ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিনে নানা সুবিধা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও ফ্যানে নানা সুবিধা
ওয়ালটন ডে’তে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০ ঘোষণা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা

সারা দেশে শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০। বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে ওয়ালটনের এ উদ্যোগ। ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান ক্রেতাদের জন্য নগদ লাখ লাখ টাকা, ফ্রি পণ্যসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার ঘোষণা করেছে ওয়ালটন।

শনিবার (২০ মার্চ ২০২১) ‘ওয়ালটন ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল ক্যাম্পেইনে সিজন-১০ ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ।

রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, হুমায়ূন কবীর এবং শোয়েব হোসেন নোবেল, ওয়ালটন প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, উদয় হাকিম, আমিন খান ও ফিরোজ আলম, ওয়ালটন এসির সিইও তানভীর রহমান, ফ্রিজের সিইও আনিসুর রহমান মল্লিক, টিভির সিইও মোস্তফা নাহিদ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সিইও সোহেল রানা এবং হোম অ্যাপ্লায়েন্সের সিইও আল ইমরান।

জানা গেছে, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০ এর আওতায় ওয়ালটন ফ্রিজ এবং ওয়াশিং মেশিন ক্রেতারা পেতে পারেন নগদ ১ লাখ টাকা। রয়েছে বিভিন্ন অংকের কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। আর ওয়ালটন এসির ক্রেতাদের জন্য রয়েছে ২০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।

এদিকে, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন টিভির ক্রেতারা প্রতি ঘন্টায় পেতে পারেন এসি ফ্রি। আছে নিশ্চিত মূলছাড়। আর সিলিং ফ্যান ক্রেতাদের জন্য রয়েছে লাখ টাকা পাওয়ার সুযোগ। ২০ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সুবিধা থাকছে।

কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে আরও দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এ পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল ও বারকোডসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পারছেন গ্রাহক।

অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই আকর্ষণীয় উপহারসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দেয়া হচ্ছে। ইতোমধ্যেই নয়টি সফল সিজন পেরিয়ে দশম সিজন শুরু করলো ওয়ালটন।

অনুষ্ঠানে প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটনের লক্ষ্য সর্বোচ্চ ক্রেতা সুবিধা দেওয়া। সেজন্যই ডিজিটাল ক্যাম্পেইন চালানো হচ্ছে। ওয়ালটন ডে’তে ক্যাম্পেইনের নতুন সিজন শুরু হলো। আমাদের বিশ্বাস আগের সিজনগুলোর মতো এই সিজনও ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।

স্টকমার্কেটবিডি.কম/

বাণিজ্যের নতুন ক্ষেত্র উন্মোচনে ‘একমত’ রাজাপাকসে-হাসিনা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শ্রীলঙ্কা-বাংলাদেশ শীর্ষ বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্র উন্মোচনে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই সরকারপ্রধানের বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

দুই নেতা প্রথমে একান্ত বৈঠকে মিলিত হন। পরে দুই দেশের প্রতিনিধি দল দ্বিপক্ষীয় বৈঠকে বসে। পরে দুই নেতার উপস্থিতিতে যুব উন্নয়ন, কৃষি, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, “প্রায় এক ঘণ্টার দ্বিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার চেয়ে অনেক কম।

“সেজন্য মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, এ বিষয়ে যৌথ ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের এখন দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তিতে (এফটিএ) যাওয়া উচিত।”

বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাণিজ্যের পরিমাণ বছরে ১৬ কোটি ডলারের মত। এর মধ্যে ১২ কোটি ডলারের পণ্য রপ্তানি করে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ রপ্তানি করে ৪ কোটি ডলারের মত।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশের অনেক পণ্যের উজ্জ্বল সম্ভবনার কথা বৈঠকে উল্লেখ করেন। সেই সেঙ্গ বেসরকারি খাতের অংশগ্রহণের ওপরও গুরুত্ব আরোপ করেন।

শ্রীলঙ্কার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “শ্রীলঙ্কা বাংলাদেশের পাওয়ার সেক্টরে বিনিয়োগ করেছে। আমরা শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং হাই টেক পার্কগুলোতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানাই।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী ধান চাষ, মিঠা পানির মাছ চাষসহ কৃষি ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। উপকূল, অ্যাকোয়াকালচার, মেরিনকালচার, গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণ বিষয়ে শ্রীলঙ্কা থেকে প্রযুক্তি জ্ঞান অর্জনেরও আগ্রহ দেখান।

পাশাপাশি সক্ষমতা অর্জন, কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা ক্ষেত্রে আরও বেশি প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন বলে জানান তার প্রেস সচিব।

তিনি বলেন, “শ্রীলঙ্কায় বাংলাদেশি নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ থেকে বিশ্ব মানের ওষুধ আমদানি করে শ্রীলঙ্কা লাভবান হতে পারে।”

জরুরি সাড়াদান, দুযোর্গ ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন এবং প্রশমন বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা শ্রীলঙ্কার সঙ্গে বিনিময় করার আগ্রহ প্রকাশ করেন শেখ হাসিনা।

শ্রীলঙ্কার সঙ্গ সম্পর্ককে আরও এগিয়ে নিতে নিয়মিত সাক্ষাত এবং বিদ্যমান প্রাতিষ্ঠানিক পদক্ষেপগুলো নিয়মিত হওয়া উচিত বলে তিনি মত দেন। সূত্র : বিডিনিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংক এশিয়ার ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ১.৭৫ টাকা। একই সময়ে শেয়ার প্রতি কনসোলিডেটেড সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩.৪৮ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/

পিই রেশিও কমেছে ১.৯২ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দুই শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৭.২৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৬.৯০ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩৩ পয়েন্ট বা ১.৯২ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৯০ পয়েন্টে। এছাড়া তথ্য প্রযুক্তি খাতের ১৫.১৮ পয়েন্টে, বস্ত্র খাতের ১৭.১৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.৮০ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯.৭৯ পয়েন্টে, বীমা খাতের ১৭.২৬ পয়েন্টে, বিবিধ খাতের ৫১.৬২ পয়েন্টে, খাদ্য খাতের ১২.৫৫ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.১৭ শতাংশ, চামড়া খাতের (-) ১৩.৭৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪১.১৮ পয়েন্টে, আর্থিক খাতের ৯৩.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৫০.৩৩ পয়েন্টে, পেপার খাতের ৬৯.৫৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.৩৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৬.৩৬ পয়েন্টে, সিরামিক খাতের ২৬.১৬ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৪৬.৫১ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক দর কমার শীর্ষে লূব-রেফ বিডি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে রয়েছে লূব-রেফ বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২১.২১ শতাংশ। ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৭৮ কোটি ৮৩ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৭০ লাখ টাকা ছিল।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৩.১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ১০ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৬ লাখ টাকা ছিল।

রিপাবলিক ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১২.৮৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ৪ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১ কোটি ২১ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- পিপলস ইন্স্যুরেন্সের ১২.৩৬ শতাংশ, নর্দান ইসলামি ইন্স্যুরেন্সের ১১.৮০ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১১.৭৪ শতাংশ, লংকাবাংলা ফিন্যান্সের ১১.৫৭ শতাংশ, বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ১১.৫২ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সের ১১.৪৭ শতাংশ ও ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেডের ১০.৭৬ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে আজিজ পাইপস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২০.৯২ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, উক্ত সপ্তাহে শেয়ারটির ১৫ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৪ লাখ টাকা ছিল।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৯.৬৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ৫১ কোটি ৯৬ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৯৯ লাখ টাকা ছিল।

দেশ গার্মেন্টস দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৩.৬৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ২ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে ৬৪ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- অ্যারামিট লিমিটেডের ১৩.০২ শতাংশ, সোনালী আঁশের ১২.২৬ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৮৬ শতাংশ, স্ট্যাইল ক্রাফটের ৮.৩৪ শতাংশ, সিলকো ফার্মার ৮.০৪ শতাংশ, ইসলামী ব্যাংকের ৭.২৮ শতাংশ ও আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড ৭.২৩ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

আইসিএমএবি ঢাকা শাখার নতুন সা: সম্পাদক ও ট্রেজারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএমএবি) ঢাকা ব্যাঞ্চ কাউন্সিলের (ডিবিসি) নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ এবং নতুন ট্রেজারি নির্বাচিত হয়েছেন মান্নান বেপারী এফসিএমএ।

২০২১ সাল মেয়াদে নির্বাচিত হয়েছেন তারা।

মোহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ রয়েছেন সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও হিসাবে। তিনি ২০১৯ সালে ঢাকা ব্যাঞ্চ কাউন্সিলের (ডিবিসি) ট্রেজারি হিসাবে দায়িত্ব পালন করেন।

আর মান্নান বেপারী এফসিএমএ হলেন সাউথ বাংলা এগ্রি কালচার এন্ড কমার্স ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সার্ভিসেস বিভাগ হতে বিবিএ ও এমবিএ পাশ করেন।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৩ কোটি ৯ লাখ টাকার।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ১১১ কোটি ৫০ লাখ টাকার।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম বিডির ১০০ কোটি ৫৫ লাখ, সামিট পাওয়ারের ৮৮ কোটি ২৮ লাখ, বেক্সিমকো ফার্মার ৮৬ কোটি ৯৪ লাখ, লূব রেফ বিডির ৭৮ কোটি ৮৩ লাখ, জেবিবি পাওয়ারের ৭৮ কোটি ৭৭ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ৭৪ কোটি ৭৫ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের ৬১ কোটি ৫ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

৪ দিনে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১০,৭৫৭ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ১০,৭৫৭ কোটি টাকা কমেছে। এসময় গত সপ্তাহের তুলনায় লেনদেন ও সূচক দুটোই কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬২৭ কোটি ৮৫ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৩ হাজার ৫৯৫ কোটি ৯৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৬.৯২ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৬৫৬ কোটি ৯৬ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৪.১৫ শতাংশ কমেছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৬৬ কোটি ১৭ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৪.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৩৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮০.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০৭৩ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৮.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৪৭ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭২টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৮২ হাজার ৮৫৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৭২ হাজার ৯৭ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ১০,৭৫৭ কোটি টাকা বা ২.২৩ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/

ফিক্সড ইনকাম ফান্ড নিয়ে আসছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায় বিস্তারের অংশ হিসেবে, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নিয়ে আসছে নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড, শান্তা ফিক্সড ইনকাম ফান্ড।

গত বৃহস্পতিবার বিজিআইসি কার্যালয়ে ট্রাস্টডিড সংক্রান্ত এই চুক্তি সই করে প্রতিষ্ঠান দু’টি। ট্রাস্টডিডে বিজিআইসির পক্ষ থেকে সই করেন বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে সই করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ এমরান হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফান্ডের স্পন্সর ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকবে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে থাকবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)।

বে-মেয়াদি এ ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা এবং এর মধ্যে স্পন্সর প্রদান করবে এক কোটি টাকা। তবে বে-মেয়াদি ফান্ড হওয়াতে ফান্ডের আকার পরবর্তীতে বৃদ্ধির সুযোগ থাকবে।

বিনিয়োগ নীতিমালা অনুযায়ী এই ফান্ড সরকারি বন্ডে বিনিয়োগ করবে ৪০-৬০ শতাংশ এবং নিবন্ধিত সিকিউরিটিজে বিনিয়োগ করবে সর্বোচ্চ ৫০ শতাংশ। এ ছাড়াও এই ফান্ডটি অনিবন্ধিত সিকিউরিটিজে সর্বোচ্চ ২০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। এই অনিবন্ধিত সিকিউরিটিজগুলো অবশ্যই নিবন্ধিত ক্রেডিট রেটিং এজেন্সি থেকে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত হতে হবে।

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোহাম্মাদ এমরান হাসান বলেন, বিনিয়োগকারীদের বিনিয়োগ ডাইভারসিফিকেশনের চাহিদার কথা মাথায় রেখে আমরা শান্তা ফিক্সড ইনকাম ফান্ডের যাত্রা শুরু করতে যাচ্ছি। এই ফান্ডটি মূলত ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগ করে থাকবে। এই ফান্ড আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের মুনাফা অর্জন বৃদ্ধি ও বিনিয়োগ ঝুঁকি কমানোর সুযোগ করে দেবে। আইন অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পরপরই নতুন এই ফান্ডটির যাত্রা শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/