সিএসই’র ৫% লভ্যাংশ অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (সিএসই) ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিএসই’র শেয়ারহোল্ডাররা ২০২১-২০২২ সালের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার অনুমোদন দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চট্টগ্রামে অবস্থিত সিএসই’র প্রধান কার্যালয়ে এ সভা হয় বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম। এ সময় রিস্ক অ্যান্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. লিয়াকত হোসেইন চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া, বার্ষিক সাধারণ সভায় সিএসই’র পরিচালক অধ্যাপক এস এম সালামাত উল্লাহ ভুইয়া, সোহেল মোহাম্মদ শাকুর, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মেদ মহিউদ্দিন, মো. রেজাউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এস

গ্যাস সমস্যার উন্নতি হবে জানুয়ারির মধ্যে: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী জানুয়ারির মধ্যে চলমান গ্যাস সমস্যার উন্নতি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘গ্যাস নিয়ে সমস্যা হচ্ছে, এটা আমরা সবাই জানি। নিরবচ্ছিন্ন গ্যাসের সরবরাহ না থাকায় শিল্পকারখানা চালানো মুশকিল হচ্ছে। তারপরও আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আজ বৃহস্পতিবার তিন দিনব্যাপী সিরামিক পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সিরামিকশিল্প খাতের সম্ভাবনা তুলে ধরতে এবং এ খাতে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি ও রপ্তানির বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, বিসিএমআইএর সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শিল্পকারখানার গ্যাস সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন। শিগগিরই ব্যবসায়ীদের নিয়ে আমরা বসব। সমস্যার একটা খসড়া তৈরি করে সেটি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব। আশা করছি, আগামী জানুয়ারি মাসের মধ্যে বিদ্যমান সমস্যার উন্নতি হবে।’

এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, সিরামিক খাতের উন্নয়নে দ্রুত সিরামিক শিল্পনগরী বাস্তবায়ন, সিরামিক টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ও কাঁচামালের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা প্রয়োজন। তৈরি পোশাক খাতে যেভাবে নীতি সহায়তা দেওয়া হয়েছে, সেভাবে সিরামিকসহ অন্যান্য বড় রপ্তানি খাতেও সুবিধা দেওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজকেরা জানান, তৃতীয়বারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে ২০টি দেশের ১২০টি প্রতিষ্ঠান প্রায় ১৫০টি ব্র্যান্ড নিয়ে অংশ নিয়েছে। বর্তমানে ৫০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের সিরামিক পণ্য।

অনুষ্ঠানে বিসিএমআইএ সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, দেশে ইতিমধ্যে সিরামিক, টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার খাতে ৭০টিরও বেশি শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয়েছে। বছরে এ শিল্পের স্থানীয় বাজার প্রায় ৭ হাজার কোটি টাকার। গত ১০ বছরে এই খাতে উৎপাদন বেড়েছে ২০০ শতাংশ, আর বিনিয়োগ বেড়েছে প্রায় ২০ শতাংশ। এ ছাড়া বিশ্বের প্রায় ৫০টিরও বেশি দেশে সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে। এতে বছরে প্রায় ৫০০ কোটি টাকা আয় হচ্ছে।

বিসিএমআইএর সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে সিরামিক খাতের প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি ও নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম////

রিজার্ভ সমস্যা নেই, ব্যাংকেও পর্যাপ্ত টাকা আছে : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের রিজার্ভের কোনো সমস্যা নেই এবং সব ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনের দিনে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে এখন রিজার্ভ নিয়ে নানা সমালোচনা করছে। অথচ আমাদের সরকার রিজার্ভ রেকর্ড পরিমাণ বাড়িয়েছে।

অন্য কোনো সরকার রিজার্ভ বাড়াতে পারেনি। পর্যাপ্ত রিজার্ভ হাতে রেখেই সব কাজ করছি আমরা। ’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে যশোরের আলহাজ শামস-উল-হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় আগামী নির্বাচনে হাজারো নেতাকর্মীর কাছ থেকে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার ‘ওয়াদা’ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জনগণকে চাহিদার চেয়ে বেশি দেবেন বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘বিগত দিনেও দেশের উন্নয়ন করেছি, আপনারা সুযোগ দিলে আগামী দিনেও উন্নয়ন করব। কাজেই ওয়াদা দেন, আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। ’

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন কি না, জানতে চাইলে উপস্থিত হাজার হাজার জনতা হাত নেড়ে আওয়ামী লীগকে ভোট দেওয়ার ওয়াদা করেন।

যশোর শহরের শামস-উল-হুদা স্টেডিয়াম সংস্কার করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এ জন্য যা যা দরকার আমাদের সরকার কাজ করবে। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। একই সঙ্গে আপনাদের কাছে ওয়াদা চাই, আপনারা আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। আপনারা যা চাইবেন, আমি তার চেয়ে বেশি দেব। ’

স্টকমার্কেটবিডি.কম////

ডিএসইতে লেনদেন ৩’শ কোটি টাকার ঘরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে ৩’শ কোটি টাকার ঘরে নেমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২১৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৮৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৮০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৪০ কোটি ৬৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৮টির, আর দর অপরিবর্তিত আছে ২২৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সী পালর্স রিসোর্ট, ওরিয়ন ফার্মা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, এ্যাডভেন্ট ফার্মা, নাভানা ফার্মা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও সামিট পোর্ট লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ০.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ২২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

  1. জেনেক্স ইনফোসিস
  2. চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
  3. সী পালর্স রিসোর্ট
  4. ওরিয়ন ফার্মা
  5. পদ্মা লাইফ ইন্স্যুরেন্স
  6. এ্যাডভেন্ট ফার্মা
  7. নাভানা ফার্মা
  8. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  9. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  10. সামিট পোর্ট লিমিটেড।

লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় চার্টার্ড লাইফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৫৭ লাখ টাকার।

ওরিয়ন ফার্মা লিমিটেড ১৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  সী পালর্স রিসোর্টের ১৪ কোটি ৮৪ লাখ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৪৮ লাখ, এ্যাডভেন্ট ফার্মার ১৩ কোটি ৩৮ লাখ, নাভানা ফার্মার ১১ কোটি ২২ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৯ কোটি ৪৮ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ৫৬ লাখ ও সামিট পোর্টের ৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

চেক ডিজঅনার মামলা করতে পারবে না ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে রায় দিয়েছেন হাই কোর্ট। পাশাপাশি বিভিন্ন আদালতে চলমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দায়ের করা সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঋণ আদায়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো শুধু ২০০৩ সালের অর্থঋণ আইনে বর্ণিত উপায়ে অর্থঋণ আদালতে মামলা করতে পারবে।

বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাই কোর্ট বেঞ্চ বুধবার (২৩ নভেম্বর) এ রায় দেন। ঋণ আদায়ের জন্য এক ব্যক্তির বিরুদ্ধে ব্র্যাক ব্যাংকের করা চেক ডিজঅনার মামলা বাতিল করে এ রায় দেন আদালত। রায়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি হাই কোর্টের নির্দেশনা জারি করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সব ধরনের ঋণের বিপরীতে ইন্স্যুরেন্স কাভারেজ দিতে কেন্দ্রীয় ব্যাংককে রায়ে নির্দেশনা দিয়েছেন হাই কোর্ট।

পরে ব্র্যাক ব্যাংকের আইনজীবী সাইফুজ্জামান তুহিন সাংবাদিকদের বলেন, হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

রায়ের পর্যবেক্ষণে হাই কোর্ট বলেন, ব্যাংক ঋণের বিপরীতে যে চেক নিচ্ছে সেটা জামানত। বিনিময়যোগ্য দলিল নয়। জামানত হিসেবে রাখা সেই চেক দিয়ে চেক ডিজঅনার মামলা করা যাবে না।

আদালত বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি চুক্তির মাধ্যমে ঋণ নেওয়া হয়ে থাকে। ব্যাংকের কিছু দুর্নীতিবাজ, অসাধু কর্মকর্তা নিজেদের স্বার্থে, তাদের হিডেন এজেন্ডা বাস্তবায়নে চেকের অপব্যবহার করে মামলা করে থাকেন। তাদের ব্যবহার দাদন ব্যবসায়ীদের মতো।

পর্যবেক্ষণে আরও বলা হয়, ব্যাংক হওয়ার কথা ছিল গরিবের বন্ধু, কিন্তু তা না হয়ে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গরিবের রক্ত চুষছে। এটা হতে পারে না। যারা হাজার কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হচ্ছে, তাদের ঋণ মওকুফ করার কথা শুনি। কিন্তু কোনো গরিবের ঋণ মওকুফ করার কথা কোনো দিন শুনিনি। নীলকর চাষিদের মতো, দাদন ব্যবসায়ীদের মতো যেনতেন ঋণ আদায় করাই তাদের লক্ষ্য। ঋণ আদায়ের জন্য অর্থঋণ আইনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মামলা দায়ের না করে চেক ডিজঅনার মামলা করছে। এ কারণে আমাদের ক্রিমিনাল সিস্টেম প্রায় অকার্যকর হয়ে গেছে। তাই এখন থেকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান শুধু অর্থঋণ আদালতে মামলা দায়ের করতে পারবে। অন্য কোনো আইনে নয়।

স্টকমার্কেটবিডি.কম////

সিলকো ফার্মার বোর্ড সভা ২৯ নভেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২৯ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টায় সিলেটে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ নভেম্বর পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর পল্টনে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএস