ভারত এখন বিশ্বের অন্যতম ’শেয়ারবাজার পরাশক্তি’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারতের শেয়ারবাজারের নিবন্ধিত কোম্পানিগুলোর বাজার মূলধন চার ট্রিলিয়ন ডলার বা চার লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে দিয়ে ভারতের শেয়ারবাজারের মোট বাজার মূলধন হংকং স্টক এক্সচেঞ্জের কাছাকাছি চলে গেছে।

হিন্দুস্তান টাইমসের সংবাদে বলা হয়েছে, কোভিড-১৯-এর বিপর্যয়কর প্রভাব ও তার পরবর্তী সময়ের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও ভারতের শেয়ারবাজার নতুন উচ্চতায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে ভারতের স্টক মার্কেট বিশ্বের পরাশক্তি হয়ে উঠেছে। এত দিন যে তকমা ছিল কেবল যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের স্টক এক্সচেঞ্জের।

চলতি বছর ভারতের বাজারে শেয়ারের মূল্য ২৫ শতাংশ বেড়েছে। ফলে ভারতীয় স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন ৪ দশমিক ১৬ ট্রিলিয়ন বা ৪ লাখ ১৬ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। হংকংয়ের হ্যাংসেং সূচক চলতি বছর ১৯ শতাংশ কমেছে এবং খুব শিগগির তারা ভারতের পেছনে পড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের শেয়ারবাজারের প্রধান সূচক হচ্ছে নিফটি ও সেনসেক্স। চলতি বছর এই দুই সূচক নতুন উচ্চতায় উঠেছে। এ বছর নিফটির প্রবৃদ্ধি রয়েছে ১৮ শতাংশ আর সেনসেক্সের প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৩ শতাংশ।

বাজার গবেষণা সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ের তথ্যানুসারে, চলতি বছরের প্রথম ৯ মাস ভারতের শেয়ারবাজারে দেড় শতাধিক নতুন কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। একই সময় হংকং শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে মাত্র ৪২টি কোম্পানি। সেনসেক্স গতকাল বুধবার ৭২ হাজার পয়েন্টে উঠে নতুন উচ্চতা স্পর্শ করেছে।

বর্তমানে বিশ্বের যেসব স্টক এক্সচেঞ্জের বাজারমূল্য ভারতের চেয়ে বেশি, সেগুলো হচ্ছে—যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও নাসডাক, চীনের সাংহাই এক্সচেঞ্জ, ইউরোনেক্সট, জাপান স্টক এক্সচেঞ্জ ও সেনজেন স্টক এক্সচেঞ্জ।

স্টকমার্কেটবিডি.কম//////

সৌদি আরবে নতুন স্বর্ণের খনির সন্ধান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে স্বর্ণের নতুন খনির সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এই ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স’ ও সৌদি গেজেট’র।

কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, নতুন সন্ধান পাওয়া খনিগুলো কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ স্বর্ণের খনির দক্ষিণে অবস্থিত। স্বর্ণের খনির সন্ধানে তারা ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এই অনুসন্ধানে প্রথমবারের মতো স্বর্ণের মজুত আবিষ্কৃত হলো।

সংগৃহীত নমুনা বিশ্লেষণে নতুন খনিতে উচ্চ মানসম্পন্ন স্বর্ণ থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জরিপের ফলাফলের আলোকে কোম্পানিটি ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে ব্যাপক খননকাজ চালানোর পরিকল্পনা নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//////

সিএমজেএফ’র নতুন সভাপতি গোলাম সামদানী, সম্পাদক আবু আলী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডট নেট-এর স্পেশাল করোসপন্ডেট গোলাম সামদানী ভূইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী। তারা ২০২৩-২৪ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

গোলাম সামদানী ভূইয়া ভোট পেয়েছেন ৩১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রা‌হিম হো‌সেন অভি পেয়েছেন ২৬ ভোট। আরেক প্রার্থী গোলাম মাইনুল আহসান পে‌য়ে‌ছেন ১৭ ভোট।

আবু আলী ভোট পেয়েছেন ৪৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা নিউজের এস এম এ কালাম পেয়েছেন ২৪ ভোট।

শুক্রবার (২৯ ডিসেম্বর) পল্ট‌নে সিএমজেএফ নিজস্ব কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। ৮২জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট দেন।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সি‌নিয়র রিপোর্টার বাবুল বর্মণ। তিনি পেয়েছেন ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির মেহেদি হাসান আল বাখার পেয়েছেন ২৭ ভোট।

ইব্রা‌হিম হো‌সেন রেজওয়ান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ম্যা‌সেঞ্জা‌রের সিনিয়র রিপোর্টর মাহফুজুল ইসলাম, তিনি পেয়েছেন ৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এন‌টি‌ভি অনলাইনের মোহাম্মদ আনিসুজ্জামান পেয়েছেন ২৫ ভোট।

কমিটির পাঁচজন সদস্যের মধ্যে ‌সব‌চে‌য়ে বে‌শি ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন কাল বেলার জুনায়েদ শিশির, তি‌নি পে‌য়ে‌ছেন ৪৫ ভোট, নয়া দিগ‌ন্তের হামিদ সরকার ৪২ ভোট, রাই‌জিং বি‌ডি ডটক‌মের এস এম নুরুজ্জামান তানিম ৩৮ ভোট, ৭১ টি‌ভির সুশান্ত সিনহা ৩৭ ভোট এবং জি‌টি‌ভির তৌহিদুল ইসলাম রানা ৩৫ ভোট পে‌য়ে‌ নির্বা‌চিত হ‌য়েছেন।

সিএমজেএফ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য নাসির উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান, শার‌মিন রিনভী, রাজু আহ‌ম্মেদ, মনির হোসেন, মাইনুল হাসান সো‌হেল।

স্টকমার্কেটবিডি.কম////

ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৩০ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৩০ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৩.১৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১৩.১২ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম////

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইন; ২য় বিডি থাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১০২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডি থাই এলুমিনিয়াম লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১০০ কোটি ৯৫ লাখ টাকার।

সী পার্লস রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের ৯২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজের ৮৬ কোটি ৮৬ লাখ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ৭৬ কোটি ৪৯ লাখ, সেন্ট্রাল ফার্মার ৫৭ কোটি ৭১ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৫৩ কোটি ৪৯ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪৮ কোটি ৩৬ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্ষ্ট মি. ফান্ডের ৩৬ কোটি ৬১ লাখ ও প্যাসিফিক ডেনিমসের ৩৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

৪ দিনে ডিএসইতে মূলধন বেড়েছে ৭ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৭ হাজার কোটি টাকা বেড়েছে। তবে এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৩১.১৩ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৬ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ২ হাজার ৯২৭ কোটি টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩১.১৩ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৫০৪ কোটি ১১ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৫৮৫ কোটি ৫৭ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ১৩.৯১ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০৯৩ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৪ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১১টির শেয়ার ও ইউনিটের দর। আর ২৫টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৭০৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৭১৪৩ কোটি টাকা অর্থ্যাৎ ০.৯২ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি