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ বছরের জন্য জিডিপির হার চূড়ান্ত করেছে। তাদের হিসাব অনুযায়ী, এ বছর ৭.৬৫ শতাংশ জিডিপির নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ।

একনেকের বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীকে এ তথ্য অবহিত করা হয়েছে। বিবিএসের হিসাব অনুযায়ী গত মার্চে মূল্যস্ফীতির হার ৫.৬৮ শতাংশ ছিল বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

ব্রিফিংয়ে জানানো হয়, আজকের একনেক বৈঠকে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৪১৫ কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হলো টাঙ্গাইলের এলেঙ্গা থেকে জামালপুর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

প্রাইম ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

primeস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাইম ব্যাংক লিমিটেডকে ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার কমিশনের ৬৩৮তম সভায় কোম্পানিটিকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাইম ব্যাংক লিমিটেডের ৭০০ কোটি টাকার নন কনভারটেবল ফ্লটিং রেইট সাবঅর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যার মেয়াদ সাত বছর। এর বৈশিষ্ট্য হলো- নন কনভারটেবল, সম্পূর্ণ অবসায়নযোগ্য, সাব-অর্ডিনেটেড বন্ড।

বন্ডটি শুধুমাত্র ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট বডি, মিউচ্যুয়াল ফান্ড এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা কিনতে পারবেন। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে।

এ বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি টায়ার টু ক্যাপিটালের শর্ত পূরণ করবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসাব কাজ করছে যথাক্রমে গ্রীণ ডেল্টা ইস্যুরেন্স কোম্পানি এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ব্যবসা সম্প্রসারণে ভিএফএস থ্রেডকে আইপিও অনুমোদন দিল বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ভিএফএস থ্রেড লিমিটেডকে ২২ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৩৮তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিএসইসির নির্বাহি পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

vfs_logo_2

শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ভিএফএস থ্রেড লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.৯০ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.০২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটিজ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩য় প্রান্তিক ট্রাস্টি সভা আহবান

mutualfundsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের ট্রাস্টি সভা আগামী ৯ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই ট্রাস্টি সভায় ফান্ডটি ২০১৭ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর গুলশানে ফান্ডটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ফান্ডটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ইফাদ অটোস
  3. বেক্স ফার্মা
  4. সিটি ব্যাংক
  5. লাফার্জ হোলসিম
  6. ইসলামী ব্যাংক
  7. আমরা নেটওয়ার্ক
  8. বিবিএস কেবলস
  9. লংকাবাংলা ফাইন্যান্স
  10. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।