এসিআইয়ের ডেভিডেন্ট পত্র বিতরণ আজ

aciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডের ক্যাশ ডেভিডেন্ট ওয়ারেন্ট বিতরণ শুরু হবে আজ ৮ জুলাই। এটা চলবে দুই দিন পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানটি ২০১৪ সালের নগদ লভ্যাংশ পত্র বিতরণ করবে। বিনিয়োগকারীরা নির্ধারিত দিনে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত রাজধানীর মতিঝিলে ৯ নম্বর ভবনে অবস্থিত কোম্পানীর রেজিষ্টার্ড অফিস থেকে এই ডেভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবে।

উক্ত সময়ে যারা এই কাগজটি সংগ্রহ করতে না পারবে তাদেরকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করা হবে বলে ডিএসই সূত্রে জানানো হয়।

গত ২০১৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

গ্রিসের অর্থমন্ত্রীর পদত্যাগ, শেয়ারবাজারে আতঙ্ক

greec-smbdস্টকমার্কেট ডেস্ক :

গ্রিসের জনগণ রবিবারের গণভোটে কৃচ্ছতার শর্ত খারিজ করে দেয়ার পরও অকস্মাৎ পদত্যাগ করেছেন সেদেশের অর্থমন্ত্রী ইয়ানিস বারুফাকিস।

ঋণদাতাদের শর্তের বিরুদ্ধে তার কট্টর অবস্থানের জন্য ইউরোজোনের বহু দেশের কাছে বিশেষ করে জার্মানির কাছে অপ্রিয় হয়ে উঠেছিলেন মি বারুফাকিস।

সে কারণে, তার এই অকস্মাৎ পদত্যাগকে মীমাংসার জন্য গ্রিসের আগ্রহের প্রতিফলন বলে অনেক পর্যবেক্ষক ব্যাখ্যা করছেন।

গণভোটে ফলাফলের পর গ্রিসের সরকারে পক্ষ থেকে বার বার আশ্বস্ত করা হচ্ছে ইউরো মুদ্রা ত্যাগ করার কোনও ইচ্ছা তাদের নেই, তাদের আপত্তি শুধু কিছু কঠোর শর্ত নিয়ে।

গ্রিসের কেন্দ্রীয় ব্যাংক জরুরী ঋণ নিয়ে আলোচনায় বসতে দু-একদিনের মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবির কাছে প্রস্তাব পাঠাবে।

তবে এই আলোচনায় কতদূর ইতিবাচক ফল হবে তা নিয়ে জার্মানি শঙ্কা জানিয়েছে।

জার্মানির ক্রদ্ধ ডেপুটি চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল মন্তব্য করেছেন, “প্রধানমন্ত্রী সিপ্রাস গ্রিস ও ইউরোপের মধ্যে সেতু দুমড়ে মুচড়ে দিয়েছেন।”

আশঙ্কা করা হচ্ছে, ইসিবির কাছে থেকে দ্রুত টাকা না পেলে গ্রিসের ব্যাংকগুলোর ভাণ্ডার শূন্য হয়ে যাবে।
জাপানে নিকেই সূচক পড়ে গেছে দুই শতাংশ

বাজারে দরপতন

ওদিকে, গ্রিসের গণভোটে ফলাফলের পরপরই শেয়ারবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া পড়েছে।

সোমবার লেনদেন শুরু হওয়ার পরপরই ইউরোপ ও এশিয়ায় শেয়ারের দাম পড়ে গেছে। মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ডের বিপরীতে ইউরো’র বিনিময় মূল্য যথাক্রমে ০.৪ এবং ০.৫ শতাংশ কমেছে।

জাপানের নিকেই সূচক দুই শতাংশ নেমে গেছে। প্রায় একই হারে দাম পড়ে গেছে প্যারিস এবং ফ্রাঙ্কফুর্টের শেযার বাজারেও।

ব্রিটেন ইউরোজোনের অংশ না হলেও, লন্ডনের ফুটসি সূচক সকালেই এক শতাংশ পড়ে যায়।

ফরাসী ব্যাংক বিএনপি পারিবা’র গবেষক ফিলিপ গিজেলস বলেছেন, ইউরো জোন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা যে বাড়ছে তা অস্বীকার করার উপায় নেই … ঝুঁকিপূর্ণ সম্পদের দাম পড়তির দিকে, টাকা-পয়সা নিরাপদে সরিয়ে নেওয়ার প্রবণতা দেখা দিচ্ছে।”

গিজেলস বলেন, “মীমাংসা আলোচনা হবে কিন্তু ফলাফল অনিশ্চিত”।

মুদ্রা ব্যবসায়ী প্রতিষ্ঠান ফরেক্সডটকমের গবেষণা পরিচালক ক্যাথলিন ব্রুকস্‌ সাবধান করেছেন ইউরোর বিনিময় মূল্য আরও পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

সূত্র : বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ইউনাইটেড এয়ার
  3. এসিআই
  4. অলিম্পিক এক্সেসরিজ
  5. বেক্স-ফার্মা
  6. গ্রামীন ফোন
  7. এসিআই ফরমুলেশন্স
  8. লাফার্জ সুরমা
  9. ইফাদ অটোস
  10. খান ব্রাদার্স।

ডিএসইতে সূচকের বড় উত্থান

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনে সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ৩৮ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৬৫ পয়েন্টে। দিনশেষে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪২৩ কোটি ৩১ লাখ টাকা।

এদিন লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড এয়ার, এসিআই, অলিম্পিক এক্সেসরিজ, বেক্স-ফার্মা, গ্রামীন ফোন, এসিআই ফরমুলেশন্স, লাফার্জ সুরমা সিমেন্ট ইফাদ অটোস ও খান ব্রাদার্স।

লেনদেনে অংশ নেয়া ৩২১টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ২০৫টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

স্ট্যান্ডার্ড সিরামিকসের দর বৃদ্ধির কারণ নেই

standaerdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে দর বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ কার্যদিবসে এই কোম্পানি শেয়ারের দর বেড়েছে ১০ টাকা। গত ২৯ জুন শেয়ারটির দর ছিল ৩৫ টাকা।যা গতকাল ৬ জুলাই বৃহস্পতিবার ৫৫ টাকায় কাছাকাছি দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার শেয়ারের সর্বোচ্চ দর হয় ৫৫.৮০ টাকা।

সর্বশেষ ৪ কার্যদিবসে শেয়ারটির দর টানা বেড়েছে। আর শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে স্ট্যান্ডার্ড সিরামিকসের পক্ষ থেকে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

প্রিমিয়ার ব্যাংকের বোনাস জমা

primiarস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড(সিডিবিএল। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ৭ জুলাই মঙ্গলবার এই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

প্রিমিয়ার ব্যাংক ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৬ জুন অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির রেকর্ড ডেট ছিল গত ১৪ মে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

সিএমসি কামালের বোনাস বিওতে

cmcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইল মিল লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ৭ জুলাই মঙ্গলবার এই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

সিএমসি কামাল লিমিটেডে সমাপ্ত ২০১৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৩১ মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির রেকর্ড ডেট ছিল গত ১৭ মে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ইউনাইটেড ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিকীতে ইপিএস কম

united-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স চলতি বছরের প্রথম অর্ধ-বার্ষিকীতে শেয়ার প্রতি আয় বা ইপিএস অর্জন করেছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৪২ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানির অর্ধবার্ষিকী (জানুয়ারি, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

এ সময়ে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি এই মুনাফা ছিল ৫ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকা।

বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল, ১৫- জুন, ১৫) কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছিল ৩ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা। আর ইপিএস করেছে ৮০ পয়সা। আগের বছর এ প্রান্তিকে কোম্পানির মুনাফা ৩ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা ও ইপিএস ছিল ৮০ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/বি

সাপোর্টের এজিএমের স্থান পরিবর্তন

summitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ জুলাই কোম্পানির এজিএমটি রাজধানীর ফার্মগেটে কৃষি ইনিস্টিটিউট ভবন অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সামিট এলায়েন্সের ইস্কাটনে পুলিশ কনভেনশন সেন্টারে এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির রেকর্ড আগামী ৯ জুলাই নির্ধারণ করা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/বি

এসিআইয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

aci-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ কার্যদিবসে এই কোম্পানি শেয়ারের দর বেড়েছে ১৬৫ টাকা। গত ২৫ জুন শেয়ারটির দর ছিল ৪২০ টাকা।যা গতকাল ৬ জুলাই বৃহস্পতিবার ৫৮৫ টাকায় কাছাকাছি দাঁড়িয়েছে।

সর্বশেষ ৬ কার্যদিবসে শেয়ারটির দর টানা বেড়েছে। আর শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে এসিআই লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর