এমএল ডায়িংয়ের আইপিও শেয়ারের আবেদন ৮-১৯ জুলাই

ML Dyingস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এম এল ডায়িং লিমিটেডকে ২০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীরা এই কোম্পানির আইপিও শেয়ারের জন্য আগামী ৮ থেকে ১৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

এর আগে গত ১৪ মে কমিশনের ৬৪৪তম নিয়মিত সভায় এম এল ডায়িং লিমিটেডকে আইপিও অনুমোদন দেওয়া হয়।

শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, এম এল ডায়িং লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩.৭১ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৩৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৯ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ৯ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.৮ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৬.১ পয়েন্টে, সিরামিক খাতের ২৪.৩ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৮.৮ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৭.৯ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩.৯ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১০.৯ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ১৯.৫ পয়েন্টে।

এছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ৩৩.৫ পয়েন্টে, বিবিধ খাতের ২৯.১ পয়েন্টে, এনবিএফআই খাতে ১৭.২ পয়েন্ট, কাগজ খাতের মাইনাস ২৩১.১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.২ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩০.৫ পয়েন্টে, চামড়া খাতের ১৮.৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৯.৫ পয়েন্টে, বস্ত্র খাতের ২২.৪ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে মাইনাস ২১,৮ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সাপ্তাহিক লেনদেন কমলেও দিনের গড় লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে।মোট লেনদেন কমলেও সপ্তাহ শেষে বেড়েছে প্রতিদিনের গড় লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৩০৫৬ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩৫৪১ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৩.৭০ শতাংশ কম।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৭৬৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৭০৮ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৭.৮৭শতাংশ বেশি।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৬,৩৯৫ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৪,৭৩৭ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে কমেছে দশমিক ৪৩ শতাংশ।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৪৩.১৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৩৩.৪৯ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯২৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ২.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

এদিকে সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টি কোম্পানির। আর দর কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৭৬ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক কমেছে দশমিক ৩২ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টি কোম্পানির। আর দর কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড