বিএসআরএম স্টিলের সাবস্ক্রিপশন ১-৫ ফেব্রুয়ারি

bsrmস্টকমার্কেট ডেস্ক :

সদ্য আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন পাওয়া বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। এটা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৩তম সভায় বিএসআরএমের আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, এই কোম্পানি শেয়ারবাজারে ১ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে ৬১ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বিএসইসি।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিএসআরএএমের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে  ৫২ টাকা ৯ পয়সা ।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/সি

কেয়ার অফিস গাজীপুর থেকে ঢাকায় স্থানান্তর

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের রেজিস্ট্রার অফিস গাজীপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারে ১৫ তলায় কোম্পানির নতুন অফিস আনা হয়েছ। এরআগে এই অফিস ছিল গাজীপুরেরর কোনাবাড়ীতে।

গত ১৫ ডিসেম্বর থেকে এই নতুন অফিসে কোম্পানিটির কার্যক্রম চলছে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

স্পটে যাচ্ছে ইষ্টার্ন কেবলস ও ইউনাইটেড ফিন্যান্স

spot..-2স্টকমার্কেট ডেস্ক :

রেকর্ড ডেটের আগে মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানি ইষ্টার্ন কেবলস ও ইউনাইটেড লিজিং কোম্পানি (ইউএলসি) শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এই ২ কোম্পানির লেনদেন আগামী ৩০ ডিসেম্বর ও ১ জানুয়ারি স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী ৫ জানুয়ারি সোমবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারগুলোর লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, ইউনাইটেড লিজিং কোম্পানি ট্রেডিং কোড পরিবর্তন করবে। কোম্পানিটি বর্তমান ট্রেডিং কোড ‘ইউএলসির’ পরিবর্তে ‘ইউনাইটেড ফিন্যান্স’ নামে লেনদেন করবে বাজারে।

আগামী ৬ জানুয়ারি থেকে এই কোম্পানির নতুন ট্রেডিং কোড কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

  1. লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড
  2. ডেসকো
  3. এমজেএলবিডি
  4. গ্রামীণফোন
  5. বেক্সিমকো ফার্মা
  6. ব্রাক ব্যাংক
  7. আইডিএলসি
  8. সাইফ পাওয়ারটেক
  9. স্কয়ার ফার্মা
  10. অগ্নি সিস্টেমস লিমিটেড।

বেঙ্গল উন্ডসরের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

BENGLEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উন্ডসর লিমিটেডের পরিচালক আরিফা কবির হাতে থাকা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই উদ্যোক্তা পরিচালক কো

ডিএসইতে লেনদেন ও সিএইসইতে বেড়েছে সূচক

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইএক্স বা প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮১৪ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮০ পয়েন্টে।

ডিএসইতে ১৮৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩২ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন মোট লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ডেসকো, এমজেএলবিডি, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, ব্রাক ব্যাংক, আইডিএলসি, সাইফ পাওয়ারটেক , স্কয়ার ফার্মা এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সিএসই সার্বিক সূচক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২০ পয়েন্টে।

এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

রাজধানীতে জমি কিনল স্ট্যান্ডার্ড ব্যাংক

standardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড রাজধানীর গুলশান এলাকায় ১৯ কাঠা ১৫ ছটাক একটি জমি কিনেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি এই জমি এপেক্স হোটেলের কাছ থেকে ক্রয় করেছে। আজ সোমবার স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্পোরেট অফিসে এই জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। প্রতি কাঠা ১০ কোটি টাকা হিসাবে মোট জমির মূল্য দাঁড়িয়েছে ২০৯ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

আইপিওতে ২০ কোম্পানির ১২৭৫ কোটি টাকা উত্তোলন

National-feed-CA-Ifadনিজস্ব প্রতিবেদক :

শেষ হতে যাওয়া ২০১৪ সালে ২০ কোম্পানি আইপিও প্রক্রিয়ায় সর্বমোট এক হাজার ২৭৫ কোটি টাকার মূলধন উত্তোলন করেছে। এর মধ্যে দুই শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে ১৭টি কোম্পানি। গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে মূলধন সংগ্রহকারী দুটি কোম্পানিও রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ায় অভিহিত মূল্যের শেয়ার প্রিমিয়ামসহ বিক্রি করে সর্বমোট ৯৮৯ কোটি ৩৭ লাখ টাকা মূলধন হিসেবে উত্তোলন করেছে।

এ ছাড়া গত দুই মাসে আরও চারটি কোম্পানি ৩০১ কোটি ৭৫ লাখ টাকার মূলধন উত্তোলন করেছে। এগুলো হলো- ন্যাশনাল ফিড মিলস, সিঅ্যান্ডএ টেক্সটাইল, ইফাদ অটোস ও শাশা ডেনিম। যদিও কোম্পানিগুলো এখনও শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারেনি।

এ ছাড়া গতকাল রবিবার থেকে জাহিন স্পিনিং ১২ কোটি টাকার মূলধন উত্তোলনের লক্ষ্যে সাধারণ বিনিয়োগকারীদের থেকে আইপিও আবেদন ও চাঁদা সংগ্রহ শুরু করতে যাচ্ছে। অর্থাৎ প্রতি মাসে প্রায় দুটি করে কোম্পানি আইপিও প্রক্রিয়ায় মূলধন সংগ্রহ করেছে।

চলতি বছর যেসব কোম্পানি আইপিও প্রক্রিয়ায় মূলধন উত্তোলন করেছে, সেগুলো হলো- অ্যামারেল্ড অয়েল, মতিন স্পিনিং মিলস, হা-ওয়েল টেক্সটাইল, ফার কেমিক্যাল, দি পেনিনসুলা চিটাগাং, শাহজীবাজার পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আরএসআরএম স্টিল রি-রোলিং মিলস, সাইফ পাওয়ারটেক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও হামিদ ফেব্রিক্স।

এ বছর অভিহিত মূল্যে শেয়ার বিক্রি করে তালিকাভুক্ত হওয়া নয় কোম্পানির সবক’টির শেয়ারদর দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি দরে বিক্রি হতে দেখা গেছে। পক্ষান্তরে, চলতি ডিসেম্বরের শুরুতে তালিকাভুক্ত হওয়া হামিদ ফেব্রিক্স কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন দিনে ৩৭ টাকা দরে কেনাবেচা হয়েছে। আইপিওতে এর মূল্য ছিল ৩৫ টাকা। একই রকম চিত্র দেখা গেছে আরএসআরএম স্টিল, মতিন স্পিনিং ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কোম্পানির ক্ষেত্রে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

ভারতীয় শেয়ারবাজারে ঘটনা বহুল একটি সপ্তাহ

sensexস্টকমার্কেট ডেস্ক :

ঘটনা বহুল একটি সপ্তাহ পার করল ভারতের শেয়ারবাজার। গত বৃহস্পতিবারের আগের পাঁচ দিনে আতঙ্কগ্রস্ত বাজারে সেনসেক্স নামে ১,১২১ অঙ্ক। ২৮ হাজারের পর ভেঙে যায় ২৭ হাজারের বাঁধাও। এই জায়গা থেকেই আবার শুরু হয় ওঠা।

বৃহস্পতিবার এক ধাক্কায় সেনসেক্স ওঠে ৪১৬ পয়েন্ট। পরের দিন আরও ২৪৫ অঙ্ক উঠে সপ্তাহ শেষে সেনসেক্স থিতু হয় ২৭,৩৭২ অঙ্কে। খানিকটা হলেও স্বস্তি ফেরে বিনিয়োগকারীদের মনে।

বিশ্ব বাজারের কোনও কোনও ঘটনায় বাজার মাঝেমধ্যে ঝুঁকে পড়লেও দেশের কিছু আশাপ্রদ ঘটনা সামলে দিচ্ছে সূচককে। এই ধরনের বাজারে ‘পতনে ক্রয় এবং উত্থানে বিক্রয়’ নীতি মেনে চললে ভাল লাভের সম্ভাবনা।

পণ্য-পরিষেবা কর চালুর পথ সুগম করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক সংবিধান সংশোধনী বিল অনুমোদন করে। সব কিছু ঠিকঠাক চললে ২০১৬ সালের ১ এপ্রিল থেকে চালু হয়ে যেতে পারে বহু প্রতীক্ষিত পণ্য-পরিষেবা কর বা জিএসটি। আর্থিক সংস্কারের পথে এগিয়ে যাওয়ার এই খবরে কেটে যায় বিষাদের সুর। বাজারে আবার ফিরতে দেখা যায় লগ্নিকারীদের। সপ্তাহের শেষ দু’দিনে সেনসেক্স ওঠে ৭০১ অঙ্ক। হারানো জমির অনেকটাই পুনরুদ্ধার হয় মাত্র দু’দিনে।

কেন্দ্রের ধারণা, মার্চ মাসের আগে রিজার্ভ ব্যাঙ্ক সম্ভবত সুদ কমাবে না। বাজারের কাছে সুখের কথা, পাইকারি মূল্যবৃদ্ধির হার সাড়ে পাঁচ বছর পরে নেমেছে শূন্যতে। অক্টোবরে মূল্যবৃদ্ধির হার ছিল ১.৭৭%। এর আগে প্রকাশিত হয়েছিল খুচরো মূল্যবৃদ্ধির হার ৪.৩৮ শতাংশে নেমে আসার খবর।

গত সপ্তাহে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম এক সময়ে নেমে আসে ৬০ ডলারেরও নীচে। ২০০৯-এর পরে এটিই অশোধিত তেলের সব থেকে কম দাম।  তেলের দাম এতটা কমলেও ভারতের বৈদেশিক বাণিজ্যে ঘাটতি বেড়েই চলেছে মূলত সোনা আমদানি বেড়ে ওঠার কারণে।

আমদানির কারণে ডলারের চাহিদা বৃদ্ধি এবং সপ্তাহের প্রথম তিন দিন বিদেশি লগ্নিকারীরা মোটা টাকার শেয়ার বিক্রি করায় ডলারের তুলনায় টাকার দাম এক সময়ে নেমে আসে ৬৩.৫৩ টাকায়, যা গত ১৩ মাসের মধ্যে সব থেকে কম। শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোয় শুক্রবার অবশ্য ডলারের দাম কিছুটা কমে থিতু হয় ৬৩.৩০ টাকায়। সব মিলিয়ে গত সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার।কিছুটা স্ফীত হয়েছে। ২১৭ কোটি ডলার বেড়ে তা পৌঁছেছে ৩১,৬৮৩ কোটি ডলারে।
বিখ্যাত বস্ত্রনির্মাতা মন্টে কার্লো গত সপ্তাহে নথিবদ্ধ হয়েছে শেয়ার বাজারে। এদের সম্প্রতি আনা পাবলিক ইস্যুতে আবেদন ৭.৮৩ গুণ জমা পড়লেও প্রথম বাজার দর হতাশ করেছে লগ্নিকারীদের। ৬৪৫ টাকায় ইস্যু করা শেয়ার নথিবদ্ধ হয় ৫৮৫ টাকায় এবং পরে তা আরও কমে দাঁড়ায় ৫৬৬ টাকায়। নতুন ইস্যুর বাজারের কাছে এটি ভাল খবর নয়।

রিজার্ভ ব্যাঙ্ক এখনও সুদ কমানোর পথে না-হাঁটলেও স্টেট ব্যাঙ্ক-সহ বেশ কিছু ব্যাঙ্ক তাদের কিছু মেয়াদি আমানতে সম্প্রতি সুদ ।ফলে আগামী ২০১৫ সালটি শেয়ার বাজারের জন্য নতুন কিছু সুখবর বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এএআর

সূচকের উত্থানে চলছে দিবসের লেনদেন

high indexনিজস্ব প্রতিবেদক :

সূচকের উত্থানে শুরু হয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন। সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।

বেলা ১১ টা ৪৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮১৬ পয়েন্টে। এ সময় ডিএসইতে মোট ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৭ কোটি টাকার।

লেনদেনের শীর্ষে রয়েছে -ডেসকো, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএলবিডি, সাইফ পাওয়ারটেক, ব্র্যাক ব্যাংক, তিতাস গ্যাস, সামিট অ্যালায়েন্স পোর্ট, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা ও মার্কেন্টাইল ব্যাংক।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ৩০ মিনিটে সময়ে সিএসসিএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৪৫ পয়েন্টে। সিএসইতে মোট ৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর